ঈদুল ফিতরের শুভেচ্ছা উক্তি মেসেজ ও ছবি: ঈদ মানে আনন্দ। ঈদ মানে মুসলমানদের খুশির দিন। একটি মাস সিয়াম সাধনার পরে আসে ঈদ-উল-ফিতর। এই ঈদকে কেন্দ্র করে সবার মাঝে থাকে আনন্দ । প্রতিটি ঘরের ছোট বাচ্চাদের যেন আনন্দের সীমা থাকে না তারা নতুন জামা পেয়ে খুশি দিশেহারা হয়।
তাই এই দিনের দাওয়াত দিতে থাকে ব্যস্ত। ঈদের দিন সবাই কাটায় আনন্দ আর খুশি নিয়ে। এই খুশির দিন সবার সাথে ভাগাভাগি করার জন্য আমরা সাজিয়েছি কিছু আপনাদের জন্য ঈঈদুল ফিতরের শুভেচ্ছা উক্তি মেসেজ ও ছবি, যাতে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। আর যারা এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চান তাদের জন্য মূলত আমাদের এই আয়োজন।
ঈদ মানে কি
আরবি শব্দ ঈদ এর মানে হল স্বভাবগত, এর আরেকটি অর্থ হলো ফিরে আসা বা পুনরাবৃত্তি। এককথায় ঈদ মানে যেটা বারবার হয়ে থাকে। এটা দিয়ে কিছু জায়গাও নির্দেশ করা হয়। যেখানে মানুষ কিছুদিন পর পর আসে। ঈদের মূল আরবী শব্দ আদা যার অর্থ ফিরে আসা। মানুষ এই উৎসবে প্রতি বছর পালন করে তাই একে ঈদ বলে। ইবনুল আরাবী বলেছেন এটাকে ঈদ বলা হয় কারণ এটা প্রতিবছরই ফিরে আসে।
ঈদের দিনের সুন্নত
ঈদের দিনে যেহেতু আনন্দের দিন এই দিনের ১৩ টি সুন্নত আমরা যেনে নিব। উক্ত সুন্নত সমূহ আমরা ঈদের দিন পালন করে একে আরো সুন্দর এবং বরকতময় করে তোলার জন্য চেষ্টা করুন।
- অন্যান্য দিনের তুলনায় ঈদের ফিতরের দিনে ঘুম থেকে একটু আগে উঠা।
- ঘুম থেকে উঠার পর মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করব।
- ভালোভাবে অজু গোসল করা।
- ইসলাম শরীয়ত মতে সাজসজ্জা করা।
- সামর্থ্য অনুযায়ী উত্তম বা তাকওয়াবান পোশাক পরিধান করা।
- ঈদের দিন ভালো সুগন্ধি ব্যবহার করা।
- ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া।
- সকাল-সকাল ঈদের মাঠে যাওয়া।
- ঈদগাহে যাওয়ার আগেই ঈদুল ফিতরের ছদকা পরিশোধ করা।
- ঈদগাহে খোলা মাঠে নামাজ পড়া।
- ঈদের নামাজ পড়ার জন্য যে রাস্তা দিয়ে যাব আসার সময় অন্য একটি রাস্তা ব্যবহার করা।
- পায়ে হেঁটে ঈদগাহে নামাজ পড়ার জন্য যাওয়া।
- ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় ঈদের তাকবীর বলা।
ঈদ নিয়ে কিছু হাদিস
- ইবনু ওমর (রাঃ ) থেকে বর্ণিতঃ তিনি বলেন। প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ-নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর, আল্লাহ রাসুল (সাঃ) সদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমান আদায় করা ফরয করেছেন, এবং লোকজনের ঈদের সালাতে বের হওয়ার পূর্বে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি হাদিস নং-১৫০৩)
- উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হবার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। তাই আমরা ঋতুবর্তী যুবতী এবং তাঁবুতে অবস্থানকারিণী নারীদেরকে নিয়ে বের হতাম। ইবনু আওন (রহঃ)-এর এক বর্ণনায় রয়েছে অথবা তাঁবুতে অবস্থানকারিণী যুবতী নারীদেরকে নিয়ে বের হতাম। অতঃপর ঋতুবর্তী মহিলাগণ মুসলমানদের জামায়াত এবং তাদের দু’আয় অংশগ্রহণ করতেন। তবে ঈদের মাঠে পৃথকভাবে অবস্থান করতেন।
- ইবনু আব্বাস ( রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী করিম ( সাঃ) ঈদের দিন বের হলেন, এবং দু’রাকাত সালাত আদায় করলেন, এর আগে ও পরে কোন সালাত আদায় করেননি। এরপর তিনি বিলাল (রাঃ) কে সাথে নিয়ে মহিলাদের কাছে গেলেন। তাদের উপদেশ দিলেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন মহিলাগণ কানের দুল ও হাতের কঙ্কন ছুড়ে মারতে লাগলেন। (সহি বুখারি হাদিস নং-১৪৩১)
ঈদের শুভেচ্ছা
ঈদ আসলেই আমরা সবাই সবাইকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত থাকি । আর একে অপরের মাঝে বিনিময় করে শুভেচ্ছা । আসুন আপনাদের জন্য কিছু আমরা নতুন শুভেচ্ছা বর্তা নিয়ে এসেছি যেগুলো ইতিপূর্বে হয়তো আপনারা দেখেনানাই । যে গুলো আপনারা একে অপরের সাথে বিনিময় করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মোবাইলে।
উঠেছে ঈদের বাঁকা চাঁদ
মেলে দিলাম দুটি হাত।
মিষ্টি মিষ্টি হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে।
ঈদ এসেছে আমার বাড়ি
খুশির দাওয়াত দিতে।
ভুইলো না হায় প্রান পাখি,
ঈদের দাওয়াত নিতে।
ঈদ মোবারক।
আকাশে উঠেছে ঈদের চাঁদ।
চারো দিকে বইছে খুশির হাওয়া।
ঈদের দিন আসবে বাড়ি
এটাই আমার চাওয়া।
একটি মাস রোজা শেষে
আসবে খুসির খুশির ঈদ।
তোমায় বন্ধু দাওয়াত দিব।
আসবে ঈদের দিন।
ঈদমোবারক
দেখা গেল ঈদের চাঁদ।
আজকে হল শুভ রাত ।
দাওয়াত দিলাম আসিতে।
কাল সারাদিন থাকো তুমি খুশিতে।
আপনি যদি প্রবাসে থাকেন। আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর এসএমএস।( এখানে ক্লিক) করলেই পাবেন সেই সুন্দর এসএমএসগুলো যেটা শেয়ার করতে পারেন সবার সাথে।
ঈদের উক্তি
ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা বিভিন্ন উক্তি ব্যবহার করে থাকি। যেগুলো আমরা প্রকাশ করে থাকি বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে । এতে করে আমাদের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুবান্ধব থাকে তারা নানান রকমের কমেন্স করার মাধ্যমে আনন্দকে ভাগাভাগি করে নিতে পারে। এখানে আপনাদের জন্য কিছ নতুন উক্তি দিয়েছি যা শেয়ার করতে পারবেন ।
ছোট ছোট ছেলে মেয়ে,
ছুটছে খুশিতে-
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে,
বলছে সকলে।
খুশি সকল জোয়ান বুড়া-
দেখে ঈদের চাঁদ।
একটি বছর পরে এলো
আজকে ঈদের রাত।
কিছুদিন দুখের।
কিছুদিন সুখের
আমার এই এসএমএস
ঈদের আনন্দের।
থাকতে যদি পাশাপাশি
বলতাম তোমায় কত ভালবাসি।
আজকে এই শুভ ক্ষনে,
পড়ছে শুধু তোমায় মনে।
আসছি আবার শুভদিন।
সবাই আমার সালাম নিন,
ঈদুল ফিতরের শুভেচ্ছা নিন।
ঈদ মানে হাসি খুশি,
এটা মানে আনন্দ।
ঈদ মানে থাকে নাতো-
ধনী-গরীব দন্ধ ।
শুভ ঈদ মোবারক
স্বামী স্ত্রীর জন্য রয়েছে দারুন দারুন মেসেজ । আপনি ইচ্ছে করলে (এখানে ক্লিক) করে সেই ম্যাসেজ গুলো ব্যবহার করতে পারেন।
ঈদের মেসেজ
অনেক সময় আমরা ঈদের দাওয়াত দেওয়ার জন্য মেসেজের ব্যবহার করে থাকি। তাছাড়াও যারা প্রেমিক-প্রেমিকা তারা মেসেজের মাধ্যমে তাদের দাওয়াত প্রদান করে থাকে, আর তাদের জন্যই আমরা এখানে আয়োজন করেছি কিছু আনকমন মেসেজ। যেগুলো দিয়ে আপনার প্রেমিকাকে অথবা আপনার অত্বীয় সহ সকল প্রকারের বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে পারবেন।
- আজ উঠেছে ঈদের চাঁদ। মানছে নাতো খুশির বাধ। হাসছে চাঁদ আকাশ জুড়ে, তাইতো তোমায় পড়েছে মনে বারে বারে। ঈদের দিন এর শুভেচ্ছা রইল।
- শুভেচ্ছা রাশি রাশি, গরু না খাসি। টিক্কা নাকি চিকেন ফ্রাই, আরটিভি না চ্যানেল আই। একটাই আবদার ঈদের দিন তোমায় কাছে চাই।
- বন্ধু আমার অনেক দূরে, তাইতো এত বেশি তোমায় মনে পড়ে। আজকের এই দিন কাটুক খুশিতে। সব কষ্ট ভুলে যেও প্রয়োজনের হাসিতে।
- রংধনুর সাতটি রং দিয়ে তোমায় সাজাবো। তোমার মনের দুঃখ গুলো আমি নিয়ে নিবো।
- রং লেগেছে আমার মনে। বলছি শোনো কানে কানে, রাঙ্গিয়ে দিবো ঈদের দিন।
বন্ধু-বান্ধবদের সুন্দর সুন্দর এসএমএস দিতে (এখানে ক্লিক করুন)।
ঈদের ছবি
বর্তমানে ছবিতে ক্যাপশন সহ দাওয়াত কার্ড খুবই জনপ্রিয়। বর্তমানে দিবস উৎযাপনে এই কার্ড ব্যবহার করা হচ্ছে এক আধুনিক মডেল । সবাই এখন লেখার বদলে ছবিতে লেখা সম্মিলিত বিভিন্ন দাওয়াত কার্ড বেশি পছন্দ করে থাকে। আর যারা এই ধরনের পছন্দ করেন তাদের জন্য আমরা কিছু আনকমন ছবি সম্বলিত ঈদের দাওয়াত কার্ড উপস্থাপন করছি। এগুলো আপনার অবশ্যই ভালো লাগবে।

ঈদুল ফিতরের শুভেচ্ছা ছবি

বন্ধুকে ঈদের শুভেচ্ছার ছবি

ঈদে পার্থনার ছবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা উক্তি মেসেজ ও ছবি
শেষ কথা:
উপরোক্ত শুভেচ্ছা, উক্তি, মেসেজ এবং ছবির মাধ্যমে, আমরা আমাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে দূর করি সব হিংসা-বিদ্বেষ। সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও ভাতৃত্ববোধ । আমরা যেন পৃথিবীকে গড়ে তুলতে পারি স্বর্গরাজ্য হিসেবে । সমস্ত হিংসা-বিদ্বেষ ভুলে আসুন আমরা সবাই মিলেমিশে বসবাস করি।
ইসলাম ধর্মকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করি। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
একই জাতীয় বিষয় পড়তে পারেন
১. ঈদে ভালবাসার মানুষের শুভেচ্ছা
Pingback: বাজে অভ্যাস দূর করার উপায়
Pingback: ঈদে ভালোবাসার মানুষের জন্য এসএমএস
Pingback: ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস
Pingback: ঈদ মোবারক ছন্দ
Pingback: কোরবানির মাসলা মাসায়েল
Pingback: ঈদে মজার স্ট্যাটাস ও মেসেজ