Skip to content

দুবাই হাউজ ড্রাইভিং ভিসা বেতন কত ও সিকিউরিটি গার্ড কোম্পানি

দুবাই ড্রাইভিং ভিসা বেতন

দুবাই ড্রাইভিং ভিসা বেতন-পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছরই

এই দেশটিতে লক্ষ লক্ষ লোক আগমন হয়ে থাকে। আর এজন্যই এই দেশে যানবাহন চলাচল করে প্রচুর।

বিশেষ করে প্রাইভেটকার দেখা যায় অনেক বেশি। এজন্যই প্রতিবছর প্রচুর ড্রাইভার নিয়োগ করে থাকে।

যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ দেশটিতে ড্রাইভিং করার জন্য অনেকেই গিয়ে থাকেন। আর তাই

সাধারণত সবার মনে প্রশ্ন জাগে আমি যদি একজন ড্রাইভার হিসেবে সেই দেশে যাই তবে বেতন কত হবে?

আবার যদি হাউস ড্রাইভিং ভিসায় যাই তবে সে ক্ষেত্রে বেতন কত হবে? আবার অনেকেই সিকিউরিটি গার্ড

হিসেবে সে দেশে যেতে চান। সে ক্ষেত্রে বিভিন্ন সিকিউরিটি কোম্পানির তালিকা খুঁজতে থাকেন। এটা বুঝার

জন্য যে কোন কোম্পানিগুলো ভালো। আর এই সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের দুবাই

ড্রাইভিং ভিসা বেতন লেখায়  তার জন্য আমাদের সাথেই থাকুন।

দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?

দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?– যারা দুবাই ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছে ,তাদের জন্য দুবাই হচ্ছে

সবচেয়ে সুন্দর জায়গা। কারন এই দেশের রোড অনেক ভালো, আপনি খুব সহজেই ড্রাইভিং করতে

পারবেন। এছাড়াও এই দেশটিতে হাউজ ড্রাইভার,বাইক ড্রাইভার,লাইট ড্রাইভার ও কোম্পানি ড্রাইভার বা

ডেলিভারি ম্যান হিসেবে ড্রাইভার নিয়োগ করে থাকে । তবে কোম্পানি ও ব্যক্তিমালিকানার ক্ষেত্রে বেতনের

ভিন্নতা রয়েছে। আপনি যদি কোম্পানিতে ড্রাইভার হিসেবে আসেন তবে বেতন হবে ১৫০০ থেকে ২০০০

দেরহাম হয়ে থাকে। আর যদি হাউজ ড্রাইভার হিসেবে আসেন তবে বেতন পাবেন ১১০০ থেকে ১৫০০

দেরহাম। আবার অনেকেই এই দেশে ড্রাইভিং ভিসা নিয়ে নিজের গাড়ি ভাড়ায়, অথবা কমিশন ভিত্তিতে

গাড়ী চালিয়ে থাকেন। সে ক্ষেত্রে অনেকেই অনেক টাকা রোজগার করে থাকেন। তাই আমি শুধু

আপনাদেরকে একটি ধারণা দিতে পারি, আপনি যদি ড্রাইভিং ভিসায় আসেন তবে ১১০০ থেকে ৩৫০০

দিরহাম পর্যন্ত ইনকাম করতে পারবেন।

দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩

দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩– এই দেশটিতে যে সকল লোক বসবাস করে তাদের আচার-

ব্যবহার অনেক ভালো হওয়ায় অনেকেই ইচ্ছে পোষণ করে থাকেন যে দুবাই হাউজ ড্রাইভার ভিসা তারা

কাজ করবে। আর এই জন্যই বিভিন্ন সময়ে ইন্টারনেটে খোঁজ করতে থাকেন দুবাই হাউজ ড্রাইভার ভিসা

নিয়োগ বিজ্ঞপ্তি গুলো। আর তাই আপনি আমাদের সাইটে খুব সহজেই পেয়ে যাবেন দুবাই হাউস ড্রাইভিং

নিয়োগ বিজ্ঞপ্তি গুলো। আর যেখানে প্রতিনিয়ত আপডেট তথ্য পেয়ে যাবেন। আমাদের দেয়া নিচের

লিংকে ক্লিক করুন সেখান থেকে আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি সেখানে

দেওয়া নিয়ম অনুযায়ী আপনার আবেদনটি খুব সহজেই করতে পারবেন। এর জন্য এই  লিংকে ক্লিক

করুন

দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩

দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩

আরব -আমিরাত সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩

দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩– সিকিউরিটি গার্ড যে চাকুরি তা অনেক বেশি আরামদায়ক,

এবং নিরাপদ। বিশেষ করে যারা সৈনিকের চাকরি করেছেন, এবং তাড়াতাড়ি অবসর নিয়েছেন। তাদের

জন্য বিদেশে সিকিউরিটি গার্ডের চাকরি হচ্ছে অনেক সম্মানের, এবং আরামের। তাই অনেকেই দুবাই

সিকিউরিটি গার্ড এর আসার জন্য চেষ্টা করে থাকেন। সেই জন্য তারা বিভিন্ন কোম্পানির নামগুলো খুঁজতে

থাকেন, যে কোন কোম্পানি ভালো। তাদের উদ্দেশ্য আজকে আমি এখানে নিম্নে দুবাই সিকিউরিটি গার্ড

কোম্পানির তালিকা প্রকাশ করব। যাতে করে আপনি উক্ত কোম্পানীর বিভিন্ন বিষয় দেখে সহজেই বুঝতে

পারেন কোন কোম্পানিটি আপনার জন্য ভালো হবে। যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন

কম্পানিতে আপনি আসতে চান।

দুবাই ড্রাইভিং ভিসা বেতন এর শেষ কথা

দুবাই ড্রাইভিং ভিসা বেতন লেখার পরিশেষে এ কথাটাই বলতে পারি আপনি যদি ড্রাইভিং এর মত দক্ষতা

অর্জন করতে পারেন , তবে এই দেশটিতে আপনি অনেক ভালো পরিমাণে আয় রোজগার করতে পারবেন।

কারণ এখানে আপনি ইচ্ছে করলে ফ্রি ভাবে ভাড়ায় গাড়ি চালাতে পারবেন, এছাড়াও বিভিন্ন কোম্পানির

মালামাল ডেলিভারির কাজ করতে পারবেন। দুবাইয়ের ব্যাপারে আমাদের আরো অনেকগুলো লেখা আছে,

এবং বিদেশের ব্যাপারে সব সময় আমরা আপডেট তথ্য শেয়ার করে থাকি। আপনি ইচ্ছে করলে আমাদের

সাইড মাঝেমধ্যে ভিজিট করতে পারেন। যদি এই লেখাটা ভালো লেগে থাকে তবে কমেন্ট করে

জানাবেন,আর অন্য কোন বিষয়ে জানার থাকলে আমাদের লিখতে পারেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ

পর্যন্ত দুবাই ড্রাইভিং ভিসা বেতন  লিখাটি পড়ার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন আপনার বিদেশ যাত্রা শুভ

হোক।

একই জাতীয় আরো লেখা :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial