রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা ও পাঠানোর উপায়

রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা: প্রিয় বন্ধুরা সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ

একটি লেখা।  বিশেষ করে যারা বর্তমানে কাজের জন্য বা ইউরোপে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য করে বৈধভাবে

রোমানিয়াতে যাচ্ছেন, তাদের জন্য লেখাতে হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ । কারণ বিভিন্ন সময়ে আপনি রোমানিয়া থেকে

বাংলাদেশে টাকা প্রেরণ করতে হবে। কিন্তু আপনি যদি না জানেন রোমানিয়ার বর্তমান এক টাকা=বাংলাদেশের কত টাকা?

হয় তাহলে অনেক সময় আপনি ঠকে যেতে পারেন। এছাড়াও রুমানিয়া থেকে টাকা পাঠানোর জন্য রয়েছে বিভিন্ন মাধ্যম

যার মধ্যে কিছু মাধ্যম আছে যেগুলোতে অনেক বেশী খরচ হয়। আবার কিছু মাধ্যম আছে যেখানে টাকা পাঠালে খুব কম

খরচ এবং অনেক সময় খরচ ছাড়াও টাকা পাঠানো যায়। তাই এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা

করবো যাতে করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি সকল বিষয় বিস্তারিত জানতে পারেন। এছাড়াও আমি কিছু

গুরত্বপূর্ণ লিংক দিব যে গুলো দিয়ে আপনি প্রতিদিনের রোমানিয়ার টাকার রেট জানতে পারবেন।

রোমানিয়া টাকার নাম

প্রতিটা দেশের যেমন নাম আছে তেমনি প্রতিটা দেশের টাকারও নাম আছে । বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা ।

আমেরিকার মুদ্রার নাম ডলার । এই ভাবে প্রতিটা দেশের মুদ্রারই কোনা কোন নাম আছে। অনেকেই আমরা রোমানিয়া

কাজের জন্য বা অন্য কারণে বসবাস করি বা যেতে চাচ্ছি কিন্তু রোমানিয়ার মুদ্রার নাম জানিনা বা জানতে চাচ্ছেন তাদের

জন্য বলছি রোমানিয়ার মুদ্রার নাম হচ্ছে –লিও ( LEU )।

রোমানিয়ার টাকার ছবি

অনেকেই আমরা রোমানিয়ার টাকার ছবি দেখার জন্য খোঁঁজ করে থাকি । আবার কেউ বা প্রশ্ন করে থাকে রোমানিয়ার টাকা

কেমন?। তাদের জন্য এখানে আমরা রোমানিয়ার টাকার ছবি দিব যা দেখে আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন

রোমানিয়ার টাকা। তাই নিচে  ছবি দেখুন যে মুদ্রার প্রচলন বেশি সেই ছবি গুলো শুধু এখানে প্রদান করা হলো ।

রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা
রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা

রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা/ রোমানিয়ার এক 1 টাকা বাংলাদেশের কত টাকা?

অনেকর মনে প্রশ্ন থাকে আমি যদি রোমানিয়া যাই বা রোমানিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাই তবে রোমানিয়ার

টকা(  ১  লিও ) সমান বাংলাদেশের কত টাকা হবে বা পাবো। যারা রোমানিয়ায় যেতে চান বা বর্তমানে বসবাস করতেছেন

তাদের মূলত এই ধরনের প্রশ্ন থাকে। এখানে আমি বলে দিব আপনি যদি রোমানিয়ার এক লিও দেন তাহলে বাংলাদেশের

টাকা পাবেন = ১৯.৫৭ টাকা। অর্থাৎ প্রায় ২০ টাকার কাছা কাছি।

রোমানিয়া টাকা থেকে বাংলাদেশী টাকায় রূপান্তর করলে কত পাবেন

যদি কেহ রোমানিয়া থেকে বাংলাদেশে টাকা প্রেরণ করতে চায় তখন অনেক সময় বুঝতে পারেনা সে ঐদেশের কত টাকা

দিলে বাংলাদেশের কত টাকা হবে। তাদের জন্য হিসাব সহজ করার জন্য এবং রোমানিয়ার কত টাকায় বাংলাদেশের কত

টাকা হয় দুটো বিষয় তুলে ধরার জন্যই এখানে কিছু রাউন্ড ফিগারের সংখ্যায় রোমানিয়ার লিও = বাংলাদেশী টাকার পরিমাণ

দেয়া হলো যেটা দেখে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন রোমানিয়ার কত টাকা বাংলাদেশে পাঠালে বাংলাদেশী কত

টাকা আপনি পাবেন। এছাড়াও আপনি যদি অন্য কোন সংখার টাকা পাঠাতে চান তবে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই

হিসাবা করে নিতে পারবেন আমাদের এই সংখ্যাগুলো দেখে।

ক্রমিক নং রোমানিয়ার লিও ( LEU )বাংলাদেশী টাকা
০১  ১১৯.৫৭
০২ ১০১৯৫.৭
03৫০৯৭৮.৪
০৪১০০১৯৫৬.৭
০৫২০০৩৯১৩.৪
০৬৪০০৭৮২৬.৮
০৭৫০০৯৭৮৩.৫
০৮১০০০১৯৫৬৭.১
০৯২০০০৩৯১৩৪.১
১০৫০০০৯৭৮৩৫.৩

রোমানিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়

যারা রোমানিয়ায় আছেন আপনি ইচ্ছে করলে বেশ কয়েকটি মাধ্যমে আপনার বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তার

মধ্যে যে সকল মাধ্যমগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেই সকল মাধ্যমগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা

করব।কোন মাধ্যম গুলোর মাধ্যমে আপনি টাকা পাঠালে খুব সহজেই এবং স্বল্প সময়ের মধ্যে দেশে টাকা আনতে পারবেন

সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব । আর এদের মধ্যে যে সকল মাধ্যম গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত শুধু

সেগুলো এখানে আলোচনা করা হলো।

MoneyGram  এর মাধ্যমে রোমানিয়া থেকে বাংলাদেশে টাকা প্রেরণ

রোমানিয়া থেকে টাকা পাঠানো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে মানি গ্রাম  ( MoneyGram )। রোমানিয়াতে যে

সকল ব্যাংক আছে তাদের প্রায় সকল ব্যাংকে মানিগ্রাম করার জন্য আলাদা একটি সেক্টর আছে। সেখান থেকে আপনি খুব

সহজেই যে কোন পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন, এবং এর জন্য খুবই সামান্য কমিশন নেয়া হয়। শুধুমাত্র

পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে বাংলাদেশে আপনি খুব সহজে মানিগ্রাম করে টাকা পাঠাতে পারবেন। এর জন্য

আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে না । আপনি শুধু তাদের কাছে টাকা জমাদেয়ার পর তারর আপনাকে একটি

গোপন নাম্বার দিবে এবং বাংলাদেশ যে সকল ব্যাংকের মানিগ্রামের অসুবিধা আছে সেই সকল ব্যাংকে গিয়ে ওই নাম্বার দিয়ে

সহজে টাকা তুলে নিতে পারবেন।

 রোমানিয়া থেকে বাংলাদেশে  WESTERN UNION এর মাধ্যমে টাকা প্রেরণ

রোমানিয়া থেকে ওয়েস্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে আপনি

খুব সহজেই রোমানিয়া থেকে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনার যা প্রয়োজন হবে শুধুমাত্র আপনার

বাংলাদেশী পাসপোর্ট আর যার কাছে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বার আর তার নাম দিলেই আপনি খুব সহজে

রোমানিয়া থেকে টাকা পাঠাতে পারবেন। আর তার জন্য রোমানিয়া ওয়েস্টার্ণ ইউনিয়ন এর অনেকগুলো শাখা আছে প্রায়

প্রতিটি শহরেই বেশ কয়েকটি করে শাখা আছে। আপনি যেকোন জায়গায় গেলে আপনি টাকা পাঠাতে পারবেন এবং

বাংলাদেশের যে সকল ব্যাংক ওয়েস্টার্ণ ইউনিয়ন শাখা আছে সেখান থেকে আপনি সহজেই যে কোন ব্যাংক থেকে টাকা

তুলে নিতে পারবে। রোমানিয়ায় টাকা পাঠানোর পর আপনাকে একটি গোপন নম্বার দিবে সেই নাম্বার এবং মোবাইল নাম্বার

নিয়ে বাংলাদেশের ওয়েস্টার্ণ ইউনিয়ন এর যে কোন শাখায় গেলেই টাকা উঠাতে পারবেন

আজকে রোমানিয়ার টাকার রেট

অনেকেই জানতে চায় প্রতিদিনের রোমানিয়ার টাকার রেট । কিন্তু সব জায়গায় প্রতিদিনের আপডেট রেট পাওয়া যায় না।

তার জন্য দেখা যায় নানান ধরনের সমস্যা । অনেক সময় সঠিক বিনিময় হার জানা যায় না। আর তাই আজ এখানে আমি

আপনাদের এমন একটি উপায় বলে দিব যেখানে আপনি প্রতিদিনের রোমানিয়ার টাকা থেকে বাংলাদেশী টাকার বিনিময়

হার জানতে পারবেন। আর তার জন্য নিচে একটি লিংক প্রদান করা হলো যে খানে রোমানিয়ার বিভিন্ন পরিমাণ টাকায়

বাংলাদেশী কত টাকা পাবেন তা দেখতে পারবেন। খুবসহজেই।

নিচের রোমানিয়া = বাংলাদেশী টাকা লেখা এখানে ক্লিক করুন আর  তবে প্রতিদিনের আপডেট রোমানিয়ান মুদ্রার রেট দেখতে নিন।

(রোমানিয়া লিও = বাংলাদেশী টাকা)

রোমানিয়া টাকা বাংলাদেশের কত টাকা এর শেষ কথা

আশাকরি আপনার প্রয়োজন অনুযায়ী তথ্য আমার এই লেখা থেকে পেয়ে গেছেন। যদি এছাড়াও আরো কোন তথ্য

আপনার জানার প্রয়োজন হয় তবে । আমাদের কাছ লিখতে পারেন। আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী সকল তথ্য নিয়ে

হাজির হবো। কারন আমার এখানে অনেক বিষয় সম্পর্কে তথ্য দেয়া আছে যে তথ্য গুলো আপনার অনেক কাজে লাগবে।

আমাদের এই সাইটের ( 24 favor.com ) সাথে থাকুন আমাদের আরো অনেক লেখা আছে যে গুলো আপনি দেখতে পারেন।

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিভিন্ন তথ্য মূলক লেখা আপনার কজে লাগবেই। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই

কামনাই আজকের মত এখানেই বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ।

About 24 Favor

Check Also

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয় । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *