Privacy Policy

Privacy Policy: সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই Privacy Policy পেইজটি । কারণ যে কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কার্যক্রম পরিচালনার জন্য দরকার কিছু নিয়ম কানুনের তেমনি আমদের এই সাইটি পরিচালনা করার জন্য দরকার কিছি নিয়ম নিতি।

যে নিয়মনিতি গুলো মেনে চললে পাঠক এবং লেখক উভয়েরই ক্ষতির দিকটি এড়ানো যাবে। কোন ভাবেই যেন কেউ এখানে তথ্যর জন্য বা জানার জন্য এসে ক্ষতিগ্রস্থ না হয়। নিচে বিস্তারিত বর্ণনা করা হল।

আমরা কারা

আমাদের ওয়েব সাইটির ঠিকানা হলো https://24favor.com  এই সাইটে ভিজিট করলে আমাদের সম্পর্কে বিস্তারিত

জানতে পারবে।

আমাদের সম্পর্কে মন্তব্য

যখন কোন একজন দর্শক আমাদের সাইটে এসে মন্তব্য করে সাথে সাথে আমরা মন্তব্য ফর্মে দেখানো ডেটা সংগ্রহ করি

এবং স্প্যাম সনাক্তকরণের জন্য ভিজিটরের আইপি ঠিকানা এবং ব্রাউজার ব্যবহারকারী এজেন্ট স্ট্রিং ও সংগ্রহ করি।

এটা আপনি ব্যবহার করছেন কিনা তা জানার জন্য আপনার ইমেল ঠিকানা থেকে তৈরি একটি বেনামী স্ট্রিং( এটি একটি

হ্যাশ  বালা হয়)  প্রদান করা হয় ।  এখানে Gravatar গোপনীয়তা নীতি বিদ্যমান । আপনার মন্তব্যের অনুমোধনের পর

আপনার মন্তব্যের প্রিক্ষিতে আপনার প্রোফাইল ছবি জনসাধারণের কাছে দ্শ্যমান হবে।

মিডিয়া

যদি আপনি আমাদের এই ওয়েবসাইটে থেকে ছবি আপলোড করেন , তাহলে এমবেডেড অবস্থায় ( EXIF GPS) যে সকল

ছবিতে আছে সেগুলো আপলোড করতে পারবেননা। এগুলো আপলোড করা থেকে এড়িয়ে চলুন। এই সাইটের পাঠকরা যে

কোন সময় এখান থেকে ছবি বা ডেটা ডাউলোড বা কপি করতে পারবেন।

কুকিজ

আমাদের সাইটে যখন কেউ কোন ধরনের মন্তব্য করবে তখন তা কুকিতে তার যাবতীয় তথ্য জমা হবে যেমন তার নাম, ইমেলের ঠিকানা এবং ওয়েবসাইট তা সংরক্ষণ করতে পারবে। একই লেখায় যেন কেউ বার বার মন্তব্য রকতে  না পারে। আর এই সকল কুকিজ গুলো আগামী এক বছর ধরে চলতে থাকবে।

কেউ যদি আমাদের সাইটে একবার মন্তব্য করে তবে তার নাম , ইমেল ঠিকানা এবং ওয়েবসাইট সংরক্ষণ করাহবে। যাতে করে আপনার বার বার মন্তব্য করার সময় আপনাকে আপনার তথ্য সমূহ পুরণ করতে না হয়। এই কুকিজ গুলো এক বছর ধরে চলবে।

যদি কখনো আপনি আমাদের লগইন পৃষ্টাতে যান, তাহলে আপনার ব্রাউজার কুকিজ গ্রহণ করে কিন তা নির্ধারণ করতে আমরা সময়িক কুকিজ সেট করবো। আর এই কুকিতে কোন ব্যক্তিগত তথ্য থাকবেনা এবং আপনি যখন আপনার ব্রাউজার  বন্ধ করবেন তখন তা বাতিল করা হবে।

যখন কেউ লগইন করবে তখন সেই তথ্য আপনার স্ক্রীনে প্রদর্শন পছন্দগুলি সংরক্ষণ করতে বেশ কয়েটি কুকিজও স্থাপন করা হবে। আর এই লগইন কুকিজ দুই দিন স্থায়ী হয় এবং এর স্ক্রীন কুকিজ গুলো এক বছর স্থায়ী হয়। যদি কোন কারনে আপনি আদের সাইট লগইন করেন তা দুই সপ্তাহের জন্য স্থায়ী হবে। আর আপনি যদি আপনার একাউন্ট থেকে লগ আউট করেন তাহলে লগইন তথ্য গুলো সরানো হবে।

যদি আপনি একটি নিবন্ধ সম্পাদনা বা প্রকাশ করা হয়। তাহলে একটি অতিরিক্ত কুকি আপনার ব্রাউজারে সংরক্ষিত হবে। আর সাধারণত এই কুকিতে কোন ব্যাক্তিগত তথ্য অন্তর্ভুক্ত নেই। শুধু মাত্র আপনি যে নিবন্ধটি সম্পাদনা করেছেন তার পোষ্ট আইডি নির্দেশ করে এটি আর এই মেয়াদ একদিন পরে শেষ হয়।

অন্যান্য ওয়েবসাইট থেকে এন্বেড করা বিষয়বস্তু

আমাদের সাইটের  এন্বেড করা সমগ্রী গুলো যেমন ভিডিও ,ছবি,নিবন্ধ ইত্যাদি সংযুক্ত করতে পারে। আর অন্যান্য ওয়েবসাইট থেকে এন্বেড করা বিষয়বস্ত গুলোও ঠিক একইভাবে অন্তর্ভক্ত করে যেন ভিজিটর অন্য ওয়েবসাইট পরিদর্শন করতে পারে।

প্রয়োজনে এই ওয়েবসাইট আপনার ডেটা সংগ্রহ করতে পারে এবং তা কুকি ব্যবহার করতে পারে। এছাড়াও তৃতীয় -পক্ষের ট্র্যাকিং এন্বেড করতে পারে।  আর সেই এন্বেড করা সমগ্রীর সাথে আপনার অনুভূতি নিরীক্ষা করতে পারে। আপনার যদি একটি একাউন্ট থাকে এবং সেই ওয়েবসাইটে লগইন করা থাকে তাহলে এন্বেড করা সমগ্রীর সাথে আমার মিথস্ক্রিয়া ট্র্যাক করা হয়।

আমরা কার সাথে আপনার ডেটা শেয়ার করি?

যদি আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ করেন তবে আপনার আইপি ঠিকানা রিসেট ইমেলে সংযুক্ত করা হবে।

আপনার ডেটা আমরা কতক্ষণ সংরক্ষণ করি

যখন কেউ একজন একটি মন্তব্য করে সেই মন্তব্য ডেটা অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা হয়। এটি যাতে আমরা

যেকোন ফলো-আপ মন্তব্যকে একই সারিতে নারেখে আলাদা ভাবে রাখা হয় এতে করে স্বয়ংক্রিয়ভাবে চিনতে ও অনুমোধন করা সহজ হয়।

আপনার ডেটার উপর কি অথিকার আপনি রাখেন

যদি কেই আমাদের এই সাইটে কেউ কোন মন্তব্য করেন তাহলে তাহলে যে কোন সময় আপনি আপনার করা সেই মন্তব্য এবং এর যাবতীয় তথ্য পাওয়ার জন্য আবেদন করতে পারেন।  এছাড়াও আপনি আমাদের কাছে আবেদন করতে পারেন আপনার তথ্য মুছে ফেলার জন্য। প্রশাসনিক বা আইনি নিরাপত্তার উদ্দেশ্য আমরা কোন তথ্য রাখতে বধ্য এমন কোন তথ্য এখানে অন্তর্ভক্ত নয়।

আমরা যেখানে আপনার তথ্য পাঠাই

সবার করা মন্তব্য একটি স্বয়ংক্রিয় স্প্যাম সনাক্তকরণ পরিষেবার মাধ্যমে সকল তথ্য পরীক্ষা করা হয়।

অন্যান্য নীতি মালা

  1. আমরা কখনই কারো ব্যাক্তি গত তথ্য কারো সমনে তুলে ধরার অধিকার রাখিনা।
  2. আপনার দেয়া তথ্য বা রেজিষ্টেশন করা তথ্য কারো সাথে শেয়ার করার অধিকার রাখিনা।
  3. সকলের তথ্যর গোপনীয়তা আমাদের নৈতিক দায়িত্ব।
  4. আপনার ব্যক্তি গত তথ্য আমার কারো কাছে বিক্রির অধিকার রাখিনা।

আশা করি উপরোক্ত Privacy Policy এর  বিষয়গুলো আপনার, আমাদের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

আরো কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আরো জানতে পারেন আমাদের অন্যান্য পেইজ গুলো :

১,Contact Us

.Disclaimer