ইতালিতে প্রবাসী কর্মী/শ্রমিক নিয়োগ ও তাদের বেতন কত

ইতালিতে প্রবাসী কর্মী/শ্রমিক নিয়োগ– যারা অধীর আগ্রহে নিয়ে অপেক্ষায় ছিলেন ইতালি যাবেন,

তাদের জন্য ইতালীয় সরকার দিয়েছে বিশেষ সুযোগ । আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি যদি

সেখানে যাওয়ার জন্য সকল কাগজপত্র জমা দিতে পারেন, তবে আপনার জন্য গন্তব্য হতে পারি ইতালি।

ইতালিতে এই বছরে বিভিন্ন ক্যাটাগরিতে ৮২ হাজারের উপরে লোক নিবে। আর সেখানে প্রচুর পরিমাণ

প্রবাসী শ্রমিকদের কাজের জন্য ক্ষেত্র রয়েছে। আর তাই অনেকের মনেই প্রশ্ন থাকে সেখানে গেলে প্রবাসী

শ্রমিকদের বেতন কত হবে? ইতালিতে কবে হতে শ্রমিক নিয়োগ করা শুরু হবে। এ সকল বিষয়গুলো

নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই লেখায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ইতালিতে প্রবাসী কর্মী/

শ্রমিক নিয়োগ  পড়তে থাকুন, আশা করি আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার উত্তর পেয়ে

যাবেন।

ইতালিতে প্রবাসী শ্রমিকদের বেতন কত?

ইতালিতে প্রবাসী শ্রমিকদের বেতন কত?-অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতে থাকেন আমি ইতালিতে গেলে আমাদের বেতন কত হবে? আর তাই আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, কত বেতন হবে

সেটা মূলত নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর । আরো নির্ভর করে আপনি কোন কাজে যাচ্ছেন

সেই কাজের উপরে। তাই নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না সেখানে গেলে আপনার বেতন কত হবে?

তবে সে দেশের শ্রম আইন অনুযায়ী নূন্যতম একটি বেতন কাঠামো নির্ধারণ করা আছে। সাধারণত আপনি

সেই বেতন থেকে শুরু করে আপনার কাজের দক্ষতা ,অভিজ্ঞতা, কাজের ধরন ও অভিজ্ঞতার উপরে

নির্ভর করবে আপনার বেতন কত হবে। তবে বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের বেতন হয়ে থাকে।

আপনাদের বুঝার সুবিধার জন্য, বা কমন ধারণা দেওয়ার জন্য আমি নিম্নোক্ত কোন কাজের জন্য কত

বেতন প্রদান করা হয় সে বিষয়ে একটি ধারনা দিব-

ইতালিতে গার্মেন্টস কর্মীর বেতন

ইতালিতে যে সকল ভাই ও বোনেরা গার্মেন্টস এর কাজে যাবেন তারা সাধারণত তাদের যোগ্যতা ও দক্ষতার

উপর নির্ভর করে মাসিক ৮০০ থেকে ১৪০০ ইউরো বেতন পাবেন।

রেস্টুরেন্টে শেফ এর কাজে ইতালিতে বেতন

প্রতি বছর প্রচুর পর্যটক ও বিদেশী থাকায় এই দেশটিতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এছাড়াও

বর্তমানে বাংলাদেশী ও ইন্ডিয়ানদের দ্বারা অনেক খাবার হোটেল পরিচালিত হচ্ছে। যার ফলে এই সকল

হোটেলে শেফ হিসেবে কাজের অনেক সুযোগ রয়েছে। আর এই কাজের জন্য সাধারণত ৯০০ থেকে

১৬০০ ইউরো মাসিক মুজুরি দিয়ে থাকে।

ওয়েল্ডিং এর কাজে ইতালিতে বেতন

যারা এই কাজের উপর দক্ষ হয়ে থাকেন তারা মূলথ কয়েক ধরনের ওয়েল্ডিং করে থাকে। যেমন জাহাজ

শিল্পে ও কল কারখানায়। তাই এই কাজের জন্য সাধারণত ৯৫০ থেকে ১৫০০ ইউরো মাসিক হারে বেতন

প্রদান করা হয়ে থাকে।

ইতালিতে দোকানের সেলস ম্যানের বেতন

যাদের কোন কাজে দক্ষতা নেই তারা মূলত এই ধরনের চাকুরি করে থাকে। আর তাদের কাজের ধরণ ও

দক্ষতার উপর নির্ভর করে ৮০০ হতে ১৪৫০ ইউরো বেতন হয়ে থাকে।

ইতালিতে বারের কাজে বেতন

যেহেতু এই দেশটিতে মদ বা নেশা করার ব্যাপারে কোন প্রকারের বিধিনিষেধ নাই তাই প্রধান ,প্রধান শহর

গুলোতে প্রচুর মদের দোকান বা বার গড়ে উঠেছে। তাই যদি কেউ এই সকল বারে কাজ করে তবে তাদের

বেতন সাধারণত প্রতি মাসে ১০০০ থেকে ১৭০০ ইউরো হয়ে থাকে।

ফুড ডেলিবারির কাজে ইতালিতে বেতন

যাদের সাইকেল অথবা মটর সাইকেল চালনায় অভ্যাস আছে তারা খুব সহজেই এই কাজটি করতে পারেন।

তাই যদি আপনি এই ধরনের কাজ করেন তবে সে ক্ষেত্রে আপনার বেতন হবে ৯৫০ থেকে ১৬০০ ইউরো

পরিমানে প্রতিমাসে।

রেস্টুরেন্টের ওয়েটারের কাজে ইতালিতে বেতন

বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে যে সকল কম বয়সী ছেলে/মেয়ে এই দেশটিতে যায় তারা সাধারণত

রেস্টুরেন্টের ওয়েটার বয় হিসেবে কাজ করে থাকে। আর এই কাজের জন্য বেতন প্রদান করা হয়

সাধারণত ৮০০ থেকে ১৩০০ ইউরো।

ইতালিতে কৃষি কাজের বেতন

ইতালি কৃষি কাজের বেতন
ইতালি কৃষি কাজের বেতন

ইতালিতে কৃষি কাজের মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে। তবে কাজ ভেদে বেতনের ভিন্নতা রয়েছে।

সাধারণত এই কাজের জন্য ৮০০ থেকে ১৫০০ ইউরো  মাসিক বেতন দিয়ে থাকেন।

ইতালিতে কর্মী/শ্রমিক  নিয়োগ ২০২৩

ইতালিতে কর্মী/শ্রমিক নিয়োগ ২০২৩-আপনারা যারা ইতালি যাবেন ইতিপূর্বে জেনে গিয়েছেন

ইতালিয়ান সরকার ফ্লুসি ঘোষণা করে ফেলেছে, এবং মার্চ/২০২৩ মাস থেকে তারা আবেদন জমা নেওয়া

শুরু করবে। আর এই আবেদন জমা দেওয়া যাবে ডিসেম্বর /২০২৩ পর্যন্ত। তাই আপনি যদি ইতালি যেতে

চান তবে এটা হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ । তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আবেদনটি

জমা করুন। ইতিপূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি আবেদন কিভাবে জমা করবেন। সেটি

পড়তে চাইলে আমাদের এই লিংকে ক্লিক করুন। আশা করি লেখাটি পড়লে আপনি কিভাবে সেখানে

আবেদন করবেন বা করতে হবে তা জেনে যাবেন।

ইতালিতে প্রবাসী শ্রমিকদের বেতন কত এর শেষ উক্তি

পরিশেষে ইতালিতে প্রবাসী কর্মী/শ্রমিক নিয়োগ লেখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং

উপরোক্ত বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা

সবসময় চেষ্টা করি এই সাইটের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যাপারে তথ্য দিতে। আর তাই অনেক দেশে

যাওয়ার ব্যাপারে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাইটে সকল দেশের ব্যাপারে আলোচনা করা

আছে । আপনি ইচ্ছে করলে আমাদের সাইটে সব সময় ভিজিট করে দেখতে পারেন। সব সময় আমরা

আপডেট তথ্য সবার আগে শেয়ার করে থাকি । তাই যে কোনো ধরণের বিদেশী খবর পেতে আমাদের সাইট

ভিজিট করতে পারেন। এ ছাড়াও যদি আপনাদের কোন বিষয়ে জানার থাকে আমাদের কাছে প্রশ্ন করতে

পারেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ইতালিতে প্রবাসী কর্মী/শ্রমিক নিয়োগ লেখাটা পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *