টাকা নিয়ে কিছু বাস্তব কথা এই আলোচনায় আপনাদের শুনাবো টাকা যে কতটা প্রয়োজন মানুষের জন্য সেই বিষয়ে।
তাছাড়াও ঢাকা খুবই কঠিন জিনিস, কথায় আছে টাকা হলে বাঘের চোখ মেলানো যায়। আসলে কথাটা দ্বারা বোঝানো
হয়েছে পৃথিবীতে টাকা হলে অনেক কিছুই সম্ভব। তাই টাকার প্রয়োজনীয়তা মানুষের কাছে অনেক বেশি। তাই আজকে
টাকা নিয়ে কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যে চিত্রগুলো দেখলে আমাদের মনে পড়ে যাবে টাকা নিয়ে
মানুষের সাথে কেমন ভাবে লেনদেন করতে হবে। এখান থেকে এই সমস্ত উক্তি ও বাস্তব কথা ও মেসেজ নিজেদের জীবনে
প্রয়োগ করে আমাদের সামনে অগোতে হবে।
টাকা নিয়ে কিছু বাস্তব কথা
যারা যোগাযোগ মাধ্যমে টাকা নিয়ে বাস্তব কথা গুলো শেয়ার করতে চান কিন্তু সুন্দর সুন্দর সেই বাস্তব কথা গুলো খুঁজে
পাচ্ছেন না । আর যদি এই হয় আপনার অভিব্যাক্তি তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন এখানে আজকে আপনি বেশ
কিছু টাকা নিয়ে কিছু বাস্তব কথা পাবেন যে গুলো খুবই আনকমন এবং নতুন। আর এই গুলো আপনি শেয়ার করতে
পারবেন আপনার বন্ধুদের সাথে।
- টাকা হচ্ছে বিপদের বন্ধু।
- অর্থ হচ্ছে সুখের অনেক বড় একটি হাতিয়ার।
- মানি থাকলে সবাই বন্ধু হতে চায়।
- যদি তুমার কখন সুযোগ আসে হালাল উপায়ে টাকা রোজগার করার তবে তখন অবহেলা করোনা।
- সুযোগ মানুষের জীবনে বার বার আসে না তাই সময় সুযোগ মত অর্থ রোজগার করতে হয়।
টাকা নিয়ে কষ্টের স্ট্যাটাস
টাকার অভাবের মত আর কোন অভাব পৃথিবীতে হয় না। প্রতিটা মানুষের সবচেয়ে বড় অভাব হলো এই টাকার অভাব।
আর তাই আমরা কিছু টাকার অভাব নিয়ে স্ট্যাটাস দিব, যে গুলো পড়লে আপনার খুবই ভালোলাগবে। এছাড়াও এই স্ট্যাটাস
গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
- আজ আমার টাকা নাই তাই সবাই আমার দিকে বাঁকা চোখে তাকায়।
- যখন টাকা ছিল তখন অনেক বন্ধু ছিল আজ আমার টাকা নাই কাছের সেই বন্ধুও নাই।
- হায়রে টাকার অভাব যা পকেটে থাকলে বুঝা যায় না। যদি একবার হারিয়ে যায় তখন বুঝা যায় এর মর্ম।
- পকেটে টাকা না থাকলে ভালোবাসার মানুষটিও অন্যের হাত ধরে চলে যায়।
- আজ আমি অনেক কিছু হারিয়ে শুধু টাকা পেয়েছি।
সঞ্চয় নিয়ে উক্তি
জীবনে টাকা পয়ঁসা রোজগার করা অনেক কঠিন হলেও তা সঞ্চয় করা আরো কঠিন। আমরা অনেক সময় হঠাৎ করে
সমস্যায় পড়লে ঋন করা ছাড়া আমাদের আর উপায় থাকে না। তাই এই কথা গুলো মাথায় রেখে আমাদের উচিৎ খারাপ
সময়ের জন্য কিছু পরিমাণ হলেও টাকা জমিয়ে রাখা। আর এই কাজটি যদি আমরা করতে পারি তবে কঠিন সমস্যাটিও
আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আর সেই সঞ্চয় করার উৎসাহ দেয়ার জন্য নিচে কিছু উক্তি দেয়া
হলো যা সবার সাথে শেয়ার করে তাদেরকেউ সঞ্চয় করার জন্য উৎসাহ যোগাতে পারবেন।
- আমাদের প্রত্যেকের উচিৎ অসময়ের জন্য টাকা সঞ্চয় করার।
- প্রতিদিনের বা প্রতি মাসের রোজগার থেকে একটি অংশ জমা করো যা তুমাকে বিপদে সাহয্য করবে।
- টাকা পয়ঁসা বা ধনসম্পদ কারো সাথে বিপদের সময় ফাঁকি দেয় না।
- একটু একটু সঞ্চয় এক সময় বৃহদ আকার ধারণ করবে।
- প্রতিটা জীনিসই ক্ষুদ্র থেকে শুরু হয় তাই অল্প একটু সঞ্চয় বলে অবহেলা করা যাবে না। এটাই দেখবে একদিন অনেক বড় আকারে জমা হয়ে অছে।
পাওনা টাকা নিয়ে উক্তি
যে ব্যাক্তি টাকা ধার নেয় সে বেমালুম ভুলে যায়। আর যে টাকা ধার দেয় সে শুধু সময় গুনতে থাকে। আমাদের চার পাশে
অনেক মানুষ আছে যারা টাকা পয়ঁসা একবার ধার নিলে তা আর সহজে ফিরত দিতে চায় না। আবার অনেক সময় ফিরত
দিলেও অনেক দেরি করে তার পর দেয় । এতে করে মানুষ জন আর বর্তমানে টাকা ধার দিতে চায় না। যদিওি মুসলিম
হাদিস ও কুরআনের আলোকে টাকা ধার দেওয়া খুবই সওয়াবের কাজ। শুধু মানুষের ঋন পরিশোধের অনিয়মের কারনে
সবাই ধার দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আপনি যদি আপনার বন্ধুদের টাকা ধার দিয়ে থাকেন আর তা বর্তমানে ফিরত
দিচ্ছেনা তাহলে আপনার সামাজিক যোগাযোগে এই উক্তি গুলো শেয়ার করে তাকে টাকা পরিশোধের কথা মনে করিয়ে
দিতে পারেন।
- দিলাম টাকা ধার নিয়ে গেলো , ফিরে আর এলো না । নেয়ার সময় অনেক ভালো দেয়ার সময় যাতনা।
- টাকা দিলেই বন্ধু ভালো না দিলেই হয় যত খারাপ।
- মুরগী নিয়েছে যাক তবে শেয়ালের আক্কেলতো দেখা হলো। ( এখানে মুরগী রুপক অর্থে ব্যবহার করা হয়েছে যে সকল মানুষ টাকা নিয়ে আর না দেয় তাদেরকে বুঝানো হয়েছে)।
- যদিও তোমরা কষ্টে থাক তবুও তোমাদের দেনা আগে পরিশোধ করো।
- যতটুকু সম্ভব ঋন থেকে নিজেকে দূরে রাখাই উত্তম।
টাকা আর সম্পর্ক
টাকা হচ্ছে এমন একটি সম্পদ, যে সম্পত্তি মানুষ তার সবচেয়ে ভালোবাসার মানুষে থেকেও বেশি ভালোবাসে। টাকার লোভ
নেই এমন মানুষ সমাজে পাওয়া দুষ্কর। কম আর বেশী সকলেরই টাকার লোভ থাকে। তাই টাকা আর মানুষের সম্পর্কটা
হচ্ছে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ মানুষের প্রতিটি চাহিদা পূরণ করতে গেলে টাকার প্রয়োজন হয়।
আর মানুষের যতগুলো চাহিদা আছে তার বেশিরভাগই আমরা টাকার মাধ্যমে পূরণ করতে পারিনি। তাই পৃথিবীতে টাকা
ছাড়া আমরা অচল প্রায়।
টাকা ছাড়া পুরুষ
স্বামী ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ এ দুটি হচ্ছে নিন্দনীয়। তাই বলা হয় পুরুষ মানুষের যদি টাকা না থাকে তবে সেই
পুরুষের কোন দাম নেই। আর যদি কোন পুরুষ টাকা রোজগার করতে না পারে তবে সংসারে তার কোন সম্মান থাকে না,
এবং সমাজেও সবার কাছে অবহেলার পাত্র থাকে। তাই বলা হয় পুরুষ মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার আয়-রোজগারের
উপর। যে পুরুষ যত বেশি আয় রোজগার করতে পারে তার ততবেশি দাম থাকে সবার কাছে ।
টাকা নিয়ে কিছু বাস্তব কথা পাওয়া টাকা না থাকলে মানুষ চেনা যায়
যদি মানুষ চিনতে চাও তাহেলে টাকা ধার চাও। বিখ্যাত লেখকের এই বক্তব্য থেকেই বুঝা যায় মানুষের জীবনে টাকা পয়ঁসার
কত প্রয়োজন। সংসার থেকে শুরু করে আত্নীয়-স্বজন বন্ধু বান্ধব সকলেই টাকা না থাকলে তার দাম দিতে চায় না। আর
তাই যদি কোন কারণে আপনার অভাব দেখা দেয় বা টাকা না থাকে তবে যে সকল ঘটনা আপনার সাথে ঘটবে তা দেখে
আপনি অনেকটা অবাক হয়ে যাবেন আর সেই সব ঘটনার মধ্যে নিম্নোক্ত গুলো উল্লেখ যোগ্য।
- প্রথমে ঘরের বউ আপনাকে অবমূল্যায়ন করা শুরু করবে।
- সন্তানদের কাছে গ্রহণ যোগ্যতা কমে যাবে।
- বাবা মা দেখতে পারবে না।
- কাছের বন্ধু বান্ধব খোঁজ নেয়া বন্ধ করে দিবে।
- আত্নীয় স্বজন আগের মত আর যোগাযোগ করবে না।
- সমাজে সবাই অবহেলা করবে।
- সমাজের কাছে দাম কমে যাবে।
- কোন কারণে বিপদ হলে কারো কাছেই টাকা ধার পাবেন না।
টাকা নিয়ে কিছু বাস্তব কথা এর শেষ অনুরোধ
আশা করি উপরোক্ত টাকা নিয়ে কিছু বাস্তব কথা লেখাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগলেই আমার কাম্য। তাই
জীবনের প্রতিটি স্তরে টাকা রোজগার করতে শিখুন, এবং একইসাথে টাকাকে সঠিকভাবে ব্যয় করতে শিখুন। তবেই জীবনে
সুনন্দর ভাবে চলতে পারবেন। আপনার জীবনে কোনো সমস্যা হবে না । যদি আপনার কোন মতামত থাকে তবে অবশ্যই
কমেন্স করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো পড়তে পারেন
১. টাকা নিয়ে উক্তি ও কাকে বলে।
৫. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি
৬. বাছাই করা সেরা কিছু টাকা নিয়ে উক্তি