কসোভো ভিসা আবেদন ও যেতে কত দিন লাগে

আশাকরি সকলেই ভালো আছেন, আজকে আপনাদের সাথে আলোচনা করবো কসোভো ভিসা আবেদন

বিষয় নিয়ে। আপনারা যারা ইউরোপ এর দেশ কসোভোতে যেতে চান তারা ভিসা আবেদন সম্পর্কে ভালো

ভাবে জানতে চাইলে আমার  এই লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আপনি কি

সুন্দর একটি দেশ কসোভো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন । তাহলে কসোভো সম্পর্কে শুনুন কসোভো হল

সার্বিয়ার একটি প্রদেশ । এখন বর্তমানে যুদ্ধে জয় লাভ করে একটি দেশে পরিণত হয়েছে। আর তাই এই

দেশে যারা যেতে চান তার জেনে নিন যে কি ভাবে কসোভো যাওয়ার জন্য ভিসা আবেদন করতে হয়। আর

তাই আপনাদের জন্য কসোভো ভিসা আবেদন সম্পর্কে বিস্তারিত ভাবে নিম্নে আলোচনা করা হল । আসুন

তাহলে আমরা জেনে নেই কি ভাবে কসোভো ভিসা আবেদন করতে হয় –

কসোভো ভিসা আবেদন

কসোভো ভিসা আবেদন

কসোভো ভিসা আবেদন : আপনারা যারা   ইউরোপ এর ছোট্ট একটি দেশ কসোভোতে যাওয়ার চিন্তা

করছেন তারা আগে জেনে নিন যে , যাওয়ার জন্য কি ভাবে আবেদন করবেন। আমার এই লেখা পড়তে

থাকুন তাহলে জানতে পারবেন যে কি ভাবে আবেদন করবেন। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কসোভোতে

যেতে চান তাহলে প্রথমে আপনাকে একটি ভিসার জন্য আবেদন করতে হবে। আর বাংলাদেশ এম্বাসির

মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যদি নিজে নিজে করতে চান তাহলে আপনি

অনলাইন এর মাধ্যমে কসোভো এম্বাসি ওয়েবসাইট থেকে করতে পারবেন। আর ভিসা আবেদন এর জন্য

আপনার কিছু কগজপত্র এর প্রয়োজন হবে। আর আপনি যদি দূতাবাস এর মাধ্যমে করেন তাহলে দূতাবাস

এর কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। আর আপনাকে এম্বাসিতে ডাকা হলে সেই মিটিং এ আপনার

এম্বাসি থেকে যে সকল কাগজপত্র সাথে আনতে বলে সেই সকল কাগজপত্র সাথে আনবেন এবং মিটিং এ

সাক্ষাত শেষ করে আপনি আপনার দূতাবাস বা কনস্যুলেটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। আপনার

দূতাবাস সিদ্ধান্ত জানালে সেই অনুযায়ী আপনি রেডি হবেন।

কসোভো ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

কসোভো ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র : আপনারা যে দেশেই যান না কেনো আপনার

কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবেই ।  তেমনি আপনি যদি কসোভো যেতে চান তাহলে আপনার কিছু

কগজপত্র লাগবে। আর এই কাগজপত্র সংগ্রহ করে অবশ্যই আপনাকে দূতাবাস এ গিয়ে জমা দিতে হবে।

আপনার যা যা কগজপত্র লাগবে তা নিম্নে উল্লেখ করা হল –

  • প্রথমত আপনার লাগবে হল ভিসা আবেদন এর ফরম । এই ফরম টি আপনারা অনলাইন এর মাধ্যমে কসোভো এম্বাসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
  • আপনার একটি বৈদ পাসপোর্ট লাগবে যার মেয়াদ কাল থাকতে হবে সর্বনিম্ন ৬ মাস।
  • এরপর আপনার লাগবে হল পাসপোর্ট সাইজের ছবি যার ব্যাক গ্রাউন্ড থাকতে হবে সাদা ।
  • আপনার মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
  •  তারপরে একটি কাভার লেটার লাগবে।
  • আপনার এনআইডি কার্ডের ফটো কপি লাগবে।
  • করোনা টিকা কার্ড লাগবে।

উপরোক্ত কাগজপত্র গুলো ছাড়া যদি আপনার আরও কোনো ডকুমেন্ট এর প্রয়োজন হয় তাহলে

আপনাকে দূতাবাস থেকে আগেই জানিয়ে দিবে।

কসোভো যেতে কত দিন লাগে

কসোভো যেতে কত দিন লাগে : আপনারা যারা কসোভোতে যেতে চান, তারা যখন এজেন্সির সাথে কথা

বলেন তখনি জিজ্ঞাস করে থাকেন যে কসোভো যেতে কত দিন লাগতে পারে । তাই আপনারা যারা এই কথা

টি জানতে চান তাদের জন্য এই লেখার মাধ্যমে জানাবো যে কসোভো যেতে কত দিন লাগতে পারে। আসুন

আমরা লেখা টি মনোযোগ সহকারে পড়ে জেনে নেই যে, কসোভো যেতে কত দিন লাগে। আপনি যদি

কসোভোতে যেতে চান তাহলে আপনার ভিসা হতে সময় লাগেব নিম্নে এক মাস । আবার কারণ বসত

এজেন্সি ভেদে সময় লাগতে পারে ৩ থেকে ৬ মাস। আপনারা যারা  ইউরোপ এর ছোট্ট দেশ কসোভো

যাবেন তারা এখন বর্তমান সময়ে ৬ মাসের মধ্যেই যেতে পারবেন। আপনারা অনলাইন এর মাধ্যমে

কসোভো এম্বাসি ওয়েবসাইট থেকে আবেদন করে কসোভোতে যেতে পারবেন বা কোন এজেন্সির মাধ্যমেও

যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কসোভো যেতে কত দিন লাগতে পারে।

কসোভো ভিসা আবেদন এর শেষ কথা

আজকে আপনাদের জানালাম যে কি ভাবে কসোভো ভিসা আবেদন করতে হয় । আপনারা যারা

কসোভো যাবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেখা এটি । আপনারা যদি কসোভো সম্পর্কে আরও কিছু

জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো। কারণ

আমরা বিদেশের ব্যাপারে সব সময় তথ্য দিয়ে থাকি । তাই আপনারা যারা জনতে ইচ্ছুক তারা আমার এই

ওয়েবসাইট থেকে জানতে পারবেন। নিম্নে আপনাদের জন্য কিছু লেখার লিংক দেওয়া হল প্রয়োজন মনে

করলে পড়তে পারেন আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই কসোভো ভিসা

আবেদন লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে

দেখবেন।

আরো একই বিষয়ে পড়তেঃ

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *