বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত টাকা লাগে

রোমানিয়া যেতে কত টাকা লাগে: প্রিয় বন্ধুরা আমাদের স্বপ্নের বসবাসের স্থান হলো ইউরোপ। আর সেই স্বপ্নের

বসবাসের স্থানে বসবাস করার জন্য স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে রোমানিয়া। কারণ বর্তমানে আমরা খুব

সহজেই রোমানিয়ার ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করতে পারি । আর সেখানে গিয়ে ১ থেকে ২ বছর কাজ করার পরই পারি

দিতে পারি সেখান থেকে আমাদের স্বপ্নের দেশে।  আজকে আমি এখানে আপনি কিভাবে রোমানিয়া যেতে পারেন এবং

রোমানিয়ার দূরত্ব কত? এর বিমান ভাড়া কত? রোমানিয়া ওয়ার্ক পারমিট কিভাবে পাওয়া যায়? সহ আরো অনেক বিস্তারিত

তথ্য তুলে ধরবো। তাই এই আলোচনা আপনার  জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ । আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত

আমার এই আলোচনা পড়েন তাহলে আপনি রোমানিয়া যাওয়ার বিষয়ে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। আর কারো

কাছ থেকে আপনার আর ধারণা নিতে হবে না। এছাড়াও আমি এখানে বেশ কিছু তথ্য তুলে ধরব যে তথ্যগুলো আপনার

জন্য প্রয়োজনীয় । তবে আর দেরি কেন? আজই প্রস্তুতি নিয়ে যেতে পারেন স্বপ্নের দেশে । আমার এই রোমানিয়া যেতে

কত টাকা লাগে লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন তবেই পেয়ে যাবেন সেই স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার মাধ্যমগুলো।

রোমানিয়া যেতে কত টাকা লাগে?

ইউরোপের এই দেশটিতে যাওয়ার ব্যাপারে প্রথমে প্রশ্ন আসে আমি রোমানিয়া যেতে চাই কিন্তু আমার কত টাকা লাগবে?

কত টাকা হলে আমি রোমানিয়া যেতে পারবো ? এর প্রশ্নের উত্তরে আমি বলবো বাংলাদেশ থেকে একেক জন একেক

রকমের অংকের টাকা নিয়ে থাকে তবে বিশেষ করে করোনার পর থেকে রোমানিয়া যাওয়ার জন্য খরচ অনেক বেড়ে

গেছে। কারণ বিশ্বের অনেকগুলো দেশে লোক যাওয়া বন্ধ থাকার কারণে অনেকেই এখন নিজের পছন্দের তালিকায়

রেখেছেন রোমানিয়া কে।    এছাড়াও রোমানিয়া যাওয়ার পরে অনেকেই রোমানিয়া থেকে অন্যান্য উন্নত দেশে স্থানান্তর

হতে পারে। সেইজন্য সবাই এখন রোমানিয়া কে পছন্দ করে। আর এজন্য বাংলাদেশের এজেন্সি গুলো রোমানিয়া খরচটা

একটু বাড়িয়ে দিয়েছে।  তবে মোটামুটি সকল এজেন্সি গুলোই  ৬.৫ লক্ষ্য থেকে ৮ লক্ষ্য টাকা নিয়ে থাকে। এখানে বড়

ব্যবধান হওয়ার কারণ হচ্ছে অনেক এজেন্সি আছে যারা আপনার কাজের দক্ষতার উপর আপনাকে নিবে। তারা মূলত

অপনার কাজের দক্ষতা দেখবে। তাই অবশ্যই আপনি যাওয়ার আগে বিভিন্ন জায়গায় এই রেট একটু  দেখে যাবেন। কারণ

পূর্বে অনেক ক্ষেত্রে দেখা গেছে একই কাজে কেউ কেউ কম বেশি টাকা নিয়েছে।

বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা

এই দেশ থেকে সরাসরি আগে রোমানিয়া যাওয়া যেত না। কারণ বাংলাদেশী ভিসা বন্ধ ছিল। তখন বাংলাদেশী মানুষ

ভারতের দিল্লি এম্বাসী থেকে ভিসা নিয়ে রোমানিয়া যেতে হত। কিন্তু সবচেয়ে খুশির বিষয় হলো বর্তমানে বাংলাদেশের মানুষ

বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসা নিয়ে সরাসরি রোমানিয়া যেতে পারে। আর সেখানে বৈধ ভাবে কাজ করতে পারে । সে

ক্ষেত্রে বাংলাদেশীদের  কোন ধরনের বাধা নেই। আপনি যদি বাংলাদেশের বৈধ নাগরিক হোন এবং  আপনার নামে যদি

কোন ধরনের দুর্নীতি বা কোন ক্রিমিনাল মামলা না থাকে সাথে আপনার যদি বৈধ পাসপোর্ট থাকে তবে বাংলাদেশ থেকে

আপনি সহজেই রোমানিয়া গিয়ে কাজ করতে পারবেন।

আরো যে বিষয় গুলো আপনার জন্য জানা প্রয়োজন:

উপরোক্ত বিষয় গুলো দেখার জন্য যে কোন একটি বিষয়ের উপরে ক্লিক করুন।

বাংলাদেশ থেকে রোমানিয়ার দূরুত্ব কত কিলোমিটার

স্বপ্নের দেশ রোমানিয়া আমরা অনেকেই যেতে চাই। আবার অনেকের মনে প্রশ্ন আসে বাংলাদেশ থেকে রোমানিয়ার

কতদূর ? তাই অনেক সময় মনে মনে জানার ইচ্ছে হয় বাংলাদেশ থেকে রোমানিয়ার দূরত্ব কত?। অনেকে আবার

আমাদের কাছে প্রশ্ন করেন ভাই রোমানিয়ার দূরত্ব কত? তাদের উদ্দেশ্যে এখানে বলতেছি বেশি না মাত্র  ৬২৫৪

কিলোমিটার। নিচের ছবিটি দেখলে আরো বুঝেতে সহজ হবে।

বাংলাদেশ থেকে রোমানিয়ার বিমান ভাড়া

যেহেতু বিমান বাড়ার সাথে রোমানিয়া যাওয়ার ডিমান্ড জড়িত। সেই ক্ষেত্রে অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে

রোমানিয়ার বিমান ভাড়া কত? সে ক্ষেত্রে আপনি ইচ্ছে করলেই সহজে জেনে নিতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়ার

বিমান ভাড়া কত। এছাড়াও বিমান ভাড়া অনেক সময় নির্ভর করে আপনি কোন দিন যাবেন, এবং আপনি কতদিন সময়

পরে টিকিট কাটবেন। আপনি যদি ইমার্জেন্সি ভাবে কোন টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার বিমান ভাড়া বেশি পড়বে ।

আর যদি আপনি একটু সময় নিয়ে টিকিট কাটেন সে ক্ষেত্রে আপনার বিমান বাড়া একটু কম পড়বে। তাই নির্দিষ্ট করে কেও

বলতে পারবেনা কত টাকা বিমান ভাড়া লাগবে। তবে মোটামুটি একটা ধারণা করা যায় ১ লক্ষ্য ১৭ হাজার টাকা থেকে শুরু

করে ২২৫০০০০ টাকা লাগতে পারে সাধারণ যাত্রির ক্ষেত্রে । আর এই ভাড়া আরো অনেক বেড়ে যাবে যদি বিজনেস ক্লাস

বা স্পেসালে যায়। নিচে আপনাদের কে লিংক দিয়ে দিলাম এখানে গেলে আপনি নিজেই জানতে পারবেন কবে কতদিন

পরে গেলে আপনার কত টাকা বিমান ভাড়া লাগবে। আপনাদের জন্য বলি আপনারা যদি রোমানিয়া যেতে চান তবে আগে

থেকেই টিকিট কেটে রাখবেন। সে ক্ষেত্রে আপনারা অনেক সাশ্রয়ী রেটে টিকেট কাটতে পারবেন। আরো বিস্তারিত জানার

জন্য নিচের লিংকে ক্লিক করুন সাথে সাথে আপনি নিজেই যাচাই করে দেখতে পারবেন কোন টিকেট কত দাম।

(প্রতিদিনের বিমান ভারা দেখার জন্য এখানে ক্লিক করুন)

বাংলাদেশ থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট

বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার প্রথম ধাপ হচ্ছে এই রোমানিয়ার ওয়ার্ক পারমিট । রোমানিয়া যাওয়ার জন্য আপনি যদি

আপনার কাগজপত্র জমা দেন আর সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে ধরে নেয়া হয় আপনার রোমানিয়া যাওয়া

নিশ্চিত। ওয়ার্ক পারমিট পাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।এক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার কাগজপত্র

জমা দিবেন অবশ্যই নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন। আর ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যে কাগজগুলো

জমা দিতে হবে তার মধ্যে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এক বছর মেয়াদ সহ আপনার পাসপোর্ট, পুলিশ

ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড সাদা পাসর্পোট সাইজের ছবি। একটি সিভি সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে

কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। তবে আপনার পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অনেক

ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে এজেন্সিতে আমাদের কাগজপত্র জমা দেই তারাই মূলত আমাদের  সিভি তৈরি করে দেয়।

রোমানিয়ার বেতন কত

রোমানিয়া বেতন কত হবে? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। তাদের উদ্দেশ্যই বলা এটা  আসলে নির্ভর করে আপনার

দক্ষতার ওপর। আপনি কোন কাজের উপরে যাচ্ছেন সেই কাজের উপরে, আপনাকে কোন কোম্পানি নিচ্ছে সেই

কোম্পানির উপরে। এক্ষেত্রে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনার বেতন। তবে আমি আপনাদের মোটামুটি

একটা ধারণা দিতে পারি। আর তাহলেিএই যে আপনি যদি রোমানিয়ায় আসেন সর্বনিম্ন কত ইনকাম হবে। সে ক্ষেত্রে বলা

যায় রোমানিয়া শ্রম আইন অনুযায়ী আপনি যদি রোমানিয়া আসেন তাহলে আপনি থাকা-খাওয়া খরচ করার পরেও আপনি

মিনিমাম ৪৫ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও অনেকে এখানে ১ লাখ থেকে শুরু করে তারও

বেশি ইনকাম করেন।

বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত টাকা লাগে শেষ কথা

আশাকরি উপরোক্ত রোমানিয়া যেতে কত টাকা লাগে লেখার তথ্য গুলো আপনাদের কাজে লাগবে। এই লেখার

আমাদের আরো একটি পর্ব আছে যেখানেও রোমানিয়ার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে । যা আপনার জন্য

জানা খুবই গুরুত্বপূর্ণ । তাই আপনি যদি সেই লেখাটি পড়ে আসেন তবে । রোমানিয়া যাওয়ার জন্য যে সকল তথ্য জানা

প্রয়োজন তা সকল কিছুই আপনি জানতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করুন এবং বাকি সব তথ্য গুলো জেনে আসুন।

এছাড়াও যদি আরো কোন বিষয়ে জানার প্রয়োজন থাকে তবে আমাকে লিখতে পারেন। আমি আপনার উত্তর দিব। ভাল

থাকুন সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

একই আরো যে বিষয় গুলো পড়তে পাড়েন:

১. বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়।

২. রোমানিয়া থেকে টাকা পাঠানোর উপায়।

৩. রোমানিয়ার ১ টাকা বাংলাদেমের কত টাকা?

 

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *