Skip to content

দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি ও জন সংখ্যা কত?

দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব দক্ষিণ কোরিয়া রাজধানী নাম

কি বিষয় টি নিয়ে। আপনারা যারা দক্ষিণ কোরিয়া যেতে চান তারা যাওয়ার আগে অবশ্যই রাজধানীর নাম

জানতে চান। দক্ষিণ কোরিয়া উত্তর – পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপ এর দক্ষিণ অংশ টি নিয়ে

গঠিত। আর এর সরকারি নাম হল কোরিয় প্রজাতন্ত্র । দক্ষিন কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া ,পূর্বে জাপান

সাগর, দক্ষিণ – পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে। আর পশ্চিমে পীত সাগর।

দেশটির সবেচেয়ে বড় শহর হল সিউল। আপনাদের আর একটি কথা জানায় যে , দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে

কোরীয় উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের

সেনারা দখল করে রেখেছিল। ১৯৪৮ সালে এ থেকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব

হয় । ১৯৫০ থেকে ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া ১৯৯০ সালে এসে বিশ্বের

সবচেয়ে বড় অর্থনীতিগুলির একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে এশিয়ান চার ড্রাগনয়ে পরিণত হয়।

আমরা দক্ষিণ কোরিয়া সম্পর্কিত অনেক কথা জানলাম । আসুন এখন আমরা নিম্নে বিস্তারিত ভাবে জেনে

নেই দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি –

দক্ষিণ কোরিয়া রাজধানীর নম কি?

দক্ষিণ কোরিয়া রাজধানীর নম কি?

দক্ষিণ কোরিয়া রাজধানীর নম কি?: আপনারা যারা দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম জানতে চান তারা

আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন। আসুন আমরা রাজধানীর নাম জেনে নিই দক্ষিণ কোরিয়ার

রাজধানীর নাম হল , “সিউল”। আর কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে থাকে সউল। ইনছন আন্তর্জাতিক

বিমানবন্দর থেকে এটি ৬০ কিলোমিটার দূরত্বে এই অত্যাধুনিক শহর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর দক্ষিণ

কোরিয়ায় সিউল ছাড়াও আরো ছয় টি মেট্রোপলটন শহর আছে। আর এগুলোর নাম হল , বুসান, ইনছন

, দেগু, দেজন, কোয়াংজু ও উলসান। আর এছাড়াও সেজং সিটি নামে একটি বিশেষ মেট্রোপলটন শহর

আছে। আর আপনাদের আরও জানাই যে ,বুসান শহরে প্রতি বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন

করা হয়। যা পুরো বিশ্বে খ্যাতি পেয়েছে। আর এরপরেও পর্যটন শহর হিসেবে জেজু দ্বীপ উন্নত বিশ্বে খুবি

সুপরিচিত।

দক্ষিণ কোরিয়া জন সংখ্যা কত?

দক্ষিণ কোরিয়া জন সংখ্যা কত?: আপনারা যারা জন সংখ্যার কত  জানতে চান তাদের জন্য আমার এই

লেখা। দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্র । তাই বাংলদেশ থেকে অনেক মানুষ পাড়ি জমায় দক্ষিণ

কোরিয়ায়। আপনারা যারা দক্ষিণ কোরিয়া গেছেন বা যাবেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন আবার কেউ

কেউ গুগলে সার্চ করে থাকুন যে দক্ষিণ কোরিয়া জন সংখ্যা কত আবার কেউ প্রশ্ন করে থাকেন যে,

রাজধানীর নম কি। আর এই সমস্ত প্রশ্ন যাদের মনে আছে তাদের মনের শংসয় দূর করতে আমরা এই

লেখার মাধ্যমে জানাবো যে জন সংখ্যা কত । আসুন আমরা জেনে নেই দক্ষিণ কোরিয়া মূলত জন সংখ্যা

কত? , জন সংখ্যা হল – ২০১৭ সালের হিসেব অনুযায়ী ৫১,৪৪৬,২০১ জন। আশা করি আপনারা দক্ষিণ

কোরিয়া রাজধানীর নম কি এবং জন সংখ্যা কত তা জানতে পারছেন।

দক্ষিণ কোরিয়ার আয়তন কত?

দক্ষিণ কোরিয়ার আয়তন কত?: আপনারা যারা উত্তর – পূর্ব এশিয়ার একটি দেশ যা উপদ্বীপের দক্ষিণ

অংশ টি নিয়ে গঠিত সেই দক্ষিণ কোরিয়ার আয়তন কত জানতে চান তাদের জন্য আমার এই লেখার

মাধ্যমে জানাবো যে দক্ষিণ কোরিয়ার আয়তন কত। আপনারা কেউ জানার জন্য আবার কেউ হঠাৎ করে

মনে করেন যে দক্ষিণ কোরিয়ার আয়তন কত । এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমার এই লেখার মাধ্যমে।

আপনারা যারা না জানেন তারা আমার এই লেখার মাধ্যমে জেনে নিবেন আর যারা জানেন তারা তো

জানেনি। তাই যারা না জানেন তাদের জন্য জানাই যে , দক্ষিণ কোরিয়া আয়তন হল , ১,০০,২১০

বর্গকিলোমিটার ( ৩৮,৬৯০ বর্গমাইল) । আপনারা যারা জানতে ইচ্ছুক তারা এই লেখার মাধ্যমে জানতে

পেরেছেন আশা করি।

দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি এর শেষ কথা

আপনারা যারা দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি জানতে চেয়েছিরেন তারা আমরা এই লেখাটির মাধ্যমে

জানতে পেরেছেন আশা করি। এটি একটি জ্ঞান মূলক লেখা। আপনারা যারা এই বিষয় জানতে চান তারা

আমার এই লেখা থেকে উপকৃত হইবেন আশা করি। এছাড়াও যদি আপনাদের আরও কোন বিষয় জানার

থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো । কারণ আমরা প্রতি

‍দিন বিদেশের ব্যাপারে আপলোড করে থাকি। তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে জানতে চান তারা

আমার এই সাইট নিয়মিত দেখলে জানতে পারবেন অনেক কিছু । আর আপনাদের জন্য নিম্নে আমার লেখা

কিছু লিংক শেয়ার করলাম। ভালো মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। আজকের মত

ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দক্ষিণ কোরিয়া রাজধানীর নাম কি লেখা টি। আপনারা সাবাই ভালো

থাকুন সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

আরো একই বিষয়ে পড়তেঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial