দুবাই টাকার রেট : বর্তমানে বাংলাদেশি টাকার বিপরীতে দুবাইয়ের টাকা দাম বেড়েই চলেছে। অনেকেই সঠিক দাম না
জানার কারণে বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকে, এবং বাজার মূল্য থেকে অনেক কম পরিমাণে রেটে পেয়ে থাকে। তাই
আজ এখানে দুবাইয়ের টাকার পরিবর্তে ইন্ডিয়ান ও বাংলাদেশী টাকার বিনিময় হার কত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা
করব। আজকের এই আলোচনা পড়ে একজন সাধারন মানুষও বুঝতে পারবে দুবাইয়ের টাকার বিপরীতে বাংলাদেশী এবং
ইন্ডিয়ার টাকার মূল্য কত। যদি আপনি আমার দুবাই টাকার রেট এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তবে
দুবাইয়ের টাকার পরিবর্তে বাংলাদেশী টাকার পরিমাণ ও দুবাইয়ের টাকা কি? এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
এতে করে আপনাকে কেউ কোনোভাবেই আর ঠকাতে পারবে না। তাই আসুন বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি এবং
দুবাইয়ের টাকা সম্পর্কে বিস্তারিত বিষয় জেনে নেই।
দুবাইয়ের টাকা কি?
অনেক সময় অনেকেই প্রশন্ন করে থাকে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের টাকার নাম কি? তাদের উদ্দেশ্যিই বলা দুবাই
বা সংযুক্ত আরব অমিরাতের টাকার নাম হলো দিরহাম। দিরহাম শব্দের সংক্ষিপ্ত রূপ হলো ( AED) তবে সংক্ষিপ্ত ভাবে DH
ও Dhs হিসেবেও ব্যবহৃত হয়। সাধারণত ১ দিরহাম= ১০০ ফিলস। সাধারণত বহুল ব্যবহৃত দিরহামের নোট গুলো হলো
৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ দিরহাম অপেক্ষা কৃত কম ব্যবহৃত নোট হলো -১০০০ দিরহাম। কয়েনের
মধ্যে যে সকল বেশি ব্যবহিৃত হয় তাহলো -২৫ ফিলস, ৫০ ফিলস ও ১ দিরহাম।
দুবাই টাকার নাম কি?
যদিও আপনি জেনে গেছেন দুবাইয়ের টাকা বা সংযুক্ত আরবআমিরাতের টাকার নাম কি ? তার পরেও এখানে আমরা
আবারো উল্লেখ করছি কারণ অনেকেই শুধু এই অংশ টুকুই জানার জন্য আমাদের কাছে প্রশ্ন করে থাকে। তাই তাদের
জন্য বলছি দুবাইয়ের বা সংযুক্ত আরবআমিরাতের টাকার নাম হচ্ছে –” দিরহাম”।
দুবাই টাকার ছবি
অনেকেই বিষেশ করে যারা নতুন সংযু্ক্ত আরব আমিরাতে বা দুবাই যায়। তারা এই দেশের টাকা গুলো ভাল ভাবে চেনে না ।
তাই অনেক সময় তারা ভূল করে ফেলে। যেহেতু এই টাকার লেখা গুলো বাংলায় নয় । তাই ভুল করাটাই স্বাভাবিক। তাই
এখানে বহুল ব্যাবহৃত যে নোট গুলো তাদের ছবি এখানে দিলাম। যাতে করে আপনারা দেরহাম গুলো খুব সহজেই চিনতে পারেন।
১ দিরহাম
১০০ দিরহাম।
১০০০ দিরহাম।
৫০০ দিরহাম।
৫০০ দিরহাম।
২০ দিরহাম।
দুবাই টাকার রেট / আরব আমিরাত টাকার রেট
আপনাদের বুঝার সুবিধার জন্য বলছি দুবািইয়ের টাকার রেট সবসময় পরিবর্তন শীল । আজ এক রেট তবে কাল আবার
আরেক রেট। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দিরহামের দাম উঠানামা করে থাকে। তবে আপনি যদি আমাদের নিচে দেয়া
এই লিংক ব্যবহার করে দাম জানার চেষ্টা করেন তবে প্রতিদিনের আপডেট রেটটি পেয়ে যাবেন। এখানে আমরা আজকের
রেটা প্রদান করছি। আপনি যদি প্রতিদিনের আপডেট রেট জানতে চান তবে নিচের দেয়া আমাদের লিংকটি অনুসরণ
করতে পারেন। আজ ১ দিরহাম = ২৫.৯৫ টাকা। ( ক্লিক)
দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
টাকায় পরিবর্তন করার জন্য অনেক সময় আমাদের জানার প্রয়োজন হয় ১০০ দিরহামে বাংলাদেশী কত টাকা পাওয়া যায়।
অথার্ৎ আপনি যদি দুবাইয়ের ১০০ টাকা দেন তাহলে আপনাকে যে বাংলাদেশী যে পরিমাণ টাকা দিবে তাহলো। ১০০
দিরহাম= ২৫৯৫ বাংলাদেশী টাকা।
দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা?
একই কথা বার বার বলতে হয় অনেক বিষয়ের উপর টাকার বিনিময় নির্ভর করে তাই কেউ আপনাকে সঠিক করে বলতে
পারবেনা ১ দিরহাম সমান বাংলাদেশী কত টাকা। তবে যদি আপনি প্রতিনিয়ত টাকার মান পরিবর্তনের তথ্য পেতে চান
তাহলে তথ্য পেয়ে যাবেন। আজ যদি আপনি দুবাইয়ের ১ দিরহাম দেন তাহলে আপনি বাংলাদেশী টাকা ২৫.৯৫ ( পঁচিশ
টাকা ৯৫ পঁশা পাবেন । অথ্যর্ৎ প্রায় ১ টাকা =২৬ টাকা হয়।
দুবাই টাকার রেট ইন্ডিয়া
অনেক ইন্ডিয়ান বাংলাভাষার লোক আছে যারা বাংলায় খোঁজ করে থাকে ১ দিরহাম সমান কত রুপি হয়। তাদের প্রশ্নের
আলোকেই এই অংশটুকু । যদি আপনি ইন্ডিয়ান হোন কিংবা অন্য জায়গার হোন তাতে কোন সমস্যা নাই আপনি যদি চান
যে আপনি দুবাই এক দিরহাম দিয়ে কত ইন্ডিয়ান রুপি পাবেন সেই বিষয় তাহলে নিচে দেখেন দুবাই একদির হাম সমান
কত।
১ দিরহাম= ২১.৬৫ ইন্ডিয়ান রুপি।
১ দিরহাম কত টাকা ২০২২
২০২২ সালে এসে টাকার মান অনেক কমেছে আরো সহজ করে বলতে গেলে দিরহামের বিপরিতে টাকার পরিমাণ বেশি
পাওয়া যাচ্ছো । তাই অনেকের মনে অনেক কৌতহুল ২০২২ সালে ১ দিরহাম সমান কত টাকা। তাই এই বছর জুরেই মোটা
মুটি ভালই দিরহামের মান বেড়েছে বাড়তে বাড়তে বর্তমানে ১ দিরহাম =২৫.৯৫ টাকা । যা বছেরের শুরুতে আরো কম
ছিল।
আজকে দুবােই টাকার রেট
প্রতিদিনই টাকার রেট পরিবর্তন হয়ে থাকে । তাই অনেকেই প্রশ্ন করে থাকেন। আজকে টাকার রেট কত? তাদের উদ্দেশ্য
বলা আপনি যদি রেট না জেনে হুন্ডির মাধ্যমে টাকা দেশে প্রেরণ করেন তবে অনেক সময় ঠকে যেতে পারেন। তাই
প্রতিনিয়ত আমাদের টাকার রেট জানা প্রয়োজন। এখানে আমি কিছু উপায় বলে দিব যার মাধ্যমে আপনি আজকের টাকার
রেট জানতে পারবেন। আর তা হলো অনলাইনে টাকার রেট জানা। অথবা ব্যাংকে গিয়ে জানার চেষ্টা করা। এ ক্ষেত্রে
অনেক সময় ব্যাংকে টাকার রেট কম থাকে। তাই অনলাইনে জানাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আর তাই নিচে লিংক
দেয়া হলো এখানে ক্লিক করে আমাদের সাইট থেকে জেনেনিন আজকের টাকার রেট।
(আজকের টাকার রেট জানতে এখানে ক্লিক করুন।)
দুবাই টাকার রেট এর শেষ কথাটি হলো:
আশাকরি দুবাই টাকার রেট লেখাটি পড়ে দিরহাম এর সাথে বাংলাদেশী ও ইন্ডিয়ান টকার যে বিনিময় হার তা পরিপূর্ণ
বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আরো কোন প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা সমসময় আপনাদের পাশে
আছি যে কোন ধরনের তথ্য প্রদানের জন্য। এই লেখাটি যদি পারেন শেয়ার করতে পারেন অন্যজনের সাথে এতে করে
তাদের উপকার হবে। আর প্রতিনিয়ত যেহেতু দিরহামের মান উঠানামা করে তার জন্য দিরহাম ভাঙ্গানোর সময় দামটা
একটু যাচাই করে নিবেন। ভাল থাকুন সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ।