Skip to content

বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা ও কষ্টের ছন্দ

বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা

বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা: বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার বিষয়। আর মজার বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা পড়তে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়লেই পেয়ে যাবেন মজার মজার সব বন্ধুদের নিয়ে ক্যাপশন যেখানে আরো থাকবে বন্ধুদের নিয়ে কষ্টের ছন্দ।

আর এই ক্যাপশন এবং ছন্দ গুলো সম্পন্ন নতুন এবং অনেক মজার। অনেক কষ্ট করে অনেকের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি এখানে। তাই আপনাদের কাছে অনুরোধ মজার ক্যাপশন গুলো পড়ে নিজেরা যে রকম আনন্দ উপভোগ করবেন। তেমনি এ গুলো সবার সাথে শেয়ার করা সহ আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আনন্দ ভাগাভাগি করতে পারেন।

তার জন্য শেয়ার করার অনুরোধ করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে । তো দেখে নেয়া যাক সেই মজার সুন্দর সুন্দর ক্যাপশন এবং বন্ধু নিয়ে কষ্টের ছন্দ গুলো। কারণ আমাদের জীবনে বন্ধুদের নিয়ে অনেক ধরনের ভাল এবং খারাপ  অভিজ্ঞতা আমাদের থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুত্বের কারণে যে কষ্টগুলো থাকে সেগুলো আমরা আরো বেশি খোঁজাখুঁজি করে থাকি ইন্টারনেটে।

আর তাদের জন্যই আমরা সাজিয়েছি এই নতুন আয়োজন। বন্ধুরা অনেক সময় অনেক  ধরনের আঘাত দিয়ে থাকে, যে আঘাত গুলো আমরা প্রকাশ করতে পারি না। তাই আমরা ছন্দের মাধ্যমে আঘাতগুলো প্রকাশ করব, যাতে করে আমাদের স্বার্থপর বন্ধু যেন বুঝতে পারে যে আমরা তার দ্বারা দেওয়া কষ্ট পেয়েছি এবং তাদেরকে পজিটিভাবে  বোঝানো যে এমনটা করা তাদের ঠিক হয় নাই।

বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা / বন্ধু নিয়ে ছন্দ

"<yoastmark

এখনে আমরা বন্ধু নিয়ে সুন্দর কিছু বাংলা ক্যাপশন দেবো । যে ক্যাপশনগুলো আনকমন যা আপনি ইচ্ছে করলেেই  এই বন্ধুত্ব নিয়ে ক্যাপশন গুলো শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে । এছাড়াও আপনার বন্ধুকে এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন এই ক্যাপশনগুলো।

একদম নতুন যেগুলো আগে কেউ কোনদিন ব্যবহার করেনি, আপনি যদি আপনার বন্ধু-বান্ধব কে প্রদান করেন তাহলে অবশ্যই আপনাকে তারা সবার চেয়ে আলাদা মনে করবে।

তুই আমার প্রাণের বন্ধু থাকবি আমার মনে।
তোকে আমি রাখবো জীবনভর অনেক যত্নে।

তোর দুঃখে আমি দুঃখি। তোর সুখেই সুখ।
তোর  আঘাত সহ্য করতে পেতে ‍দিব বুক।

(আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান তহলে  আমাদের এই চ্যানেলটি দেখতে পারেন। কারণ আপনি এখানে দেখতে পাবেন কৃষি বিষয়ক সকল আপডেট ভিডিও।)

বন্ধু নিয়ে কষ্টের ছন্দ

"<yoastmark

বন্ধু যেমন প্রাণের বন্ধন। আর তাই বন্ধুর হচ্ছে আত্মার সম্পর্ক। অনেক সময় বন্ধুত্বের এই সম্পর্ক হয়ে যায় শত্রুতা। অনেক

বন্ধুই বিশ্বাসঘাতকতা করা একটু স্বার্থের কারণে। আবার অনেক সময় বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দেখা দেয় মনের

অমিল। আর তাই বন্ধু নিয়ে অনেক সময় থাকে অনেক কষ্ট। অনেক সময়ই বন্ধুদের জন্য অনেক কষ্ট সহ্য করে থাকি

আমরা। আর তাই বন্ধুদের নিয়ে কষ্টের ছন্দের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই সেই মনের জমানো কষ্ট গুলো কে ।  সেই

কষ্টগুলো যেন আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজেদের মনের কষ্ট হালকা করে নিতে পারি। অন্যদিকে

সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই  স্ট্যাটাস দেখে সেখান থেকে সেই বন্ধুটি যেন বুঝতে পারে তার প্রতি আমরা কতটা কষ্ট

পেয়েছি । এতে করে আমরা সবাই নিজেরা সচেতন থাকবো , বন্ধু হয়ে কখনো বন্ধুকে কষ্ট দেবো না । আর তাই আপনার

মনের কষ্ট গুলোকে দূর করার জন্য আপনি এখান থেকে সুন্দর সুন্দর ছন্দ গুলো ব্যবহার করতে পারেন। যে ছন্দ গুলোর

মাধ্যমে আপনার মনের কষ্টগুলো দূর হয়ে যাবে।

বেইমান বন্ধু দুঃখ দিলি ভূলতে পারিনা।
তোর দেয়া কষ্ট গুলো মনে রাখলি না ।
তাইতো আজও ,তোর দেয়া দুঃখ গুলো
ভুলতে গিয়েও, ভুলতে পারি না।

তুই আমার বন্ধু ছিলি
সবার চেয়ে সেরা ।
তোকে নিয়ে স্বপ্ন ছিল
ভালোবাসায় ঘেরা।

শেষ কথাটি অনেক সুন্দর

ধন্যবাদ আপনাদের কষ্ট করে বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা এ গুলো পড়ার জন্য। আশাকরি বন্ধুদের নিয়ে ক্যাপশন গুলো

অনেক ভালো লেগেছে । আপনাদেরকে আমি অনুরোধ করছি এই লেখাটি আপনার কেমন লাগছে তা আমাকে কমেন্ট

করে জানাবেন ।আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর বিষয় আপনাদের উপহার দিবো । আপনাদের যদি বন্ধু নিয়ে ক্যাপশন

বাংলা বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। পরিশেষে আপনাদেরকে অনেক অনেক

ধন্যবাদ দিয়ে শেষ করছে আজকের মত। ভাল থাকুন সুস্থ্য থাকুন।

আরো পড়তে পাড়েন :

১. বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি।

২. ভালবাসার পিকচার সেসেজ।

৪. অভীমানি ভালবাসার ছন্দ

1 thought on “বন্ধু নিয়ে ক্যাপশন বাংলা ও কষ্টের ছন্দ”

  1. Pingback: স্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস এসএমএস কবিতা ও ক্যাপশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial