ধন্যবাদ জানানোর উক্তি এই লেখার মাধ্যমে আমরা প্রিয় বন্ধুদের কারো কোন উপকার করার পরিবর্তে অথবা ভালো
কোন কিছু করার ফলে তাকে আমরা কত সুন্দরভাবে ধন্যবাদ দিতে পারি তা তুলে ধরার চেষ্টা করবো। আমরা অনেক সময়
আমাদের চার দিকের মানুষ অথবা বন্ধু-বান্ধবদের উপকার এর পরিবর্তে অথবা অন্য কোন বিষয়ের উপর ধন্যবাদ দিয়ে
থাকি। আবার অনেকেই আছে উপকার করার পরেও ধন্যবাদ জানাতে কৃপণতা করে। আর তাই আমাদের উচিত প্রতিটা
উপকার এর পরিবর্তে অথবা যেকোনো ভাল কাজ করার বদলে ধন্যবাদ জানানো । যদি আমরা কাউকে ধন্যবাদ জানাই
তখন তার মনের মধ্যে এক ধরনের সন্তুষ্টি কাজ করে। যার ফলে সে ভালো কাজ করার জন্য আরও অনুপ্রাণিত হয়। তাই
আমাদের উচিত কেউ যদি কোনো ধরনের ভালো কাজ করে তবে তাকে ধন্যবাদ জানানো। বর্তমান যেহেতু সামাজিক
যোগাযোগ মাধ্যমের যুগ তাই আমরা ধন্যবাদ গুলো যোগাযোগ মাধ্যমেও জানাতে পারি। আর তাই কিভাবে সুন্দর করে
ধন্যবাদ জানানো যায় আজকে আমরা ধন্যবাদ জানানোর উক্তি এখানে তুলে ধরবো। এখান থেকে কপি করে আপনি
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
ধন্যবাদ জানানোর উক্তি
ধন্যবাদ জানানোর উক্তি আলোচনা করবো যে অনেক সময় আমরা কাউকে ধন্যবাদ জানাতে গিয়ে লজ্জাবোধ করে
থাকি। আর সেই লোকটি যদি আপনার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকে তবে খুব সহজে আপনি উক্তির
মাধ্যমে ধন্যবাদ জানাতে পারেন। এতে করে তারা আপনাকে আরো অনেক বেশি মূল্যায়ন করবে। কারণ তারা বুঝতে
পারবে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে কখনো কার্পন্য করেন না। আর তাই আপনাদের জন্য এখানে সুন্দর সুন্দর কিছু
উক্তি প্রদান করলাম। যেগুলো আপনি আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ জানানোর জন্য ব্যবহার করতে পারবেন।
১. আপনি জানেন প্রশংসা একটি চমৎকার জিনিস। এটা যেমন অন্যর জন্য কাজ করে তেমনি নিজের জন্যও কাজ করে- উক্তি প্রদান ভোলটিয়ার।
২. আমাদের কৃতজ্ঞতা যেমন আমরা প্রকাশ করি। তাই আমাদের ভুলে যাওয়া যাবেনা এটা শুধু উচ্চারণের জন্য নয় এটা দ্বার নতুন করে বাঁচার ইচ্ছে জাগে মনে- জন এফ কেনেডি।
৩. আমাদের ক্রেতাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ কারণ তারা আমাদের আনন্দিত করে । তাদের আগমনে আমাদের মনে খুসির বাতাস বয়ে- বিখ্যাত মার্সেল প্রাউস্ট।
৪. বিখ্যাত লেখক উইনস্টন চার্চিল তার উক্তিতে বলেন” যা আমরা পাই তা দিয়ে আমরা শুধু জীবনের জীবিকা নির্বাহ করি আর পক্ষান্তরে যা আমরা দেই তার দ্বারা জীবনযাপন করি।
৫. মনের দয়ার দ্বারা কথা গুলো খুবই সংক্ষিপ্ত বলা যায় তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যেই অন্তহীণ- জনদরদী মাদার তেরেসা।
৬. হেলেন কিলার তার উক্তিতে বলেন “ কাউকে অন্ধকারে সহায়তার হাত বাড়ানোর চেয়ে আপনার দৃষ্টি দিয়ে তাকে thankশ্বরকে ধন্যবাদ জানানো ছাড়া আর কোন উপায় নাই।
৭. কাউকে আমরা কতটা ধন্যবাদ দেই সেটা বিচার না করে তার জন্য আামদের কতটা ভালোবাসা রেখেছি সেটা বিচার করা প্রয়োজন- মনব দরদী মাদার তেরেসা।
৮. একটি মানুষের সদয় অঙ্গভঙ্গি একটি যন্ত্রনার ক্ষত নিরাময় করতে পারে। যা মানুষ আজীবন মনে রাখতে পারে- উক্তি প্রদান সতেভ মারবলি।
৯. আমি যখন আমার জীবনে পাওয়া আর্শীবাদগুলো গণনা করি তখন আমার পুরো জীবন ঘুড়ে দাঁড়ায় – উইলি নেলসন।
১০. ধন্যবাদ জানানো হচ্ছে এমন একটি শক্তি যা অন্য মানুষকে খুব সহজেই বসে আনতে পারে ।
ধন্যবাদ জানানোর উক্তি in english
ধন্যবাদ জানানোর উক্তি in english যুব বদলে যাচ্ছে মানুষ হচ্ছে অনেক বেশি আধুনিক আর তাই আধুনিক যুগে
ইংলিশে ধন্যবাদ জানানটা হচ্ছে বর্তমানে স্টাইল । আর যারা তাই ইংরেজী উক্তির মাধ্যমে কারো উপকারের ধন্যবাদ
জানাতে চান তাদের জন্য আয়োজন করা হয়েছে অনেক সুন্দর আনকমন এবং একদম নতুন কিছু ইংরেজী উক্তি
যেগুলোর মাধ্যমে আপনি যে কাউকে ধন্যবাদ জানাতে পারবেন খুব সহজেই।
- Thank you very much.
- I can not Thank you Enough.
- I am truly grateful.
- I am obliged.
- I appreciate.
- Thanks a lot.
ধন্যবাদ জানানোর এস এম এস
ধন্যবাদ জানানোর এস এম এস এটা মোবাইলে ধন্যবাদ জানানোর এস এম এস পদ্ধতিটা অনেক আগে থেকেই বেশ
জনপ্রিয় । কোন বন্ধু বা পরিচিত জন যখন কোন কাজ করে দেয় তখন তাদের আমরা সাধারণত এই ভাবে ধন্যবাদ দিয়ে
থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় ভালো কথা বা কিভাবে ধন্যবাদ জানালে আরো বেশি সুন্দর হয় তা অনেক সময়
ব্যবস্ততা থাকার কারনে চিন্তা করা হয় না। তাই আমরা চাই নেট থেকে কপি করে তা দিয়ে ধন্যবাদ জানাই যদি আপনার
সেই রকম হয় তাহলে আপনি একদম পরফেক্ট লেখাটিই পড়ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু এসএমএস দেয়া হলো
যা আপনাদের ভালো লাগবে।
- কি করে বলবো আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল।
- আপনার মহৎ উপকারের কথা কখনো ভুলতে পারবোনা। তাই আপনাকে অনেক ধন্যবাদ।
- প্রিয় বন্ধু তুমার দ্বার জীবনে যে উপকার পেলাম তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
- আপনার উপকার আমার মনে থাকবে চিরদিন । যদি কোন দিন আমরা মত ক্ষুদ্র এই মানুষটাকে আপনার কাজে লাগে তবে নিজেকে ধন্য মনে করবো। ধন্যবাদ আপনাকে।
- আপনার জন্য আমার দুহাত বাড়িয়ে রাখলাম যে কোন সময় প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ জানানোর কবিতা
কবিতা সবাই কম বেশি ভালোবাসেন। আর কবিতা যদি হয় ধন্যবাদ জানানোর মাধ্যম তাহলোতো কোন কথাই নেই। যারা
তার প্রিয়জনকে একটু বেশি ভালোবাসেন বা একটু আদর করে ধন্যবাদ জানাতে চানা তাদের জন্য এখানে প্রদান করা হলো
খুব ভালো একটি কবিতা যেটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করলে সে অনেক খুশি হবে।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে অনেক বেশি
শুনলে আপনি হবেন অনেক খুশি।
মনের মধ্যে ভেসে বেড়ায় ,
আপনার করা উপকারের কথা।
কি করে তাই ভুলে থাকি,
অতিতের সেই কষ্টের কথা।
আমার দুঃখ্য লাগব করে
এনে দিলেন আমার মনে সুখ।
দোয়া করি তাইতো আজ
আপনার জীবন সুখি হক।
অনেক সুখে থাকবেন আপনি
সবাইকে কাছে নিয়ে ।
তাইতো আমি মনথেকে আজ
এই দোয়া করে গেলাম।
বাংলায় ধন্যবাদ জানানোর উপায়
বাংলায় ধন্যবাদ জানানোর উপায় আজ আলোচনা করাবো ধন্যবাদ জানানোর জন্য সঠিক উপায় হচ্ছে আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিক উপায়ে কাউকে ধন্যবাদ না জানাই তবে সেই ধন্যবাদটা আমাদের উপকারের থেকে
ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কাউকে যখন আমরা ধন্যবাদ জানাবো সেটা যেন হয় সঠিক উপায়ে। স্থান-কাল-
পাত্রভেদে আমরা ধন্যবাদ জানানোর মাধ্যমগুলো ব্যবহার করতে হবে। যেহেতু বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ
তাই আমরা ইচ্ছে করলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধন্যবাদ জানাতে পারি। তবে যাই হোক নিম্নোক্ত বিষয়গুলো
এ সময় আপনার খেয়াল রাখতে হবে ।
- আপনি যাকে ধন্যবাদ জানাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক।
- আপনি যদি কাউকে ধন্যবাদ জানান তবে সেটা অন্য কারো হিংসার কারণ হবে কিনা।
- আপনি যাকে ধন্যবাদ জানাচ্ছেন সে সমাজের বা রাষ্ট্রের কাছে অনেক সুপরিচিত কিনা এবং আপনার এই অভিব্যাক্তি তার ক্যারিয়ারে কোন প্রভাব ফেলবে কিনা।
- আপনি যাকে ধন্যবাদ জানাচ্ছেন এতে করে আপনার জীবনে খারাপ কোন প্রভাব ফেলবে কিনা।
- যদি ধন্যবাদ জানানোর বিষয়টি গোপনীয় হয় তবে গোপনীয় ভাবেই ধন্যবাদ জানানো প্রয়োজন।
- যদি ধন্যবাদ জানানোর বিষয়টি দেখে অন্য মানুষ জন অনুপ্রানীত হবে এতে করে সমাজ ও দেশের উপকার হবে তাহলে সবাই যেন জানতে পারে সেই ভাবে ধন্যবাদ জানানো যেতে পারে।
- যদি কোন সমস্যা না থাকে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানানো যেতে পারে।
- কাছের কোন মানুষ হলে তাকে সরাসরি গিয়ে ধন্যবাদ জানানো উত্তম।
- সময় না পেলে বা মন খারাপ না করলে মোবাইলে এসএমএস দিয়েও তা জানাতে পারেন।
- কার্ডে লিখে খামের মধ্যে ভরেও ধন্যবাদ জানাতে পারেন।
ধন্যবাদ জানানোর উক্তি এর মধ্যে ধন্যবাদ জানানোর ভাষা
ধন্যবাদ জানানোর ভাষা: আমরা অনেক সময় ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের ভাষাটা তেমন ভালো
হয়না। ধণ্যবাদ জানানোর পরেও সে আমাদের প্রতি খুসি হয় না। বা অনেক সময় শুধু দায়িত্বের জন্য এটা করে থাকি।
আপনার কেমন করে কথাটা বলতে হবে সে বিষয়ে আমরা গুরুত্ব দেই না । আর তাই ধন্যবাদ মুখে অনেক সময় প্রকাশ
করলেও সেটা তার মনের মধ্যে স্পর্শ করে না। আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো, অবশ্যই আমাদের ভাষা অনেক
সুন্দর হতে হবে। তা যেন হয় হৃদয়গ্রাহী যাতে করে তার মনের মধ্যে আমার এই ধন্যবাদ টা গিয়ে পৌঁছায়। কারণ আমরা
যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
- মুখে সুন্দর হাসি রাখা প্রয়োজন।
- তার চোখের দিকে তাকিয়ে বলা দরকার।
- নরম সুরে সুন্দর করে তাকে বলতে হবে।
- ভাষা স্পষ্ট থাকাটা দরাকার।
ধন্যবাদ জানানোর উক্তি শেষ কথা
ধন্যবাদ জানানোর উক্তি লেখাটি আপনাদের ভাল লেগেছে, এবং অনেক সময় আপনাদের উপকারে আসবে। তাই এই ধরনের লেখার আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরো আমরা এরকম সুন্দর সুন্দর লেখা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে। যেগুলো পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে লেখা টি পড়ার জন্য।
2 comments
Pingback: সবথেকে বাছাই করা মা নিয়ে কথা ছন্দ কষ্টের কবিতা স্ট্যাটাস ও উক্তি
Pingback: দুর্নীতি নিয়ে ছন্দ উক্তি ও রিপোর্ট