বাবার জন্মদিনের শুভেচ্ছা: বাবা জীবনের একটি অবিচ্ছেদ্য নাম। বাবা আছে বলেই বটবৃক্ষের মতো ছায়া দিয়ে
সন্তানকে লালন-পালন করে। সন্তানের যাবতীয় খরচ বহন করেন বাবা। আর তাই বাবা আমাদের জীবনে বড় হবার
জন্য যে কতটুকু ভূমিকা পালন করে তা আমাদের জীবন থেকেই বোঝা যায়। আর এই সকল মহান বাবাদের
জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পৃথিবির সকল বাবার প্রতি ভালোবাসা থাক
আমাদের অন্তর থেকে। তারা যেন আমাদের সাথে মিলেমিশে জীবনের প্রতিটা সময় কাটাতে পারে । তার জন্য
আমার এই লেখা । আর সেই ডেডির জন্মদিনের শুভেচ্ছার জন্য সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস প্রদান করা হল। যেটা
আপনারা বিভিন্ন মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন।
বাবার জন্মদিনের শুভেচ্ছা:
- যেখানেই থাকো তুমি সুন্দর, থাকো সুস্থ থাকো। এ প্রত্যাশায় তোমার ছেলে। শুভ জন্মদিন।
- প্রতিটা জন্মদিন যেন হয় তোমার অনেক সুন্দর। সে প্রত্যাশায় করি আমি সবসময়। তুমি যেন থাকো আরো দীর্ঘদিন বেঁচে আমাদের মাঝে। শুভ জন্মদিন তোমার।
- প্রিয় বাবা হৃদয়ের লক্ষ কোটি সালাম রইল তোমার প্রতি। শুভ জন্মদিন।
- হারিয়ে যেও না বাবা থাকো আমাদের মাঝে। অনেক দিন বেঁচে থাকো আমাদের মাঝে। শুভ জন্মদিন।
- তুমি আছো বটবৃক্ষ হয়ে আমার মাথার ওপর। তোমাকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি। শুভ হোক তোমার এই —- তম জন্মদিন।
বাবার জন্মদিনের মেসেজ
বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ট্য সম্পদ। যার বাবা নাই সেই একমাত্র জানে পৃথিবীতে বাবা না থাকলে কি কষ্ট। তাই আমরা প্রতিটা
বাবা কে জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিন্দন । পৃথিবীর সকল ফাদারের জন্মদিন শুভ হোক এই প্রত্যাশাই রাখি।
যেহেতু জন্মদাতার জন্মদিন বলে কথা তাই বাবা যেন সব সময় হাসি খুসি থাকে তার জন্য আমরা শুভ কামনা করি এবং তাদের
জন্মদিনে তাদেরকে হাজারো গোলাপের শুভেচ্ছা জানাই। আর তাদের জন্মদিন যেন শুভ হয় তার জন্য তাদেরকে মেসেজ
দিয়ে যে সকল মানুষ শুভেচ্ছা জানাতে চান কিন্তু সেই সময় তারা ভাল মেসেজ পায়না বা লিখতে পারেননা তাদের কাজকে
সহজ করার জন্যই আমার এই লেখা । এখানে আপনি খুব সুনন্দর মেসেজ পাবেন যা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে
শেয়ার করে অথবা বাবাকে শেয়ার করে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।
- বাবা তোমায় দেখিনা কতদিন । আছি দূর বিদেশে। বিদেশ থেকেও তোমার জন্মদিনে, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
- মরণ যেন কেড়ে না নেয়, তোমাকে আমাদের মাঝ থেকে। লক্ষ কোটি বছর বেঁচে থাকো এই কামনা করি তোমার জন্মদিন।
- প্রিয় বাবা তোমার জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সুখে থাকো তোমার দীর্ঘায়ু কামনা করি। তোমার জন্মদিনে শুভেচ্ছা রইল।
- কোনদিন কাঁদতে দাওনি। হাসি মুখে রেখেছো সব সময়। তোমার কষ্ট গুলো বুঝতে পারিনি, বুঝি এখন । তোমার জন্মদিন আরো সুন্দর হোক আরো শান্তিময় হোক। এ প্রত্যাশায় তোমার আদরের ছেলে।
- মোমের বাতি জ্বালিয়ে নয়। ভালোবাসা বাতি জ্বালিয়ে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা বাবা তুমি সুখে থাকো।
বাবার জন্মদিনের কবিতা
বাবাকে নিয়ে থাকে অনেক জল্পনা কল্পনা। জন্মদাতার জন্মদিন হলেতো কোন কথাই নেই। তাই বাবার জন্মদিন ঘিরে
ছেলেমেদের থাকা নানান ধরনে চিন্তা ভাবনা। আবার অনেকেই বাবার জন্মদিনটাকে আলাদা ভাবে পালন করার জন্য খোঁজ
করে থাকে ভিন্ন উপকরণ । আর তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু আনকমন কবিতা । যা আপনি আপনার
বাবার জন্মদিনে ব্যবহার করতে পারবেন।
বাবার জন্মদিন
আমাার পিতার জন্মদিনটা যেন সবার থেকে সেরা
পিতার মত পৃথিবীতে আদর করে কেরা।
দেখিলে বাাবার মুখ থাকেনা আর
মনের মধ্যে মোদের কোন দুঃখ।
বাবা পরম আদর দিয়ে লালন করে মোদের
তাহার সোহাগ আদর পেয়ে জীবন গেল ভরে।
আজকে বাবার জন্মদিন পালন করবো সবেে
আবার কবে আসবে জন্মদিন রব কি সেদিন সবে?
আজকে বাবার জন্মদিনে এই দুয়াটি করি
বাবার জীবন সুখে থাকুক সারা জীবন ভরি।
বাবার জন্মদিনের স্ট্যাটাস
বর্তমানে সবাই চায় তাদের সব অনুভূতি গুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মাধ্যমে । তাদের অনুভূতি
গুলো সবার সাথে ছড়িয়ে দেয়ার জন্য। আর সেই জন্য খোঁজ করে থাকেন সুনন্দর সুনন্দর স্ট্যাটাস । আর আপনিও যদি
সেই রকম বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খোঁজ করে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আাপনাদের
জন্য আমরা আয়োজন করেছি খুবই সুনন্দর কিছু স্ট্যাটাস যা আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
লক্ষ কোটি তারার মাঝে,
যেমন একটি চাঁদ।
বাবা তোমার মায়াভরা,
দিও আশীর্বাদ।
শুভ জন্মদিন।
বাবা তোমার ভালোবাসা,
সাগর সমতুল্য।
জীবন দিয়ে দিতে পারব না,
তোমার ভালোবাসার মুল্য।
শুভ জন্মদিন।
প্রিয় বাবা তুমি প্রথম সেখালে হাঁটা
তুমি শেখালে মুখের ভাষা
তোমার জন্মদিনে
আমার রইল সকল ভালোবাসা
শুভ জন্মদিন।
বাবা তোমার জন্মদিনে
দিলাম ভালোবাসা
তোমার খেদমতে
সারা জীবন কাটাবো
সেটাই মনের আশা।
শান্তির হোক তোমার জন্মদিন।
বছরগুরে আসে আবার এই একটা দিন,
কোন দিনও শোধ হবেনা তোমার দেওয়া ঋণ।
শুভ জন্মদিন বাবা।
বাবার জন্মদিনে ছেলের শুভেচ্ছা
সংসারে বাবার পরেই যাদের দায়িত্ব থাকে সেটা হলো ছেলেদের । আর সেই ছেলে যদি হয় বাড়ীর বড় ছেলে তাহলেতো কোন
কথাই নেই। তাই ছেলেদের সাথে বাবার অনেক ভাল সম্পর্ক থাকে। এতে করে পিতার জন্মদিনে ছেলেরা শুভেচ্ছা জানাতে
কখনো ভূল করে না। তাই যারা ফাদারের জন্মদিনে এই রকম শুবেচ্ছা খুঁজে বেড়াইতেছেন তাদের জন্য আমরা এখানে লেখেছি
কিছু নতুন ছেলের শুভেচ্ছা বাবার জন্মদিনে। যা আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
- প্রিয় বাবা আজ তুমার জন্মদিন আমার কাছে সবথেকে খুসির দিন । কারণ আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে যার জন্য মহান আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিয়েছে। শুভ হোক তুমার জন্মদিন।
- যে খানেই থাকি যেভোবেই থাকি আমার বাবার জন্মদিন আমার কাছে সেরা। বাবা তুমি দীর্ঘজীবি হও এই প্রত্যাশায়। তুমার ছেলে- শুভ হোক তোমার –বছরের জন্মদিন।
- ছোট বেলার সকল স্মৃতির মধ্যে তুমার স্মৃতি সেরা। আজ জীবনের এত দূরে এসে শুধু তুমাকেই মিস করি। শুভ হোক তুমার জন্ম দিন।
- বাবা তোমার আদর আর পরশ সংঙ্গে থাকুক আমার জীবন ভর। আর তুমি আমাদের মাঝে বেঁচে থাকো অনেক বছর এই প্রত্যাশায় তোমরা ছেলে- হ্যাপি বার্থডে।
- আমার জীবনে বাবার সাথে কাটানো দিন গুলো ছিল সব থেকে সেরা । আজ তা অনুভব করি । আর আজ বাবার জন্মিদিন আমি কাছে নেই ভাবতেই যেন কেমন লাগছে। তুবুও দোয়া করি আামর বাবা দীর্ঘজীবি হোক।
বাবার জন্মদিনে মেয়ের শুভেচ্ছা
মেয়েরা অনেক আবেগী থাকে । তারা তার পিতার জন্মদিনকে ঘিরে তাদের থাকে নানান রকমের কর্মসূচী। তাই আপনার
পিতার জন্মদিন আরো আনন্দ মুখি করার জন্য আমরা আয়োজন করেছি এই জন্মদাতার জন্মদিনের শেুবেচ্ছা যেখানে খুবই
সুনন্দর শুভেচ্ছা যা আপনি আপনার পিতার জন্মদিনে এই শুভেচ্ছ গুলো ব্যবহার করতে পারেন।
- আমি বাবার আদরীনি ছোট্র সেই মেয়ে, আজকে ডেডির জন্মদিন শুভেচ্ছা দিব কি দিয়ে? মন থেকে সব ভালোবাসা দিয়ে দিলাম তাই । শুভ হোক পিতার জন্মদিন দোয়া করি যাই।
- হাজার বছর থাকে যেন আমার বাবা বেঁচে। এই দুয়াটি করি আমি । শুভ হোক তুমার জন্মদিন।
- কেমন করে বলবো তুমায় কতটুকু মিস করি । তার পরেও বলবো তুমি ভালো থেকো । তোমার জন্মদিনটা আমার জীবনের একটা অংশ। তাই প্রতি বছর এই দিনটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের । কারণ আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে সবার মুখে হাঁসি ফুটিয়ে। হ্যাপি বার্থডে।
- শুধু এই দুয়াটি করি তোমার মুখের হাঁসি যেন সারাজীবন অটুট থাকে।
- যত বার জন্মগ্রহণ করবো ততবার তুমার সন্তান হয়ে যেন পৃথিবীতে আসতে পারি কারণ তুমার ভালোবাসাটাই আলাদা। সারাজীবন আমার বাবা বেঁচে থাকুক এই প্রত্যাশায়।
শেষ কথা:
পৃথিবীর সকল বাবা থাক তাদের সন্তানের অন্তরে। কখনো যেন অবহেলায় পড়ে না থাকে। এ প্রত্যাশা নিয়েই আজকের
আমার এই লেখা শেষ করতেছি। আপনার বাবাকে ভালোবাসেন মন থেকে। যেন তাদের আশ্রয় না হয় বৃদ্ধাশ্রমে। তাই
পৃথীবির সকল বাবার প্রতি আমার তরফ থেকে রইল শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা ।
আমার এই লেখা পড়ে ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মূল্যবান মতামত
আমাদের কমেন্ট বক্সে প্রদান করবেন । আমরা কৃতজ্ঞ থাকিব।
একই জাতীয় বিষয়:
১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা
৩. প্রিয়জনের জন্মদিনে ভালবাসার শুভেচ্ছ
আরো পড়ুন:
২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।
One comment
Pingback: মার জন্মদিনের শুভেচ্ছা- Mother's Birthday Wishing