দায়িত্ব নিয়ে উক্তি , ক্যাপশন, মেসেজ ও কবিতা

দায়িত্ব নিয়ে উক্তি: দায়িত্ব হচ্ছে এমন একটি জিনিস, যা কাউকে দিতে হয় না। দায়িত্বটা সবার কপালে জুটেনা। দায়িত্ববান আগে নিজেকে হতে হয় । তার পরে দায়িত্ব পাওয়া যায়। আবার অনেক লোক আছে যারা নিজেকে দায়িত্ববান মনে করে না । তারও যে কিছু দায়িত্ব আছে সে তার দায়িত্ব কে এড়িয়ে চলতে চায়। আর তাই দায়িত্ব বেশির ভাগ ক্ষেত্রে যারা পায় তারা সংসারের বড় ছেলে অথবা বাবা-মা।

তাদের উপরে অনেক বেশি দায়িত্ব থাকে। আর এই সব দায়িত্ব নিয়ে আজকে এখানে অনেকগুলো উক্তি, ক্যাপশন, মেসেজ ও কবিতা দিব যে  গুলো পড়ে আপনার দায়িত্ব  সম্পর্কে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী  আপনি পালন করতে পারবেন।

দায়িত্ব নিয়ে উক্তি

দায়িত্ব আমরা অনেক সময় না বুঝেই পালন করেই থাকি। কিন্তু দায়িত্বটা আমাদের কিভাবে পালন করতে হবে, এবং কিভাবে পালন করলে আমাদের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করা হবে। এ নিয়ে পড়ে যাই দ্বিধাদ্বন্দ্বে। আমরা বুঝতে পারি না আমাদের দায়িত্ব গুলো আসলে কি? আর তাই তখন সবাই খুঁজতে থাকি বিভিন্ন সমাধান।

আর আজকে আমরা এই উক্তির মাধ্যমে সকল সমস্যার সমাধান দিব। এখানে আমরা পরিবারের দায়িত্ব, দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি ও বউয়ের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । আর তাই আপনি যদি দায়িত্ব নিয়ে উক্তি এই লেখাটি পড়েন তাহলে  আপনি পেয়ে জাবেন আপনার দায়িত্ব সম্পর্কে সকল দিকনির্দেশনা । আর একই সাথে পাবেন অনেক মজা।

যদি কোন খাদ্য খেলেন কিন্তু তা 
চিবিয়ে না খেলে সেটাকে খাদ্য মনে হয়না।
তেমনি তাড়া করে কাজ করলে তাকে
কর্তব্য বলে উপলব্ধি করা যায় না।
                               বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর

 

দেশের প্রতিটি নাগরিকের ভোট দেয়া
সবচেয়ে মূল্যবান অধিকার ।
আর সেই ভোটদান প্রক্রিয়া বিশুদ্ধতা 
নিশ্চিত করা সরকারের নৈতিক কর্তব্য
                                 রাজনৈতিক ব্যাক্তি হিলারি ক্লিনটন

 

প্রতিটি মানুষের কর্তব্য হলো
তার আকাঙ্ক্ষা এবং তার 
ক্ষমতা অনুযায়ী নিজেকে একজন
উপকারি ব্যক্তিতে পরিণত করা।
                                 বিশেষ সংগৃহীত

 

 

তুমি শুধুমাত্র একটি জীবন পাবে
আর এটা মূলত নিজেরই কর্তব্য
আর জীবনের উদ্দেশ্য হলো 
সব থেকে সুনন্দর ভাবে বাচাঁ
              জনাব উইলিয়াম উইল ট্রাইনোর

 

আমি নিজের সব কর্তব্য পালন 
করতে করতে ক্লান্ত ।
আর সেই জন্য আমি সুখি
আর তাই ধন্যবাদ জানাই বিধাতাকে।
                          লেখক জনাব জোসেফ হুফার

পরিবারের দায়িত্ব নিয়ে উক্তি

বাড়ির একজন সদস্য হিসেবে সবারই কিছু না কিছু দায়িত্ব থাকে। বিশেষ করে পরিবারের যারা প্রদান থাকে তাদের উপরে থাকে সবচেয়ে বেশি দায়িত্ব। আর তারাই পুরো পরিবারকে পরিচালনা করে থাকে। তাদের একটু ভুলের কারণে পুরো পরিবার হুমকির মুখে পড়ে যেতে পারে। তাই যারা পরিবারের প্রধান তাদেরকে অবশ্যই খুব সতর্কতার সাথে দায়িত্ব গুলো পালন করতে হবে।

পরিবারের যারা সদস্য আছেন তাদেরও বেশ কিছু দায়িত্ব আছে। সে দায়িত্ব যথাযথভাবে পালন করলেই আমাদের পরিবারগুলো সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সহ  ভালোবাসায় থাকবে পরিপূর্ণ। আসুন সেই ভালোবাসাকে ধরে রাখার জন্য এই সুন্দর সুন্দর উক্তি গুলো পড়ি। যাতে করে আমাদের পরিবারগুলোকে সুন্দর করে গরে তুলতে পারি।

এই উক্তিগুল ভালো লাগলে  আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি । যেন আমাদের বন্ধু-বান্ধব তাদের পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে পারে।

সেই পুরুষ আসল মানুষ
যে কর্তব্য পালন করতে জানে
আর অধিকার সবাই ভোগ করে
ত্যাগ করতে জানে কয় জন।

 

প্রকৃত পক্ষে মধ্যবিত্ত পরিবারের
মানুষগুলোই ধরনীর আসল রুপ
দেখতে পায়, কারন তারা সকল
প্রতিকূলতা মোকাবিলা করে।
                          প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদ

 

নিজের বাড়িতে গিয়ে পরিবারের
সাথে ভাল খাবার খাওয়া আর
সবার সাথে এক সাথে বিশ্রাম
করার চেয়ে আর ভাল কিছু নাই।
                    উক্তি প্রদান ইরিনা শাইক

 

আমাদের পরিবার দিক নির্দেশ 
যা আমাদের পরিচালিত করে।
এর ফলে আমরা সাফল্যর উচ্চতায় পৌছাই
আর পরিবার আমাদের সান্ত্বনা দেয় যখন 
আমরা কোন কাজে ব্যার্থ হই।
                       লেখক ব্র্যাড হেনরি।

 

পরিবারের দায়িত্ব প্রাপ্ত প্রতিটা
মানুষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে
পরিবারের সকলকে হাঁসি খুসি
আর তাদের উন্তত জীবন প্রদানে।
                                  সংগৃহীত 

দায়িত্ব নিয়ে ইসলামিক উক্তি

দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইসলামেও রয়েছে অনেক দিক নির্দেশনা। আর সেই অনুযায়ী আমাদের দায়িত্ব গুলো পালন করা উচিত। আজকে আমি আপনাদের ইসলামের যে সকল দিক নির্দেশনা রয়েছে দায়িত্ব কর্তব্য সম্পর্কে তা বিস্তারিত ধারণা দিব । যাতে করে আমরা ইসলামিক ভাবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি।

বউয়ের দায়িত্ব নিয়ে উক্তি

যেহেতু আমাদের দেশ পুরুষপ্রধান দেশ। একটি সংসারের পুরুষরাই কর্তা হিসেবে পরিচালনা করে থাকে। তাই বিয়ের পরে একটি পুরুষের জন্য দায়িত্ব বেড়ে যায় আর তা হলো বউর জন্য। বউয়ের জন্য থাকে অনেক দায়িত্ব কর্তব্য । আর সেই সকল দায়িত্ব কর্তব্য পালন না করার কারণে সংসারে দেখা যায় অশান্তি। ঝগড়া লেগেই থাকে । তাই আসুন আমরা সংসারে কিভাবে বইয়ের উপর দায়িত্ব পালন করতে পারি। সে বিষয়ে কিছু উক্তির মাধ্যমে দেখানো যাক। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

বউয়ের দায়িত্ব পালনে কবুও
অবহেলা করিওনা কারণ 
তুমি মনে রেখো সে তুমার জন্য
তার সবকিছু ছেড়ে চলে আসছে।

 

বউ এমন একটা প্রাণী
যে তার চিরচেনা সবকিছুই
ত্যাগ করে একটা বন্ধনের জন্য
আর তাই সারাজীবন পার করে ।

 

স্ত্রী আর স্বামীকে ঘিরে আনন্দ করুন
আর যখন তাকে চলে যেতে দেখবেন
তখন মনে মনে অনেক বেশি
দুঃখ প্রকাশ করুন এটাই ভালবাসা।
                                প্রখ্যাত লেখক মার্টিন লথার

 

প্রকৃত পক্ষে ধন্য সেই যে 
সত্যিকারের একজন ভাল বন্ধু পেয়েছে
আর সবচেয়ে সুখি যে সেই ভাল বন্ধুটি
তার স্ত্রীর মধ্যে খুঁজে পেয়েছে।
                             উক্তি প্রদান করেন ফ্রান্জ শোবার্ট

 

সাধারণত একটি মেয়ে সবচেয়ে ভাল
জিনিস হতে পারে আর তাহলো ভাল মা ও স্ত্রী
আর এটা একটি মেয়ের সর্বোচ্চ কলিং।
আর এর জন্য আমি পস্তুত।
                          লেখক ন্যান্সি ই টার্ন

 

দায়িত্ব নিয়ে ক্যাপশণ

যখন আমাদের উপর বেশি দায়িত্ব পড়ে যায় । আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খাই । কোন ভাবেই পরিচলনা করা যায়না আমাদের সংসার। আর তখন অনেকেই বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে প্রকাশ করতে চায় নিজের কষ্ট গুলোকে।আর তাই সেই সময় তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ করতে থাকে এই সকল বাছাই করা ক্যাপশন গুলো।

যেগুলো শেয়ার করার মাধ্যমে তারা নিজেদের কষ্ট গুলোকে ভুলে থাকতে চায়। আর এই ক্যাপশন গুলো আপনার ভাললাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

আমাদের সবচেয়ে বেশি 
প্রধান্য দিতে হবে আমাদের
পরিবারকে, কারন পরিবার
অমাদের আশ্রয় স্থান।

 

প্রতিটা মানুষের জন্ম 
কোননা কোন পরিবারে
তাই পরিবার বাদে মানুষের
কল্পনা করা কঠিন বিষয়।

 

তুমি তুমার দায়িত্ব গুলোকে
সঠিক ভাবে পালন করে যাও
দেখবে পরিবারে একদিন 
তুমিই সফল হিসেবে প্রকাশ পেয়েছো।

 

পরিবারের দায়িত্ব গুলোকে সবথেকে
বেশি দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করা
যাতে করে কারো কোন প্রকারের ক্ষতি না হয়া
কারণ তুমার কাজে অন্যরা নির্ভরশীল।

 

প্রতিটা পরিবারই একটি রাষ্ট্র
কারণ এখানে রাষ্ট্রের সকল কিছুই
পরিচালনা করতে হয়। 
তাই যে পরিবার ভাল চালায় 
সে রাষ্ট্রও ভাল চালাতে পারবে।

 

দায়িত্ব নিয়ে মেসেজ

অনেক সময় আমাদের চারপাশের মানুষগুলো তাদের দায়িত্ব নিতে চায়না। আর তাই তখন তাদেরকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ দিয়ে থাকি। যাতে করে সেই সকল মানুষ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। একই সাতে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে খুবই ভালবাবে। বাছাই করা সেরা দায়িত্ব নিয়ে উক্তি এই লেখায়  মেসেজ গুলো প্রদান করা হলো।

  • আমার উপর দায়িত্ব গুলো আমি জানিনা পালন করতে পেরেছি কিন? তবে আমি সফল একজন লোক।
  • প্রতিটা কাজের মূল্যায়ন করা হয় । আর পরিবারের বড়ছেলের মূল্যায়ন করা হয় তার দায়িত্ব পালন না করলে।
  • হাজারো প্রশ্ন উঠে কেউ দায়িত্বে অবহেলা করলে। কিন্তু আমরা নিজের প্রতি কতটুকু দায়িত্ব পালন করছি তার উপর কোন প্রশ্ন উঠেনা।
  • তোমাকে বলে দিলাম আজ থেকে আর আমার কোন দায়িত্ব নাই। যা কিছু সব তোমার উপরে।
  • দায়িত্ব গুলো সুধু আমাকেই দিলে তোমার কি কোনই দায়িত্ব  ছিলনা?

দায়িত্ব নিয়ে কবিতা

আমাদের দেয়া এই কবিতার মাধ্যমে আপনার উপর দায়িত্বগুলো বুঝে নিতে পারেন। কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে আমাদের কি দায়িত্ব। আর এই সুন্দর কবিতা পড়ে একদিকে যেমন আপনি আপনার মনের কষ্টগুলো দূর করতে পারেন, অন্যদিকে আপনার দায়িত্ব সম্পর্কে জেনে নিতে পারবেন। তবে চলুন দেখা যাক সেই আনকমন সুন্দর কবিতা গুলো।

যেগুলো আপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে ।  এগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করে নিজেকে সবার সামনে আলাদা ভাবে উপস্থাপন করার সুযোগ পাবেন।

আপনা দায়িত্ব
   কবি…………..

দায়িত্ব আসে আপনা হতে
     বুঝতে সক্ষমতা
আর দায়িত্বগুলো করি পালন
নিয়ে পরম মমতা।
চিন্তা করো পরের জন্য
করো ভালো কাজ
তবেই তুমি পাবে সম্মান
স্মরণীয় হবে জগতের মাঝ
হাসি দিয়ে দুঃখগুলো
   কর তুমি জয়
দায়িত্ব পালন করতে তাই
কবুও যেন পাও না ভয়।

 

কঠিন দায়িত্ব
            কবি……….

দায়িত্ব হলো কঠিন বিষয়
তাই পারেনা সবাই নিতে।
অনেকেই তাই পালন করতে গিয়ে
সারা জীবন হয়েছে দিতে
যে যার জায়গা থেকে থাকো
সবাই সদায়  দায়িত্ববান
যতই আসুক দুঃখ ঝড়
আসুক যতই তুফান
মিলেমিশে করব পালন
দায়িত্ব যত আছে
হাসিখুশি থাকবো সবাই
এই সুন্দর ধরণীতে
যতদিন বেঁচে আছি।

শেষ অনুরোধ

পরিশেষে একটি অনুরোধ করি। আমরা যে যার অবস্থানে আছি, সেই অবস্থানেই আমাদের দায়িত্ব আছে। আর কখনো আমরা যেন আমাদের সেই দায়িত্ব গুলোকে এড়িয়ে না যাই। আমরা যদি যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু পালন করি তবেই আমাদের পরিবার সুন্দর হবে। সমাজ সুন্দর হবে, সর্বোপরি আমাদের দেশ সুন্দর হবে । দেশে থাকবে না কোনো অভাব অনটন ।

আমরা সবাই সুন্দরভাবে জীবন-যাপন করতে পারব। সমাজ থেকে বিদায় নিবে দারিদ্র নামের অভিশাপ। তাই আসুন আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করি। দায়িত্ব নিয়ে উক্তি এই লেখাটি পড়ার মাধ্যমে যে উপকার গুলো হয়েছে  সেগুলো কাজে লাগাই। আর আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এই দায়িত্ব নিয়ে উক্তি লেখাটি পড়ার জন্য।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

৫. নিজেকে পরিবর্তন করা নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস এ বিভাগে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *