পর্তুগাল কৃষি ভিসা ও আবেদন

আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই পর্তুগাল কৃষি ভিসা ও আবেদন  সম্পর্কে জানতে

আগ্রহ প্রকাশ করে থাকেন। প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে বসেই পর্তুগাল কৃষি ভিসা সম্পর্কে ধারণা লাভ করা

সম্ভব। আজকের এই আর্টিকেলটিতে আপনাদের পর্তুগাল কৃষি ভিসা সম্পর্কে ধারণা দিবো।পর্তুগাল কৃষি

ভিসা, পর্তুগাল কৃষি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র, পর্তুগাল কৃষি ভিসার আবেদন, পর্তুগাল কৃষি ভিসার

খরচ, পর্তুগাল কৃষি ভিসার বেতন, কৃষি ভিসায় কেন যাবেন ও পর্তুগাল কৃষি চাহিদাসম্পন্ন কাজ। এ সকল

বিস্তারিত জানতে আমার এই পর্তুগাল কৃষি ভিসা ও আবেদন সম্পূর্ণ লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত

মনোযোগ সহকারে পড়ুন-

পর্তুগাল কৃষি ভিসা

পর্তুগাল কৃষি ভিসা

পর্তুগাল কৃষি ভিসা: বর্তমানে অভিবাসন প্রক্রিয়া জটিল হওয়ার কারণে পর্তুগাল কর্মী সংকটে পড়েছে

ব্যাপকভাবে। বিভিন্ন দেশ থেকে পুর্তগালে প্রবেশ মিলছে না বিভিন্ন দেশের শ্রমিকদের। এতে বর্তমানে

শিল্পের উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। দেশটিতে দিন দিন বাড়ছে কঠিন সংকটের হার প্রতিনিয়ত কৃষি

শিল্পের উপর রপ্তানি আয় নিম্নমুখী ঝুকে যাচ্ছে। ব্যবসায়ীদের অনেক লোকসান হচ্ছে। তাই বর্তমানে

পর্তুগাল সরকার বাংলাদেশ , ভারত, মায়ানমার ও শ্রীলংকা এ সমস্ত দেশ থেকে কৃষি শ্রমিক নেবে বলে

তাদের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে। অন্যদিকে পর্তুগালের পাশাপাশি ইউরোপের জনপ্রিয় প্রাচীন

পদ্ধতি শিক্ষা ব্যবস্থার মধ্যে কৃষি-শিল্প চালু থাকলেও কমেছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা। ফলে দেশটির

আন্তর্জাতিক মান একেবারেই ধসে পড়েছে। তাই এই অনুন্নত পরিকল্পনার প্রশ্ন উঠেছে গণমাধ্যমে। বর্তমানে

কৃষি ব্যবস্থা এবং কৃষি শিক্ষাকে নতুনভাবে সাজানোর জন্য বিচারব্যবস্থা পুনরায় আবার সাজানো হচ্ছে।

পর্তুগাল কৃষি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

পর্তুগাল কৃষি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র: আপনারা যারা পর্তুগাল কৃষি ভিসা নিয়ে যেতে চান তাঁরা

অনেকেই জানেন না যে কৃষি ভিসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন । তাই আপনাদের জন্য বলছি যে

পর্তুগাল কৃষি ভিসা আবেদন করতে হলে কিছু নির্ধারিত কাগজপত্র প্রয়োজন হয়। যে সমস্ত কাগজপত্র

দিয়ে কৃষি ভিসা আবেদন করবেন তা আমরা নিচে বিস্তারিতভাবে তুলে ধরলাম-

  • একটি পাসপোর্ট থাকতে হবে ( যা মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে )
  • সদ্য তোলা রঙিন ছবি লাগবে
  • এন আই ডি কার্ডের ফটোকপি
  • ব্যাংক স্টেটমেন্ট লাগবে
  • কৃষি কাজের দক্ষতার একটি সার্টিফিকেট লাগবে
  • পূর্বে কাজ করার কোনো অভিজ্ঞতার প্রমান পত্র
  • পূর্বে কোথাও ট্রাভেল করেছেন তার প্রমান পত্র
  • করোনা ভ্যাকসিন এর টিকার কার্ড

উপরোক্ত কাগজপত্র গুলো আপনার কৃষি ভিসার জন্য প্রয়োজন হবে।

কৃষি ভিসার আবেদন

কৃষি ভিসার আবেদন: আপনাদের সাথে এখন আমরা আলোচনা করব পর্তুগাল কৃষি ভিসার আবেদন

সম্পর্কে। পর্তুগাল কৃষি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আমার এই লেখা টি ভালোভাবে

পড়ুন। পর্তুগালের কৃষি ভিসার জন্য আবেদন করতে চাইলে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের

মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে পারবেন অথবা বাংলাদেশের বিএমইটির মত প্রতিষ্ঠানের সাথে

যোগাযোগ করে বিভিন্ন ভিসা সম্পর্কে জানতে পারবেন। তাছাড়াও বর্তমানে দিল্লির মাধ্যমে পর্তুগালের কৃষি

ভিসা নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দিল্লিতে সরাসরি গিয়ে কথা বলতে হবে। এখানে দালাল এর

মাধ্যম ছাড়া কথা বললে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে আর যদি দালালের

মাধ্যমে করতে চান তাহলে ভিসা পাওয়া অনেকটা কঠিন। কারণ তারা আপনার থেকে টাকা নিবে কিন্তু কাজ

করে দেবে কি না তার কোনো নিশ্চয়তা নেই।

পর্তুগাল কৃষি ভিসার খরচ

পর্তুগাল কৃষি ভিসার খরচ: পর্তুগাল কৃষি ভিসার দাম নির্ধারিত ভাবে কোথাও উল্লেখ করা নেই। এটি

সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে। কিন্তু বর্তমান সময়ে বিমান ভাড়া সহ

আনুষঙ্গিক খরচ এবং ভিসা সহ কত টাকা পড়বে সে অনুযায়ী নির্ধারিত হবে পূর্তগাল কৃষি ভিসার দাম।

কেননা বর্তমানে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য যাবতীয় খরচ বাড়ার কারণে কিছুটা ভিসার দাম

কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই অবশ্যই আগে থেকে কয়েক টি কোম্পানির সাথে কথা বলে নিশ্চিত হতে হবে

বর্তমানে পর্তুগাল ভিসার দাম কত এই বিষয় সম্পর্কে।

পর্তুগাল কৃষি ভিসার বেতন

পর্তুগাল কৃষি ভিসার বেতন: পর্তুগাল কৃষি ভিসা সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তারা এই লেখা টি পড়লে

জানতে পারবেন। পর্তুগাল কৃষি ভিসা বেতন এভারেজ ৮০০ ডলার। তাছাড়াও পার্টটাইম কাজ সহ অন্যান্য

কাজ মিলিয়ে মাসে ১৩০০ থেকে শুরু করে ১৪০০ ডলার পর্যন্ত ইনকাম করা যায়। তবে আপনি যে

কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সাথে আগে থেকেই বেতন সম্পর্কে আলোচনা বা চুক্তি করে নিবেন।

এছাড়াও আপনার ডিউটি কত ঘন্টা হবে এবং মাসে বেতন কত টাকা দিবে এ বিষয়গুলো আগে থেকেই

জেনে আসা ভালো তাই আপনারা আগে থেকেই কোম্পানির সাথে কথা বলে তার পরে আসবেন।

কৃষি ভিসায় কেন যাবেন

কৃষি  ভিসায় কেন যাবেন: আমরা এখন আপনাদের সাথে আলোচনা করবো পর্তুগাল কৃষি ভিসায় কেন

যাবেন সে বিষয় টি নিয়ে। বর্তমানে পর্তুগাল কৃষি ব্যবস্থা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ জন্য এশিয়া

মহাদেশ সহ বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে কৃষি কাজের লোক নিয়োগ দেবে বলে নিশ্চিত করেছে বর্তমান

সরকার।তাছাড়া যারা অন্যান্য কাজের জন্য আছেন তারা ভালো পরিমাণে বেতন পাচ্ছে। সে তুলনায়

কৃষকের ব্যাপকভাবে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাবে বলে নিশ্চিত করা যাচ্ছে। এজন্য স্বপ্নের

জায়গাতে যাওয়ার জন্য অনেকটাই সুবর্ণ সুযোগ কৃষি কাজ। তাই যাদের কৃষি কাজের দক্ষতা আছে তারা

খুব সহজেই যেতে পারবেন এবং বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবেন। যে খাতগুলোতে দক্ষ কর্মী

নেওয়ার পরিকল্পনা রয়েছে সেগুলো হল- নির্মাণ, পর্যটন খাত, খাবারের দোকান ও ফ্রিল্যান্সার। ক্যাটাগরির

নাম দেওয়া হচ্ছে জব সার্চ ভিসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন যাবেন কৃষি ভিসা নিয়ে।

পর্তুগাল চাহিদাসম্পন্ন কাজ

পর্তুগাল চাহিদাসম্পন্ন কাজ: পর্তুগাল কৃষি ভিসা আপনারা যারা যাবেন তাদের অবশ্যই জেনে যাওয়

উচিত কোন কাজের চাহিদা বেশি রয়েছে। সুতরাং কৃষি বিষয়ে চাহিদা সম্পর্কে জানতে চাইলে আপনারা

আমার এই লেখা টি ভালোভাবে  পড়ুন। বর্তমানে কৃষি বিষয়ে যে সমস্ত কাজের লোক নেবে তা হল- খামার,

বাগান বাড়ি, গবাদি পশু পালন, ফুল বাগান ও ফল বাগান সহ বিভিন্ন কৃষি খাতে লোক নিবে। তাই সে

অনুযায়ী আপনার আবেদন করতে পারবেন। তবে বর্তমান কৃষিকাজে লোকসানের কারণে দ্রুত সেখানে

কর্মী সংগ্রহ করবে বলে নিশ্চিত করেছে তারা। বাংলাদেশ থেকে অনেক কৃষক সেখানে গিয়ে কৃষিকাজে

ভালো পরিমাণ টাকা ইনকাম করেছে। তার নিজেরা জমি লিজ নিয়ে সেখানে কাজ করেছে এবং পর্তুগালের

বাজার গুলোতে তারা শাকসবজি সাপ্লাই দিচ্ছে।

শেষ মন্তব্য

আজকের মত এখানেই শেষ করছি পর্তুগাল কৃষি ভিসা ও আবেদন লেখা টি। আপনারা যারা পর্তুগাল

কৃষি ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য এটি একটি সুন্দর তথ্যমূলক লেখা। আপনারা যদি এরকম আরো

সুন্দর সুন্দর তথ্যমূলক লেখা পেতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমার সাইটে যে

লেখাগুলো আছে তা আপনারা পড়তে পারেন। আশা করি ভালো লাগবে। আপনাদের সাথে নিম্নে কিছু

লেখার লিংক শেয়ার করলাম। প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ

সবাইকে পর্তুগাল কৃষি ভিসা ও আবেদন লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য।

একই বিষয়ে পড়তে পারেনঃ

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *