স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এসএমএস কবিতা ও ক্যাপশন

স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস

স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এর মাধ্যমে তুলে আনার চেষ্টা করবো ছোট বেলার সেই দিনগুলোকে আমাদের  জীবনের প্রথম যে

শিক্ষাটা শুরু হয় সেটা শুরু হয় আমাদের স্কুল জীবন থেকে। তাই প্রথম বাবা মার হাত ধরে যখন স্কুলে ভর্তি হ্যই তখন থেকে শুরু হয়

নতুন একটি অধ্যায়। আর সেখানে গিয়ে অনেকেরই সাথে পরিচিত হই। সেই কৈশোরের কথাগুলো মনের মনিকোঠায় থেকে যায়

আজীবন। যাদের সাথে জীবনের প্রথম বন্ধুত্ব গড়ে ওঠে । তাদের কে সহজে ভোলা যায় না। আর সেই স্মৃতি মাখা দিনগুলো রয়ে যায়

মনের ভেতরে। আর তাই জীবনের প্রতিটি স্তরে বারবার খুঁজে বেড়াই সেই স্কুলের বন্ধুদের। সেই দিনগুলোকে কোন ভাবেই ভুলা

যায়না। আজকে আপনাদের স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস  লেখাটিতে বন্ধুদের নিয়ে কবিতা ক্যাপশন এবং উক্তি দিব। যেগুলো

আপনাদের অনেক ভাল লাগবে, এবং শেয়ার করতে পারবেন সেই ছোটবেলার বন্ধুদের সাথে ।

স্কুল বন্ধুদের মিস করা নিয়ে স্ট্যাটাস

ছোটবেলার সেই স্কুলের বন্ধুদের মিস করলেই আপনি বর্তমানে তাদের সাথে সেই স্মৃতি মাখা দিনগুলোর বিভিন্ন ঘটনা শেয়ার করতে

পারেন। এখন আপনার বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল জীবনের স্ট্যাটাস শেয়ার করা খুবই সহজ । যে কোন জায়গা

থেকে মুহুর্তের মধ্যে ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর তাই যারা সুন্দর সুন্দর স্ট্যাটাস খোঁজ করছেন তাদের জন্য

এখানে দেয়া হলো কিছু নতুন, এবং আনকমন স্ট্যাটা ।

প্রিয় ন্ধু সকল তোদের আজও মিস করি
আর তোদের কে মনে মনে স্মরণ করি।

 

যে খানেই থাকি আর যে ভাবেই থাকি
স্কুলের বন্ধুদের সবসময় মনে রাখি।

 

ছোট বেলার স্কুলের প্রতিটা দিন
আমার কাছে স্বপ্নের মত লাগে।

 

হারিয়ে গেছে ছোট বেলার স্কুলের রংঙিন দিন।
আজও মনে হলে মন ব্যাথায় ভরে হয় মলিন।

 

মনে হয় আবার ফিরে যাই স্কুলের সেই দিন গুলোতে
আর খেলায় মেতে উঠি ছোট বেলার বন্ধুদের সাথে।

স্কুল লাইফ শেষ নিয়ে স্ট্যাটাস

স্কুল-লাইফ-শেষ-নিয়ে-স্ট্যাটাস
স্কুল-লাইফ-শেষ-নিয়ে-স্ট্যাটাস

স্কুল লাইফ শেষ নিয়ে স্ট্যাটাস: একটা সময় পর সবারই স্কুল জীবিন শেষ হয়ে যায় । আর তখন রেখে যাওয়া দিন গুলো আর

বন্ধুদের সাথে কাটানো সময় গুলো স্মৃতির পাতায় জায়গা করে নেয়। বিশেষ করে স্কুল লাইফ  শেষ নিয়ে যে কথা গুলো মনের মধ্যে

থেকে যায় তা সবার মনের মধ্যেই অনেক বেশি নাড়া দেয়। আজ তাই সেই দিনটিকে স্মরনীয় করে রাখার জন্যা স্কুল লাইফ শেষ নিয়ে

স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করবো যা আপনি ইচ্ছে করলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

পাঁচটি বছর জীবনে কাটালাম তোমাদের সাথে।
আজ চলে যাবো সবাই আলাদা হয়ে।
যার যার জীবনের পথে।

 

কিছু কথা বলা যায় না।
কিছু কান্না করা যায় না।
আর এই স্কুল জীবনের শেষ
দিনটি কখনো ভূলা যায় না।

 

আজকে সবাই চলে যাবে।
স্কুল জীবন শেষ করে।
সবাই ছিল চলার সাথী
চল সবাই এই দিনটিকে স্মৃতি করে রাখি।

 

জানি আজ হতে হবে সবার পথ আলাদা।
আর হবেনা সবার সাথে দুঃখ গুলো শেয়ার করা।

স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এর বন্ধুদের মিস করার এসএমএস

এস এম এস এর মাধ্যমেও বন্ধুদের স্মরণ করা যায়। অনেক সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলের দ্বারা বন্ধুদের

সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করে থাকি। আর সেই সময় প্রয়োজন হয় সুন্দর সুন্দর এস এম এস যা আপনার বন্ধুদের প্রদান করলে তারা

আপনাকে আরোবেশি ভালোবাসবে এবং সন্মান করবে। আর আমাদের কাজের বা বিভিন্ন ব্যস্ততার জন্য সময় হয়ে উঠেনা আর

তাদের জন্যই এখানে দেয়া হলো বন্ধুদের মিস করার এসএমএস যা শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।এগুলো নতুন

এমন আনকমন।

  •  প্রিয় সকল বন্ধু আবার ফিরে আয় । একসাথে সবাই স্কুলে যাই আর খেলা করি।
  • জানি তোমাদের আর কাছে পাবোনা তবুও তোদের জন্য আজও দূর প্রবাশ থেকে আমার মন কাঁদে।
  • সকল স্কুলের বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশাকরি ছেলেবেলার সকল বন্ধুগন ভাল আছে।
  • প্রিয় বন্ধু ——-তোমাকে আজ খুব দেখতে ইচ্ছে করে জানিনা তুমি কোথায় আছো।( ফাঁকা জায়গায় আপনার বন্ধুর নামি লিখবেন।
  • আজ অনেক দিন পর —————তোমাকে খুব বেশি মিস করতেছি। তুমি যদি আমার এই পোষ্টটি দেখে থাক তবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো।

মিস করা নিয়ে কবিতা

মিস করা নিয়ে কবিতা আপনাকে স্মরণ করিয়ে দিবে ছোট বেলার সেই ফেলে আসা স্কুলের বন্ধুদের সাথে কাটানো দিন গুলোর কথা।

এই কবিতা শেয়ার করার মাধ্যমে ছোট বেলার স্কুলের বন্ধুদের স্মরণ করতে পারি আর এটা তাদের সাথে বা সামাজিক যোগাযোগ

মাধ্যমে শেয়ার করে বন্ধুদের সাথে মজা করতে পারে। আর যারা এই ধরনের কবিতা খুঁজছেন তাদের জন্যে এখা একদম নতুন একটি

কবিতা দেয়া হলো।

ছোট বেলার স্মৃতি
24favor.com

ছোট বেলার স্মৃতি গুলো
আজও আমার মনে পড়ে
রেখে যায় স্মৃতি গুলো মানের মাঝে
অনেক বেশি যতন করে।
হারানো সেই স্মৃতি যদি
আবার আমি ফিরে পাই
তবে আমি ছোটবেলার সেই দিন
গুলোতে আবার ফিরে যাই।
হারানো দিনের বন্ধু গুলো
আছে কে কোথায় তাতো জানি না।
সবার জন্য অনেক ভালোবাসা
আজীবন থাকবে এতে কারো বাধাঁ মানি না।

বন্ধুদের মিস করা নিয়ে ক্যাপশন

ছোট কথা গুলোর মধ্যে অনেক সময় অনেক বড় কথার মানে লুকিয়াত থাকে। আর তাই এখন ক্যাপশন খুবই জনপ্রিয়। সবাই চায়

অল্প কথায় অনেক বেশি মনের ভাব প্রকাশ করতে। আপনিও যদি বন্ধুদের মিস করা নিয়ে ক্যাপশন প্রকাশ করতে চান তাহলে আমার

মনে হয় আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমি আপনার জন্য এখানে নতুন আনকমন ও নতুন কিছু বন্ধুদের মিস করা নিয়ে

ক্যাপশন তুলে ধরা হলো যা পড়লে এবং শেয়ার করলে আপনার ও আপনার বন্ধুদের ভালো লাগবে।

  1.  ভুলতে পারবো না স্কুলের সেই বন্ধুদের ।
  2. যতই দিন যায় ততবেশি মনে পড়ে ছোট বেলার বিদ্যালয়ের সেই বন্ধুদের।
  3. ছোট বেলার স্কুলের প্রতিটা দিন যেন এখন একটা স্বপ্ন।
  4. তুমরা হারিয়ে গেছো সামনে থেকে কিন্তু রয়ে গেছো স্মৃতিতে।
  5. আবার ফিরে যাবো যদি সুযোগ পাই স্কুলের দিনগুলোতে।

স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এর শেষ কথা

স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস  লেখাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর বন্ধুদের মনের মণিকোঠায় রেখে

তাদেরকে বিভিন্ন সময় স্মরণ করুন এতে করে বন্ধুদের সাথে বন্ধুত্বের যে সম্পর্ক সেটা গভীর হবে, এবং তারাও আপনাকে অনেক মিস

করবে। তাই সময় পেলেই বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ

রইল।আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে সেগুলোও পড়তে পারেন । আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ

প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।

আরো পড়তে পারেন:

১. স্কুল জীবন নিয়ে ফেসবুকে মজার স্ট্যাটাস।

২. স্কুল জীবনের হারানো দিনের স্মৃতি স্ট্যাটাস

৩. স্কুল লাইফ নিয়ে প্রেমিক প্রেমিকার ফেসবুক স্ট্যাটাস

4 thoughts on “স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এসএমএস কবিতা ও ক্যাপশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial