আবেগী তীব্র প্রেমের কবিতা

আবেগী তীব্র প্রেমের কবিতা

আবেগী তীব্র প্রেমের কবিতা- মানুষ যখন তার মনের কাম ভাব প্রকাশ করতে যায় তখন তাদের মনে

দেখা যায় নানা ধরনের অশান্তি তার জন্য জীবনে অনেক সময় অশান্তি নেমে আসে। আর তাই নিম্নোক্ত

কবিতার মাধ্যমে সেই বিষয়টি বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। আশাকরি আপনি যদি এই কবি গুলো পড়েন

অনেক ভাল লাগবে। কারণ এত সুন্দর কবিতা খুব কমই পাবেন। তাছাড়া এই কবিতার মাধ্যমে দেখানোর

চেষ্টা করা হয়েছে । আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আবেগী তীব্র প্রেমের কবিতা লেখাটি পড়তে থাকুন।

কাম

মন যদি থাকে কামের বসে
সৎ চরিত্র তখন যাবে ধ্বংসে
কাম যদি ভাই মনে জাগে
শান্তি সেখান থেকে দূরে ভাগে।
কাম হলো ভাই কঠিন ব্যাধি
মনে আনে লোভ।
কামের পুঁজা করতে গেলে
থাকে ব্যাথার খোপ
জীবন যদি গড়তে চাও
কাম থেকে সড়ে যাও।
কামের ঘরে ডুবলে পড়ে
জীবন যাবে অন্ধকারে,
দেহের ভালোবাসা ক্ষনিক কাল
মনের ভালোবাসা অন্তকাল
তাইতো আমি বলি ওরে
কামের ঘরে তালা মেরে
কর ভালো কাজ
দুনিয়া তোমায় ভালোবাসবে।
স্মরনীয় হবে আজ।

নিচের কবিতাটি অনেক ভাবের একটি কবিতা । যদি এর কথা গুলো বুঝতে পারেন তবে । আপনার মানব

জীবনে অনেক সুখ শান্তি পাবেন। আর এর ফলে আপনার সংসারে অনেক শান্তি বিরাজ করবে। এখানে

আপনি কিভাবে সংসার জীবন সুখের করবেন সেই দিকে বুঝানো হয়েছে।

সুখের নৌকা

ডিঙ্গি নায়ের একটি বৈঠা
দুটি মাস্তুল খাড়া।
যদি যেতে চাও সুখের দেশে
কইরোনাগো তাড়া।
ঢেউয়ের তালে চালাউ নৌকা
ওঝান ভাটা বুঝে,
সুখের দেশে যেতে হবে
পথ খুজেঁ খুজেঁ।
নৌকা চালাও জিকিরেতে
ধমের ঘরে টানো
পাতাল পুড়ে গিয়ে তুমি
মুক্তা মনি আনো।
মুক্তা যদি তুলতে পারো
পাবে চরম সুখ
সংসারেতে শান্তি থাকবে
দেখবে হাঁসি মুখ।

পরিশেষে সকলকে বিদায় জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি আজকের এই আবেগী তীব্র

প্রেমের কবিতা লেখা। এছাড়াও আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে । আপনি ইচ্ছে

করলে সেই লেখা গুলো পড়তে পারেন। আশা করি অনেক ভালোলাগবে। আর আপনাদের সুবিধার জন্য

নিচে সেই কবিতা গুলোর লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। আশা করি সেই কবিতা গুলোও অনেক

বেশি ভালো লাগবে। এছাড়াও আরো যদি কোন ধরনের কবিতা আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে

লিখতে পারেন । আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সেই কবিতা দেয়ার চেষ্টা করবো। প্রথম থেকে শেষ

পর্যন্ত আমার এই আবেগী তীব্র প্রেমের কবিতা  লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এছাড়াও আরো যে কবিতা গুলো পড়তে পারেনঃ

যোগ্য ছেলে

বদ নেতা

সত্যবাদী

মায়ের স্বপ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial