অস্ট্রেলিয়ার ভিসা চালু দাম কত ও সরকারিভাবে যাওয়ার আবেদন শুরু

অস্ট্রেলিয়ার ভিসার দাম কত?– আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আর আপনাদের জন্যই উপস্থাপন করা হল নতুন একটি গুরুত্বপূর্ণ লেখা। যে লেখাটা আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।

তাই এ লেখার মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব, অস্ট্রেলিয়ার ভিসা কত ধরনের? অস্ট্রেলিয়ার ভিসার দাম কত? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ায় সরকারিভাবে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অস্ট্রেলিয়ার ভিসার দাম কত? লেখাটি পড়তে থাকুন, এবং জেনেনিন গুরুত্বপূর্ণ বিষয় সমুহ সম্পর্কে।

অস্ট্রেলিয়ার ভিসা চালু

অস্ট্রেলিয়ার ভিসা চালু- বিশেষ করে যারা বিভিন্ন প্রয়োজনে সুন্দর এই দেশটিতে যেতে চান, তাদের জন্য জানা প্রয়োজন যে আমি যদি এই দেশে যেতে চাই তবে কি ধরনের ভিসার মাধ্যমে সেখানে যেতে পারবো? আর এর উপর নির্ভর করে তাকে সকল কাগজ পত্র ও যোগ্যতা অর্জন করতে হয়।

যদিও বিভিন্ন সময় এই দেশটিতে কর্মী নিয়োগের ব্যাপারে আপত্তি ছিল কিন্তু বর্তমানে প্রচুর কর্মী সংকটের কারনে সেখানে কাজের ভিসা চালু রয়েছে। এছাড়াও বর্তমানে অস্ট্রেলিয়ার সরকার কতৃক অনুমোদধিত ছয় ধরনের ভিসা চালু রয়েছে এবার আপনি যে ভিসায় যেতে চান সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার । আর এই সকল ভিসা গুলো হলো-

  •  Australian Visitor visas,
  • Working and skilled visas,
  • Studying visas,
  • Family and spousal visas,
  • Other visas,
  • Repealed visas (these visas are not available to apply for as the main applicant)।

এবার আপনার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী যে ভিসা পেতে আপনার জন্য সহজ হবে সেই ভিসা নিয়ে যেতে পারেন অন্যতম সুনন্দর এই দেশটিতে। এছাড়াও ভিসা বিষয়ে আরো কোন তথ্য বিস্তারিত জানতে চাইল আমার দেয়া এই লিংকে ক্লিক করতে পারেন। এবং সেখান থেকে ভিসা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। অস্ট্রেলিয়ার ভিসা বিষয়ে বিস্তারিত জানতে (এখান ক্লিক করুন)

অস্ট্রেলিয়ার ভিসার দাম কত?

অস্ট্রেলিয়ার ভিসার দাম কত?- এই বিষয়টি আসলে অনেক সময় নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিসায় অস্ট্রেলিয়া যাচ্ছেন তার উপর। কারণ একেক ধরনের ভিসার খরচ একেক রকম। তাই কেউ আপনাকে নির্ধারণ করে বলতে পারবেনা যে অস্ট্রেলিয়ার ভিসার দাম কত?

এছাড়াও দালাল বা এজেন্সির কারণেও অনেক সময় এই দাম নির্ধারিত হয়ে থাকে। তাই আপনাদের সুবিধার জন্য যে সকল ভিসায় বেশিরভাগ মানুষ যায় সেই সকল ভিসার দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো-

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ড ভিসার খরচ

অস্ট্রেলিয়ার অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান খুব সহজ শর্তে তাদের দেশে স্টুডেন্ট লেখাপড়া করার জন্য

গ্রহণ করে থাকে। সে ক্ষেত্রে তারা অনেক সময় টিউশন ফি পর্যন্ত ফ্রি করে দেয়। এই দেশের লেখা পড়ার

মান ভালো হওয়ায় বিশ্বের অনেক দেশ থেকেই দেশটিতে শিক্ষা গ্রহণের জন্য ছাত্ররা গিয়ে থাকেন।

সেক্ষেত্রে বাংলাদেশেও এর ব্যাতিক্রম নয়। তাই অনেক ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে সেখানে যায় লেখাপড়া

করার জন্য। আর এই সুযোগে অনেকেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। আর সেখানে স্থায়ীভাবে বসবাস

করার সুযোগ থাকাতে ছাত্র/ছাত্রী দের কাছে সবার চেয়ে পছন্দের তালিকা অস্ট্রেলিয়া। তাই স্টেুডেন্ড

ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কিছু A to Z হিসাব করলে দেখা যায় মোটামুটি ১৩ থেকে ১৫ লক্ষ

টাকার মতো প্রয়োজন পড়ে। তবে এই অংক একটু কম বা বেশি হতে পারে যা আপনার টিউশন ফির উপর

নির্ভর করে।

অস্ট্রেলিয়ার কাজের ভিসার খরচ

প্রচুর কর্মী সংকট দেখা যাওয়ার পরথেকেই এই দেশের সরকার বিভিন্ন দেশ থেকে তাদের দেশে কর্মী

নিয়োগ করে আসছে। বাংলাদেশ থেকেও অনেক লোক ইতিমধ্যে সেখানে গেছে। তবে দেখা যায় সরকারী

ও বেসরকারী উভয় ভাবেই সেখানে লোক নিয়োগ করা হয়ে থাকে। তাই আপনি যদি এই দেশটিতে কাজের

জন্য যান তবে আপনার খরচ হবে অনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার মত। তবে অনেক সময় দেখা যায়

দালাল চক্র বা এজেন্সি এ থেকে কয়েক গুন বিশ টাকা হাতিয়ে নিয়ে থাকে।

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার খরচ

করনার পরবর্তী সময়ে ভিজিটরদের জন্য সেই দেশের সরকার আরো বেশি নমনীয় হয়েছে। আগে যেখানে

ভিসা প্রাপ্তির হার অনেক কম ছিল এখন সেখানে এই ভিসা প্রাপ্তির সংখ্যা বেড়ে গেছে অনেক গুন বেশি

হারে। আপনি যদি কয়েকটি কায়টেরিয়া পূর্ণ করতে পারেন তবে খুব সহজেই পেয়ে যাবেন এই দেশের

ভিসা। তাই আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি আপনি যদি এই দেশটিতে বেড়াতে যান বা অন্যকোন কাজে

ভিজিট করতে যান তবে যে খরচ হবে তাহলো – যে আপনাকে স্পন্স করবে তার দিতে হবে ২৭৭০

অস্ট্রেলিয়ান ডলার । আর আপনাকে ভিসা ফি বাবাদ ভিএফএস অফিসে জমা দিতে হবে ৩২৫ ডলার।

এছাড়াও আপনাকে হেলথ বীমার জন্য ২২০২ ডলার খরচ করতে হবে। তবে অনেক সময় দেখা যায়

দালাল চক্র বা এজেন্সি এই টাকার পরিমাণ আরো অনেক বেশি নিয়ে থাকে। আমি এখানে সম্পূর্ণ খরচ

বলবোনা কারণ যারা ভিজিটে যায় তাদের বিমান ভাড়া ও থাকা খাওয়ার উপরেও নির্ভর করবে খরচের

পরিমাণ তবে আপনাকে মধ্যম লেবেলের যাত্রীর একটি খরচ ধারনা দেয়া যেতে পারে আর তাহলো বিমান

ভাড়া ৭০০০০ থেকে ১ লক্ষ টাকা আর প্রতিদিন খরচ বাংলাদেশী ১৫ থেকে ২০০০০ হাজার টাকার মত। সব

মিলিয়ে দেখা যাবে ২৫ দিনের একটি ট্যুরে ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে।

অস্ট্রেলিয়ার ফ্যামেলি বা স্পাউস ভিসার খরচ

আপনি যদি অস্ট্রেলিয়া লেখা পড়া বা কাজের জন্য যান তবে সেখানে আপনা স্পাউস নিতে পারবেন। তার

জন্য যে পরিমাণে খরচ হয় তাহলো ভিসা ফি খরচ ৪৭০ ডলার এর সাথে হেলথ কেয়ার ফি জমা দিতে হবে

এর সাথে ১১ হাজারের ডলার। এছাড়াও আপনি যদি বিস্তারিত জানতে চান বা অনলাইনে নিজেই আবেদন

করতে চান তাদের জন্য নিচে অস্ট্রেলিয়ান সরকারী লিংক শেয়ার করা হলো যেখান থেকে আপনি নিজেই

সকল খরচ জমা দিয়ে আবেদন করতে পারবেন। (স্পাউস ভিসার জন্য অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন)

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু ২০২৩

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু ২০২৩- বর্তমানে বাংলাদেশ থেকে সরকারীভাবে

অস্ট্রেলিয়া লোক নিয়োগ করা হচ্ছে। আর সামনের দিন গুলোতেও দেখা যাবে লোক নিয়োগ করা হবে।

কারণ বর্তমানে এই দেশটিতে প্রচুর কর্মী সংকট রয়েছে । যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক

নিয়োগ করে তারা তাদের কর্মীর ঘাটতি পূরনের জন্য চেষ্টা করছে। তাই আপনি যদি অধিক ইনকাম করতে

চান তবে আপনার জন্য অস্ট্রেলিয়া হচ্ছে সবথেকে ভালো স্থান কারণ এখানে শ্রমিকদের উচ্চ বেতন প্রদান

করা হয়ে থাকে। এবার বলা যাক আপনি কিভাবে সরকারী ভাবে সে খানে যেতে পারেন। বাংলাদেশ সরকার

কতৃক পরিচালিত প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে আপনার সকল যোগ্যতার কাগজ জমা দিয়ে সেখান

থেকে যেতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে তাদের সাইটের লিংক শেয়ার করা হলো যাতে করে

আপনি সেখানে গিয়ে বিস্তারিত দেখে আপনার আবেদন জমা দিতে পারবেন।

 ( বোয়েসেল অস্ট্রেলিয়া জরুরী নিয়োগ )

শেষ উক্তি বা নিবেদন

অস্ট্রেলিয়ার ভিসার দাম কত? লেখার পরিশেষে বলতে চাই, আপনারা যে কোন ধরনের ভিসা নিয়ে

বিদেশে যান না কেন, সব ক্ষেত্রে সবার আগে প্রয়োজন হবে আপনার দক্ষতা। আপনি যদি কোনো কাজের

উপর দক্ষ থাকেন তবে যেকোনো জায়গায় গিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আর তার জন্য

নিজেকে দক্ষ করে গড়ে তুলুন । এছাড়াও অস্ট্রেলিয়ার বিষয়ে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ লেখা

আছে। আপনি ইচ্ছে করলে সেখান থেকে, সে লেখাগুলো পড়তে পারেন। আশাকরি কাজে লাগবে তাই

আপনাদের সুবিধার জন্য নিচে সেগুলোর লিংক দেয়া হল। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, প্রথম

থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিসার দাম কত? পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ

থাকুন আল্লাহ হাফেজ।

একই বিষয়ে পড়তে পারেনঃ

অস্ট্রেলিয়ার ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

অস্ট্রেলিয়ার এক টাকা বাংলাদেশের কত?

আজকে অস্ট্রেলিয়ার টাকার মান কত?

অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি?

অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন কত?

সরকরিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগে?

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?

অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কত কিলোমিটার?

অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত ২০২৩?

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *