1ভরি দুবাই স্বর্ণের দাম কত ও গোল্ড মার্কেট

সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে দুবাই স্বর্ণের দাম কত ? লেখাটি। আর এই লেখাটি আপনাদের অনেকেরই

জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আমরা কিছু তথ্য না জানার কারণে অনেক সময় বড় ধরনের ঠকে যাই। সেই

চিন্তা থেকে আজকের আমার এই লেখাটি । দুবাই স্বর্ণের দাম কত ? লেখার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে

হয়েছে। আর তাই আমার এই লেখা দ্বারা আপনি উপকৃত হন সে প্রত্যাশায় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের

সাথে শেয়ার করব । যে তথ্যগুলো প্রতিটি প্রবাসী থেকে শুরু করে যারা দুবাই স্বর্ণ কিনতে চান তাদের জন্য জানা খুবই

জরুরী। আর তা হলো প্রতিদিনই দুবাই স্বর্ণের দাম। আমরা অনেকেই  জানিনা এক ভরি স্বর্ণের দাম কত? তাই অনেক সময়

ঠকে যাই। তাই আজকে এখানে স্বর্ণের দাম সম্পর্কে এবং কোথা থেকে স্বর্ণ আপনি ক্রয় করবেন সে সম্পর্কে বিস্তারিত

ধারণা দিব। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক।

দুবাই এ স্বর্ণের দাম কত/আরব আমিরাতে অথবা আবুধাবি সোনার দাম কত/গোল্ড রেট দুবাই

প্রতিদিন কোন না কোনভাবে স্বর্ণ কেনা হয়। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন এবং বর্তমানে দুবাই থেকে স্বর্ণ

ক্রয় করবেন বা করতে চাচ্ছেন ।আর তাই আপনাদের প্রয়োজনের জন্য এখানে প্রতিদিনের স্বর্ণের দাম আপডেট জানার

ব্যাবস্থা করা হলো যাতে করে  আমার এই লেখাটি দ্বারা আপনি সেই কাংখিত তথ্যটি পেয়ে যেতে পারেন। আপনি এখান

থেকে জানতে পারবেন প্রতিদিনের স্বর্ণের দামের  আপডেট সকল তথ্য। আজকে স্বর্ণের দাম হলো ২২ ক্যারেট প্রতি ১ ভরি-

বাংলাদেশী টাকায় ৮৪৩৩০/= টাকা। ২১ ক্যারেটের দাম হবে-৮০৪৮১/= টাকা। যদি আপনি দুবাই দিরহাম দিয়ে এই সোনা

কিনতে চান তবে আপনার যে দিরহাম লাগবে তাহলো ২৪ ক্যারেট সোনা ১ গ্রাম=২২৬.২৫ দেরহাম। ২২ ক্যারেট সোনা ১

গ্রাম=২১২.৫০ দেরহাম। ২১ ক্যারেট সোনা ১ গ্রাম= ২০২.৭৫ দেরহাম।  ১৮ ক্যারেট সোনা ১ গ্রাম=১৭৩.৭৫ দেরহাম।

এছাড়াও আপনি যদি প্রতিদিনের তথ্য পেতে চান তবে আমদের দেয়া নিচের লিংক অনুসরণ করলে পেয়ে যাবেন

প্রতিদিনের নতুন তথ্য।

দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৩

আমরা অনেকেই জানিনা দুবাই আসলে সোনা বিক্রি করা হয় ভরি হিসেবে নয়। দুবাই সোনা বিক্রি করা হয় গ্রাম হিসেবে।

যদি আপনি দুবাই গিয়ে জানতে চান ১ ভরি সোনার দাম কত? তখন তারা হাসবে। বা আপনাকে বলতে পারবেনা। তাই আগে

আপনাদের জানতে হবে ১ ভরি সোনা = কত গ্রাম হয়? যদি আপনি জানতে পারেন তবে খুব সহজেই ১ ভরি সোনার দাম

হিসাব করে ফেলতে পারবেন। ১ ভরি সোনা = ১১.৬৬৪ গ্রাম। আপনাদের সুবিধার জন্য এবার ক্যারেট অনুযায়ী দুবাই ১ ভরি

স্বর্ণের দাম তালিকা আকারে দেয়া হলো ।

ক্রমিক নংসোনার ধরনপ্রতি গ্রমের দাম(দিরহাম ১ ভরির= ১১.৬৬৪ গ্রাম এর দাম( দিরহাম)
০১ ২৪ ক্যারেট সোনা২২৬.২৫২৬৩৮.৯৮
০২২২ ক্যারেট সোনা২১২.৫০২৪৭৮.৬
০৩২১ ক্যারেট২০২.৭৫২৩৬৪.৮৭৬
০৪১৮ ক্যারেট সোনা১৭৩.৭৫২০২৬.৬২

আজকে সোনার দাম কত?

যারা প্রতিদিনের সোনার দাম আপডেট জানতে চান । তাদের জন্যই মূলত আমার এই লেখা। অনেক সময় আন্তর্জাতিক

বাজারের উপরে স্বর্ণের দাম কম বেশি হয়ে থাকে । এছাড়াও দুবাইয়ের বৈদেশিক রিজার্ভ এর কারণেও স্বর্ণের দাম কম বেশি

হয়ে থাকে। তাই অনেকেই সুযোগে থাকে যখন স্বর্ণের দাম একটু কমে যায় তখন তারা স্বর্ণ ক্রয় করে থাকে। আর তাদের

জন্যই এই অংশটুকু খুবই কাজে লাগবে। উপরে যে তথ্যটি দেয়া আছে ওটাই মূলত আজকের সোনার দাম। এছাড়াও

আপনাদের সুবিধার জন্য আমরা একটি অনলাইনে ঠিকানা দিলাম। যেখানে ক্লিক করে আপনি প্রতিদিনের স্বর্ণের দাম

জেনে নিতে পারবেন।

 (দুবাই প্রতিদিনের সোনার আপডেট তথ্য)

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশ

বিদেশে থাকার কারনে অনেকেই বাংলাদেশের স্বর্ণের দাম জানে না। এছাড়াও স্বর্নের আপডেট দাম জানার জন্য তেমন

কোন মাধ্যম না থাকার কারণে বিদেশ থেকে অনেক সময় দেশে স্বর্ণ এনে লাভের পরিবর্তে ক্ষতির সন্মুখিন হয়ে যায়। তাই

যারা বিদেশ থেকে স্বর্ণ আনতে চাচ্ছেন তাদের যেমন দুবাই এর স্বর্ণের দাম জানা প্রয়োজন তেমনি আজকের স্বর্ণের দাম

কত বাংলাদেশ সেটাও জানা খুবই প্রয়োজন। আর তাই আমি দুবাই এবং বাংলাদেশ দুই দেশের স্বর্ণের দাম ও প্রয়োজনীয়

লিংক দিয়ে দিয়েছি যার মাধ্যমে আপনি ইচ্ছে করলে খুব সহজেই তথ্য পেয়ে যাবেন । এতে করে দুই দেশের দাম জেনে স্বর্ণ

ক্রয় করলে আপনি ক্ষতির সন্মুখিন হতে রক্ষা পাবেন। আর এর জন্য আমাদের দেয়া নিচের লিংকে ক্লিক করুন । আর

জেনে নিন প্রতিদিনের নতুন তথ্য।

(আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশ)

দুবাই গোল্ড মার্কেট

যদি আপনি কখনো দুবাই বেড়াতে যান আর গোল্ডেন দেশ নামে খ্যাত দুবাইয়ের বড় বড় গোল্ডেন মার্কেট না চিনেন তবে

কেমন করে কমদামে ভাল মানের সোনা আপনি ক্রয় করবেন। তাই আপনাদের জানার জন্য দুবাইতে যে বড় সোনার

দোকাগুলো রয়েছে সেখান কার বর্ণনা দিব এবং কিভাবে এখানে আপনি আসতে পারবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা

করবো। তবে জেনে নেয়া যাক দুবাই কোথায় বড় বড় সোনার দোকান আছে । আপনি যদি দুবাই যান দেখবেন দুবাই সব

জায়গাতেই কমবেশি ছোট বড় সোনার দোকান আছে। কিন্তু আপনি যদি বড় দোকান গুলো খোঁজ করেন তবে যেতে হবে

নিম্নোক্ত মার্কেটে।

১. গোল্ড সুক। এটা হচ্ছে সবচেয়ে বড় সোনার বাজার।

২. বুর্জ খলিফা।

 আপনি ইচ্ছে করলেই এই বাজারে গুলোতে যে কোন মাধ্যম ব্যবহার করে আসতে পারবেন। কারণ এই সব জায়গা চিনেনা

। এমন কোন মানুষ আপনি দুবাইতে পাবেনা। তাই আপনার পছন্দ মত সোনার অলংকার বা সোনা কিনতে চলে যেতে

পারেন। উপরোক্ত সোনার বড় মার্কেট গুলোতে। এছাড়াও আরো অনেক ছোট সোনার বাজার রয়েছে সেগুলো এখানে

উল্লেখ করা হলো না। যাতে আলোচনা বড় না হয়ে যায়।

দুবাই স্বর্ণের দাম কত লেখাটির শেষ কথা

আশাকরি আজকের এই দুবাই স্বর্ণের দাম কত বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে। তবে যদি কোন সমস্যা হয়

তবে দয়া করে আামদের জানাবে। আমি তার সমাধান দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই দুবাই স্বর্ণের দাম কত

লেখাটি ভাললাগলে সবার সাথে শেয়ার করুন। আর খারাপ লাগলেও আমাদের লিখুন। দয়া করে কমেন্স লিখতে ভুলবেন

না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

আরো পড়তে পারেন:

১. দুবাই টাকার রেট

২. দুবাইয়ের ১০০০ দিরহাম সমান কত?

About 24 Favor

Check Also

Meeting minutes writing format

Meeting minutes writing format: Who has engaged with NGO job maximum people need writings this …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *