Skip to content

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয়

। যে বিষয়টা বিশেষ করে যারা আমেরিকা থাকেন এবং সেখান থেকে বাংলাদেশে টাকা প্রেরণ করতে চান

বা করবেন। অনেক সময় আমরা অনেকেই প্রতিদিনের আপডেট তথ্য না জানার কারণে অনেক সময়

আমরা ঠকে যাই। আমরা বুঝতে পারি না যে আমার এক ডলারে বাংলাদেশের কত টাকা হবে। আবার

অনেকেই আছেন যারা প্রতিদিন এর মূল্য জানতে চান। কারণ যেহেতু ডলারের দাম প্রতিদিন ওঠানামা করে

সেক্ষেত্রে তারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। তাই আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা লেখাটি পড়লে

আশাকরি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন । এখান থেকে আপনাকে আমরা

একটি মাধ্যম দেখিয়ে দিব যে মাধ্যমে আপনি প্রতি দিনের ডলারের আপডেট জানতে পারবেন। তো তার

জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা টি পড়তে থাকুন আর জেনে নিন ডলারের আপডেট সকল তথ্য।

আমেরিকার ডলার কাকে বলে? আমেরিকার ডলার কি?

পৃথিবীর প্রতিটি দেশেই তার নিজ দেশের পতাকা ও  মুদ্রা রয়েছে। আর তাই আমেরিকার বিনিময় হার

নির্ধারণ করার জন্য যে মুদ্রা ব্যবহার করা হয় তাকে আমেরিকার ডলার বলা হয়। তবে দেখা গেছে

আমেরিকার ডলার বিশ্বের অনেক দেশে প্রচলন আছে । যা অন্য কোন মুদ্রার ক্ষেত্রে তেমন একটা দেখা

যায় না। সহজ কথায় বলতে গেলে আমেরিকার মুদ্রার নাম

হচ্ছে ডলার।

আমেরিকার টাকার ছবি

আমেরিকার টাকার ছবি

আমেরিকার টাকার ছবি

আপনি যদি প্রথম আমেরিকা গিয়ে থাকেন অথবা আগে কখনো ডলার না দেখে থাকেন । আর আপনি যদি

আমেরিকার ডলার না চিনে থাকেন। তার জন্য এখানে দেয়া হলো ডলারের ছবি। কারণ অনেক সময় দেখা

যায় ডলার না চেনার কারণে অনেক ভাবে আপনি ঠকে যাচ্ছেন । আর তাই বহুল প্রচলিত যে ডলার

রয়েছে সেই গুলোর  ছবি  দেয়া হলো ।

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

অনেক আমেরিকান বা বাংলাদেশী আছে যারা প্রায় সময় জানতে চায় আমেরিকার ১ টাকা ( ডলার)

বাংলাদেশের কত টাকা। তাদের উদ্দেশ্য বলতে হয় । আপনারা জানেন আমেরিকান ডলারের দাম বা

বাজার মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। আর এই পরিবর্তনের জন্য অনেক গুলো কারণ কাজ করে

থাকে। আর তার মধ্যে যে সকল কারণ উল্লেখ যোগ্য তার মথ্যে হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ও ঐ

দেশের টাকার বা মুদ্রার মূল্যমান। বর্তমানে আমেরিকার ১ টাকা ( ডলার) সমান

=বাংলাদেশী ৯৫.২০৪৯ টাকা।

আমেরিকার ৫ ডলার রেট বাংলাদেশের কত টাকা

মাঝে মধ্যে অনেকেই জানতে চায় আমি যদি আমেরিকার ৫ ডলার দেই তবে আমাকে বাংলাদেশের কত

টাকা দিবে। বা এখন আমেরিকার ৫ ডলার সমান বাংলাদেশের কত টাকা তাদের জন্য এখানে বলা হলো ।

আপনি যদি বর্তমানে আমেরিকার ৫ ডলার দেন তার বিপরিতে বাংলাদেশী =৪৭৫.৫২৫ টাকা আপনাকে

দিবে।

আমেরিকার ১০ ডলারে বাংলাদেশের কত টাকা

ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমাদের টাকার বিনিময়ে ডলার কিনতে হয়। আর সেই

সময় এই দামের বিষয়টি জানা খুবই প্রয়োজন। আর যদি আমরা দাম না জানি তখন আমাদের ঠকা ছাড়া

কোন উপায় থাকেনা। যদি আপনি আমেরিকার ১০ ডলার কিনতে চান অথবা আমেরিকার  ডলার দিয়ে

বাংলাদেশী টাকা নিতে চান তাহলে বিনিময় হার হলো

১০ ডলার=৯৫১.০৪৯

৫০ ডলারে বাংলাদেশেল কত টাকা

যদিও আমেরিকানদের কাছে ৫০ ডলার খুব একটা টাকা না । কিন্তু আপনি যদি এশিয়ান কোন দেশের

মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটা খুব একটা কম টাকা নয়। তাই আপনি যদি আপডেট তথ্য

অনুযায়ী আজকে ৫০ ডলার জমাদেন তার বিপরিতে বাংলাদেশী যে টাকা পাবেন

তাহলো=৪৭৫৫.২৫টাকা হয়।

100 অথবা ১০০ ডলার বাংলাদেশের কত টাকা

আপনি যদি আমেরিকার ১০০ ডলার বাংলাদেশী টাকায় বিনিময় করতে চান তবে যে পরিমাণ টাকা পাবেন

তাহলো নিম্নোরুপ। তবে মনে রাখতে হবে এই দাম কিন্তু নির্ধারিত না। অনেক সময় ডলারের রেট উঠানামা

করতে পারে তবে এখন যে রেট আছে সেই অনুযায়ী ১০০ ডলার= ৯২০০ টাকার মত পাবে।

৫০০ ডলারে বাংলাদেশের কত টাকা

আমেরিকায় যারা বাংলদেশী নিচু মানের চাকুরী করেন তারা মূলত এই ধরনের টাকা বাংলাদেশে প্রেরণ করে

থাকে। তাছাড়াও অনেক ব্যবসায়ী আছে যারা সবসময় বাংলদেশে টাকা আদান প্রদান করে থাকে। তাই যদি

আপনি আজকে আমেরিকার ৫০০ ডলার বাংলাদেশী টাকায় বিনিয়ম করতে চান তাহলে হবে ৫০০

ডলার=  বাংলদেশী মোটা =৪৭৫৫২.৫ টাকা ।

৬০০ ডলারে বাংলাদেশের কত টাকা

অনেক সময় আমরা অল্প কিছু টাকা বিনিময় করে সাময়িক ব্যায় করে থাকে। আর তাই  যদি কেহ

আমেরিকার ৬০০ ডলার দেয় তবে আপনি বাংলাদেশী টাকা পাবেন ৫৭০৬২.৯৭২ টাকা। তবে এই হার

সবসময় সঠিক নাও হতে পারে। বিভিন্ন কারণে এই বিনিময় হার পরিবর্তন হতে পারে। যার মূলে রয়েছে

আন্তর্জাতিক বাজার ব্যবস্থা।

১০০০ ডলারে বাংলাদেশের কত টাকা

আপনি যদি ১০০০ হাজার ডলার আজ কিনতে চান তবে আপনাকে দিতে হবে বাংলাদেশী টাকায়

৯৫১০৫০ টাকা। তাই বলা যায় পক্ষান্তরে আপনি যদি আমেরিকার ১০০০ ডলার দেন তবে আপনি

বাংলাদেশী এই পরিমাণ টাকা পাবেন। এভাবেই সাধারণত টাকার বিনিময় হার নির্ধারণ করা হয়ে থাকে।

বাংলাদেশে আজকের ডলার রেট / আজ ডলারের রেট কত?

অনেকেই প্রশ্ন করে থাকেন আজ ডলারের রেট কত? তাদের সুবিধার জন্য বলছি আপনাকে কেউ আগে

থেকে বলতে পারবেন না। কাল ডলারের দাম কত থাকবে। কারণ প্রতিনিয়ত ডলারর দাম উঠানামা করছে।

তাই যদি কেহ এক দিন আগের তথ্য জানে তবুও তার তম্য হতে পারে। আর তাই আপনাদের সুবিধার জন্য

নিচে প্রয়োজনীয় লিংক দেয়া হলো যেখান থেকে প্রতিদিনের আপডেট তথ্য পেয়ে যাবেন। আরো বিস্তারিত

দেখার জন্য নিচের দেয়া লিংক এ ক্লিক করুন।

(আজ ডলারের রেট)

শেষ কথা

আশাকরি সবার কাছেই আমার আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা লেখাটি ভাললেগেছে। আর

যদি আরো কোন বিষয় আপনার জানার থাকে তবে আমাদের কাছে লিখতে পারেন। আমরা আপনার

লেখার উত্তর দেবার চেষ্টা করবো।আর যদি ভাল না লেগে থাকে তবে আমাদের কে জানাবেন কোন বিষয়টি

আপনার ভাললাগেনি। আরো আমাদের অনেক মজার মজার বিষয় আছে আপনি ইচ্ছে করলে সেই বিষয়

পড়তে পারেন, এতে করে আপনার অনেক ভাল লাগবে।

যেমন:

১.যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কি?

২.যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য কি?

৩. দুবাই থেকে টাকা পাঠানোর উপায়

৪. আমেরিকা থেক টাকা পাঠানোর উপায়।

৫. মালেয়েশিয়া থেকে টাকা পাঠানোর উপায়।

৬. সিংগাপুর থেকে টাকা পাঠানোর উপায়।

৭. রোমানিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial