সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ পোল্যান্ড ভিসা এজেন্সি লেখাতে। যে লেখাটির মাধ্যমে
আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় উপস্থাপন করব , যে তথ্যগুলো জানার পর আপনি খুব
সহজেই যেকোন ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনি যদি পোল্যান্ডের ভিসা
পেয়ে থাকেন, অথবা কেউ আপনাকে পোল্যান্ডের ভিসা দিয়ে থাকে তবে আপনি সেই ভিসা কিভাবে চেক
করতে পারবেন। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব । আরো আলোচনা করব আপনি কোথায়
পোল্যান্ডের ভিসা এজেন্সি পাবেন। আর তাই এ সকল বিষয় জানার জন্য পোল্যান্ড ভিসা এজেন্সি
বিস্তারিত পড়তে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত।
পোল্যান্ড ভিসা চেক দেয়ার সহজ উপায়
পোল্যান্ড ভিসা চেক দেয়ার সহজ উপায়- ভিসার বিষয়ে অনেকেই প্রতারণা করে থাকে। অনেক সময়
দেখা যায় তারা পাসপোর্টে ভূয়া ভিসা লাগানোর মাধ্যমে জালিয়াতি করে থাকে। এতে করে তারা মোটা
অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ভেগে যায়। তাই আজকে আমি এই লেখার মাধ্যমে সেই ধরনের প্রতারণার হাত
থেকে বাঁচার জন্য উপায় বলে দিব। কিভাবে আপনি ঘরে বসেই ভিসা চেক করতে পারেন। বিশেষ করে
যারা পোল্যান্ড যেতে চাচ্ছেন। আপনি সাধারণত দু-ভাবে এই দেশের ভিসা চেক করতে পারবেন আর তা
নিচে বিস্তারিত বর্ণনা করা হলো –
পোল্যান্ডের ভিসা চেক ওয়ার্কপারমিট দিয়ে
পোল্যান্ডের ভিসা চেক ওয়ার্কপারমিট দিয়ে– যখন আপনি সেখানে ভিসা করার জন্য ওয়ার্কপারমিট
হাতে পাবেন তখন সেই কাগজটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন এটি আসল নাকি নকল।
আর এর জন্য আপনাকে দেখতে হবে কাগজটির অপর পিঠে সরকার কতৃক সিল, সরকারী অফিসার
কতৃক স্বাক্ষর ও কম্পানির সিল ও নাম ঠিকানা। এ সকল কিছুই আসল থাকবে কোন ধরনের প্রিন্ট বা
ফটোকপি থাকবেনা। তাই আপনি যদি দেখেনে এটাতে কম্পানির ঠিকানা ও মোবাইল নাম্বার দেয়া আছে
তবে সেই মোবাইল নাম্বারে ফোন করে আপনার এই কাগজ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তারা যদি
আপনাকে জেনুইন কাগজ দিয়ে থাকে তবে আপনাকে সবকিছু জানিয়ে দিবে। তবেই আপনি বুঝতে
পারবেন ভিসাটি সঠিক।
NIP ও KRS নাম্বার দিয়ে পোল্যান্ডের ভিসা চেক
NIP ও KRS নাম্বার দিয়ে পোল্যান্ডের ভিসা চেক– ওয়ার্কপারমিটের সাথে আপনাকে কম্পানি আপনার
থাকার জন্য একটি একোমোডেশন লেটার দিবে যেখানে কম্পানির NIP ও KRS নাম্বার দেয়া থাকবে। যে
নাম্বার দিয়ে আপনি অনলাইনে খুব সহজেই কম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যদি দেখেন
সকল কিছু ঠিক আছে তবে ধরে নিতে পারেন। আপনার ভিসাটি আসল। আর আপনাদের সুবিধার জন্য
এই লিংকটি শেয়ার করা হলো এখান থেকে আপনি আপনার কাগজটি চেক করে নিতে পারেন।
( পোল্যান্ডের কম্পানি চেক করার জন্য এখানে ক্লিক করুন )
পোল্যান্ড ভিসা এজেন্সি
পোল্যান্ড ভিসা এজেন্সি- বিভিন্ন প্রয়োজনেই আপনাকে এই ভিসা এজেন্সিতে যেতে হবে। আর তার
জন্য অনেকেই এই ধরনে ভিসা এজেন্সি খোঁজ করে থাকে। তাই তাদের জন্য আজকে আমি এখানে
পোল্যান্ডের ভিসা এজেন্সির ঠিকানা আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনি সেখানে খুব
সহজেই যেতে পারেন। তবে আপনাদের জানার জন্য বলা বাংলাদেশে এই দেশের কোন ভিসা এজেন্সি
নেই। তাই আপনাকে ইন্ডিয়া গিয়ে সকল কাজ সম্পন্ন করতে হবে। আর নিচে এই অফিসের ঠিকানা দেয়া
হলো। যদি আপনি ঘরে বসেই অনলাইনে পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে চান তবে আমাদের এই
( অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন ) লেখাটি পড়তে পারেন।
শেষ বক্তব্য
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের উপরোক্ত পোল্যান্ড ভিসা এজেন্সি
লেখাটি। আশাকরি এই লেখার মাধ্যমে আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করতে পেরেছি। এছাড়াও
পোল্যান্ডের ভিসার বিষয়ে আমাদের আরো অনেক লিখা আছে। আশাকরি সেই লেখাগুলোও আপনাদের
অনেক উপকারে আসবে । আপনাদের উপকারের জন্য নিচের লেখাগুলোর লিংক শেয়ার করে দেওয়া
হলো। আপনি ইচ্ছা করলে সেখান থেকে লেখাগুলো পড়ে নিতে পারেন। এছাড়াও আপনার যদি আরো
কোন ধরনের প্রশ্ন থাকে তবে আমাদের কাছে করতে পারেন। আশা করি আমরা পরবর্তীতে সেই বিষয়ে
জানিয়ে দিব। লেখা টি ভাল লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম থেকে শেষ
পর্যন্ত পোল্যান্ড ভিসা এজেন্সি লেখাটা পড়ার জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আল্লাহ হাফেজ।
একই বিষয়ে পড়তে পারেনঃ
পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি
ইতালির ভ্রমণ ভিসার জন্য খরচপোল্যান্ড মুসলিম
পোল্যান্ডের টাকার নাম কি? / পোল্যান্ড মুদ্রা
পোল্যান্ড ভিসা ফ্রম বাংলাদেশ জন্য পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা