দুর্নীতি নিয়ে ছন্দ এই আলোচনায় দেখা যায় সমাজের প্রতিটি স্তরে জড়িয়ে আছে দুর্নীতি । আর এই দুর্নীতি যেন
আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আর তাই এই দুর্নীতির শিক্ষড় চলে গেছে আমাদের সমাজের সর্বনিম্ন স্তরে। দুর্নীতি মুক্ত
করতে হলে অনেক সংগ্রাম লড়াই করতে হবে। তবেই সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে। এর থেকেও বড় কথা আমরা যদি
নিজে আগে ভালো হতে পারি তবে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। তাই আসুন আমরা নিজে দুর্নীতিমুক্ত থাকি এবং অপরকে
দুর্নীতি মুক্ত থাকার জন্য উৎসাহ দেই। যাতে করে আমাদের দেশ ও সমাজ থেকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করা যায়। আজ তাই
এখানে দুর্নীতি নিয়ে বেশ কিছু আলোচনা করব যে আলোচনা গুলো আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনার আশে
পাশে কেউ যদি দুর্নীতিবাজ থাকে তাদেরকে সতর্ক করার জন্য এই উক্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে
পারেন। এতে করে তারা লজ্জা বোধ করবে, এবং নিজে সংশোধন হওয়ার চেষ্টা করবে।
দুর্নীতি নিয়ে ছন্দ
অনেকেই চায় তার পরিচিত জন যখন বিভিন্নভাবে দুর্নীতে জড়িয়ে যায় তখন তাদেরকে নানান ভাবে সর্তক করার জন্য আর
তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছন্দ শেয়ার করে থাকে। আর সেই সময় প্রয়োজন হয় এই দুর্নীতি নিয়ে ছন্দ ।
আর এই জন্য এখানে দেয়া হলো বেশ কিছু মজার ছন্দ যে গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার আশেপাশে থাকা
দুর্নীতি বাজ দের লজ্জা দেয়ার জন্য।
দুর্নীতি আর করিস না
পিঠের চামড়া থাকবে না।
দুর্নীতির চিন্তা যারা করে
আয়ু থাকতে তারা মরে।
দুর্নীতির টাকা যাদের ঘরে আছে
তাদের থেকে সুখ অনেক দূরে চলে গেছে।
দুর্নীতি করে করবে সম্পদ
অসময়ে তোমার হবে বিপদ।
অসৎ পথে টাকায় থাকেনা কোন সুখ
সময় অসময়ে বয়ে আনে দুঃখ।
ঘুষ নিয়ে উক্তি
সরকারী বা বেসরকারী অফিস থেকে শুরু করে সব জায়গায় বেড়ে গেছে ঘুষের লেনদেন। আর বর্তমানে ঘুষ ছাড়া কোন
কাজই হয়না। যদি কোন কাজ করতে চান তবে ঘুষ প্রদানের কোন বিকল্প নেই। আর যারা ঘুষ খোর তাদের লজ্জা দেয়ার
জন্য এখানে কিছু উক্তি শেয়ার করা হলো । যদি আপনার আশেপাশে ঘুষ খোর থাকে যাদের আপনি লজ্জা দেয়ার জন্য চান
তবে আপনি নিচের উক্তি গুলো শেয়ার করতে পারেন।
- ঘুষ গ্রহণ থেকে না খেয়ে থাকা অনেক ভালো। তবুও মনে সান্তনা পাবেন আপনি একজন সৎ লোক।
- প্র্রতিটি ঘুষ গ্রহণ কারী তার ব্যাক্তি সত্বা হারিয়ে পশুর মত হয়ে যায়।
- যার দ্বারা ঘুষ গ্রহণ করা সম্ভব তার দ্বারা সকল অবৈধ কাজ করা সম্ভব।
- প্রত্যেক ঘুষখোর তার ঘুষ নেওয়ার পিছনে একটি যুক্তিসংগত কারণ দাঁড় করানোর চেষ্টা করে।
- যখন একটি মানুষ অবৈধভাবে টাকা উপার্জন করে। তখন তার কাছে মনুষ্যত্ব বলতে কোন কিছুই থাকেনা।
দুর্নীতি নিয়ে উক্তি
উক্তির মাধ্যমেও অনেক সময় আমরা দুর্নীতির প্রতিবাদ করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উক্তি শেয়ার করে
। সমাজের দুর্নীতিবাজদের কঠিন জবাব দিয়ে থাকি। আর আপনিও যদি সেই রকম করতে চান তবে। আপনার জন্য এই
উক্তি গুলো একদম পারফেক্ট। এই উক্তি গুলো একদম নতুন আপনি ইচ্ছে করলে এই গুলো শেয়ার করতে পারবেন
আপনার বন্ধুদের সাথে এবং যারা দুর্নীতি বাজ তাদের সাথে। একদিকে যেমন এই উক্তি গুলো সমাজের সবাইকে সচেতন
করবে অন্যদিকে এটি দুর্নীতি প্রতিরোধে প্রতিবাদের একটি মাধ্যম হিসেবেও কাজ করবে।
- সমাজে দুর্নীতিবাজ লোকগুলোই নেতৃত্ব দিয়ে থাকে । আর তারা মুখে অনেক ভালো কথা বলে থাকেন কিন্তু দিন শেষে দেখা যায় এরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ।
- যারা অধিক ক্ষমতার অধিকারী তারাই মূলত দুর্নীতিবাজ হয় । কারণ এরা মনে করে থাকে এদেরকে ধরার কেউ নেই।
- ক্ষমতার অপব্যবহার হচ্ছে দুর্নীতির মূল উৎস। তাই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে প্রথমে ক্ষমতার অপব্যবহার রোধ করতে হবে।
- একটি দেশ তখনই উন্নয়ন সম্ভব যখন দেশ থেকে দুর্নীতি দূর হবে।
- যখন সরকারি কর্মচারী কর্মকর্তাগন দুর্নীতিবাজ হয়ে যায় তখন সাধারণ মানুষ অসহায় হয়ে যায়।
লুটপাট নিয়ে উক্তি
এখন কার সমাজের বা রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সম্পদ কিভাবে লুটপাট করে খাওয়া
যায়। সবার মন থেকে দেশ প্রেম এক দম উঠে গেছে। সবাই দেশকে ভালবাসার থেকে নিজের পকেট কে বেশি ভালবাসে ।
আর তাই সবাই এখন ব্যাস্থ যার যার নিজের পকেট ভারি করার জন্য । আর আপনার আশেপাশে যদি এই রকম কেউ থাকে
তবে আপনি এই উক্তি সমূহ তাদের সাথে শেয়ার করে তাদেরকে লজ্জা দিতে পারেন। বা তাদের এই ধরনের কাজ থেকে
যেন বিরত থাকে তার জন্য ব্যবস্থা করতে পারেন।
- লুটপাট করে খাওয়াই হচ্ছে যেন বর্তমানে বেশির ভাগ রাজনীতিবিদের অবস্থা।
- আমাদের কাছে দেশটা হচ্ছে মরা একটি গরুর আর আমরা যে ভাবে পারছি ছিড়ে ছিড়ে খাচ্ছি।
- লুটপাট করে খাওয়া এটা যেন আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
- যতদিন পর্যন্ত দেশের সরকারী আমলা গন দেশের টাকা লুটপাট বন্ধ না করবে ততদিন দেশের উন্নয়ন সম্ভব নয়।
- যে দেশের জনগন দেশের সম্পদকে নিজের সম্পদ মনে না করে সেই দেশের জনগন দিয়ে সেই দেশের উন্নয়ন সম্ভব নয়।
দুর্নীতিমুক্ত দেশ
আমাদের সবার উদ্দেশ্য স্বাধীন দুর্নীতি মুক্ত দেশ গড়ার । আর এই জন্য হতে হবে আমাদেরকে আরো বেশি সচেতেন।
সমাজের প্রতিটা স্তরে যখন ছেয়ে গেছে অনিয়ম আর দুর্নীতি তখন ভালো মানুষ মুখ থুবরে পড়ে থাকা ছাড়া আর কোন
উপায় নাই। আমাদের প্রতিটা মানুষের উচিৎ যার যার অবস্থান থেকে নিজেকে সকল প্রকার অনিয়ম থেকে দূরে রাখা। আর
তাই আসুন আমরা দেশকে আরো বেশি ভালোবাসি আর তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তাহলো দুর্নীতি মুক্ত রাখা।
দুর্নীতি রিপোর্ট
যেকোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে আপনি দুর্নীতি দমন কমিশনের অভিযোগ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে দুর্নীতির
সুস্পষ্ট ব্যাখ্যা, এবং প্রমাণ থাকতে হবে। এক্ষেত্রে আপনার সাথেও যদি কোন প্রকার মত ঘটনা ঘটে থাকে তবে আপনিও
দুর্নীতির রিপোর্ট বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে জমা দিতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করেন কোন ব্যক্তি বা
সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বারা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তার দ্বারা বা তার সহযোগীতার দ্বারা হস্তগত হচ্ছে, তখন
আপনি ইচ্ছে করলে সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট জমা দিতে পারবেন। আর একজন সচেতন
নাগরিক হিসেবে নিজে যেমন দুর্নীতি থেকে দূরে থাকবো অন্য কেও যেন দেশের সম্পদ নষ্ট না করতে পারে বা দেশের
সম্পদ নিয়ে যেন দুর্নীতি না করতে পারে সে সম্পর্কে সজাগ থাকা উচিত। দুর্নীতি দেখার সাথে সাথে আমাদের সচেতন
ভাবে রিপোর্ট করা উচিত।
দুর্নীতি নিয়ে ছন্দ এর শেষ উপদেশ
আশা করি আপনাদের দুর্নীতি নিয়ে ছন্দ লিখাটি অনেক ভালো লেগেছে। আর আমাদের সবার উদ্দেশ্য হোক দুর্নীতিমুক্ত
দেশ ঘড়ার। আমাদের সমাজে কোন স্তরে যেন দুর্নীতি না থাকে। আমরা নিজে দুর্নীতি মুক্ত থাকবো অন্যকে দুর্নীতি মুক্ত থাকার
জন্য উৎসাহ দিবেন এই হোক আমাদের অনুপ্রেরণা। এই হোক আমাদের আগামীর পথচলা তবেই হবে দেশ উন্নত।
অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।
This website is a fantastic resource for professionals in these industries.