নীরবতা নিয়ে উক্তি , কবিতা – nirobota niye ukti

নীরবতা নিয়ে উক্তি: নীরবতা থাকাটা হল একটি উন্নত চরিত্রের বৈশিষ্ট্য। সবার পক্ষেই নীরব থাকাটা সম্ভব হয়না। তাই আমরা খুব কম লোকই আছি যারা নিজেকে বেশিরভাগ সময় নীরব রাখতে পারি। কারণ আমরা কারণে অকারণে দেখা যায় অনেক কথা বলে ফেলি। আর তাই আমাদের উপকারের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে।

তাই বিভিন্ন মনীষীরা বলেন যারা অধিক জ্ঞানী তারা কম কথা বলেন। তারা নিজেকে সবসময় নিরব রাখেন এজন্য যে  কথা বললেই ভুল হবার সম্ভাবনা থাকবে। কথায় আছে বন্দুকের গুলি এবং মুখের কথা কোনটাই ফিরিয়ে আনা যায় না। কোন কারণে আপনি যদি দশটা কথা বলেন সে ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা  থাকবেই।

আর আপনি যদি কথা না বলেন সে ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আজকে আমি নীরবতা নিয়ে উক্তি , কবিতা – nirobota niye ukti  সহ আরো কিছু দিক নির্দেশনা দিব যাতে করে আপনি খুব সহজেই নিজেকে নিরব রাখতে পারেন।

নীরবতা নিয়ে উক্তি/nirobota niye ukti

আপনি কি বেশি কথা বলেন? আপনাকে কি মানুষ বাঁচাল বলে ? হয়তো অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না আপনি বেশি কথা বলেন। আর মানুষ আপনাকে নিয়ে যে বাজে কথা বলে। সেটা কিন্তু আপনার আড়ালে গিয়ে। আর তাই মানুষ আপনাকে যে অনেক বাজে কথা বলেন যেটা আপনি শুনতেও পান না। শুধু উপরোক্ত কারণেই নীরবতা নয় আরো অনেক কারণ আছে ।

যার কারণে আপনাকে নীরবতা থাকা দরকার । বিভিন্ন গবেষনায় দেখা গেছে যারা কম কথা বলে তারা বেশি কথা বলা কারী মানুষের থেকে বেশিদিন বাঁচে। তাই আপনি যত কম কথা বলতে পারেন ততই আপনার জন্য ভালো। তাই আসুন কিভাবে আমরা কম কথা বলতে পারি, সেই বিষয়ে কিছু উক্তি প্রদান করব।

যে উক্তি গুলো পড়ে আপনি কম কথা বলার জন্য উৎসাহ বোধ করবেন। আর একটি অনুরোধ উক্তি গুলো ভাল লাগলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। যাতে করে আপনার বন্ধু বান্ধবরাও উৎসাহ বোধ করে।

”কখনো কখনো পাখি দেখার জন্য
নীরবতার একটি অংশ হওয়া প্রয়োজন”
প্রখ্যাত লেখক রাবার্ট লেন্ড

 

’’যদি আপনি নিজের সাথে নিস্তব্ধতায়
পর্যাপ্ত সময় ব্যয় করেন,
আর তখন আপনার মাথার মধ্যে যা যা হয়
তা দেখে আপনি অবাক হবেন”
উক্তি প্রদান করেছেন স্যান্ড্রা ষাঁড়

 

’’ যখন কোনও অসুবিধাগুলিতে
শব্দ না বলা হয় তবে কালো বা
সাদাও ভাল নয়। বক্তব্য রূপা
তবে  নীরবতা সোনার”

                                 লেখক মুরিয়েন স্পার্ক

 

’’আপনার পুণ্যের নীরবতা চয়ন করুন
কারণ আপনি এটি দ্বারা অন্য পুরুষদের
অসস্পূর্ণতা শুনতে পান এবং
সেটা হবে নিজেকে আড়াল করে”
                                 প্রখ্যাত জর্জ বার্নার্ড

 

’’যখন আমি বুঝতে শুরু করেছি যে
আপনি নীরবতা শুনতে এবং এ
থেখে শিখতে পারেন। এটির নিজস্ব
একটি মানের এবং একটি মাত্রা রয়েছে’’
                                      লেখক চেইম পোটোক

 

 

”নিরবতা হলো সকল সত্যের জননী”
জনাব- বেন্জামিন ডিসরাইল

 

”ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র হলো
তার নিরবতা। যে যত ক্ষমতা ধর তত নিরব”
উক্তি: চার্লস ডি গাউলে

 

 

 

নীরবতা নিয়ে কবিতা

নীরবতা নিয়ে কবিতা অনেক সুন্দর কবিতা। আপনি যদি এই কবিতা মনে করেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কবিতা হিসেবে ছড়িয়ে দিবেন। তাহলে সবার সামনে নিজেকে সুন্দর উপস্থাপক হিসেবে উপস্থাপন করতে পারবেন। তাছাড়া এই কবিতাটা পড়লে আপনার অনেক ভালো লাগবে। আপনি নিজেকে নীরব রাখার জন্য উৎসাহ বোধ করবেন।

তাহলে দেখা যাক নিরবতা নিয়ে কবিতা যা আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করেন।

 

নিরবতা নিয়ে কিছু নতুন উক্তি

এখানে পাবেন আপনি নীরবতা নিয়ে কিছু নতুন উক্তি পাবেন। যে গুলো আমার এখানে ছাড়া আর কোথাও পাবেন না। এগুলো খুবই আনকমন এবং সুন্দর। যেগুলো আপনি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করলে আপনিই হবেন প্রথম ব্যক্তি। যে এই উক্তিগুলো ব্যবহার করতেছে । তো চলুন দেখা যাক সেই সুন্দর সুন্দর উক্তি গুলো।

আর এখান থেকে এই নতুন উক্তি গুলো শেয়ার করুন এবং নিজে পড়ুন অন্যকে পড়ার জন্য সুযোগ করে দিন।

’’আপনি জেনে অবাক হবেন
আমাদের জীবনের যে 
ঘটনা গুলো তার উল্লেখযোগ্য
কথোপকথন নীরবে ঘটে”
                              বিখ্যাত সাইমন ভ্যান বুষ

 

’’বন্ধ করুন আপনার হাহাকার  যদি
আপনি আতঙ্কিত হন তবে চুপ থাকুন
আর ঝকঝকে শিকারের জন্য এটি শিকারিদের
আকর্ষন করে আর তুমি শিকারি নও’’
উক্তি প্রদান করেছেন রবিন হব

 

”সবসময় নীরবতা মানেই
মুখ বন্ধ করে থাকা না
এই নীরবতাও অনেক সময়
সুস্পষ্ট জবাব হতে পারে’’
জনাব আলী ইবনে আবি তালিব

 

’’নিজের কথা শুনতে কখনও কখনও
অন্যের কোলাহলে ডুবে
না যাওয়ার জন্য শান্ত ঘরে শান্ত
মেঝেতে এককী বসে থাকতে হয়”
প্রখ্যাত শালর্ট এরিকসন

 

 ‘’আপনি যত বেশি শান্ত হবেন
ততবেশি পরিমান শুনতে পাবেন’’
প্রখ্যাত রুমি

 

”কিছু নীরবতাই অনেক সময়
সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশের
বাহন হয়ে দাঁড়ায়”
উক্তি: সাডিয়ান

 

”এটা স্পষ্ট যে নীরবতা আপনাকে
নির্ভয়ে নিজের সাথে কথা
বলার জন্য স্বাধীনতা দিয়ে থাকে”
জনাব রোহিত ভরদ্বাজ

 

”আপনি যখন নিরব
তখন বুঝাযাবে আপনার
নিরবতার মধ্যে প্রতিটি
প্রশ্নের উত্তর রয়েছে”
পূর্বী রানীগা

 

যদি আপনি কঠোর পরিশ্রম
করেন তবে তা আপনাকে
প্রচুর অর্থ এনে দিতে পারে তবে
নিরবতা আপনাকে এনে দিবে শান্তি”
উক্তি: ম্যাক্সিম লাগাকি

 

”সুন্দর অলঙ্কার হচ্ছে নিরবতা
যা একমাত্র মহিলাদের শোভনীয়”
জনাব- হেনরি জেমস

 

 

নিজের নীরবতা নিয়ে উক্তি

নীরবতা হচ্ছে সবচেয়ে ভাল। আর নিজের জন্য নীরবতা সেটা আরও ভাল। তাই আসুন আমরা নিজে  কিভাবে নীরব থাকতে পরি সে সম্পর্কে কিছু উক্তি প্রদান করবো । যা আপনাকে নীরব রাখতে সহায়তা করবে। আর আপনি যেমন নিজে নিরব থাকতে পারবেন একই সাথে এই উক্তি গুলো সামাজি যোগাযোগ মধ্যমে শেয়ার করে সবাইকে নিরব থাকতে সহায়তা করতে পারবেন।

”মনের বিশ্রাম হল সত্যিকারের
নিঃশব্দতা এবং আত্নার কাছে
ঘুম যা শরীর পুষ্টি এবং সতেজতা”
জনাব উইলিয়াম পেন

 

’’আমি নিরবতা অনূভব করার জন্য
রেডিও বন্ধ করি । কারন নিরবতারও
নিজস্ব শব্দ রয়েছে যা আমি জানতাম ‍
কিন্তু ভুলে গিয়েছিলাম এবং এটি মনে রাখা ভাল”
এলিজাবেথ বার্গ

 

যদি কোন বোকা লোক চিন্তে
চাও তাহলে তাকে বক্তব্য দিতে
দেখবে। আর একজন নীরবতা
লোক দ্বার  জ্ঞানী প্রকাশ পায়।
প্রখ্যাত পাইথাগোরাস

 

’’পবিত্র ও খাঁটি জীনিস হলো নিরবতা
কারণ এটি মানুষকে একত্রিত করে
কারণ কেবল যারা একে অপরের সাথে
স্বাচ্ছন্দ্য বোদ করে কথা না বলে বসে থাকতে পারে’’
বিখ্যাত লেখক নিকোলাস স্পার্ক

 

’’যদি কোন কারণে চুপ থাকেতে
পারেন তবে সেই সুযোগ কখনই
মিস করবেন না । কারণ আপনি
যত বেশি চুপ থাকবেন ততই ভাল”
লেখক উইল রজার্স

 

আপনি যদি কারো বিশ্বাস এবং নীরবতা
পরীক্ষা না করে থাকেন তবে কখনই
তার কাছে আপনার গোপন কথা
বলতে যাবেন না।
উক্তি: এলিজাবেথ

 

বাস্তবে প্রকৃতির নীরবতা খুবই বাস্তব
এটি আপনাকে ঘিরে থাকবে যা
আপনি অনুভব করতে পারেন”
বিখ্যাত : টেড টব্বুলুড

”নিরবতা অবশ্যই কখনও কখনও
একটি স্পষ্ট বাক্য হতে পারে”
জনাব আলী ইবনে আবি তালিব

 

 

 

নিস্তব্ধতা নিয়ে উক্তি

অনেক কারণেই আমরা নিস্তব্ধতা থাকি । অনেক দুঃখ আছে যেই দুঃখ গুলো আমাদের নিস্তব্ধ করে দেয়। আর সেই সময় আমরা মনের কষ্ট দূর করার জন্য নেট ‍দুনিয়ায় খোঁজ করতে থাকি সমাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য উক্তি । আর যার এই রকমের কষ্টে আছেন তাদের জন্যই আমার এই আয়োজন ।

আপনার মনের কষ্টের কথা চিন্তা করেই এখানে প্রদান করা হলো নিস্তব্ধতা নিয়ে বেশ মজার মজার উক্তি যেগুলো আপনি শেয়ার করতে পারবেন।

”নিরবতা হচ্ছে ধ্যান
যা মানুষের শক্তি যোগায়
আর এর দ্বার মানুষ পরিপূর্ণ হয়।
নিরবতা অবর্ণনীয় এর স্পষ্ট প্রকাশ”
জনাব শ্রী চিন্ময়

 

”যখন আমি ৯৯ বার ভাবি কিছুই পাইনা
কিন্তু যখন চিন্তাভাবনা বন্ধ করি
নিরবতার মধ্যে সাঁতার কাটি এবং
তখন দেখি সত্য আমার কাছে আসে”
প্রখ্যাত আলবার্ট আইনস্টাইন

”যদি অনেক কথা বলে তবে তা হবে
বিপদের কারণ। চুপচাপ  দুর্ভাগ্য এড়ানোর
মাধ্যম। কথাবার্তা তোতা খাঁচায় বন্ধ করে দেওয়া হয়
বাকী বাক্য ছাড়াই অন্যান্য পাখি নির্বিঘ্নে উড়ে বেড়ায়”
জনাব সাস্ক্যা পন্ডিতা

 

যদি আপনি লক্ষ্য করেন তাহলে
দেখবেন সময় এবং নিরবতা 
বর্তমানে একটি সবচেয়ে
বিলাস বহুল হয়ে পড়েছে।
              বিখ্যাত টম ফোর্ড

 

”যদি ভাষা তোমার মনকে
সন্তুষ্ট করতে পারে তাবে
নীরবতার মাধ্যমে তুমি তুমার
আত্মাকে প্রশান্ত করতে পারবে”
উক্তি :  নিতিন নামডেও

 

”যা আপনি বলতে চান তা যদি
নিরবতার চেয়ে সুনন্দর হয়
তবে আপনি মুখ খুলুন”
উক্তি: স্প্যানিশ প্রবাদ

 

’’নিরবতা হলো এক প্রকারের ঘুম
যা  আপনার জ্ঞানকে পুষ্ট করে’’
উক্তি: ফ্রান্সিস বেকন

 

রাতের নিস্তব্ধতা নিয়ে কবিতা

যারা কাউকে ভালবেসে অথবা কোন কারণে রাত্রিতে ঘুমাতে পারেননা । সারারাত্রি জেগে থাকেন । তাদের কাছেই রাত আসলে অনেক কষ্ট  লাগে। রাত্রি যখন অনেক গভীর হয় তখন তাদের কাছে চার দিক নিস্তব্ধ লাগে। আর তখন মনচায় নিজের মনের কষ্টগুলোকে কারো সাথে শেয়ার করতে ।

কিন্তু ভাল লেখালেখির অভ্যাস নাথাকার করনে মনের ভাষাকে লেখায় রুপান্তর করতে কষ্ট হয় আর তাদের জন্যই আমার এই আয়োজন। এখান থেকে কবিতা নিয়ে আপনি শেয়ার করতে পারবেন আপনার সমাজিক যোগাযোগ মাধ্যমে।

নীরবতাই সুখ
 কবি————-

নিরব থাকাই সুখে থাকা
নীরবতা সবচেয়ে ভালো
নিরব যারা থাকতে পারে
তারাই জ্বালে জ্ঞানের আলো
কথা যারা বেশি বলে
মুর্খ বলে সবাই ডাকে
এ কথাটি বলেছে অনেক
জ্ঞানী-গুণী কথার ফাঁকে
নিরব থাকো, বলো কম
শুন বেশি চিন্তা অতি
জীবন হবে পরিপূর্ণ
হবে না তোমার কোন ক্ষতি।

 

জ্ঞানী হতে হলে
         কবি——–

যদি জ্ঞানী হতে চাও
বল কথা কম
স্থির মনে শান্ত থাক
নিয়ে মনে ধম।
আস্তে বলো চল ধীরে
কোথায় বড় না হয়ে
এমনি করে করো কাজ
স্মরণীয় থাকবে রয়ে
সবাই শুধু বলতে চায়
শুনতে কেহ নাহি চায়
তাই তো আজ দুঃখ পায়।

 

নিস্তব্ধতা শহর উক্তি

চারদিকে কোন মানুষ জন নেই সারা শহর যেন ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি জেগে আছি শুধু তার দেয়া যন্ত্রনা গুলোকে বুকে নিয়ে । ঠিক তাই যখন কোন শহরে কেউ বসবাস করে আর শহরে যদি হয় কম মানুষজ তাহলে সেই শহর রাত্রি বেলায় নিস্তব্ধতা দেখা যায়।

বিশেষ করে আপনি যদি কানাডার কিছু শহরে যান সেখানে দিনের বেলায়েই খুব কম মানুষ দেখা যায় আর রাত্রি বেলায় তো কোন কথাই নেই। আর সেই সময় নিজের মনকে ভালরাখার জন্য দরকার কিছু ভালমানের উক্তির যা আপনি এখান থেকে পেয়ে যাবেন।

”যদি কেহ তোমার নিরবতাকে 
বুঝতে না পারে তবে সে 
তোমার শব্দকেও খুব একটা
বেশি  বুঝতে পারবেনা “
                       জনাব এলবার্ট হাববার্ড

 

চারদিকে মানব শূণ্য
নেইকো কোন জন
নিস্তব্ধ শহর আমি
নেই কোন মন
সংগৃহীত

 

কোথাও কোথাও এমন একটি
অবস্থা আছে যখন শব্দ বন্ধ
হয়ে যায় এবং সেখানে ‍শুধু
নীরবতা বিরাজ করতে থাকে।
জনাব রমনা মহর্ষি

 

শহর যখন নিরব থাকে
নিজের মনটা তখন স্থির
থাকে কারন শহরের ইট পাথর
সবই আমার সাথে কথা বলে
সংগৃহীত

 

শহরের নিস্তব্ধতা দেখে মনে
করার কোন কারন নেই যে
শহরের প্রাণ নেই এরও নিজস্ব
একটা ভাষা আছে যা সকলেই বুঝতে চায়না।
সংগৃহীত

 

শেষে কথা

আশাকরি পুরো লেখাটি পেড়ে আপনার খুব ভাললেগেছে। আর আমরা কামনাও করি তাই। তার পরেও যদি কোন বিষয় আপনার খারাপ লেগে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্স করে জানাবেন। আমরা আপনার মতামতের গুরুত্ব দিব। আপনার মতামতের ভিত্তিতে পরবর্তিতে লেখায় প্রকাশ করবো ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

৫. নিজেকে পরিবর্তন করা নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি : ”জীবন মানেই তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না” …