কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়: আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি কিভাবে খুবসহজেই

 ইউরোপের দেশ পর্তুগাল স্থায়ীভাবে বসবাস করার জন্য যেতে পারেন। অনেকেই যেতে চায় কিন্তু সুযোগের অভাবে

সেখানে যাওয়া যায়না। আজ তাই এখানে আমরা জানিয়ে দিব আপনি কিভাবে খুবসহজেই কাতার থেকেি এই দেশে যেতে

পারেন।আর তাই এই লেখাটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আশাকরি এ লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত

পড়লে আপনি জানতে পারবেন কাতার থেকে কিভাবে খুব সহজেই সেনজেনভুক্ত দেশ পর্তুগালে যাওয়া যায়। পর্তুগালে সহ

সেখানে যাওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে? কিভাবে আবেদন করা লাগবে? কোথায় যেতে হবে? কোন কোন

বিষয়ে আপনার যোগ্যতা থাকতে হবে? এ সমস্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা করবো এই  দুবাই থেকে পর্তুগাল যাওয়ার উপায়

লেখায় । এ লেখাটি পড়লে আপনার জন্য কাতার থেকে পর্তুগাল যাওয়ার একদম সহজ হয়ে যাবে ।

পর্তুগাল ভিসা আবেদন

কাজের ভিসা বা ব্যবসায়িক ভিসায় বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ হতে মানুষ বর্তমানে কাতার বসবাস করে আসছে।

আর তাই আপনি যদি এই দেশ হতে ইউরোপর দেশ পর্তুগালে যেতে চান তবে কয়েকটি কাগজ পত্র থাকলেই খুব সহজে

এই দেশ হতে যেতে পারবেন। তাই যে সকল কাগজ পত্র আপনার লাগবে সে কাগজ পত্র গুলে হলো। নিম্নরূপ।

  • আপনার দুবাইতে কাজের বা বৈধভাবে বসবাসের বয়স সর্বনিম্ন ১ বছর হতে হবে।
  • যদি আপনি কাজের ভিসায় যেতে চান তবে যে কাজে তারা লোক নিবে সেই কাজের দক্ষতা থাকতে হবে।
  • পাসপোর্টের মেয়াদ মিনিমাম ১ বছর থাকতে হবে।
  • যে কম্পানিতে বর্তমানে আছেন সেখানে থেকে  একটি এন.ও.সি দিতে হবে( নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে।
  • ব্যাংকের হিসাবা বা লেনদেন দেখানোর জন্য  এবং আপনার জমার পরিমান নিশ্চিত করার জন্য আপনাকে ব্যাংক ট্রান্জেকশন সার্টিফিকেট দিতে হবে।
  • দুবাই এর পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে।
  • ছবি লাগবে দু্পই কপি যার সা্পোই হবো পাসপোর্ট এবং ব্যাকগ্রাউন্ড সাদা ।

এই হচ্ছে কাগজ পত্র তবে আপনি যদি কোন ভাল বিশ্বস্ত এজেন্সির দারস্থ হতে পারেন তবে তারাই আপনার ফাইল সুন্দর করে রেডি করে দিবে। যাতে করে আপনার ভিসাটি মিস না হয়।

পর্তুগাল ভিসা

আমরা অনেকেই এই বিষয়টির সাথে অভগত নই যে বিশেষ করে শীতের সময় ইউরোপের এই দেশটি তাদের দেশের কাজ

করার জন্য বেশ কিছু ভিসা বিভিন্ন দেশে দিয়ে থাকে । তারা যখন ইউরোপের সেনজেন দেশগুলোতে কাজের লোক না পায়

তখন এরা এশিয়ার বিভিন্ন দেশ হতে লোক নিয়োগ দিয়ে থাকে। আর সেই সুযোগে আপনি খুব সহজেই এই দেশ গুলোতে

কাজের ভিসায় যেতে পারবেন। তাছাড়াও ভিজিট ভিসাতো আছেই যে গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই যেতে পারেন।

পর্তুগাল কাজের ভিসা অনলাইনে আবেদন করুন।

অনেক সময় তাদের দেশের সরকারী সাইটে বা বিভিন্ন জব সাইটে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে আপনি যদি

একজন আগ্রহী প্রর্থী হন তাহলে কয়েকটি নির্দেশ মোতাবে ধাপ পাড়ি দিয়ে আপনার দরখাস্ত জমাদিয়ে অনলাইনের

মাধ্যমে আপনার দরখাস্তটি জমা দিতে পারেন। এর জন্য আপনি কোন কনসালটেন্সি ফার্ম এর সহযোগীতা নিতে পারেন

তবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

 (পর্তুগালের জবের জন্য এখানে ক্লিক করুন)

পর্তুগাল কৃষি ভিসা

সাধারণত শীত মৌসুমে এই দেশে কৃষি কাজের জন্য প্রচুর লোক প্রয়োজন হয়। আর তাদের কৃষি কাজ করার জন্য প্রচুর

লোক না থাকায় তারা পৃথিবীল বিভিন্ন দেশ থেকে লোক নিয়োগ দিয়ে থাকে। আর যখন ইউরোপের দেশ সমূহে এই

সাধারণত কাজ করার জন্য লোক না পায় তখন তারা এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশ হতে লোক নিয়ে থাকে। আর সেই

সুযোগে আপনিও যেতে পারেন সেনজেন ভূক্ত এই সুন্দর দেশটিতে।

পর্তুগাল ভিজিট  ভিসা

এই পদ্ধতিটি খুবই সহজ। যদি আপনি কাতার ভালচাকরী করেন অথবা বিজনেস ভিসায় কাতার আছেন তবে খুব সহজেই

আপনি কিছু কাগজ পত্র রেডে করে পারি দিতে পারেন স্বপ্নের এই দেশটিতে। যদি আপনি ভিজিট ভিসায় যেতে চান তবে

আপনাকে বেশ কিছু কাগজ পত্র জমাদিতে হবে । তার পর তারা সেগুলো যাচাই বাছাই করে আপনাকে ভিসা অনুমোধন

দিবেন।

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা

কোন না কোন ভাবে আপনি যদি পর্তুগালের কাজের অনুমোধন পান তবে আপনাকে আর কেউ আটকাতে পারবেনা। তাই

বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনি ইচ্ছে করলে আবেদন করতে পারেন যাতে করে আপনি খুব সহজেই এই ভিসার জন্য

আবেদন করতে পারেন। আর এর জন্য আপনার যে সকল কাগজ পত্র লাগবে । পর্তুগাল ভিসা আবেদন  এই অংশে যে সকল

কাগজ পত্রের কথা উল্লেখ করা হয়েছে মূলথ সেই সকল কাগজ পত্র গুলোই প্রয়োজন হবে।

পর্তুগাল এজেন্সি

এতগুলো বিষয় জানার পর বা আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি এই দেশ থেকে আপনি পর্তুগাল

জাবেন তাহলে আপনাকে বিশ্বস্থ এজেন্সির কাছে যেতে হবে। কোন লোক বা এজেন্সির সাথে কথা বলার আগে অবশ্যই

তাদের পূর্বের অভিজ্ঞতা আছে কিনা কত জন তারা বিদেশে পাঠাতে পেরেছেন তা যাচাই বাছাই করে নিবেন।

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায় এর শেষ কথা

যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কাতার থেকে পর্তুগাল যাবেন তবে এই লেখার যে তথ্য আছে তা

আপনার কাজে লাগবে। এছাড়াও যদি আপনাদের আরো কোন বিষয়ে তথ্যের প্রয়োজন হয় তবে আমাদের কাছে লিখতে

পারেন। আমরা পরবর্তীতে সেই বিষয়ে দিকনির্দেশনা দিব। আর এ ছাড়াও আরো বেশ কিছু তথ্য নিয়ে আমাদের এই সাইটে

আলোচনা করা হয় যা আপনি পড়ে দেখতে পারেন। সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।

 

একই আরো যে বিষয় গুলো পড়তে পাড়েন:

১. বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়।

২. রোমানিয়া থেকে টাকা পাঠানোর উপায়।

৩. রোমানিয়ার ১ টাকা বাংলাদেমের কত টাকা?

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

6 comments

  1. Muhammad Basir Miah

    Hi

  2. ভাই আমাকে একটু সাহায্য করেন

  3. আপনি যদি বর্তমানে কাতারে থেকে থাকেন তবে খুব সহজেই সেখান থেকে পর্তুগালে যেতে পারবেন। তবে এই লেখাটি পড়লেই সকল কিছু বুঝতে পারবেন। কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *