ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ

ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ: ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকার ইংরেজি নাম Hermetia Illucens    আবার কেউ কেউ একে হোয়াইট গোল্ড বলে থাকেন।  বর্তমানে ব্লাক সোলজার বিভিন্ন

প্রাণীর খাদ্যর জন্য জনপ্রিয় নাম। বিশ্বের অনেক দেশে ব্যাপক ভাবে চাষ হচ্ছে এই ব্লাক সোলজার মাছি বা পেরেড। এতে

একদিকে যেমন হাঁস-মুরগী পালন করা যায় অন্যদিকে মাছকে খাওয়ানো যায় । তবে চলুন ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ  সম্পর্কে  বিস্তারিত আলোচনা করব।

ব্লাক সোলজার ফ্লাই পোকা কি?

 এ মাছি হচ্ছে এক ধরনের কীটপতঙ্গ। যা সাধারনত কালো রংয়ের হয়ে থাকে । ছোট সময় এটাকে লার্ভা বলা হয় তখন এর

আকার  ১ মিলিমিটার (০.০৪ইঞ্চি) হয়ে থাকে। এটি লার্ভা পর্যায় শেষে ২৫ মিলি মিটার ( ১ইঞ্চি) দৈর্ঘ্য এবং ০.১ থেকে ০.২২

গ্রাম ওজন হয়ে থাকে।  সর্বোচ্চ এটার ওজন ১.৫ থেকে ৩.৪ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। একটি ব্লাক সোলজার মাছি বা পেরেড

পোকার জীবন কাল ৩৬ দিন পর্যন্ত স্থায়ী হয়।  এবং একটি প্রাপ্ত বয়স্ক মাছি সর্বোচ্চ ৪৭ থেকে ৭৩ দিন পর্যন্ত বাচেঁ।

কালো সৈনিক মাছি চাষ

এই ধরনের মাছির চাষ করা খুবই সহজ। যে কেউ আমরা সহজেই এ মাছি  চাষ করতে পারি। আসুন  ব্লাক সোলজার মাছি

কিভাবে চাষ করতে হয় তা বিস্তারিত আলোচনা করবো।

প্যারেট পোকা চাষ পদ্ধতি

ব্লাক সোলজার মাছির মূলত তিনটি পর্যায় থাকে যখন এটি লার্ভা /প্রিপিওপা পর্যায়ে থাকে তখন এটির বাসস্থান হয় ছোট

পাত্রের মধ্যে পরবর্তীতে একটু বড় হলে অর্থাৎ পিওপা হলে এদেরকে অনেক গুলো পাত্রে রাখতে হয় কারন প্রিপাওপা

গুলো তখন আকারে বড় হয়ে যায়। তখন এগুলো  পিওপার হয়ে গেলে  এগুলো রাখার জন্য বেশি পাত্রের প্রয়োজন হয়।

এর পরের  স্তরে চলে গেলে তখন এগুলোকে একটি অন্ধকার ঘরের মধ্যে রাখতে হয় এবং পাখা হয়ে যেন উড়ে না যেতে

পারে তার জন্য আবদ্ব ঘর বা মশারির ভিতর রাখতে হয়। আর এই মশারি বা আবদ্ব ঘরকে লাভকেস বলা হয়ে থাকে। এখানে

প্রাপ্ত বয়স্ক মাছি গুলো তাদের প্রজনন কার্য সম্পূর্ণ করে থাকে।

খাদ্য ব্যবস্থাপনা- Food Management for Hermetia Illucens/Black Solder Fly

ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা যখন  লার্ভা পর্যায়ে মাছিগুলোকে একটু নরম ভালো মানের খাদ্য প্রদান করা

উত্তম । তার জন্য প্রথমে আমরা ভুট্টা ভাঙ্গা ফিশমিল অথবা মুরগির খাদ্য দিতে পারি । লার্ভা একটু বড় হলে পাঁচ থেকে সাত

দিন গেলে সে গুলোকে আমরা যে কোন  বর্জ্য পদার্থ খেতে দিতে পারি। এভাবে আস্তে আস্তে বড় হলে যখন উড়তে শিখে

তখন আর কোন প্রকার বর্জ্য পদার্থ তারা খায়না তখন শুধু লাভ কেইসে চিনির পানি প্রদান করতে হয়।

উৎপাদন পর্যায়: Production level of Hermetia Illucens/Black Solder Fly

ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা ডিম প্রথমে হ্যাচিং করতে হবে। হ্যাচিং শুরু করার চার থেকে পাঁচ দিন পর লার্ভা

হবে।  এই পর্যায়ে হতে পিওপা হওয়া পর্যন্ত  বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এ সময়টি পশু পাখির খাদ্য

হিসেবে উত্তম। একজন লোক অল্প একটু পরিশ্রম করলেই দৈনিক ১০০ থেকে ১৫০ কেজি  ব্লাক সোলজার উৎপাদন

করতে পারবে।

প্রজনন পর্যায়: Reproduction of Hermetia Illucens/Black Solder Fly

পিউপা হবার পর সেই পিউপা গুলোকে অন্ধকার বিশিষ্ট একটি ঘরে রাখতে হবে । ঘরের চারদিকে আবার আবদ্ধ ব্যবস্থা

থাকতে হবে কারণ সেগুলো খুব তাড়াতাড়ি উড়ন্ত মাছিতে রূপান্তরিত হবে। যার ফলে ফ্লাই আকার রূপান্তরিত হয়ে যেন

উড়ে যেতে না পারে, তার জন্য আবব্ধ ঘর বানাতে হবে আর এই ঘরকে লাভ কেইস বলা হয় । এই ঘরের  মধ্যে কিছু গাছের

পাতা ও জীবন্ত গাছ  রেখে দিলে ভালো হয় কারণ মাছি গুলো বসার জায়গা পাবে।

প্রতিদিন মাছি গুলোকে খাওয়ানোর জন্য চিনির পানি স্প্রে করতে হবে অর্থাৎ যেখানে গাছ গুলোর পাতা বা মশারি  রাখবেন

সেই গাছের মধ্যে চিনির পানি স্প্রে করলে সেগুলো  খেয়ে নেবে । তারপর সেখানে একটি গামলার মধ্যে কিছু দুর্গন্ধযুক্ত

খাবার রাখতে হবে তাহলে সেই খাবারের প্রতি আকৃষ্ট হবে এবং খাবারের উপর   ২ইঞ্চি বাই  ২ইঞ্চি  ২ ফুট লম্বা ৩ টি কাঠের

টুকরো  একসাথে বেঁদে রাখতে হবে । খেয়াল রাখতে হবে যেন কাঠের টুকরোর মাঝখানে যেন একটু ফাঁকা থাকে  কারণ এই

ফাঁকা জাগার মধ্যে মাছি  ডিম পারবে। পরবর্তীতে সেই ডিম সংগ্রহ করে হ্যাচিং করতে  হবে।

ব্লাক সোলজার মাছির ব্যবহার- How We use Hermetia Illucens/Black Solder Fly

বর্তমানে ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা  অনেক ভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে এই মাছি  দেশি

মুরগি,পোল্টি মুরগি, হাঁস.মাছ সহ অনেক ধরনের পশুর খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়। এছাড়াও এ পোকা শুকিয়ে সংরক্ষণ

করে অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায়।

ব্লাক সোলজার মাছির প্রয়োজনীয়তা- Necessity of Hermetia Illucens/Black Solder Fly

বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় একই সাথে মাছের,হাঁস, মুরগির খাদ্যের দাম বেড়ে

গেছে যার ফলে পোল্ট্রি শিল্প বা মৎস্য শিল্প এখন প্রায় হুমকির মুখে। আর আমরা যদি এই  খাবার প্রাকৃতিক ভাবে সংগ্রহ

করতে পারি তাহলে পোল্ট্রিশিল্প ও মৎস্যশিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব । অন্যথায় আমাদের পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়ে

যাবে। আর বর্তমানে বিকল্প খাবার হিসেবে ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা পরিধি প্রসার  হচ্ছে।

আমরা যদি ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা  চাষ করি তা সহজেই  স্থানীয় পচা জৈব পদার্থ দিয়েই করা যায়।

আর এর উৎপাদন খরচও অনেক কম। যেখানে এক কেজি মুরগির খাদ্যের দাম ৫৫ টাকা সেখানে এক কেজি ব্লাক

সোলজার মাছি বা পেরেড পোকা  উৎপাদন করলে সর্বোচ্চ খরচ পরে ২৫ থেকে ৩০ টাকা।  যার মধ্যে ভিটামিন এবং

মিনারেলের পরিমাণও সবচেয়ে বেশি। তাই এক কেজি মুরগির খাদ্যে  যে পরিমান ভিটামিন মিনারেল থাকে তার চেয়ে

অনেক বেশি পুষ্টিকর খাদ্য এই পোকা। একদিকে যেমন পুষ্টির অভাব পূরণ করে অন্যদিকে দামের দিক দিয়ে অনেক

সাশ্রয় হয়। তার জন্যই এই ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা পালন করা খুবই প্রয়োজন

ব্লাক সোলজার মাছির ভবিষৎ- Future of Hermetia Illucens/Black Solder Fly

যদিও বর্তমানে বাংলাদেশে  ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকার তেমন একটি প্রচলন নেই  কিন্তু এর ভবিষ্যৎ

অনেক সুদূরপ্রসারী । বিশ্বের অনেক দেশেই বর্তমানে ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকার  চাষ করে তারা হাঁস

মুরগি গরু ছাগলের বিকল্প খাবার হিসেবে খাওয়ানো  শুরু করে দিয়েছেন। এটি প্রাকৃতিক বলে এর ক্ষতিকর প্রভাব নাই

বললেই চলে। একদিকে প্রাণীর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে অন্যদিকে  প্রাকৃতিক বর্জ্য খেয়ে তার   ভারসাম্য রক্ষায় অনেক

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই যদি এটার ব্যবহারে কৃষকদের মাঝে  ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটা অনেক

লাভজনক ব্যাবসায় পরিণত হতে পারে।

ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ এর শেষ কথা

পরিশেষে বলা যায় ব্লাক সোলজার মাছি বা পেরেড পোকা হতে পারে আপনার জীবনের এক নতুন অধ্যায় ।এই পোকা

চাষ করে  আপনি অনেক লাভবান হতে পারবেন। আপনি যদি এটাকে মুরগি শিল্পে  ব্যবহার করেন  তাহলে লস  হওয়ার

সম্ভাবনা নাই। আর যদি মৎস্য খামারে ব্যবহার করেন সর্বোচ্চ লাভ হওয়ার সম্ভাবনা। তাই আসুন ব্লাক সোলজার মাছি বা

পেরেড পোকা ব্যবহার সম্পর্কে জানার পর  আমরা নিজেরা চাষ করি এবং অন্যকে চাষ করার জন্য উৎসাহিত করি। এই

পোকা সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে  আমাদের লিখবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা

করবো

 ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

আমাদের অন্যান্য বিষয় পড়তে পারেন- Another Article

About 24 Favor

Check Also

Meeting minutes writing format

Meeting minutes writing format: Who has engaged with NGO job maximum people need writings this …