ভুলে যাওয়া নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা

ভুলে যাওয়া নিয়ে উক্তি: আমরা মানুষ হিসেবে প্রতিটা মুহূর্তে ভুলে যাই। আর ভুলে যাওয়া হচ্ছে আমাদের স্বভাব। আমরা

অনেক সময় মনের অনেক দুঃখ ভুলে যাই। আবার অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথাও ভুলে যাই। আজকে আমি

আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মনের দুঃখ বেদনা ভুলে যাওয়া। আমরা চাই মনের

দুঃখ বেদনা কেউ ভুলে আবার নতুন করে বাঁচতে শিখুক। মনে জাগুক আবার নতুন করে স্বপ্ন। আমরা যেন সবাইকে ক্ষমা

করতে পারি। আর তাই আমরা আমাদের শত্রু কেউ ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। সবাই মনের কষ্ট ভুলে মিলে মিশে

বসবাস করতে চাই। আজকে এখানে অনেক সুন্দর সুন্দর  উক্তি কবিতা ও ক্যাপশন দিব যে গুলো আপনাদের অনেক ভাল

লাগবে। একইসাথে আপনি এই স্ট্যাটাস কবিতা গুলো শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

কেন ভুলে যাব মনের কষ্ট

অনেকের মনেই প্রশ্ন হতে পারে আমি কষ্ট কেন ভুলে যাব? কেন কষ্ট মনের মধ্যে পুষে রাখা যাবে না। সকল প্রকারের কষ্ট

ভুলে যাওয়া কেন দরকার। আসলে আমাদের নিজেদের স্বার্থের কারণেই আমাদের অতীতে পাওয়া কষ্ট গুলো ভুলে যেতে

হবে। কারণ আমরা জানি আমরা যত মনের মধ্যে কষ্ট  রাখবো ততই বেশি কষ্ট উপভোগ করবো। তাই কষ্ট গুলোকে মনের

মধ্যে পুষলে দিন দিন সেই কষ্ট আরো বৃদ্ধি  হতে থাকবে । একই সাথে বাড়তে থাকবে মনের মধ্যে ঘৃণা। আর এথেকে শুরু

হয় দ্বন্ধের। তারপর আমাদের মনের ঘৃণা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যদি সমাজের সুন্দর ভাবে বসবাস করতে

চাই তবে কারো দ্বারা মনে কখনো কষ্ট পেয়ে থাকি তবে আমরা সেটা ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। তাকে ক্ষমা সুন্দর

দৃষ্টিতে দেখতে হবে। তবেই একদিকে যেমন সেও ভালো থাকবে আরেকদিকে আপনি নিজেও ভালো থাকবেন। এভাবেই

আমাদের সমাজ ও দেশটা অনেক সুন্দর হবে। এই জন্যই বলা হয়েছে হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে মনকে জয় করব।

কষ্ট ভুলে যাওয়ার উপকারিতা

কষ্টগুলোকে ভুলে গেলে একদিকে যেমন সুবিধা হয় অন্যদিকে এই কষ্ট হলে গেলে আপনি বেশ কিছু উপকারিতা পাবেন

আর কষ্ট করে কেউ ভুলে গেলে যে সকল উপকৃত হবেন সেগুলো আপনার জন্য খুবই প্রয়োজন কারণ আমরা ব্যক্তিজীবনে

সুখি হতে চাই আর এটা আপনাকে সুখি হতে সাহায্য করবে। আর তাই কষ্ট ভুলে গেলে যাওয়ার উপকারিতা গুলো হলো নিম্বরুপ।

  • আপনি নিজেকে সুখি মানুষ হিসেবে ভাবতে পারবেন।
  • আপনার শত্রু কম হবে।
  • মানুষিক চিন্তা কমে যাবে।
  • সমাজে সবার কাছে নিজেকে ভাল মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।
  • প্রতিটা মানুষ আপনাকে ভালোবাসবে।
  • এক সময় সবাই আপনাকে সন্মান করবে।
  • আপনাকে মানুষ মহৎ মনে করবে।
  • সব মানুষের সহানুভূতি পাবেন।
  • আপনার জন্য সবােই দোয়া করবে।
  • আপনার হৃদ রোগ হবার ঝুকি কমে যাবে।

ভুলে যাওয়া নিয়ে উক্তি

এখানে ভুলে যাওয়া নিয়ে কিছু উক্তি দেওয়া হলো। যেগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং এই

উক্তিগুলো আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে । যেমন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বন্ধুদের সাথে।

আশা করি তারা অনেক মজা পাবে এবং এই উক্তিগুলো দিয়ে আপনি আপনার মনকে খুব সহজেই বোঝাতে পারবেন যে

কেন আমাদের ভুলে যাওয়া প্রয়োজন।

  • তোকে ভুলতে না পারলেও ভুলে থাকার অভিনয় করবো। তবুও তোমাকে বিরক্ত করবোনা।
  • দুঃখ্য দিয়েছো আমি কিছু মনে করেনি। কিন্তু যাবার আগে আমার দোষ দিয়ে গেলে সেটা মেনে নিতে পারলাম না।
  • আমি জানি তোমাকে ভুলতে না পারলে শুধু কষ্টই পেতে হবে, তাই আজ তোমাকে ভুলে থাকার চেষ্টা করি।
  • আমি যেন তোমাকে ভুলে থাকতে পারি তার জন্য আমাকে আর্শীবাদ কর।
  • তোমাকে ভুলতে পেরেছি বলেই আজ আমি সবথেকে সুখি হতে পেরেছি।

ভুলে যাওয়া নিয়ে স্ট্যাটাস

অনেক সময় কারো দ্বার মনে কষ্ট পেলে সেই কষ্টটাকে ভুলে থাকার জন্য আমরা অনেক সময় নেটে নানান ধরনের

স্ট্যাটাস খোঁজ করে থাকে। আর যারা এই ধরনের কিছু খুজতেছেন তাদের জন্যই এখানে দেয়া হলো কিছু আন কমন এবং

নতুন স্ট্যাটাস যা আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে। এছাড়াও এই স্ট্যাটাস গুলো পড়লে আপনি সহজেই ভুলে

যেতে পারবেন আপনার মনের কষ্ট গুলো।

১. ভেবেছিলাম তোমার ভালোবাসার স্মৃতি অনেক যত্ন করে মনের মধ্যে রেখে দিব। কিন্তু এখন দেখি সেগুলো সুখের চেয়ে যন্ত্রনাই বেশি দেয়। তাই আজ তোমাকে চিরতরে ভুলে গেলাম।

২. যে স্মৃতি ভুলে না গেলে শুধু কষ্ট দিতে থাকে তবে তাকে কেন মনের মধ্যে পুষে রাখবো।

৩. যদি তুমি মনকে হাসি খুখি রাখতে চাও তবে তোমার মনের কষ্ট গুলো ভুলে যাও।

৪. মনের মধ্যে শত কষ্ট রেখে হাসি দিয়ে যেমন লাভ নেই । তেমনি মনের মধ্যে কষ্ট রেখে সুখে আছি বলে কোন লাভ নেই।

৫. পুরোনো স্মৃতি অর পুরোনো রোগ রেখে দিলে সেগুলো দিন দিন শুধু আপনাকে বিপদে ফেলবে।

ভুলে যাওয়া নিয়ে ক্যাপশন

খুব কম কথায় মনের দুঃখকে প্রকাশ করার জন্য ক্যাপশন খুবই জনপ্রিয়। আর তাই অনেকেই ক্যাপশন দেয়াকে অনেক

বেশি পছন্দ করে থাকেন। তাই আসুন এখানে আজ কিছু মজার ক্যাপশন দিব যা আপনাকে বেশ আনন্দ দিবে। একই সাথে

এগুলো দিয়ে আপনাকে যে কষ্ট দিয়েছে তাদের জবাব দিতে পারবেন।

  1. ভুল বুঝে লাভ নেই সময় মত কথা রাখনি।
  2. এক সময় আমি তোর পিছু ঘুরতাম আর এখন তুই আমার পিছু কি সুন্দর কথা।
  3. তোর দেয়া সব দুঃখ এখন আর আমার মনে পড়ে না।
  4. জীবনে তোকে অনেক বড় বন্ধু ভেবে ছিলাম কিন্তু তুই বেইমান
  5. সমাজে যাদের কাছ থেকে দুঃখ পেয়েছি তাদের সবাই কে বলে দিও আমি তাদের ক্ষমা করে দিয়েছি।

ভুলে যাওয়া নিয়ে কবিতা

কবিতা হচ্ছে এমন একটি লেখা যে লেখা পড়ার মাধ্যমে মনের ভিতরে অন্যরকম এক অনুভূতি অনুভব হয়। তাই যদি

আপনি কারো দ্বার কষ্ট পেয়ে থাকেন আর মনে মনে চাচ্ছেন সেই কষ্ট গুলো ভুলে যাবেন তাহলে পড়তে পারেন এই নতুন

আনকমন কবিতাটি । আমি নিশ্চিত করে বলতে পারি এই কবিতাটি আপনার অনেক ভাল লাগবে। আর যদি কবিতাটি ভাল

লাগে তবে তা শেয়ার করার অনুরোধ রইল যাতে করে সবাই এই কবিতাটি দেখতে পারে।

ভুলে যাওয়া মহৎগুন

ভুলে যাওয়া মহৎগুন যত পারো ভুলে যাও।
যত আছে দুঃখ তোমার মনে মুছে দাও
সকল রাগ আজ থেকে এই ক্ষণে।
প্রতিটা প্রণী ভালোবাসবে তোমায়
একদিন করিয়া অনেক যতনে ।
এই গুণটি থাকে নাকো সবার
করতে হয় অনেক কষ্ট করে অর্জন।
অনেক সময় দেখা যায় এর জন্য
মানব জীবন দিতে হয় বর্জন।
হাঁসিতে হাঁসিতে আবার কেহ
করেদেয় জীবন তার পার।
ভুলে যেতে যদি নাহি পার
তবে দুঃখ থেকে যাবে যার যার।

ভালোবাসা ভুলে যাওয়া নিয়ে উক্তি, কবিতা ও ক্যাপশন

জীবনে সবাই কমবেশি ভালোবাসা করে থাকে । হোক সে পুরুষ কিংবা মহিলা । সবার জীবনেই প্রেম আসে আর তাই

জীবনে একবার হলেও প্রেমে হাবুডুবু খায়। আজ এখানে কিছু উক্তি কবিতা ও ক্যাপশন দিব । যারা বিশেষ করে প্রেমে

পড়েছলেন তাদের এই  লেখা গুলো কাজে লাগবে। কারণ আমরা জানি ভালোবাসা সহজে ভুলে যাওয়া যায়না। এই উক্তি

,কবিতা ও ক্যাপশন আপনাকে পুরনো ভালোবাসাকে ভুলিয়ে দিবে।

ভালোবাসা ভুলে যাওয়া নিয়ে উক্তি

এখানে বেশ কিছু ভালবাসা ভুলে যাওয়া নিয়ে উক্তি দেওয়া হলো যা আপনাার পুরোনো স্মৃতিকে ভুলিয়ে দিতে সাহায্য করবে ।

আর এগুলো দিয়ে কষ্ট দেয়া মানুষটিকে তার প্রতারণা করার জবাব দিতে পারবেন। তাই এগুলো কবি বা ডাউনলোড করে

শেয়ার করুন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

  • প্রতিটা ভালোবাসার মানুষ বেইমানি দিয়ে ভালোবাসা শুরু করেনা। ভালোবাসতে গিয়ে বেইমানি করে।
  • হারিয়েছি তোমাকে আর তাই ভুলেগেছি তোমাকে।
  • আমি তোমাকে শুধু ভালোবেসে ছিলাম তোমার মনে আমার জন্য একটুও ভালোবাসা ছিলনা আজ তাই আমাকেই তোমার ভালোবাসা ভুলতে হলো।
  • তোমার ভালোবাসা ভুলে এখন নিজেকে স্বাধীন মনে করতে পারি। যার ফলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি।
  • তোমাকে ভুলে থেকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পেরেছি। যা তুমার ভালোবাসার ছ্যাকা না খেলে হয়তবা সম্ভব হতো না।

ভালোবাসা ভুলে যাওয়া নিয়ে কবিতা

এই কবিতাটি অনেক সুনন্দর এবং আনকমন। আপনি চাইলে এই কবিতাটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথেও।

তারা এটি পড়ে অনেক মজা পাবে। তাছাড়া এই কবিতাটি একদম নতুন এর আগে কেউ ব্যবহার করেনি আপনি যে কোন

জায়গায় ব্যবহার করলে সবাই জানবে এটা আপনার নিজের কবিতা।

ভুলে যাওয়া ভালোবাসা

ভুলে গেছি তোমার ভালোবাসা শত কষ্ট করে।
তাই তোমার জন্য আজ কাঁদেনা মন আর
তোমায় দেখার আশায় চোখ থাকে না।
প্রতিটি দিন, প্রতিটা ক্ষণ প্রহর গুলে।
আজ আমি মুক্ত মনে গুড়ে বেড়াই
মুক্ত খোলা আকাশের নীচে মুক্ত বাতাসে
তোমার দেয়া যন্ত্রণা গুলো তাড়াই মনকে
বুঝিয়ে আবার ভাল কিছু পাবার আশে।
দিয়েছি তোমায় স্বাধীন করে ভুলেগেছি
আমার মন থেকে  আজ তোমাকে
যেথায় খুসি যেতে পারো তুমি দিব না
কোন দিন বাঁধা আর আমি তোমাকে।

ভালোবাসা ভুলে যাওয়া নিয়ে ক্যাপশন

ছোট্র করে লেখা দিয়েও অনেক সময় অনেক বড় ব্যাখা দেওয়া যায়। যদি কেউ আপনাকে অনেক আগে মনের মধ্যে ছ্যাকা

দিয়ে থাকে আর তার দেয়া দুঃখ মনের ভিতরে আজও পুষে রেখেছেণ তাদের জন্য এখানে দেয়া হলো অল্প কথায় বড়

ব্যাখার কিছু ক্যাপশন যা আপনাকে অনেক আনন্দ দিবে।

  • তোর ভালবাসাটি যেন কেমন ছিল অনেক চেষ্টা করতেছি ভুলে যাওয়ার জন্য।
  • আজ থেকে তোকে মুক্ত করে দিলাম তুই আর আমার জীবনে নেই।
  • নেশা করবো তবুও তোর মত মেয়েকে ভালোবাসবো না।
  • তোকে ভুলে গিয়ে ভালে আছি। অনেক সুখে আছি।
  • হারানো দিনের মত তুমাকেও আজ ভুলে গেছি।  কিন্তু আজও ভুলতে পারিনািই তোর দেয়া দুঃখ গুলো।

অতীত ভুলে যাওয়া নিয়ে উক্তি

ফেলে আসা দিন গুলো যেমন আর জীবনে ফিরে পাবোনা। তেমনি অতীতের পাওয়া দুঃখ গুলো মনের ভিতরে রেখে সুখ

অনুভব করতে পারবোনা। তাই যতটুকু পারা যায় অতিতের দুঃখ গুলো ভুলে যেতে হবে। যে ভাবেই আপনি মনে কষ্ট পেয়ে

থাকুন না কেন তা আপনাকে ভুলে যেতেই হবে তবেই আপনি সুখে থাকতে পারবেন । তা নাহেল প্রতিশোধের নেশা

আপনাকে অমানুষ বানিয়ে ফেলবে।  তাই এখানে অতীত ভুলে যাওয়া নিয়ে কিছু উক্তি দিব যা আপনাদের অনেক ভাল

লাগবে।

  1. যে অতীত মনের অজান্তেই নিজেকে দুঃখ দেয় সেই অতীত মনে রেখে লাভ কি?
  2. অনেক কষ্ট হলেও পূর্বের পাওয়া কষ্ট গুলো ভুলে যাও । কারণ যদি তা মনে রাখতে চাও তবে সেগুলো তোমাকে কোন সুখ দিবে না। সেগুলো শুধু তোমাকে দুঃখই দিবে।
  3. অনেকেই আমাকে অনেক উপহাশ করেছে তবুও তাদের করা উপহাসকে সহ্যকরে তাদের জন্য শুভ কামনা করি।
  4. কেন যে মানুষ কষ্ট গুলো মনের মধ্যে পুষে রেখে শুধু কষ্ট পেতে থাকে।
  5. আমার চার পাশে যারা আছো তারা মনে রেখে তোমাদের দেয়া কষ্ট গুলো আমি মনে রাখিনাই।

ভুলে যাওয়া নিয়ে উক্তি এর শেষ উপদেশ

আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুখে থাকা । আর এই সুখের জন্যই সবাই আমরা জীবন বর চেষ্টা

করে যাচ্ছি। ভুলে যাওয়া নিয়ে উক্তি এই আলোচনা দ্বার আমরা চষ্টা করেছি মনের দুঃখ দূর করতে কিন্তু পেরেছি কিনা

জানিনা। তবে আপনাদের এই লেখাটি ভাল লাগলে আমর লেখাটি স্বার্থক । আর ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার

অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

একই আরো যে বিষয় গুলো পড়তে পাড়েন:

১. বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়।

২. রোমানিয়া থেকে টাকা পাঠানোর উপায়।

৩. রোমানিয়ার ১ টাকা বাংলাদেমের কত টাকা?

About 24 Favor

Check Also

মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস এ বিভাগে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *