Skip to content

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা- Wife Birthday Wishing

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা: স্ত্রী হচ্ছে সংসারের সৌন্দর্য । আর স্বামীর অহংকার, একজন ভালো স্ত্রী পারে তার সংসারের

যাবতীয় সুখ শান্তি বজায় রাখতে।  এর জন্য একজন স্ত্রী সর্বসময়ের চেষ্টা করে তার সংসার যেন সুখে শান্তিতে থাকে । তার

স্বামী যেন থাকে হাসিখুশি।  তারা এই অক্লান্ত পরিশ্রম এর কারনে সংসারে বিরাজ করে সুখ আর শান্তি । আর তাঁর জন্মদিনে

আমরা যদি বিভিন্নভাবে উইশ না করি সেটা হয় চরম স্বার্থপর কাজ। তাই আসুন তাকে খুসি করার জন্য তার জন্মদিনে তাকে

জানাই শুভেচ্ছা । যার সময়ের অভাবে  স্ত্রীকে উইশ করতে পারেন না তাদের জন্যই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখান

থেকে আপনি সুন্দর স্ট্যাটাস নিয়ে আপনি সেন্ড করতে পারেন আপনার স্ত্রীর মোবাইলে। অথবা পোস্ট দিতে পারেন

ফেসবুকে অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা দেখনে আপনার স্ত্রী অনেক অনেক খুসি হবে।

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা:

প্রিয়তমা তুমি আমার জীবনে,
আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত।
তোমার জন্মদিনে তোমাকেজানাই
হাজারো ফুলের শুভেচ্ছা।

আপনার পুরাতন প্রেমিককে জন্মদিনের  শুভেচ্ছা জানাতে আমাদের আরেকটি পেইজে ক্লিক করতে পারেন ।  সেখানে

সুনন্দর সুনন্দর স্ট্যাটাস পাবেন । যা আপনার পুরতন প্রেমিকে দিতে পারবেন। তার জন্য (এখানে ক্লিক করুন)

এসেছিলে যেদিন তুমি আমার ভাঙ্গা ঘরে
আলোয় আলোয় ভরে গেল
ঘর স্মৃতিগুলো রইল পড়ে
শুভ জন্মদিন আমার প্রানের প্রিয়তম

মার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এখানে ক্লিক করুন

আমার ভালোবাসা
আর আদর নিয়ে
কাঠাও সুখে দিন
কোনদিনও শোধ হবেনা
তোমার ভালোবাসার ঋণ
 শুভ জন্মদিন

বাবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন সুন্দর ভাবে তার জন্য আমাদের (এখানে ক্লিক করুন)।

মায়া দিয়ে স্বপ্ন দিয়ে
কেড়ে নিলে মন
ভুলিনাই তোমার জন্মদিন
মনে পড়ে সর্বক্ষণ
শুভ জন্মদিন

কলেজের বা স্কুলের বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা পেতে (এখানে ক্লিক করুন)।

তুমি আমার পরান পাখি
তুমি আমার জান
তোমার জন্য আমি পাগল
কাঁদে আমার প্রাণ
শুভ জন্মদিন

এছাড়াও স্বামীর জন্ম দিনের শভেচ্ছা পেতে আমাদের আরেকটি পেইজ দেখতে পারেন । সেখানে পাবেন সুন্দর সুন্দর সব

স্ট্যাটাস।যা আপনার স্বামীর জন্মদিনে ব্যবহার করতে পারবেন। স্বামীর জন্মদিনের শুভেচ্ছা পেতে (এখানে ক্লিক করুন)

শেষ কথা:

স্ত্রী হচ্ছে আমাদের পরম বন্ধু। সুখ দুঃখের সাথী। আর এই স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারাটা হচ্ছে একটা গর্বের

বিষয়। তার জন্মদিন তাকে মনে রাখা এটা আমাদের অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই আসুন প্রতিটা স্ত্রীকে তার

জন্মদিনের শুভেচ্ছার মাধ্যমে, তার সুখ শান্তি কামনা করি। সে যেন দীর্ঘদিন বেঁচে থেকে স্বামীকে সহযোগিতা করতে পারে।

আপনাদের যদি অন্য কোন বিষয়ে আরো লেখা দরকার থাকে । তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন ।পরবর্তীতে

আপনার প্রয়োজন অনুযায়ী আমরা লিখব। আর এই লেখা সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে দয়া করে আপনার

মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

আরো পড়ুন:

১. বৈহালা বৈশাখের  ইতিহাস

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা

৫. গুগলের জানা অজানা নানান তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial