বিশ্বাসঘাতক নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা

বিশ্বাসঘাতক নিয়ে উক্তি : প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে

আলোচনাটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আশা করি আমার এই লেখা টি আপনাদেরকে আজকে

আপনার মনের চিন্তাশক্তি খুলে দেবে। যে চিন্তা দিয়ে আমরা সহজেই আমাদের আশেপাশে থাকা এদেরকে র চিনে

নিতে পারব, এবং বিশ্বাসঘাতক থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবো।

এছাড়াও এখানে আরো বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে । যে আলোচনাগুলো আপনি ইচ্ছা করলে সামাজিক

যোগাযোগ মাধ্যমেও শেয়ার করে আপনার সেই সমস্ত বেইমান বন্ধুদেরকে লজ্জাজনক উপহার দিতে পারবেন।

ইতিমধ্যে  যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর কিছু না পারলেও তাদেরকে কথা দিয়ে প্রতিশোধ নিয়ে

অন্ততপক্ষে নিজের মনের আক্ষেপ মেটাতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আর উপভোগ করতে

থাকুন আমাদের সুন্দর এই বিশ্বাস ঘাতক নিয়ে উক্তি লেখাটি।

বিশ্বাসঘাতক নিয়ে উক্তিতে বিশ্বাস ঘাতক কাকে বলে?

আমরা জানি বিশ্বাস হচ্ছে কারো কথা ও কাজকর্ম থেকে শুরু করে আচার-আচরণ সহ সবকিছুর বিষয়ের উপরে তার

একজনের উপর আস্থা রাখা। মূলত এটি একটি মানুষের সম্পর্কে পজেটিভ ধারণা, অর্থাৎ একটি লোকের উপরে অগাধ

আস্থা থাকে তাখন তাকে বিশ্বাস বলে। আর ঠিক এর উল্টোটা হচ্ছে বিশ্বাসঘাতক। যখন একজন লোক কাউকে মনে প্রানে

প্রবলভাবে বিশ্বাস করে, এবং তাকে অনেক আপন মনে করে  কিন্তু দেখা যায় অল্প বা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অথবা

অন্য যে কোন কারনে, যখন সে প্রতারণ করে তখন তাকে বিশ্বাসঘাতক বলে।  এই শব্দটা আসলে মূলত নেগেটিভ অর্থে

ব্যবহৃত হয়, অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে কারো সাথে ছলনা করে তার ক্ষতি করে তবে তাকে বিশ্বাস ঘাতক বলে।

মানুষ কেন বিশ্বাসঘাতক হয়?

মানুষ কেন বিশ্বাস ঘাতক হয় একথা সঠিক উত্তর দেওয়া অনেক কষ্টকর। কারণ মানুষের চরিত্র বোঝা বড়ই কঠিন। তবে

সাধারণত দেখা গেছে মানুষ তার স্বার্থের কারণে বিশ্বাসঘাতক হয়ে থাকে। অনেক সময় আবার নিজের মনের অজান্তেই

এ রকম হয়ে যায়। বর্তমানে নেশা হচ্ছে সমাজের মরণব্যাধি অনেক সময় এর ফাঁদে পড়েও বর্তমানে অনেকেই

বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে । তাই বিশ্বাসঘাতক একজন মানুষ বিভন্ন কারণে হয়ে থাক।

বিশ্বাসঘাতক চেনার উপায়

আমরা জানি এরা আর কেউ নয়, আমাদের আশেপাশে থাকা মানুষগুলোই এই রকম হয়। এরা কারো ভাই,

কারো বোন, কারো না কারো আত্মীয়-স্বজন। আর তাই সেই বিশ্বাসঘাতক গুলোকে চিনতে গেলে আমাদের দেখতে হবে

তাদের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্য গুলো পরিলক্ষিত হয় কিন। যদি কারো মধ্যে নিচের বৈশিষ্ট্য গুলি পরিলক্ষিত হয়।

তবে তাকে আমরা বিশ্বাসঘাতক বলতে পারবো।

  1. এরা নিজের স্বার্থকে সবসময় বড় করে দেখবে।
  2. কথা কাজের মিল থাকবে না।
  3. এরা সাধারণত অভদ্র প্রকৃতির হয় তবে অনেক সময় ভদ্র বিশ্বাস ঘাতকও দেখা যায়।
  4. সাধারণত এই ধরনের লোকেরা কথা দিয়ে কথা রাখে না।
  5. যারা বিশ্বাস ঘাতকতা করবে তার একেক জায়গায় একেক ধরনের পরিচয় দিবে।
  6. এদের মুখে মধূর কথা থাকলেও অন্তরে বিষ থাকে।
  7. সাধারণত এদের কাছে কোন আপন পর নাই।
  8. যেকোন সময় এরা আপনার বিপক্ষে যেতে পারে।
  9. এরা সাধারণত এদের একটু লাভের কারনে আপনার অনেক বড় ক্ষতি করতেও পিছ পা হবে না।
  10.  বেশির ভাগ গবেষনায় দেখা গেছে এরা সাধারণত বিভিন্ন ধরনের নেশায় আশক্ত থাকে।

বিশ্বাসঘাতক নিয়ে কিছু উক্তি

যেহেতু তাদেরকে কেন এই নামে ডাকা হয়  এবং এদেরকে চেনার উপায় আমরা জেনে গেছি । তাই সমাজে যারা আমাদের

সাথে যারা এই রকম করেছে তাদেরকে কথার মাধ্যমে মাধ্যমে জবাব দেওয়ার জন্য আমরা এখানে বেশ কিছু মজার উক্তি

দিব। যে গুলো আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে, আপনার সাথে যারা প্রতারণা করেছে তাদেরকে

উচিৎ জবাব দিতে পারবেন।

তোর প্রতিটা কথািই
বিশ্বাস করেছিলাম বলে
আজ আমার এই কঠিন
পরিণততি যার মাশূল বয়াবহ।

আগে বুঝতে পারি নাই
তোর মনের চালাকি টা
আজ বুঝতে পেরেছি তাই
তোর থেকে দূরে সরে থাকি।

কি করে বুঝাবো বল
তোমার মুখের  ভাষা
আর তোমার মনের ভাষা
কোন দিনও এক রকম ছিলনা।

জীবনে তুই ছিলি আমার
সবচেয়ে কাছের মানুষ
আজ তোর কাছ থেকে
দুঃখ পেয়ে ফিরে পেলাম হুস।

নতুন করে আর ‍দুঃখ্য
পেতে চাইনা কাররণ
তোর মত বিশ্বস ঘাতক
এমনি মানষিকতার হবার কথা।

বিশ্বাসঘাতকের বিশ্বাস নিয়ে উক্তি

যদি কোন কারণে কেউ আপনার সাথে ঠিক এই রকম করে ফেলে আর তখন আপানি চাচ্ছেন তার প্রতি উক্তির মাধ্যমে

প্রতিশোধ নেয়ার জন্য তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমরা এখানে এমন কিছু উক্তি দিয়েছি যে গুলো

আপনার বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বেইমানদের উচিৎ শিক্ষা দিতে পারবেন।

প্রতিটা মহুর্ত আমার
কাছে আজ যন্ত্রনার কারণ
তোর করা বিশ্বাস ঘাতকতা
আমাকে আহত করে দিয়েছে।

নতুন করে আর কাউকে
বিশ্বাস করতে ইচ্ছে করে না।
কারণ বিশ্বাসতো তোকেও
একবার করে ছিলাম।

প্রতিটা দিন এখন আমার শুধু
কষ্টের কাটে কারণ যখন
মনে হয় আমি তোর মত
একজন বিশ্বাস ঘাতক বন্ধু পেয়েছি।

এটাই অতি সত্য কথা
আমি তোর মত বিশ্বাস ঘাতক
নিয়ে আমার সারাটি জীবন
এক ছাদের নিচে থাকতে হবে।

সারাজীবন শুধু তোর স্বার্থটাই
দেখলি আর সময় বুঝে।
আমার সাথে বেইমানি
করে আমার বুকে তীর মারলি।

বিশ্বাসঘাতকের স্বার্থ নিয়ে উক্তি

সবাই সমাজে স্বার্থপর হয় না । আর যখন কাছের কোন মানুষ যাকে অনেক দিন যাবত বিশ্বাস করতেছি তারা যখন প্রতারণা

করে তখন খুবই খারাপ লাগে। তাই তখন আমরা নিজেদের মনকে সাত্বনা দেয়ার জন্য ফেসবুকে দিয়ে থাকি বিভিন্ন ধরনে

উক্তি। আর তাই আপনাদের সেই কথা মাথায় রেখেই এখানে আমরা কতগুলো উক্তি দিব যেগুলো আপনাদের অনেক ভাল

লাগবে।

তোর দেয়া প্রতিটা আঘাত
আমি সহ্য করে নিয়েছি
কারণ আমি চাইনা
তোর মত বিশ্বাস ঘাতক
আমার জীবনে আসুক।

সারাজীবন শুধু তোর নিজের
কথাই ভাবলি আর তাই আজ
আর কারো কথা চিন্তা না করে
কারো ভালবাসার প্রতিদান দিলিনা।

যদি নিজের স্বার্থকেই বড় করে
দেখবে তাহলে আমার সাথেে
এত অভিনয় করার কি দরকার ছিল
আমার জীবনে তোকে কেন জড়ালি।

যাবার আগে শুধু একবার দেখে যা
যে বিষের তীর তুই আমার বুকে মারলি
সেই বিষের তীরের কতটুকু যন্ত্রনা
আজ আমি প্রতিনিয়ত পাচ্ছি।

তোর কাছে আমি অনেক দামি কিছু
চাই নি চেয়ে ছিলাম শুধু তোর ভালোবাসা
আজ আমার সেই চাওয়াটাকে পুরণ না কেরে
আমাকে ধোঁকা দিয়ে চলে গেলি।

বিশ্বাসঘাতক বন্ধু নিয়ে উক্তি

অনেক কাছের বন্ধুও স্বার্থের কারণে অনেক সময় বিশ্বাস ঘাতকতা করে ফেলে। কারণ মানুষ হচ্ছে আজব এক প্রাণী কখণ

যে এদের কোন রূপ হয় তা বুঝা যায় না। তাই কখনও যদি কাছের বন্ধু আপনার সাথে এ রকম আচরণ করে থাকে তবে

আপনি তার সাথে এই উক্তি গুলো শেয়ার করে তাকে অপমানিত করতে পারেন। এতে করে সকল বিশ্বাস ঘাতক অপমানিত

হবে। আর এগুলো আপনি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

তোকে বন্ধু করে নেওয়াটা
ছিল আমার প্রথম ভুল
আজ তাই আমার জীবনের
সবকিছু হারিয়ে ফেলে
জীবনে পাইনা কোন কূল।

তুই কি করে বুঝবি  বন্ধুর মর্যদা
কারণ তোর কাছেতো শুধু
তোর নিজের স্বার্থটা বড় ছিল।
বাকি আমি ছিলাম শুধু খেলার ফুল।

আজ শুধু মনে মনে ভাবি
আর নিজেকে গালি দেই
কি করে তোর মত এত বড় মাপের
বিশ্বাস ঘাতক আমার বন্ধু ।

প্রতিটা প্রণীর আলাদা আলাদা
নিজের জাতের বৈশিষ্ট্য থাকে।
তাদের কে চিনতে সহজ হয়
কিন্তু তোর মত মানুষ
আসে বন্ধুর মত করে।

বন্ধুই যখন ভেবে ছিলে
তাহলে বিশ্বাসঘাতকতা
কেন করলে আমার সাথে
আমিতো শুধু তোকেই ভালোবাসতাম।

আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করলে আমাদের করণীয়

যদি কোন কারণে কেও আমাদের সাথে এই খারাপ কাজটি করে ফেলে তখন আমাদের করণীয় কি? এ বিষয়টি অনেকেই

জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্য বলতে চাই যদি কেউ আপনার সাথে এই রূপ আচরণ করে ফেলে তখন আপনাকে যা

করতে হবে তাহলো । আপনি নিম্নোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করবেন।

  • তার কাছ থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন।
  • পরবর্তীতে আবারও এই কাজ করতে পারে এমন কোন কাজের দায়িত্ব তাকে দিবেন না।
  • আপনি তার বিশ্বাস ঘাতকতা করাটা বুঝতে পারছেন তাকে এই বিষয়টা বুঝানোর চেষ্টা করুন।
  • তার সাথে সকল ধরনের লেনদেন বন্ধ করুন।
  • যদি কোন বড় ধরনের কর্ম হয়ে থাকে তবে আইনি সহায়তা নিন।
  • আপনার পরিচিত জনকে তার ব্যাপারে সজাগ থাকতে বলুন।
  • তার সাথে কোন ধরনের ব্যবসা বানিজ্য থাকলে তা বাদ দিয়ে দিন।

বিশ্বাসঘাতক নিয়ে কবিতা

অনেক সময় আমরা কবিতার মাধ্যমেও অনেক কথা প্রকাশ করে থাকে। আর তাই আপনি যদি কোন আপন জন দ্বারা প্রতারিত হয়ে থাকেন । তাকে আপনি চাচ্ছেন প্রতারণার জন্য অপমানিত করতে তাহলে আপনি এই কবিতাটির মাধ্যমে তাকে আপমানিত করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতা শেয়ার করেন তাহলে সে সহজেই বুঝতে পারবে আপনি তাকে অপছন্দ করেন।

কঠিন বিশ্বাসঘাতক
                               লেখক: সাইফুল ইসলাম
বিশ্বাসঘাতক স্বার্থপর
তোর মনে কি নাই একটু ডর ।
আপনকে তুই করলি পর
বিশ্বাসঘাতক করলি জীবন বর।
আজকে আমি দুর্বল বলে
করলি আমার অনেক ক্ষতি।
আজ তাই তোকে আমি
মনেপ্রাণে ঘৃণা করি অতি
প্রতিটা প্রহর কাটে আমার
অনেক দুঃখ বুকে নিয়ে
তোর করা বেঈমানীর সাজা
দিয়ে গেলাম আমার জীবন ভর।

বিশ্বাসঘাতক নিয়ে উক্তি এর শেষ উপদেশ

আশাকরি উপরোক্ত বিশ্বাসঘাতক নিয়ে উক্তি লেখাটি পড়ে আপনাদের অনেক ভাললেগেছে। যদি আরো এই ধরনের

লেখা পড়তে চান তবে আমাদের সাইটটি ভিজিট করুন আর তথ্যমূলক ও আনন্দ মূলক পোষ্ট গুলো পড়তে থাকুন। আর

আপনার যদি কোন প্রকার মন্তব্য থাকে তবে আমাদের কমেন্স সেকশনে লিখুব । আমরা আপনার লেখার উত্তদেয়ার চেষ্টা

করবো। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

একই আরো যে বিষয় গুলো পড়তে পাড়েন:

১. বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়।

২. রোমানিয়া থেকে টাকা পাঠানোর উপায়।

৩. রোমানিয়ার ১ টাকা বাংলাদেমের কত টাকা?

About 24 Favor

Check Also

অ্যামাজন কোম্পানি

অনলাইনে পণ্য বিক্রি অ্যামাজন: নেট দুনিয়ায় অন্যান্য ওয়েবসাইটের মত অ্যামাজন একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে প্রতিদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *