Skip to content

টাকা নিয়ে উক্তি ও কাকে বলে?

টাকা নিয়ে উক্তি

টাকা নিয়ে উক্তি এই আলোচনাটি  সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । নতুন একটি আলোচনা আশাকরি আপনার

ভালোলাগবে। টাকার জন্য আমরা সবাই পাগল । টাকা আছে সব আছে টাকা নাই কিছু নাই । আর এই টাকার জন্য ঘটছে

কত ঘটনা।  আমাদের পকেটে টাকা না থাকলে আমরা বড়ই অসহায়। টাকা থাকলে পৃথিবীটা রঙ্গিন মনে হয় আর টাকা না

থাকলে পৃথিবীটা কঠিন মনে হয়। আর তািই প্রতি নিয়ত সবাই ধান্ধায় সময় কাটায় কিভাবে আরো বেশি টাকা কামানো যায়।

কেউ বা সৎ ভাবে আবার তা কামাই করছে অসৎভাবে। নিচে টাকা নিয়ে উক্তি দেয়া হলো যে গুলো পড়লে আশাকরি

ভালোলাগবে।

টাকা কি বা কাকে বলে ?

টাকা হলো বিনিময়ের মাধ্যম মাত্র। বাংলাদেশে এটাকে টাকা বলা হয় এবং পৃথিবীর একেক দেশে এর নামের বিন্নতা রয়েছে

যে নামেই একে ডাকা হোক না কেন এর কার্যক্রম মূলত একই। কিন্তু দেশের অর্থনৈতিক সহ বেশ কয়েকটি বিষয়ের উপর

ভিত্তি করে এর মানের দিক দিয়ে রয়েছে বিন্নতা। বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর দেশটির মুদ্রা হিসেবে টাকা

প্রতিষ্ঠিত হয়। যার কাগজে টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রবর্তিত হয় এবং বিশেষ করে ধাতব মুদ্রা গুলো

বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত হয়ে থাক।

(পুরুষাঙ্গ না দাড়ানোর কারণ ও প্রতিকার )

টাকা নিয়ে উক্তি

প্রতিদিনের প্রয়োজনে যে জীনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন পূরণ করতে পারে তাহলো টাকা। আর তাই টাকার মাধ্যমে

আমরা সকল প্রয়োজন পূরণ করে থাকি। টাকা হচ্ছে পুরুষের বল। টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না। তাই

টাকা না থাকলে তখন শুধু বুঝা যায় পৃথিবীটা কত কঠিন। আর সেই টাকা নিয়ে নিচে কিছু উক্তি দেয়া হলো যে গুলো

আপনারা পড়লে অনেক ভালোলাগবে। আর এই উক্তি গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।

টাকা নিয়ে উক্তি -০১

১. প্রখ্যাত লেখক ডেভ রামসে বলেন “ যদি আপনি আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে না পারেন তবে অভাব আপনাকে চিরদিন নিয়ন্ত্রণ করবে”।

২. জনাব এইচ আর এস তার উক্তিতে বলেন “ যদি আমরা পৃথিবীতে ভালো থাকতে চাই তাহলে আমাদের টাকার দরকার আর পরকালে ভালোথাকার জন্য অবশ্যই ভালো আমলের দরকার”।

৩. বিখ্যাত লেখক নীহা রঞ্জন বলেন” আমাদের প্রয়োনের অতিরিক্ত টাকা বা সম্পদ কোন ভাবেই মানুষের মঙ্গল আনতে পারে না”।

৪. হেনরি ডেভিড থোরিও অন্যরকম একটি উক্তি প্রদান করেন তিনি বলেন “ মাদের মাঝে সেই ব্যক্তিটিই সবারথেকে ধনী যার আনন্দ সবার থেকে কম”।

৫. জনাব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার উক্তিকে টাকাকে গৌন হিসেবে ব্যাখা করে বলেন “ ভবে তোর মানুষ আপন। টাকা হলো পর । তাই যত পার মানুষ ধর”

৬. বিখ্যাত লেখক টমাস ফুলার তার টাকা নিয়ে উক্তিতে বলেন ” আমাদের মধ্যে যার টাকা বা সম্পদ বেশি , সংসারে তার সবকিছুর চাহিদাও বেশি থাকে”।

৭. প্রখ্যাত লেখক জনাব হার্বাট ক্যাশন তার লেখায় বলেন টাকার জন্য চারটি সুন্দর নিয়ম হলো-
ক) যদি আপনি দেনা থাকেন পারলে সব দেনা পরিশোধ করে দিন।
খ) যত বেশি সঞ্চয় করা যায় ততটাই ভাল।
গ) কারো কাছে টাকা পাওনা থাকলে তা আদায় করা।
ঘ) টাকা বসিয়ে না রেখে যতটা সম্ভব বিনিয়োগ করতে হবে।

৮. টাকার উক্তিতে জনাব ফারকুহার বলেন “ আমাদের টাকা রোজগার করতে প্রয়োজন বুদ্ধির । আর তা যদি আমরা খরচ করতে চাই তাহেল লাগবে হৃদয়”।

৯. বিখ্যাত স্যামুয়েল জনসন তার উক্তিতে বলেন “ যারা সাধারণত টাকা খরচ করতে পারে এবং টাকা সঞ্চয় করার সুযোগ আছে তারা হচ্ছে সবথেকে সুখি মানুষ কারণ তারা দুটি কাজের আনন্দ অনূভব করতে পারে”।

১০. প্রখ্যাত কৌশলবিদ জনাব ম্যাক ডিউক বলেন “ এটা সবচেয়ে নিজের প্রতি বড় পাপ যে, আপনি অযথাই বসে আছেন। আর কারো জন্য অপেক্ষা করছেন । সে আপনাকে টাকা দিয়ে যাবে”

টাকা নিয়ে উক্তি -০২

১১. জনাব জিম রোহান তার ব্যাখায় বলেন ‘ পৃথিবীতে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি। কারণ আপনি অনেক টাকার মালিক হতে পারেন। কিন্তু আপনার জন্য সময় সীমিত”।

১২. চায়নার কম্পানি আলিবাবা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব জ্যাক মা তার উক্তিতে বলেন “ মানুষের কখনও টাকার অভাব হয়না। অভাব হয় শুধু সেই মানুষ গুলোর যাদের মনে স্বপ্ন আছে। আর এই স্বপ্ন থাকা মানুষ গুলো স্বপ্ন পূরণের জন্য মরতেও রাজি থাকে”।

১৩. লেখক জোনাথ সুইফট বলেন “ যারা প্রকৃত পক্ষে জ্ঞানী তারা কখনও টাকা হৃদয়ে রাখে না। তারা টাকা কে মাথায় রাখে”।

১৪. বিখ্যাত মারলিন ডায়েটরিচ তার উক্তিতে বলেন “ অনেক টাকা আয় আর ধনী হওয়ার মধ্যে অনেক বিশাল একটি পার্থক্য আছে”।

১৫. সাইমন ওয়েল তার লেখায় বলে ”আপনি যদি কোন মানুষ চিনতে চান তবে তবে দেখতে হবে তার টাকা বা সম্পদ হারালে সে কেমন আচরণ করে”।

১৬, আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন “ যে মানুষ গুলো টাকা জমা করেছে । টাকার সাথে সে পাপও জমিয়ে রেখেছে তার সাথে”।

১৭. প্রখ্যাত ক্রিস্টোফার মার্লো তার দেয়া বক্ত্যে বলেন “ টাকা দিয়ে কখনও ভালোবাসা কেনা যায় না। এটা শুধু দরকষাকষির ক্ষমতা বাড়ায়”।

১৮. মোঃ আবুজাফর তার ভাষনে বলেন “ সাধরণত মেয়েরা পড়ালেখা করে যতই উপরে উঠুক তারা প্রেমের চেয়ে অলংকার,উপহার ও টাকা পয়সা পেলেই বেশি খুসি”।

১৯. জনপ্রিয় ব্যবসায়ী জনাব রবার্ট সূচলর তার উক্তিতে বলেন “ টাকা আমাদের উদ্যেগ গ্রহণের জন্য সমস্যা নয়। যেটা আমাদের জন্য সমস্যা তা হলো সুন্দর একটি ব্যবসার ধারণা। যা আপনাকে টাকার প্রবাহ সৃষ্টি করে দিত”।

২০. বিখ্যাত ধনী ব্যাক্তি মাক্রোসফটের প্রতিষ্ঠাতা জনাব বিল গেটস তার টাকা নিয়ে উক্তিতে বলে যার অর্থ হলো “ আমাদের কাছে একটি নির্দিষ্ট পরে গিয়ে আর টাকার কোন উপযোগীতা থাকে না। এটা শুধু একটি সংস্থা বা প্রতিষ্ঠান এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দারিদ্রতম স্থানে প্রদান করার মধ্যেই এর উপযোগ নিহিত রয়েছে”

টাকা নিয়ে উক্তি -০৩

২১. জনাব সিসোরো তার বক্তব্যে বলেন “ টাকা হারানো যতটা সহজ ব্যাপার কিন্তু এই টাকা আয় করা ততটাই মারাত্বক

জটিল ব্যাপার”।

২২. বিখ্যাত নরম্যান ভিনসেন্ট পিল বলেন “ আমাদের খালি পকেট গুলো কখনই কাউকে পিছনে ফেলে রাখতে পারিনি।

এটা শুধু আমাদের ফাঁকা মাথা ও অন্তর করতে পারে”।

২৩. জনাব বিরন বলেন “ যারা মূলত অর্থ চায় তারা যেন পৃতিবীর সবকিছু চায়”।

২৪. বিখ্যাত লেখক সক্রেটিস বলেন যার অর্থ হলো “ যে শিক্ষা আমরা টাকার বিনিময়ে গ্রহণ করে থাকি তার চেয়ে

অশিক্ষিত থাকাও অনেক ভাল”।

২৫. টাকার উক্তিতে জনাব ফ্রাঙ্কলিন বলেন “ যদি টকার পয়সার মূল্য বুঝতে চাও তবে কারো কাছ থেকে তা ধার নিতে চেষ্টা করে দেখ”।

(পরকীয়া প্রেম নিয়ে খুবই সুন্দর একটি লেখা )

বাবার টাকা না থাকলে উক্তি

বাবার টাকা না থাকলে উক্তি তে বলা হয়েছে যাদের বাবার টাকা নাই তারাই খুব তাড়াতড়ি বুঝতে পারে টাকার কি মর্যাদা।

যাদের বাবার টাকা আছে তারা এটা সহজে বুঝতে পারবে না। আর তাই বাবার টাকা নিয়ে এখানে কিছু উক্তি দেয়া হলো যে

গুলো পড়লে আশকরি ভলোলাগবে। আর এই উক্তি গুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে সামাজিক

যোগাযোগ মাধ্যম ।

  • যাদের বাবার টাকা নাই তারাই শুধু বুঝে জীবনে উপরে উঠা কতটুকু কঠিণ।
  • প্রতিটা বাবার সম্পত্তি তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ।
  • বাবার টাকা থাকলে খুব সহজেই আনন্দ উপভোগ করা যায় এবং দুই হাতে টাকা-পয়সা খরচ করা যায়।
  • বাবার টাকা থাকলে সাফল্যর সিড়িঁটা অনেক সহজ হয়।
  • যাদের বাবার টাকা আছে তারাই কারণে অকারণে খরচ করতে পারে।
  • যে বেশি ভাব দেখাবে এবং কথায় কথায় গর্ব করবে বুঝতে হবে ওর বাবার টাকা আছে।

এই লেখাটি পড়তে পারেন: জুমা মোবারক

টাকা নিয়ে উক্তি এর শেষ কথা

সবারই টাকা নিয়ে উক্তি লেখাটি অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের বিভিন্ন তথ্যমূলক লেখা দেও আমার

কাছে অবশ্যই দয়া করে কমেন্ট সেকশনে ও জানাতে পারো যদি এই ধরনের লেখা প্রয়োজন থাকে তবে জানালেন

আমাদের আরো অনেকগুলো লেখা আছে সেগুলো পড়তে পারেন আশা করি ভালো লাগবে না হলে সবাইকে ভালো

থাকবেন।

আরো পড়তে পারেন

. জুমা মোবারক স্ট্যাটাস

২. পরকীয়া প্রেম নিয়ে উক্তি

৩. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি

15 thoughts on “টাকা নিয়ে উক্তি ও কাকে বলে?”

  1. Pingback: বাছাই করা সেরা কিছু টাকা নিয়ে উক্তি

  2. Pingback: সবথেকে বাছাই করা মা নিয়ে কথা ছন্দ কষ্টের কবিতা স্ট্যাটাস ও উক্তি

  3. Pingback: দুর্নীতি নিয়ে ছন্দ উক্তি ও রিপোর্ট

  4. Pingback: পিঠে ব্যথা হলে করণীয় এর ঔষধ

  5. Pingback: ঘাড় ব্যথা কিসের লক্ষণ

  6. First off I would like to say wonderful blog!
    I had a quick question that I’d like to ask if you do not mind.
    I was interested to find out how you center yourself and clear your mind prior to writing.
    I have had difficulty clearing my mind in getting my thoughts out there.
    I truly do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just
    trying to figure out how to begin. Any suggestions or tips?
    Cheers!

  7. Hi! I could have sworn I’ve visited this blog before but after browsing through many of the articles I realized it’s new to me.
    Regardless, I’m certainly happy I discovered it and I’ll be
    bookmarking it and checking back regularly!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial