সবার জনপ্রিয় বলদিয়া মার্কেট দালনা মদিনা সৌদীআরব

বলদিয়া মার্কেট দালনা মদিনা: আবারো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুন্দর একটি পর্ব। বিশেষ করে যারা সৌদি

আরবে নতুন গেছেন বা পুরাতন বসবাস করতেছেন এবং সেটা মদিনায়। আর আপনি যদি মদিনায় বসবাস করেন তবে

আপনার জন্য এই পোস্টটি অনেক উপকারে আসবে। কারণ নতুন অবস্থায় থাক এবং পুরাতন অবস্থায় থাকেন আমরা

প্রত্যেকেই আমাদের প্রতিদিনের বাজার না করে পারিনা। তাই অনেক সময় অনেক দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়।

কিন্তু আমরা যদি সৌদি আরবের মদিনাতে যে বলদিয়া মার্কেট আছে সেখান থেকে বাজার করি তাহলে খুব সহজেই

জিনিসপত্র ক্রয় করতে পারব । এতে করে সেই জিনিস পত্র অবশ্যই সস্তা দামে । কারণ সেখানকার বাজারে আপনি যদি

যান আপনার মনে হবে বাংলাদেশের কোন একটি বাজারে প্রবেশ করেছেন। কারণ এখান কার সবাই বাংলা ভাষাভাষী

দোকানদার। এতে করে আপনার জন্য বাজার করাও সহজ । এইজন্যই আমি বলদিয়া মার্কেট দালনা মদিনা লেখায়

বলদিয়া বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বলদিয়া মার্কেটে আপনি কেন যাবেন? কি কি এখানে পাবেন? বিস্তারিত

জানতে পারবেন।

বলদিয়া মার্কেট কোথায় অবস্থিত?

বলদিয়া মার্কেট দালনা
বলদিয়া মার্কেট দালনা

আমরা অনেকেই জানি বলদিয়া হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি। আর এই কোম্পানিটি সৌদি সরকার কর্তৃক

পরিচালিত হয় । আর এদেরই ক্যাম্পের ভিতরে অনেক বিশাল একটি জায়গা জুড়ে বলদিয়া বাজার বসিয়েছে বিশেষ করে

যারা কম বেতনে চাকরি করে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। সৌদি সরকার মূলত তাদেরকে এখানে

কোনো রকমের ট্যাক্স প্রদান ছাড়াই ব্যবসা পরিচালনা করতে দেয়। যাতে করে একদিকে যেমন তারা কিছু উপকৃত হয়,

অন্যদিকে ওখানে যে সকল লোক আছে তারা কমদামে জিনিসপত্র কিনতে পারে। তাই বলদিয়া হচ্ছে বলদিয়া কোম্পানি

দ্বারা পরিচালিত একটি বাজার। যেখানে বেশিরভাগই বাংলাদেশি দোকানদার জীনিস পত্র বিক্রি করে থাকে। আর এই

বাজারটি হচ্ছে সৌদি আরবের মদিনার দালনায় অবস্থিত ।

কিভাবে এই বলদিয়া মার্কেটে আসবেন?

আপনি ইচ্ছে করলে সৌদি আরবের যে কোন জায়গা থেকে আসতে পারবেন। আর তার জন্য আপনাকে শুধু বলতে হবে

আমি মদিনার দালনায় অবস্থিত বলদিয়া মার্কেটে যাব। আর যদি আপনি ট্যাক্সিক্যাবে উঠেন তবেতো কোন সমস্যাই নাই।

আপনি শুধু ড্রাইভারকে বলবেন দেখবেন সে আপনাকে বাজারে নিয়ে গেছে।

কোন দিন বলদিয়া মার্কেট খোলা থাকে?

আপনি সপ্তাহের যে কোন দিন এই বাজারে বাজার করতে পারবেন। তবে দেখা যায় সপ্তাহের শুক্রবারে এখানে

বাংলাদেশীদের মিলন মেলা হয়। তাই বেশির ভাগ লোকজন সপ্তাহের শুক্রবারে এখানে আসে। এতে করে একদিকে যেমন

কেনাকাটা হয়ে যায় অন্যদিকে সবার সাথে দেখা হয়ে যায় । এছাড়াও এখানে অনেক বড় মসজিদ থাকাতে এখানে সবাই

শুক্রবারে নামাজ পড়ে থাকেন।

বলদিয়া মার্কেট কেন প্রয়োজন?

আপনি যদি নতুন বাংলা ভাষাভাষী মানুষ হয়ে থাকেন,এবং আপনার পক্ষে আরবি কথা ভুজতে কষ্টকর । তাহলে আপনি

এই বাজারে আসলে এখানে দেখবেন সবাই বাংলাদেশের মানুষ, এবং অল্প কিছু দোকান আছে যেগুলো অন্য দেশের মানুষ

দ্বারা পরিচালিত। কিন্তু বেশিরভাগ দোকানগুলোতে পাবেন বাংলাদেশী মানুষ।

যারা বাংলায় কথা বলতেছে, এদের কাছ থেকে সহজেই আপনি আপনার কাংখিত জিনিসটি ক্রয় করতে পারবেন। এছাড়াও

এখানে যেহেতু সবকিছুই পুরাতন বিক্রি করা হয়, তাই আপনি সকল জিনিস খুব কম মূল্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও

এখানে আপনি বাংলাদেশের সকল ধরনের শাকসবজি পাবেন।

যা একদম তরতাজা, তাই আপনার একদিকে যেমন টাকা সাশ্রয় হবে। অন্যদিকে আপনি মন খুলে বাজার করতে পারবেন।

এছাড়াও এই জায়গায় আসলে আপনি মনে করবেন আপনি বাংলাদেশের কোন বাজারে আছেন, এবং দেশের মানুষজনের

সাথে দেখা হবে । সবকিছু মিলিয়ে এই বাজারে আসা আপনার জন্য একান্ত গুরুত্বপূর্ণ।

বলদিয়া মার্কেটে কি কি পাওয়া যায়?

আপনি যদি এই মার্কেটে আসেন তাহলে যে সকল জিনিস পত্র পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেশির ভাগ পুরাতন

জিনিস। আর এই সকল জিনিস পাবেন খুবই সস্তায়। এছাড়াও এখানে তরতাজা সকল শাকসব্জী পাবে। তাছাড়াও এখানে

আপনি পাবেন রান্না করার জন্য সকল জিনিস পত্র। আর এসকলই পাবেন পুরাতন।

এতে করে এই জিনিসের দামে অনেক কমে পাওয়া যায়। এছাড়াও এখান থেকে দেশে টাকা পাঠানো মোবাইলে টাকা লোড

নেয়া সহ সকল কাজ এখানে করা যায়। আবার অনেকেই শুক্রবারে এখানে আসে একজ আরেক জনের সাথে দেখা করার জন্য।

 শেষকথা

আশাকরি আপনাদের বলদিয়া মার্কেট দালনা মদিনা লেখাটি কাজে লেগেছে। আর একবার হলেও আপনি এই বাজার ঘুরে দেখে আসতে পারেন। আপনার

যদি কোন কিছু ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে ক্রয় করতে পারেন। আপনাদের যদি আরো কোন বিষয় জানার দরকার

থাকে তবে আমাদের লিখতে পারেন । আমি পরবর্তিতে তা প্রকাশ করবো। অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :

. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি

২. মা নিয়ে কিছু কথা ছন্দ, উক্তি ও মেসেজ

. কিছু কথার পিঠে কথা গান

. বাপের বেটা কবিতা 

৫.নীরবতা নিয়ে উক্তি, কবিতা

About 24 Favor

Check Also

H.S.C Results 2023

H.S.C Results 2023pdf

H.S.C Results 2023: Higher Secondary School Certificate ( H.S.C) examination is so important in our …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *