Skip to content

স্কুল লাইফ নিয়ে ফেসবুকে মজার ফানি স্ট্যাটাস

স্কুল লাইফ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

স্কুল লাইফ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস: আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক মজার টপিক যার নাম হল স্কুল জীবন

নিয়ে ফেসবুকে স্ট্যাটাস। স্কুল জীবনটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় আমাদের থাকে নানান রকমের

স্মৃতি। একই সাথে থাকে নানান রকমের মধুর অভিজ্ঞতা ।  যেগুলো আমরা শেয়ার করতে পারি আমাদের বন্ধু-বান্ধবদের

সাথে ফেসবুকের মাধ্যমে । আপনাদেরকেও আজ আমি এমন কিছু মজার ফেসবুক স্ট্যাটাস দিব। যা স্কুল জীবন নিয়ে এবং

যেগুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার ফেসবুক ওয়ালে।আমি আপনাদের বলে দিতে পারি অনেক ভালো লাগবে

এই স্ট্যাটাস গুলো। আসুন আমরা দেখে নেই সেই স্কুল লাইফ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো।

স্কুল লাইফ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস/ মজার ফানি ফেসবুক স্ট্যাটাস

আমাদের সবারই স্কুল জীবনে থাকে নানান রকমের অভিজ্ঞতা এর মধ্যে কিছু থাকে মজার আবার কিছু থাকে খারাপ

স্মৃতির। আরো থাকে অনেক ভাল এবং খারাপ অভিজ্ঞতা। আর আমরা তাই এখানে আজকে সেই মজার অভিজ্ঞতাকে

আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এখানে দিব মজার কিছু ফানি ফেসবুক স্ট্যাটাস। যে গুলো আপনার বন্ধুবান্ধবের

মধ্যে শেয়ার করতে পারবেন ফেসবুকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ গুলো দিয়ে সবার সাথে অনেক বেশি মজা

করতে পারবেন।

স্কুলে gf এর সাথে দেখা করার জন্য
মনের যে অনুভূতি তা প্রেম না করলে
কি করে বুঝবি পাগলা ।

যখন স্কুল শেষ বাড়িতে আসার জন্য
অনেক বেশি পাগল ছিলাম ।
আর তাই সবাই আমাকে বউ পাগলা
বলে ডাকতো বলতো বাড়িতে বউ আছে।

স্কুলে যারা মেয়েদের পিছনে ঘুরতো
তাদের দেখে মেয়রা দূরে থাকতো
আর যারা ভাল ছাত্র ছিল তাদের
পিছনে মেয়েরা বেশি ঘুরতো।

মোবাইলের ইন্টার নেট, আর স্কুলের ভালবাসা
এ দুটো নিয়ে বড়াই করতে নেই কারণ কখন
যে এদের মেয়াদ শেষ হয়ে যায় বুঝার উপায় নাই।

আমাদের সাথে পড়তো গোলাপি
যখনই একজনের রোল নং বদল হয়ে
আরেক জনের ১ হয়ে যেত ও শুধু
তার সাথেই ভালবাসা করার জন্য চাইতো।

স্কুল জীবনের বাস্তব কথার স্ট্যাটাস

কত কথা কত স্মৃতি থেকে যায় মনের গহিনে। কিন্তু ভুলাযায়না স্কুল জীবনের সেই ফেলে আসা স্মৃতি মাখা দিনগুলো । সেই

স্মৃতি মাখা কথাগুলো মনের অজান্তেই মুখে বলে যাই। সেই স্মৃতি মাখা কথাগুলোর মধ্যে হাতরে বেড়াই সেই দিনগুলো। যেন

আবার ফিরে পেতাম তাহলে ফিরে পেতাম সেই স্কুল জীবন। আর সেই স্কুল জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা। সেখানে ছিল

অনেক বাস্তব ঘটনা। আর সেই সকল বাস্তব ঘটনা নিয়ে কিছু বাস্তব ফেসবুক স্ট্যাটা এখানে তুলে ধরা হলো যে গুলো পড়লে

আপনাদের অনেক ভাল লাগবে এবং আপনার অনেক মজা পাবেন ।

  • স্কুলে প্রেমিকার সামনে স্যার দের হাতে মার খাওয়ার যে যন্ত্রনা সেটা বলে বুঝানো যাবে না।
  • এই জীবনে কারো গাছের আম চুরি করে খাওয়ার যে মজা এখন বুঝতে পারি তখন বুঝি নাই।
  • বাবার দেয়া ২ টাকার যে মজা আজ লাখ টাকাতেও পাই না।
  • স্কুলের বন্ধুদের একটু দেওয়া আঘাত তখন বুকের মধ্যে লাগতো । আর এখন অনেকের দেয়া আঘাত মনের মধ্যেও লাগেনা।
  • আজো মনের মধ্যে আছে স্কুলের সেই বন্ধুদের হাসি মাখা মুখ গুলো।

স্কুল জীবনের হারানো দিনের স্মৃতি স্ট্যাটাস

কি করে বোঝাবো মন আবার ফিরে যেতে চায় স্কুলের জীবনে। কিন্তু জানি ফিরে যেতে পারবো না। তবুও বারবার মনের

মধ্যে সেই  আশা থেকেই যায় মনে। আর সেই ফেলে আসা স্মৃতি গুলো ভুলে যাওয়া যায় না। সেই চেনা মুখ গুলো যেন

স্মৃতিতে রয়ে যায়। কি করে বলব সেই দিনগুলো যে কত আনন্দের? আর তাই সেই ভালো লাগা স্মৃতি মাখা দিন গুলো নিয়েই

এখানে স্কুল জীবনের কিছু ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো। যা আপনারা পড়লে আশা করি ভালো লাগবে এবং আপনারা

বিভিন্ন ফেসবুকের মাধ্যমেও আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারবেন।

১. স্কুলের প্রদিটা দিন ছিল মনের রাখার মত। একেক দিন একেক অনুভূতি।

২. একটুও ভুলতে পারিনা স্কুলের ফেলে আসা সেই দিন গুলো। বার বার ভেসে উঠে মনের স্মৃতিতে।

৩. যদি পারতাম আবার ফিরে যেতাম স্কুলের সেই দিন গুলোতে।

৪. আজ শুধু সেই স্কুলের দিন গুলোকেই মিস করি । যে দিন গুলো জীবন থেকে হারিয়ে গেছে।

৫.  যারা এখন স্কুল জীবনে আছো তাদের এই অনুরোধ করি এই জীবন মিস করার আগে এই জীবনকে বেশি করে উপভোগ করে নাও।

স্কুল লাইফ নিয়ে প্রেমিক প্রেমিকার ফেসবুক স্ট্যাটাস

স্কুল জীবনে অনেকেই প্রেম করে থাকেন । অনেকেই আবার এই জীবনে ভালোবাসার মধ্যে হাবুডুবু খায়। কেউ ভালোবাসে

কেউ ভালোবাসে না, এভাবেই দ্বন্দ্ব আনন্দের মধ্যে থেকে যায় নানান রকমের স্মৃতি কথা। যেগুলো সারা জীবন মনে থাকে

এবং অনেক সময় আমরা সেই হারানো দিনের কথা গুলো মনে করে আনন্দ উপভোগ করি। আর এমনি কিছু আনন্দঘন

স্ট্যাটাস নিয়ে আমরা হাজির হয়েছি এই লেখায়।  আপনি এখান থেকে সুন্দর ফেসবুক স্ট্যাটাস পাবেন যা  প্রেমিক-

প্রেমিকার প্রেম নিয়ে লেখা।

প্রেম করেছি লাইন মেরেছি
দেইনি কিন্তু মন
তোমায় আমি ভালবাসি
তোমার সাথে সময় কাটাবো কিছু ক্ষণ।

প্রতিটা দিন ছিল সুখের
থাকতাম তুমার সথে
বন্ধুরা সবাই রাগ করতো
তুমায় ভাল বাসতাম তাতে।

প্রতিটা দিন কাটতো ভাল
তুমায় ভালবেসে।
আজকে তুমি দুঃখ্য দিলে
মন নিয়ে আমার শেষে।

স্কুলেতে ছিলাম মোরা সবার সেরা জুটি
সবাই মোদের করত হিংসা দেখে ভালবাসা
আজকে কেন এত দুঃখ্য আমার
ছেড়ে দিতে হলো তোমার আশা।

মনে পেতাম অনেক কষ্ট
তুমি যদি না আসতে স্কুলে
তুমার কথা মনে করে
পড়া গুলো যেতাম ভুলে।

 

স্কুলের বড় ভাই বোনদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস

স্কুলে পড়ার সময় অনেক সময় উপরের ক্লাসের যে বড় বোন বা ভাই থাকে তারা ছোটদেরকে অনেক কর্তৃত্ব দেখায়।

সবসময় শাসন আর নির্যাতনের মধ্যে রাখতে চায়। এদেরকে নিয়ে থাকে অনেক মজাদার বাস্তব ঘটনা। আর সেই সকল

বাস্তব ঘটনা নিয়ে আমরা এখানে শেয়ার করবো স্কুলের বড় ভাই ও বোনদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস। যে গুলো

পড়লে আপাদের অনেক ভাল লাগবে। আর এই গুলো আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সমাজিক যোগাযোগ

মাধ্যমেও।

আছেন যত স্কুলের বড় ভাই সালাম দিয়ে যাই।
আপনাদের ছাড়া আমাদের অভিবাবক নাই।

প্রতিদিন ভাবি মনে আপনাদের সালাম করবো
তবেই পাবেন মনে শান্তি খুশিতে মন ভরবো।

নতুন নতুন হইছি ভর্তি আপনাদের এই স্কুলে
প্রথম দেখাতেই তাই ,লাজ্জাটা তাই নিয়েন না খুলে।

বড় আপা আপনি মোদের স্কুলের সবার
আপনার সাথে পাল্লা দিবে এমন সাধ্য কার।

আজকে যদি সন্মান করি বড় যারা আছে।
আমাদেরও সন্মান করবে তারা কিন্তু পাছে।

হাসিমুখের ফেসবুক স্ট্যাটাস

হাসি মুখ নিয়ে আমরা অনেক মজা করে থাকি। অনেক সময় স্কুলে কিছু বন্ধু থাকে যারা অনেক হাসি খুসি এবং তাদের মুখ

দেখলেই মনে হয় তারা খুব হাসি খুসি। আর তাদের নিয়ে অনেক মজা আমরা স্কুল জীবনে করে থাকি। তাই আজকে এখানে

আমরা কিছু হাসিমুখের ফেসবুক স্ট্যাটাস দিব যে গুলো আপনি পড়লে আপনাদের অনেক ভাল লাগবে। একই সাথে

আপনি এই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমেও।

হাসি মুখে থাকি বন্ধু মনে নাই কষ্ট
কারো জন্য কেদেঁ বন্ধু জীবন করবো না নষ্ট।

তোমার মুখের হাসি যেন মুক্তা ঝড়ে পড়ে
তোমার মুখের হাসি দেখে চাঁদের লজ্জা করে।

তুমার দেয়া মধূর হাসি স্কুলে ছিল সেরা
তোমায় নিয়ে মজা করতাম নিতাম অনেক পেরা।

হাসি মুখে থাকতাম বলে সুখি ভাবত সবে
তোমায় হাড়ানোর পর থেকে সুখ চলে গেছে কবে।

তোমার মুখের হাসি দেখার জন্য চাইতাম জানালা দিয়ে।
বসে বসে পড়া না শিখে, কবিতা লিখতাম তোমায় নিয়ে।

স্যারদের নিয়ে স্কুল জীবনের ফেসবুক স্ট্যাটাস

অনেক সময় স্কুলে স্যার দের সাথেও ঘটে যায় অনেক মজার সব ঘটনা। তাই তখন দেখা যায় সেই ঘটে যাওয়া স্মৃতি গুলো

মনের ভিতর থেকে যায় আজীবন। যখনই আমাদের মনে পড়ে সেই মধূর ঘটনা গুলো তখনই আনন্দ পাই। বিষেশ করে

যখন স্কুলের অনেক বন্ধুদের সাথে দেখা হয় তখন এই সব ঘটনা বেশি মনে পড়ে যায়। আজকে এখানে কিছু মজার

স্যারদের নিয়ে স্কুল জীবনের ফেসবুক স্ট্যাটাস দিব যা আপনাদের অনেক ভাল লাগবে।

১. একবার ক্লাসের সবাই মিলে ঠিক করল ইংরেজী স্যার যেহেতু খুব বেশি বেত মাড়ে তাকে শিক্ষা দেওয়া দরকার। তখন

সবাই মিলে ভাবতে থাকে কি করা যায়?। যেমন ভাবনা তেমনি কাজ। সবাই মিলে ফন্দি করে কাল ক্লাসে তার পড়া কেউ

শিক্ষে আসবে না। তাকে বুদ্ধি করে উচিৎ শিক্ষা দিবে। পরের দিন যখন স্যার যথারীতি ক্লাসে আসলো এবং সকল কে পড়া

ধরলো যখন কেউ পড়া পাড়লনা তখন স্যার রাগে গড় গড় করতে বল্ল গাধাঁর দল কোথা কার। তখন চালাকি করে এক ছাত্র

বল্ল স্যার আমাদের গাধাঁর দল বলবেন না। তখন স্যার রাগ করে বল্ল তোদের গাধাঁর দল বলবোনা তবে কি বলবো। তখন ছাত্র

বলে উঠলো স্যার আমাদের গাধাঁর দল বল্লে আপনাকে মানুষ গাধাঁর রাখাল বলবে। এই কথা শুনে স্যার খুব লজ্জা পেল ।

এর পর হতে স্যার আর খুব একটা বেত মারতো না।

(আপনি যদি কৃষি বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনি পেয়ে

যাবেন অনেক আধুনিক কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও)

শেষকথা:

শেষে বলব আমাদের সবারই স্কুল জীবন ছিল যা আমরা পার করে এসেছি। যে জীবনটাকে এখন মিস করছি কিন্তু তখন

বুঝতে পারেনি সে জীবনটা কত মজার ছিল। তাই এখন উপলব্ধি করতে পারি হারানো দিনের কথা গুলো। আর তাই

আপনারা যারা এখন স্কুল কলেজে লেখাপড়া করেন তারা যেন উপভোগ করতে পারেন স্কুলের এই জীবনটাকে তা নাহলে

একসময় অনুশোচনা করবেন এই দিনগুলোর কথা মনে করে।  তাই অনুশোচনা করার পূর্বেই আপনারা দিনগুলোকে আরো

স্মরণীয় করে রাখেন। তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা স্কুল লাইফ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস থেকে বিভিন্ন স্ট্যাটাস নিয়ে আপনার বন্ধুবান্ধবের মধ্যে

শেয়ার করবেন এবং মজা করবেন এই সময়টাকে আরও স্মরণীয় করে রাখার জন্য। আপনার ভাল লাগলে অবশ্যই কমেন্ট

সেকশনে জানাবেন এবং আপনি কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুন:

. সুন্দর কথা বলার কৌশল।

২. গুগলের জানা অজানা নানান তথ্য

৩. স্কুল লাইভ নিয়ে স্ট্যাটাস

৪. গুগলে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করে।

1 thought on “স্কুল লাইফ নিয়ে ফেসবুকে মজার ফানি স্ট্যাটাস”

  1. Pingback: ধন্যবাদ জানানোর উক্তি এস এম এস কবিতা ও উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial