ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি : জৈব সার হচ্ছে মাটির অন্যতম খাদ্য উপাদান। যেটা প্রয়োগ করলে মাটির
একদিকে যেমন উর্বরা শক্তি বৃদ্ধি পায় অন্যদিকে মাটির ক্ষয়রোধ বৃদ্ধি করে। বর্তমানে রাসায়নিক সার ব্যবহার করে
মাটির অবস্থা এমন হয়ে গেছে যে মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলেছে। তাই এখন আমাদের প্রয়োজন প্রচুর জৈব সার
ব্যবহার করে মাটির উর্বরা শক্তি ফিরিয়ে আনা। সবচেয়ে উৎকৃষ্ট জৈবসার হচ্ছে ভার্মিকম্পোস্ট। আসুন আমরা আজকে
আলোচনা করব কেন অ্যাডভান্স ভার্মিকম্পোস্ট সেরা সে বিষয়টি।
ভার্মি কম্পোস্ট এর উপাদান
একটি গাছের ১৬ টি খাদ্য উপাদান দরকার। যার দশটি খাদ্য উপাদানই ভার্মি কেম্পোষ্ট বা কেঁচোসারের মধ্যে বিদ্যমান।
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জৈব পদার্থ-২৮.৩২ ভাগ , নাইট্রোজেন-১.৫৭ ভাগ, ফসফরাস- ১.২৬ ভাগ, পটাশিয়াম-২.৬০
ভাগ, ক্যালসিয়াম-২ ভাগ. ম্যাগনেসিয়াম-.৬৬ ভাগ. সালফার-.৭৪ ভাগ. আয়রন -৯৭৫পিপিএম, উল্লেখযোগ্য।
অন্যান্য ভার্মি কম্পোস্ট এর বৈশিষ্ট্য- Nature of vermicompost
বাজারে প্রচলিত অনেক ভার্মিকম্পোস্ট আছে । অনেকেই ভার্মিকম্পোস্ট সরবরাহ বা বিক্রি করে থাকে। আমি তাদের
বদনাম করতেছি না কিন্তু এটাই বলতেছি যে, তারা যারা প্রফেশনালি কম্পোস্ট তৈরি করে ,তারা সাধারণত ভিবিন্ন জায়গা
থেকে গোবর সংগ্রহ করে থাকে । যার কারনে গোবর গুলো বৃষ্টির পানিতে ভেজা থাকে অথবা রোদ্রে শুকানো থাকে যাতে
করে গোবরের যে গুনাগুন থাকার কথা তা ঠিক মত থাকেনা। আর তার জন্য যখন সার তৈরী করা হয় তখন সবগুলো
গাছের খাদ্য উপাদান ঠিক মত থাকেনা। যে কারনে অনেকেরই এই সার সম্পর্কে ভুল ধারনা পোষন করে থাকেন। আর
তখন বলে থাকেন এই সার কোন কাজ করে না।
ভার্মি কম্পোস্ট এর উপকারিতা
অ্যাডভান্স ভার্মি কম্পোস্ট এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে
- এই কম্পোস্ট এর জন্য ব্যবহৃত গোবর অন্য কোন জায়গা থেকে সংগ্রহ করতে হয় না ।
- নিজেদের বায়োগ্যাস প্লান্ট থেকে গোবর সংগ্রহ করা হয়।
- গোবর গুলো গ্যাস মুক্ত থাকে।
- গোবর গুলো রোদ্রে শুকানো নয়।
- গোবর গুলো বৃষ্টির পানিতে ভিজানো নয়।
- আসল ভার্মি কেঁচো দ্বারা সার তৈরী করা হয়।
- সম্পূর্ণ গোবর কেঁচো দ্বারা খাবার পর সার সংগ্রহ করা হয়।
- সারের আদ্রতা মেপে সার সংগ্রহ করা হয়।
- সার গুলোর মান ঠিক থাকার জন্য শক্ত প্যাকেটে প্যাকেটে করা হয়।
- সার গুলো ভাল জায়গায় যেখানে তাপ বেশি নাই সেখানে সংগ্রহ করা হয়।
- নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজার জাত করা হয়।
- প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন বা মানের দিক দিয়ে গ্যারান্টি থাকবে।
উপরোক্ত সবগুলো বৈশিষ্ট্য থাকার কারণেই আমরা বলতে পারি অ্যাডভান্স ভার্মি কম্পোস্ট বাজারের সেরা। আমি
আপনাদের বলতে পারি একবার যদি আপনি অ্যাডভান্স ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে ভার্মি কম্পোস্ট সম্পর্কে
আপনাদের ধারনাই পাল্টে যাবে।এর রং মান সবই যেন একদম পারফেক্ট । আপনি আমাদের অ্যাডভান্স ভার্মি কম্পোস্ট
সারের বিস্তারিত দেখার জন্য নিচের ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারবেন।
ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি এর শেষ কথা
সবশেষে বলতে পারি উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আপনি অ্যাডভান্স ভার্মিকম্পোস্ট একবার হলেও ব্যবহার করে
দেখুন । ভার্মিকম্পোস্ট সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। আপনি ভার্মি কম্পোস্ট সার ছাড়া অন্য কোন সার ব্যবহার
করতে চাবেন না । অ্যাডভান্স ভার্মি কম্পোস্ট সারের জন্য আমাদের দেয়া নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন । যেহেতু
আমরা কোন বানিজ্যি ভাবে ব্যবসা করিনা বা ব্যবসা আমাদের লক্ষ্য নয় সেবাই আমাদের লক্ষ্য তার জন্য আমাদের
উৎপাদন কম। এর ফলে আমরা অনেকেরই চাহিদা মত সার দিতে পারিনা তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভার্মি কম্পোস্ট সারের জন্য যোগাযোগ করুন :
নাম: সাইফুল ইসলাম
মোবাইল: ০১৭৩১৬৭৩৭৪১
ইমেল:syeful.islam@yahoo.com
গ্রাম: চিনাখোলাে
পোষ্ট অফিস-পাথরাইল।
থানা: দেলদুয়ার।
জেলা: টাঙ্গাইল।
একই জাতীয় পোষ্ট:
২.কেন ভার্মি কম্পোষ্ট ব্যবহার করবো।
অন্যান্য বিষয় পড়তে :
- গরুর খাদ্য ব্যবস্থাপনা।
- গরু পালন ব্যবস্থাপনা।
- ভুট্টা চাষ পদ্ধতি।
- ব্লাক সোলজার মাছির চাষ
- গামবোরো রোগের কারণ টিকা চিকিৎসা
Pingback: তুমি আসবে বলে কবিতা