যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা- লন্ডন বা যুক্তরাজ্য বর্তমানে কেয়ার গিবার ভিসা হচ্ছে অনেক জনপ্রিয় একটি চাকরি।
কারণ এই ভিসায় বর্তমানে অনেক লোক নিচ্ছে সে দেশের সরকার। সেই দেশের বৃদ্ধ লোকদের সাহায্য-সহযোগিতা করার জন্য
সাধারণত এই ধরনের লোক গুলো নিয়ে থাকে। আর এই লোক গুলো নেওয়ার ক্ষেত্রে আইএলটিএস এ ন্যূনতম স্কোর হলেই চলে।
যার জন্য যে কেউ খুব সহজেই এই চাকরির জন্য সে দেশটিতে যেতে পারেন। তাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত
আলোচনার মাধ্যমে জানিয়ে দিব আপনি কিভাবে এই বিষয়ে নিজে নিজে আবেদন করে স্বপ্নের এই দেশটিতে যেতে পারেন। কারণ
অনেক সময় দেখা গেছে এই ভিসার কথা বলে অনেক দালাল প্রতারণা করে থাকে। আপনি যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে
পারেন তার জন্য বিস্তারিত এই লেখায় তুলে ধরা হলো। আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব
ভিসা লেখাটি পড়ুন।
লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩
লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩- বর্তমানে কেউ যদি যুক্তরাজ্যে সবথেকে সহজ
উপায়ে যেতে চান তবে বলা যায় কেয়ার গিভার ভিসা হচ্ছে তার জন্য সবচেয়ে সহজ, এবং সঠিক পন্থা। কারণ বর্তমানে সেই দেশে
বৃদ্ধ লোকের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এই পেশায় প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। আর এই সকল লোক সাধারণত বিশ্বের বিভিন্ন
দেশ থেকে তারা নিয়ে থাকে। যারা এই ভিসায় সেখানে যাবে তাদেরকে খুব সহজেই সেখানকার নাগরিক করে নেয়া হয়। এছাড়াও এই
পেশার কাজের জন্য আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যে সুবিধাগুলোর জন্য এ পেশায় বর্তমানে নিয়োগ পাওয়ার জন্য সবাই অধীর
আগ্রহে আছেন। কিন্তু বিভিন্ন সময়ে দেখা গেছে দালালদের খপ্পরে পড়ে অনেক টাকা-পয়সা হারাতে হয়েছে। তাই আজকে আমি
আপনাদেরকে এমন একটি উপায় বলে দিব যেখান থেকে আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন। যাতে করে আপনার
কাছ থেকে কেউ টাকা হাতিয়ে নিতে না পারে। কারণ এই ধরনের ভিসার কথা বলে এক শ্রেনীর প্রতারক চক্র অনেক দিন যাবত
প্রতারণা করে আসছে। তবে আপনার যদি কেউ আপন জন থাকে তবে সেটা ভিন্ন কথা।এর পরেও আপনি নিজে নিজের সকল
কাগজ পত্র জমা দিতে পারবেন। আর এই দেশেটিতে যেতে আপনার টাকা খরচ হবে তাও জেনে নিতে পারবেন।
(যদি আপনি সরাসরি কম্পানিতে চাকুরির আবেদন করতে চান তবে এই লিংকে ক্লিক করুন)
(কেয়ার ভিসায় আবেদনের জন্য এখানে ক্লিক করুন)
সাধারণত এই ভিসা পাওয়ার জন্য কোন ধরনের খরচ হয়না। তবে এর পরেও যদি আপনি টাকা পয়সা খরচ করেন তবে তা যুক্তরাজ্য
সরকার জানতে পারলে আপনার চাকুরি চলে যাবে। আপনি শুধু ভিসা পাওয়ার পর ভিসা ফি হিসেবে ২৩২ পাউন্ড খরচ হবে। ভিসা
প্রপ্তির ব্যাপারে আর কোন ধরনের খরচ নেই। আপনি উপরোক্ত লিংক ব্যবহার করে নিজেই নিজের আবেদন করলে তারা যদি
আপনাকে নির্বাচিত করে তবে আপনার ইন্টারভিউ নিবে এর পর আপনি সেখানে যাওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন।
লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি
লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি- অনেকেই প্রশ্ন করে থাকেন কেয়ার গিবার ভিসা
পাওয়ার পরে তাদের ভিসা কিভাবে প্রসেসিং করা যাবে। বা আমি যদি এই ভিসা প্রসেসিং বুঝতে না পারি তবে কার কাছ থেকে সাহায্য
নিতে পারি। আর আপনার সমস্যাটিও যদি এই রকম হয়ে থাকে তবে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কারণ আজকে আমি
কেয়ার ভিসা প্রসেসিং এজেন্সির নাম তুলে ধরবো যারা এই ধরনের ভিসা প্রসেসিং করে থাকে। অনেক সময় দেখা যায় এই সকল
বিষয়ে না জানার কারণে অনেক সময় বিভিন্ন প্রতারক এজেন্সির চক্করে পড়ে অনেক টাকা-পয়সা সর্বস্ব হারিয়ে ফেলে। তাই
আজকে আপনাদের সাথে লন্ডন সরকার কতৃক অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্সি তথ্য এখানে উপস্থাপন করব। আপনি শুধু এই
অফিসের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করাবেন তবেই আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। অন্যদিকে আপনার খুব
একটা বেশি টাকা লাগবে না। অফিসের নাম ও ঠিকানা নিচে দেয়া হলো-
Address
VFS Bangladesh Pvt Ltd.
4th Floor, Delta Life Tower, Plot 37, Road 45, North Avenue, Gulshan 2, Dhaka 1212, Bangladesh
(যদি এই অফিসের ঠিকানা ও তাদের বিষয়ে বিস্তারিত দেখতে চান তবে এখানে ক্লিক করুন)
যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসার শেষ কথা
আশা করি উপরোক্ত যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা লিখাটি আপনাকে পর্যাপ্ত তথ্য দিতে পেরেছে। আর যুক্তরাজ্যের
বিষয়ে আমাদের আরো অনেকগুলো লেখা আছে। আপনি ইচ্ছে করলে লেখাগুলো পড়তে পারেন। আশা করি আপনাদের অনেক
কাজে লাগবে, এছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে, তবে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা
আপনাদের প্রশ্নের উত্তর দিব, আপনাদের সুবিধার জন্য আরও কিছু লেখার লিংক নিচে শেয়ার করা হল। সেখান থেকে ইচ্ছে করলে
আপনি আপনার প্রয়োজনীয় লেখাটি পড়ে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা লিখাটি
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার বিদেশ যাত্রা শুভ হোক, এই প্রত্যাশা রেখে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ
হাফেজ।
আরো পড়তে পারেনঃ
যুক্তরাজ্য বা ইউকের জনসংখ্যা কত?
লন্ডনের স্পাউস ও ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ২০২৩
লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
যুক্তরাজ্য বা ইউকের মুদ্রার নাম কি?
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
যুক্তরাজ্য/ লন্ডনে / ইউকে কাজের ভিসা ২০২৩
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ