Skip to content

ভালবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা

ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা: যেদিন মানুষ জন্মগ্রহণ করে সেদিনটা সবার কাছেই প্রিয়। আর এই দিনটাতে

সবাই চেয়ে থাকে তার প্রিয়জন কাছ থেকে শুভেচ্ছা পেতে। আমরা মূলত আমাদের এই আয়োজন তাদের জন্য।  যারা চায়

তার প্রিয় মানুষগুলোকে  জন্মদিনে শুভেচ্ছা জানাবে। আমাদের প্রিয় মানুষগুলো সুখে থাক , সুন্দর থাক  । আর তাদের

জন্মদিন যেন হয় সাফল্যমন্ডিত এবং কল্যাণ কর। এ প্রত্যাশা নিয়েই শুরু করলাম। আপনি আপনার পছন্দ মত সব

স্ট্যাটাস নিয়ে সবার সাথে শেয়ার করুন ভিবিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

ছোট ভাই বড় বোনের কাছে থাকে অনেক আদরের।,অনেক যত্নের। ছোট ভাইকে মন খুশি করার জন্য চেষ্টার কোন কমতি

থাকেনা। চেষ্টা করে সমস্ত আবদার পূরণ করার জন্য। যেন ছোট ভাই সবসময় থাকে হাসিখুশি। আর সেই ছোট ভাইয়ের

শুভ জন্মদিনের, আমরা তাকে জানাবো জন্মদিনের শুভেচ্ছা। আর যারা কর্মব্যস্ততার মাঝে, সেই দিনটিকে স্মরণ করতে

পারেন না, সময়ের অভাবে। তাদের জন্য কিছু সুন্দর এসএমএস প্রদান করা হলো এখান থেকে নিয়ে শেয়ার করুন।

প্রিয় ভাইটি আমার তুমি আমার নয়ন মনি।
তুমি যেদিন এই পৃথীবিতেে এসেছিলে 
তুমি শুধু কেঁদে ছিলে । হেঁসে ছিল সবাই।
শুভ জন্মদিন ।

ভাবির জন্মদিনের জন্য আপনি দেখতে পারেন আমাদের এই পেইজ। যেখানে আপনি আপনার ভাবির জন্মদিনের শুভেচ্ছা পাবেন। (ক্লিক করুন)

চাচার জন্মদিনের শুভেচ্ছা

যৌথ সংসারে ভাতিজা, ভাতিজির জন্য চাচা দের অবদান বাবার পরেই ।  অনেক চাচা চাচি তার ভাতিজাকে অনেক আদরে

লালন পালন করে থাকেন। আর একারনেই অনেকেই বাবার পরেই চাচাদের কে আদর এবং সম্মান করে থাকেন। আর সেই

সকল  চাচারা যেন  অনেক দীর্ঘায়ু লাভ করেন। এ  কামনাই করি তো চলুন  সুন্দর সুন্দর এসএমএস গুলো শেয়ার করুন

আপনার চাচার জন্মদিনে।

বাবার মত দেখি তোমায়
তুমি মহান লোক
তোমায় হাড়ালে 
পাবো আমরা 
অনেক বড় শোক
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা পেতে আমাদের এই লিংকে ক্লিক করুন।

চাচির জন্মদিনের শুভেচ্ছা

অনেক সময় মায়ের স্থানটুকু পূরণ করে চাচি। পরম যত্নে বড় করেন ভাতিজি ভাতিজা কে। সংসারে চাচি যেন মায়ের মত

আদর করে ।  আর এই সব চাচীদের  জন্মদিনে আমরা জানাই অনেক অনেক  শুভেচ্ছা। আপনার সেই শ্রদ্ধেয় চাচিকে

তার জন্মদিনের শুভেচ্ছার জানানোর জন্য আমরা নিচে কিছু স্ট্যাটাস দিলাম যেখান থেকে আপনি আপনার পছন্দ মত

শেয়ার করতে পারেন।

মায়ের মত তুমি আমায়
দিলে অনেক আদর
তুমি থাকতে বুঝি নাইকো
তুমার কত কদর।
শুভ জন্মদিন।

শিক্ষকের জন্মদিনের জন্য আমাদের এই পেইজ গুরে আসতে পারেন। (এখানে ক্লিক করুন)

বেয়াই/বেয়ানের জন্মদিনের শুভেচ্ছা

বেয়াই এর কাছে বিয়াইন যেন এক আদরের ডাক । এই আদরের ডাক সব সময় সুন্দর হয়, এই প্রত্যাশা নিয়েই আমাদের এই

লেখা। এখানে আপনি আপনার বেয়াই/বেয়ানের জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার মতো সুন্দর সুন্দর স্ট্যাটাস পাবেন যেটা

তাদের জন্মদিনে  শুভেচ্ছা জানাতে পারবেন এতে করে   ভালোবাসা এবং শ্রদ্ধা  আরো বেড়ে যাবে। আপনি তার সেই

দিনটাকে মনে করে তাকে উইশ করুন।আমার এই নিম্নের এসএমএসগুলো শুধু আপনাদের জন্যই ।

বেয়াই আমার হাসিখুশি
খায় শুধু পান
তাহার আজকে জন্মদিন
গায় সুখের গান।
 শুভ জন্মদিন

প্রিয় বিয়াইন আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা
আপনার জন্মদিন সুন্দর ও সুখময় হোক এ প্রত্যাশায় আপনার বিয়াই
                                       শুভ জন্মদিন।

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা শেয়ার করতে চাইলে গুরে আসতে পারেন আমাদের এই পেইজে ( প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা)

ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছার শেষ কথা

পরিশেষে বলা যায় ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা এর ভালভাসার মানুষ  যেই হোক না কেন। সবার জন্মদিনে আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর সব

আত্মীয় আমাদের প্রাণের বন্ধন। সবাই আমাদের ভালোবাসার মানুষ। তারা সুখে থাক শান্তিতে থাক এটাই আমাদের কাম্য।

প্রতিটা মানুষের জন্মদিন সুখের হোক ,সুন্দর হোক, এই প্রত্যাশা নিয়েই শুভ  জন্মদিন। আরো যদি বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে

আপনাদের কিছু জানার থাকে বা জানতে ইচ্ছে করে আমাদের একই জাতীয় আরও লেখা আছে সেখানে পড়তে পারেন।

আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য

একই জাতীয় বিষয়:

  1. প্রিয়জনকে জন্মদিনে ভালোবাসার স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি এসএমএস

আরো পড়ুন:

১. বৈহালা বৈশাখের  ইতিহাস

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা

৫. গুগলের জানা অজানা নানান তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial