চুপ থাকা নিয়ে উক্তি কবিতা স্ট্যাটাস ও ছন্দ

চুপ থাকা নিয়ে উক্তি আমাদের বেশিরভাগ মানুষেরই কথা বলার অভ্যাস বেশি। আমরা সব সময় কথা বলতে বেশি পছন্দ

করি। অনেক সময় বুঝার চেষ্টা করি না এটা যে আমাদের অনেক ক্ষতি করে। আমরা বুঝতে পারি না বেশি কথা বল্লে

আমাদের শারীরিক ও মানুষিক দুভাবেই ক্ষতি হয়। তাই যারা জ্ঞানী তারা সময় কথা কম বলে কাজ বেশি করে। আমরা যদি

কথা কম বলতে পারে তবে অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারি। কারণ মুখের কথা একবার বের হলে তা আর

ফিরে আসেনা। তাই সব সময় সাবধানতা সহিত কথা বলতে হবে। যত কথা কম বলতে পারব তত সমস্যা হতে হবার

সম্মুখীন কম হবে। আর তাই আজকের লেখা দাঁড়া আমি সেই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। কিভাবে আমরা কথা

কম বলতে পারি। তাই আসুন চুপ থাকা নিয়ে উক্তি লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং চুপ থাকা নিয়ে উক্তি আছে

সেগুলো পড়ুন তাহলে দেখবেন আপনার মধ্যে এই গুনটি চলে এসেছে।

চুপ থাকা নিয়ে উক্তি / নিরবতা নিয়ে উক্তি

অনেক সময় অনেক বন্ধুবান্ধব থাকেন যারা বাচাল প্রকৃতির। অনেক ভাবে বলার পরেও তারা নিজেদেরকে চুপ রাখতে

পারেনা । সুযোগ পেলেই কথা বলতে থাকে । তাই তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমরা উক্তি ব্যবহার করতে

পারি। আর উক্তি গুলো তাকে ম্যাসেজ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার করে তাকে উইশ করতে পারি। যাতে

করে সে খুব সহজে নিজের বাচাল অভ্যাসটি পরিত্যাগ করতে পারে । আর যারা বন্ধুদেরকে এই ধরনের উপকার করতে চান

তাদের জন্য এখানে বাছাই করা কিছু চুপ থাকা নিয়ে উক্তি দেওয়া হল যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

  • তুমি যদি একজন ভালো শ্রোতা হতে চাও তবে তুমাকে আগে অবশ্যই নীরবতা কাকে বলে সেটা শিখতে হবে- প্রখ্যাত উরসুলাক লেগুন।
  • যদি কেহ তুমার নীরবতা বুঝতে না পারে তবে সে তোমার শব্দকেও খুব বেশি বুঝতে পারবে না- লেখক এলবার্ট হাববার্ড।
  • মানুষের নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় অন্ত্র- বিখ্যাত চার্লস ডি গাউলে।
  • প্রতিটি মানুষের তার নীরবতা হলো তার আত্নার সতেজতা- উক্তি প্রদান উইনোনা জুড।
  • সবসময় অর্থহীন কথা বলা থেকে নীরবতা অনেক বেশি ভালো- বিখ্যাত পিথাগোরাস।

চুপ থাকা নিয়ে কবিতা

চুপ থাকার উপকারিতা বিষয়টি আমরা কবিতার মাধ্যমেও প্রকাশ করতে পারি। যদি কোন একটি মানুষ বেশিরভাগ সময়

নিজেকে সকল অপ্রয়োজনীয় কথা থেকে দূরে রাখতে পারে তবে তার কি ধরনের উপকার হবে। তার জন্য এটা কতটুকু

ফলপ্রসূ সে বিষয়টি আমরা কবিতার মাধ্যমেও প্রকাশ করতে পারি। আর এই কবিতা আমরা শেয়ার করতে পারে বিভিন্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বন্ধুদের সাথে।

চুপ থাক কথা কম
24favor.com

চুপ থাক কথা কম কাজ করো বেশি
তবেই দেখবে হাসবে মহাজন হবে মহা খুসি।
করবে তোমার প্রসংসা সবার কাছে ওরে।
তোমার চাহিদা যাবে তার কাছে অনেক বেড়ে।
জীবনে যারা হয়েছে বড় তাদের রয়েছে এই গুন
এভাবেই তুমি অনুসরণ করলে তুমিও হবে বড়
এভাবেই চুপ থেকে প্রতিদিন চেষ্টা তুমি কর।
অনেক ধরনের আসিবে বাধাঁ করতে গেলেে
এই ভালো গুনটির অভ্যাস তোমার জীবনে
মরনেও হাসিবে তুমি দেখবে সারজীবন
রয়েগেছো সবার স্মরনে।

চুপ থাকা নিয়ে স্ট্যাটাস

চুপ থাকা নিয়ে স্ট্যাটাস  দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আর চুপ থাকার স্ট্যাটাস হচ্ছে সেরকম একটি

বিষয়। যারা এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে যাচ্ছেন অথচ এই বিষয়ে কোন স্ট্যাটাস পাচ্ছেন না

তাহলে বলব আপনি ঠিক জায়গাতেই এসেছেন।  এখানে আমরা আজকে বাছাই করা কিছু স্ট্যাটাস দিব। যেই স্ট্যাটাস

গুলো পড়লে আপনার ভালো লাগবে এবং আপনি চুপ থাকার মানে বুঝে যাবেন।

  1. প্রতিটি মানুষের নীরবতা হল তার ঘুম যা তার জ্ঞানকে পুষ্ট করে তুলে- ফ্রন্সিস বেকন।
  2. আপনি মুখ দিয়ে যা বলবেন তা যদি চুপ থাকার চেয়ে সুন্দর হয় তবে মুখ খুলুন- স্প্যানিশ প্রবাদ।
  3.  কঠোর পরিশ্রম হয়তবা আপনাকে অনেক সময় অর্থ দিতে পারে । কিন্তু চুপ থাকা আপনাকে শান্তি দিবে – ম্যাক্সিম লাগাকি।
  4. একজন প্রকৃত শিল্পী হতে হলে তাকে নীরবতার জগতে থাকতে হবে- বিখ্যাত লুইস বুর্জোয়া।
  5. সবসময় নীরবতা ভাল নয় কারণ আপনার চুপ থাকা আপনাকে রক্ষা করবে না- অড্রে লর্ড।

চুপ থাকা নিয়ে ইসলামিক উক্তি

ইসলাম ধর্মেও চুপ থাকার বিষয়টি নিয়ে অনেক আলোচনা আছে। এখানেও চুপ থাকার বিষয়ে অনেক তাগিদ আছে। কারণ

ইসলামে অত্যধিক কথা বলাকে কখনো সমর্থন করেনা। তাই সব সময় ইসলাম ধর্ম চায় মানুষের মধ্যে শালীনতা বজায়

রেখে অল্প কথা বলা। প্রত্যেকের প্রয়োজন অনুশারে যতটুকু দরকার শুধু ততটুকু কথা বলাই উচিৎ। বাঁচালতা ইসলাম

কখনই সমর্থন করে না। তাই ইসলামেও রয়েছে কম কথা বলা নিয়ে বিশেষ উক্তি। যার মধ্যে থেকে বাছাই করে এখানে

প্রদান করার হলো।

আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে; নতুবা চুপ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১০২)

আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।’ (বুখারি, হাদিস : ৬০১৮; মুসলিম, হাদিস নাম্বার : ১৮২)

আবু মুসা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রাসুল! সর্বোত্তম মুসলিম কে?’ তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। (বুখারি, হাদিস : ১১, মুসলিম, হাদিস নং : ১৭২)

অযথা কথা না বলা জান্নাতে প্রবেশের মাধ্যম

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল! শ্রেষ্ঠ আমল কী?’ তিনি উত্তরে বললেন, যথা সময়ে নামায পড়া। অতঃপর জিজ্ঞাসা করেন যে, ‘তারপর কী? হে আল্লাহর রাসুল!’ তিনি বললেন, তোমার জিহবা থেকে লোককে নিরাপদে রাখা।’ (তাবারানি, হাদিস নং : ২৮৫২)

চুপ থাকা নিয়ে ছন্দ

ছন্দের মাধ্যমে যে কোনো কথা বললেন সেটা অনেক শুনতে ভালো লাগে । আর তাই সেসব কথা গুলো অনেক বেশি মনে

থাকে। আমরা অনেকেই ছন্দকে অনেক বেশি পছন্দ করি। আর তাই সেই সব কথা গুলো মনের মধ্যে গেঁথে রাখি। তাই

এখানে কিছু চুপ থাকা নিয়ে ছন্দ দিব । যেগুলো আপনি আপনার মনের মধ্যে গেঁথে রেখে , সেগুলো নিজে পালন করার

চেষ্টা করবেন। একই সাথে এই ছন্দ গুলো সবাইকে পালন করার জন্য জানাবেন।

চুপ করে থাকা অধিক ভালো
তবেই জ্বলবে তোমার জ্ঞানের আলো।

 

সমাজে চুপ করে যারা রয়
তারাই সবার কাছে অধিক আপন হয়।

 

কথা বেশি বলে যদি করো তাড়া
দেখবে তোমার পিছনে বিপদ রয়েছে খাড়া।

 

কথা কম কাজ বেশি
তবেই দেখবে মহাজন খুসি।

 

নীরবে করো কাজ কথা নয় বেশি
তবেই দেখবে সফলতা মুখে থাকবে হাঁসি।

চুপ থাকা নিয়ে উক্তি এর শেষ কথা

চুপ থাকা নিয়ে উক্তি এর শেষ কথায় বলবো আজকের পর থেকে চুপ থাকা নিয়ে উক্তি লেখাটা পড়ার পর আপনার

মধ্যে চুপ থাকার যে গুণটি  সেটা  চলে আসবে।  একটি অনুরোধ করি এই অভ্যাসটি নিজের মধ্যে অভ্যাস করে দেখুন

আপনি খুব তাড়াতাড়ি এর ফল পাবেন । তাই লেখা টি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন । যেন সবাই আপনার এ

শেয়ারের মাধ্যমে চুপ থাকার বিষয়ে জানতে পারে। সেই সাথে উক্তি গুলো পড়তে পারে। আমাদের সাইটে আরো বেশ সুন্দর

সুন্দর লেখা আছে। যা আপনি পড়তে পারেন। আশা করি ভালো লাগবে।  প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে লেখাটা পড়ার

জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।

আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :

. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি

২. মা নিয়ে কিছু কথা ছন্দ, উক্তি ও মেসেজ

. কিছু কথার পিঠে কথা গান

. বাপের বেটা কবিতা 

৫.নীরবতা নিয়ে উক্তি, কবিতা

6.Qatar World Cup-2022

About 24 Favor

Check Also

মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস

বৈশাখের নতুন ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও এসএমএস এ বিভাগে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য …

5 comments

  1. You really make it seem really easy along with your
    presentation but I in finding this matter to be actually one thing which I believe I might by no means understand.
    It seems too complicated and extremely vast for me. I am looking forward to your
    next publish, I will try to get the hang of it!

  2. What’s up to every body, it’s my first pay
    a quick visit of this weblog; this blog consists of remarkable and truly excellent material in favor of visitors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *