24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » ছেলেদের ও মেয়েদের নিয়ে ভালোবাসার কষ্টের ছন্দ মালা ও sms

Gradings

ছেলেদের ও মেয়েদের নিয়ে ভালোবাসার কষ্টের ছন্দ মালা ও sms

24 Favor February 12, 2024

ভালোবাসার কষ্টের ছন্দ মালা  আলোচনায় আপনার সাথে আলোচনা করবো কিভাবে একজন মানুষ ভালোবাসার কষ্ট

থেকে রেহাই পেতে পারে। আর যদি কোন কার‌ণে কষ্ট পেয়েই থাকেন তবে তা কিভাবে ভুলে থাকা যায়। আশাকরি প্রথম

থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তবেই আপনি অনেক মজা পাবেন। এর সথে যদি আপনার লেখাটি অনেক ভাল

লাগে তবে আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ।

ছন্দ মালা কষ্টের

যখন কেউ প্রেমে ব্যার্ধ হয় তখন সাধারণত দেখা যায় তার মধ্যে হতাশা বা মন খারাপ হওয়ার মত ঘটনা। আর সেই সময় এই

দুঃখ শেয়ার করার মত কোন বন্ধু পাওয়া যায় না। তাই আপনার যদি এই রকম ঘটনা ঘটে থাকে তবে আপনি নিজের দুঃখ

গুলো সবার সাথে শেয়ার করে, নিজের মনকে হালকা করে নিয়ে নিতে পারেন।

প্রেম হীন জীবন আর প্রাণ হীন দেহ
এই দুয়ের মধ্যে তেমন পার্থক্য নেই।

 

জীবনে যা চেয়েছি তা পাইনি
আর যা পেয়েছি তা চাইনি।

 

প্রতিটা দুঃখের সূচনা হয়
তার কোন আপন জন দিয়ে।

 

হারিয়েছি প্রেম পেয়েছি আঘাত
জেনে রেখো প্রিয়া নিবনা প্রতিঘাত।

 

নষ্ট করে আমার জীবন হলো কি লাভ?
বিনি ময়ে পেলে আমার অভিশাপ।

কষ্টের ছন্দ sms

আপনার কোন কারণে মনের মধ্যে অনেক বেশি কষ্ট যা কাউকে শেয়ার করতে বা বলতে পারছে না। আর তাই অনেক সময় আমরা আমাদের প্রিয় বা কাছের বন্ধুদের সাথে শেয়ার করে সেই বোঝা একটু হালকা করে নেই। আর যারা এই ধরনের

সমস্যায় ভূগছেন তাদের জন্য এখানে দেয়া হলো খুবই সুন্দর এবং আনকমন sms যা আপনার মনের কষ্টকে দূর করার

জন্য কাজে দিবে।

  •  জানো প্রিয়া তুমার দেয়া প্রতিটা টিঠি এখনো বার বার পড়ি, আর তুমি ছেড়ে যাওয়ার করণ মনে মনে খুঁজি।
  • প্রিয় বুঝে নিলাম আমি অনেক খারাপ ছিলাম কিন্তু তুমিতো আমাকে ভালোবেসে ভাল করতে পারতে।
  • আজ আর তুমাকে দুঃখ দিবনা জানি জীবনে অনেক দুঃখ দিয়েছি। আজ সুধু জানতে চাই পরিবার পরিজন নিয়ে কেমন আছো?
  • হারানো স্মৃতি গুলো যত্ন করে রেখে দিয়েছি । যদি আবার তুমায় কোন দিনে কাছে পাই তবে তা তুমাকে শুনাবো বলে।
  • কে বলেছে তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়েছো । তুমি এখনো আমার হৃদয়ে রয়েছো।

ছন্দ মালা ভালোবাসার

প্রেম হচ্ছে মানুষের প্রাকৃতিক স্বভাব । মানুষ বিভিন্ন সময় প্রেমে পড়ে থাকেন। আর তখন প্রেমিক বা প্রেমিকাকে ইমপ্রেস

করার জন্য সুন্দর সুন্দর sms দিয়ে থাকে। আর আপনার যদি এই রকম কিছু প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে

সংগ্রহ করতে পারেন , এবং সেগুলো আপনি শেয়ার করতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে।

লাগলে ভালোবাসার গন্ধ
সে সবকিছু ভুলে হয় অন্ধ।

 

মরণ ছাড়া ভুলবনা তুমায় যতই আসুক বাধাঁ
তুমার মধ্যে দেখি আমার জীবন আধা।

 

হারানোর ভয় আমার মনে
তাইতো তুমি আমার মনে সর্বক্ষণে।

 

আমায় এখন সবাই খারপ বলে
তুমার সাথে ভালো বাসা হওয়ার ফলে।

 

তুমি আমার প্রেমের হাঁসি
তুমায় ছাড়া দিব গলায় ফাঁসি।

ছন্দ মালা এস এম এস

ছন্দ মালা এস এম এস হচ্ছে মনের অবেগ প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম। ছন্দের মাধ্যমে কাউকে বার্তার মাধ্যমে

মনের আবেগ প্রকাশের খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আমরা ইচ্ছে করলে মনের ভালোবাসা ও খারাপ লাগাকে বর্তা প্রেরণ

বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মনকে হালকা করে নিতে পারি । আর তাই আপনি যদি এই জনপ্রিয় বর্তা

গুলো শেয়ার করতে পারেন বিভিন্ন মাধ্যমে।

  1. বকুল ফুলের মালা গেথেঁ রেখেছি তুমায় দিব বলে। আমার কাছে আসবে যখন দিব তুমায় শুভেচ্ছা সকল ফুলের।
  2. প্রান যতি যায় যাকনা তবে । আর কতদিন রব ভবে। তুমায় বিয়ে করবো তবে। আমার ভালোবাসা মানবে সবে। এটাই আমার প্রত্যয় হবে।
  3. কতদিন পর আসবে তুমি বসবে আমার কোলে, তুমার ভালোবাসার কথা গুলো রাখলাম আমি তু্লে।
  4. স্মৃতির পাতায় তুমি শুধু রযেছো আজ মিসে । তুমায় আমি ভালোবাসি বুঝাবে সেটা কিসে।
  5. যদি তুমি নাই বা আসো ডাকলে কেন আমায় । তুমার ভালোবাসায় কাদাঁ লাগলো আমার গাঁয়।

মজার ছন্দ মালা

মজার ছন্দ মালা গুলো আপনি সবার সাথে শেয়ার করেন তাবে অনেক মজা পাবেন।আর তারজন্য অনেকেই খোঁজ করতে

থাকেন এই ধরনের ছন্দ মালা। আপনার অবস্থা যদি এই রকম হয় তবে আপনি আমাদের এইখান থেকে ছন্দমালা গুলো

কপি করে তা শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঢাল নাই তোলোয়ার নাই
নিদিরাম সরকার।

মাথায় নাই এক গোছা চুল
তার আবার চিরুনি কেনা।

ভাত খায় না চা খায়
মটর সাইকেল নিয়ে পায়খানায় যায়।

পাখির খাওন নাই পোঁষে হাতি
রাত্রি হলে থাকে না ঘরে বাতি।

গাঁয়ে নেই পিঁপড়ার বল
সে আবার খেলতে চায় বল।

হাসির ছন্দ

হাসির ছন্দ আপনার মন ভালো করার উপকরণ যোগাবে। আপনার মন যদি কোন কারণে খারাপ হয়ে যায় তবে আপনি এই

ছন্দ গুলো পড়তে পারেন। এখানে খুবই সুন্দর ও আনকমন হাসির ছন্দ দেয়া হলো যা আপনাদের অনেক ভালো লাগবে।

আর এই ছন্দ গুলো শেয়ার করতে পারবেন সবার সাথে। আর এই ছন্দ গুলো খুবই অনকমন এবং নতুন।

পেটে নাই একটু পায়খানা
সে বানাতে চায় জিলাপা আটখানা ।

যতই করো কুতো কুতি
পায়খানার রাস্তা দিয়ে বেরুবেনা এই হাতি।

শরীর মোটা হলেই দারোগা হয়না
আর হাতি বড় হলেও তাকে বনের রাজা কয়না।

যাদের ভাই বুদ্ধি কম
তারা হলো  ভালোবাসার জম।

ভালোবাসার কষ্টের ছন্দ মালা এর  ভালোবাসার মজার ছন্দ

প্রেমের প্রথম দিকে বা যাদের প্রেমে কোন ধরনের বাধাঁ নেই তাদের প্রেমে থাকে অনেক মজা। আর এই মজাকে আরো

বেশি উপভোগ করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ছন্দ শেয়ার করে থাকে। আর এখানে আন কমন এবং নতুন

কিছু ভালোবাসার মজার ছন্দ দেয়া হলো যে গুলো আপনার খুবই ভালো লাগবে।

জীবনটাকে রাখবো বাজি জিততে তুমার ভালবাসা ।
আমি শুধু তুমার হবো, এটাই আমার আশা।

যতই তুমি দুরে যাচ্ছ বাড়ছে ভালোবাসা ।
দিনে দিনে তুমায় পাওয়ার বাড়ছে মনে আশা।

কেমন করে বলব তুমায় ভালোবাসি অতি।
তুমায় আমি না পাই যদি হবে আমার ক্ষতি।

সময় সুযোগ পেলেই বন্ধু আসবো বাড়ি ফিরে
আবার আমার ভালোবাসা রাখবে তুমায় ঘিরে।

পরন্ত এই বিকেল বেলা ধরলে আমার হাতে
সারাজীবন থাকবে সাথে কথা দিলে তাতে।

মেয়েদের নিয়ে হাসির ছন্দ

মেয়েদের নিয়ে হাসির ছন্দ গুলো অনেক মজার । অনেক সময় আমরা মেয়েদের নিয়ে অনেক মজা করে থাকি। কিন্তু

একটি জীনিস খেয়াল রাখতে হবে আমাদের সেই মজা যেন কোন ভাবেই কারো মন খারাপ বা ইপটিজিং এর  কারণ হয়ে না

দাড়াঁয়। তাই প্রতিনিয়ত এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিতে হবে। এখানে খুবই আনকমন এবং নতুন কিছু ছন্দ দেয়া হলো যা

আপনার খুবই ভালো লাগবে।

অল্প বয়সের মেয়েরা সব করতে চায় প্রেম।
এটা দেখে বুড়ো দাদু পেয়ে গেল সেম ( লজ্জা)

দুষ্টমেয়ের হাঁসিটা যে অনেক ভালোলাগে।
এমন ভালো অনুভূতি লাগেনি কখনো আগে।

পরান পাখি সোনা মনি দিলাম তুমায় প্রান
তুমি আমার সোনা পাখি তুমি আমার জান।

ভুলে গেলেও দুঃখ নাই
শুধু তুমার ভালোবাসা চাই।

নরম নরম কথা বলে নিলে আমার মন।
এখন কেন ভুলে থাক তুমি সর্বক্ষণ।

ছেলেদের নিয়ে হাসির ছন্দ

ছেলেদের  নিয়ে হাসির ছন্দ আপনাকে দিবে নতুন এক মাত্রা । ছেলেদের জীবনে অনেক মজার ঘটনা থাকে । যার ফলে

তাদের ঘটনা গুলো শেয়ার করে আমার মজা করে ধাতি। কিন্তু  একটি জীনিস খেয়াল রাখতে হবে আমাদের সেই মজা যেন

কোন ভাবেই কারো মন খারাপ এর কারণ না হয়ে না দাড়াঁয়। তাই প্রতিনিয়ত এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিতে হবে। এখানে

খুবই আনকমন এবং নতুন কিছু ছন্দ দেয়া হলো যা আপনার খুবই ভালো লাগবে।

পাড়ার যত দুষ্ট ছেলে
পাবে তুমি রাস্তায় গেলে।

দেথতে পাবে আষাঁড়ের ব্যাঙ বৃষ্টি হলে
আর পাড়ার ছেলেদের,
মেয়েদের স্কুল ছুটি পেলে।

নতুন কোন ছেলে প্রেমে পড়লে হয়ে যায় কবি।
সবার কাছে লুকিয়ে রাখতে চায়,কিন্তু প্রচার হয় সবি।

 

নতুন যুবক ছেলের এমনি ভাব
তার শরীরে সবসময় থাকে তাপ।

 

রক্ত যাদের গরম
নাই তাদের কোন শরম।

ভালোবাসার কষ্টের ছন্দ মালা এর শেষ কথা

ভালোবাসার কষ্টের ছন্দ মালা লেখাটি পড়ে আপনার অনেক ভালো লেগেছে এই প্রত্যাশা নিয়েই আপনাকে ধন্যবাদ জানিয়ে

এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি আপনার কোন মন্তব্য থাকলে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের বিষয়ে

যদি আপনার আরো কোন মতামত থাকে তবে তাও আমাদের জানাতে পারেন। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়

আজকের মত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে পুরো লেখাটি পড়ার জন্য।

আরো পড়তে পারেন

১. টাকা নিয়ে উক্তি ও কাকে বলে।

২. টাকা কাকে বলে?

৩. জুমা মোবারক স্ট্যাটাস

৪. পরকীয়া প্রেম নিয়ে উক্তি।

৫. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

গভীর রাতে ছেলে মেয়ের রাতের চাপা কষ্টের ভালবাসার স্ট্যাটাস
গভীর রাতে কষ্টের স্ট্যাটাস :আমরা যখন কষ্ট গুলোকে অনুভব করি …

গভীর রাতে ছেলে মেয়ের রাতের চাপা কষ্টের ভালবাসার স্ট্যাটাস

চোখ নিয়ে কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ
চোখ নিয়ে কবিতা : গানের ভাষায় বলতে গেলে চোখ যে …

চোখ নিয়ে কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ

About The Author

24 Favor

One Response

  1. Pingback: আত্মীয় স্বজন নিয়ে উক্তি হাদিস ও দোয়া
    September 26, 2022
  2. Pingback: ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি
    September 30, 2022
  3. Demetria Mata

    Keep up the good work, I look forward to reading more.

    July 24, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh