আপনাদের সাথে আজকে আলোচনা করবো সার্বিয়া যেতে খরচ কত বিষয় টি নিয়ে। এটি একটি তথ্য
মূলক লেখা । আপনারা যারা বর্তমানে সার্বিয়া যেতে চান তারা আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন
যে সার্বিয়া যেতে কত টাকা লাগে এবং সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় ইত্যাদি সম্পর্কে । তাই আপনারা
যারা সার্বিয়াতে যেতে চান তারা সম্পূর্ণ লেখা টি মনোযোগ সহকারে পড়ুন তাহলে বিস্তারিত ভাবে জানতে
পারবেন। আর এটি আপনাদের জন্য অনেক জরুরি একটি লেখা । এই লেখা থেকে আপনারা ইউরোপ এর
দেশ সার্বিয়া গিয়ে সেখান থেকে কিভাবে সেনজেন ভুক্ত দেশ ফ্রান্স এ যেতে পারবেন তা জানতে পারবেন
। তাই এই সুযোগ যারা নিতে চান তারা সার্বিয়া যাওয়ার সুযোগ টা কাজে লাগান। আপনি সার্বিয়া গিয়ে
তারপরে জেনে শুনে ফ্রান্স এ যেতে পারবেন। আর তাই আপনারা কিভাবে সার্বিয়া থেকে ফ্রান্স যাবেন তা
জানতে চাইলে লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা
করা হল । যারা জানতে চান তারা পড়তে থাকুন –
সার্বিয়া পরিচিতি
সার্বিয়া পরিচিতি : ইউরোপ এর একটি রাষ্ট্র হল সার্বিয়া । এ দেশের বৃহত্তম নগরি ও এই দেশের রাজধানীর
নম বেল গ্রেড। আর দেশটির সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় সার্বিয়ান ভাষা। দেশটির আয়তন ৮৮
হাজার ৩৬১ বর্গ কিলোমিটার । এটি আয়তন এর দিক থেকে খুব ছোট একটি দেশ । আর দেশটির মুদ্রার
নাম হল সার্বিয়ান মুদ্রা। দেশটিতে প্রাচিন কালের জনবস্তি রয়েছে । আর সেই গুলো দেখার জন্য বিভিন্ন
মানুষ গিয়ে থাকেন ।
সার্বিয়া যেতে খরচ কত
সার্বিয়া যেতে খরচ কত ? : বর্তমান সময় ইউরোপ এর দেশে যওয়ার জন্য মানুষ পগল হয়ে গেছে । আর
যারা অতি সহজে ইউরোপ যেতে চান তারা সার্বিয়া দেশ টি বেছে নিতে পারেন। আর আপনারা যারা সার্বিয়া
যাবেন তারা যাওয়ার আগে জানতে চান যে সার্বিয়া যেতে কত টাকা লাগে। তাই আপনারা যারা জানতে চান
যে সার্বিয়া যেতে কত টাকা লাগে তাদের জন্য আমার এই লেখার মাধ্যমে জানালাম যে কত টাকা লাগে ।
ইউরোপ এর দেশ সার্বিয়া যেতে আপনার অনেক ক্ষেত্রে কম লাগে আবার অনেক ক্ষেত্রে বেশি লাগে । তবে
আপনাদের একটি ধারণা দেই যে সার্বিয়া যেতে আপনার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মত লাগবে। এখন
বাংলাদেশ থেকে অনেক মানুষ সার্বিয়াতে কাজ করার জন্য যাচ্ছেন তারা পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে
সকল কার্যক্রম শেষ করে সার্বিয়াতে যাচ্ছেন।
সার্বিয়া ভিসা কিভাবে পাবেন
সার্বিয়া ভিসা কিভাবে পাবেন : আপনারা যদি সার্বিয়াতে যেতে চান তাহলে অনেক ভাবে ভিসা সংগ্রহ
করতে পারেন। আপনারা যদি চান এজেন্সির মাধ্যমে যেতে পারেন। আবার আপনি সরকারি ভাবে যেতে
পারবেন। আর তানা করে আপনি অনলাইনের মাধ্যমে জব ম্যানেজ করেও সার্বিয়াতে যেতে পারবেন।
আপনি যদি সার্বিয়াতে যেতে চান তাহলে আপনার এজেন্সির মাধ্যমে যাওয়াই সহজ। আর এজেন্সির মাধ্যমে
গেলে আপনার খরচ হবে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে
কিভাবে যেতে পারবেন।
সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায়
সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় : আপনারা যারা সার্বিয়া থেকে ফ্রান্স যেতে চান তারা আগে সার্বিয়া
গিয়ে তার পরে ফ্রান্স যেতে পারবেন । আপনি যদি ফ্রন্স যান তাহলে আাপনাকে কিছু নিয়ম মেনে তারপরে
যেতে হবে । কারণ সার্বিয়া ইউরোপ হলেও সেনজেন ভুক্ত না । তাই আপনি যদি ইউরোপ থেকে ইউরোপ এর
সেনজেন ভুক্ত দেশে যেতে চান তাহলে আপনার প্রথমত একটি বৈধ পাসপোর্ট লাগবে। তারপরে আপনি
যদি সার্বিয়াতে কাজের ভিসায় গিয়ে থাকে তাহরে আপনাকে ফ্রন্স এ যাওয়ার জন্য একটি ভিজিট ভিসার
আবেদন করতে হবে। তারপরে আপনার লাগবে হল আপনি যে কোম্পানিতে চাকরি ওই কোম্পানির
এনওসি লেটার লাগবে। তারপরে আপনি কোম্পানি থেকে ছুটি নিয়ে ফ্রান্স এ যেতে পারবেন। আর একটি
কথা আপনার পাসপোর্ট যদি কোম্পানির কাছে থাকে তাহলে আপনি যদি দরখাস্ত করেন তাহলে আপনার
কোম্পানি আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে।
সার্বিয়া যেতে খরচ কত এর শেষ কথা
আজকে এই লেখার মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করলাম যে সার্বিয়া যেতে খরচ কত এই সম্পর্কে
। আপনারা যার জানতে চান যে সার্বিয়া যেতে খরচ কত তারা এই লেখারে মাধ্যমে উপকৃত হইবেন আশা
করি। এছাড়াও যদি আপনাদের আরও কোন বিষয় জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে
জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো। আর আপনাদের জন্য কিছু লেখার লিংক
নিম্নে দেওয়া হল । প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ
আজকে আমার এই সার্বিয়া যেতে খরচ কত লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার
জন্য । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় শেষ করছি আজকে এ পর্যন্তই । আল্লাহ হাফেজ।