সিঙ্গাপুর যেতে কত বছর বয়স টাকা ও কি কি লাগে

সিঙ্গাপুর যেতে কি কি লাগে- আজকে আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা সিঙ্গাপুর

যেতে চাচ্ছেন, কারণ সিঙ্গাপুরে গেলেন অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। তাই অনেকের পছন্দের তালিকায় সিঙ্গাপুরে থাকে

এক নাম্বার। আপনি যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার কি কি লাগবে? কত বয়স লাগবে? এবং সর্বোপরি কত টাকা লাগবে?

এই সকল বিষয়গুলো অনেকেই জানতে চায়। কারণ সিঙ্গাপুর যাওয়ার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় বিধায় সবাই সেখানে

যেতে পারেন না । তাই আজকে আমি আপনাদের জন্য এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো যে বিষয়টি আপনার

সিঙ্গাপুর যেতে সহায়তা করবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত  সিঙ্গাপুর যেতে কি কি লাগে  লেখাটি পড়তে থাকুন।

 কি কি লাগে সিঙ্গাপুর যেতে ?

সিঙ্গাপুর যেতে কি কি লাগে- অনেকেই সিঙ্গাপুরে যেতে চায় কিন্তু তারা জানেনা সিঙ্গাপুর যেতে কি কি কাগজপত্র লাগে? বা

এখানে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হয়? অনেক সময় দেখা যায় আমাদের পক্ষ থেকে এজেন্সিগুলো কাগজপত্র

সংগ্রহ করে থাকে। তার জন্য আমরা জানতে পারি না কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন হয়? তবে আপনি যদি সিঙ্গাপুরে যেতে

চান আপনার যে সকল কাগজপত্র লাগবে, সে সকল কাগজপত্র গুলো হলো নিম্নরুপ-

  • বৈধ ৬ মাসের মেয়াদ সহ পাসপোর্ট।
  • কোভিট ভ্যাকসিনের সার্টিফিকেট।
  • পিসিআর ল্যাভ টেস্ট সার্টিফিকেট।
  • আপনার সদ্য তোলা ২ কপি হুয়াইড ব্যাকগ্রাউন্ড পিপি সাইজ ছবি।
  • একটি কভার লেটার যেখানে ভ্রমনের বিস্তারিত লেখা থাকবে।
  • ইনভাইটেশন লেটার বা আমন্ত্রন পত্র।
  • এন আই ডি বা বার্থ সার্টিফিকেট। ( যদি বয়স ১৮ বছরের উপরে হয় তবে NID আর এর নিচে হলে বার্থ সার্টিফিকেট)
  • পাসপোর্টের দুই কপি ফটোকপি। ( যে খানে বিস্তারিত বিরণ দেয়া আছে সেই পাতার)
  • ভিসা আবেদনের নির্ধারিত ফরমে আবেদন।
  • হোটেল বুকিং কাগজ।
  • রিটার্ণ টিকেট সহ বুকিং বিমান বুকিং টিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট। বিগত ৬ মাসের।
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
  • ব্যবসায়ি হলে ভিজিটিং কার্ড ও খালি প্যাড যুক্ত করতে হবে।
  • চুকুরীজিবি হলে নো অবজেকশন পত্র জমা দিতে হবে।
  • ছাত্র/ছাত্রী হলে স্কুলের আইডি কার্ড ও স্কুলের অনুমোধন পত্র জমা দিতে হবে।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে?

সিঙ্গাপুর যেতে কি কি লাগে
সিঙ্গাপুর যেতে কি কি লাগে

কত টাকা লাগে সিঙ্গাপুর যেতে – এখানে একটি বিষয় হলো প্রথমে এই প্রশ্নটির উত্তর দেয়ার আগে বলতে হবে আপনি কোন

ভিসায় এই দেশটিতে যেতে চাচ্ছেন। কারণ একেক ভিসার মূল্য একেক রকম। যেমন আপনি যদি স্টুডেন্ড ভিসায় যান তবে এক

রকম খরচ হবে। আপনি যদি লেবার ভিসায় যান তবে অন্যরকম খরচ হবে। আবার আপনি যদি ভিজিট বা টুরিস্ট ভিসায় যান তবে

আরেক রকম খরচ হবে। তবে সাধারণত দেখা যায় স্কেল পাস করে কেউ যদি একবার এই দেশটিতে যায় তবে সেই দেশে বেতন ভাতা

অনেক ভালো হয় তবে খরচ একটু বেশি লাগে। স্কেল পাশ করে যদি যেতে পারেন তবে আপনার জন্য পরবর্তীতে এই দেশে যাওয়া

খুবই সহজ হবে, কারণ সে দেশের সরকার স্কেল পাশ করা শ্রমিকদের বেশি সুবিধা দিয়ে থাকে, এবং তাদের কাছ থেকে নেভি কম

কাটে। যার ফলে অনেক কম্পানিও এই সব দক্ষ লোকদের নিয়োগ প্রদান করে থাকে।

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে

কত বছর বয়স লাগে সিঙ্গাপুর যেতেঅনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, আমি সিঙ্গাপুর যেতে চাই, কিন্তু আমার বয়স 

কত হতে হবে?বা সিঙ্গাপুর যাওয়ার জন্য কত বছর বয়স লাগে? অথবা সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে? আপনি যদি ১৮ বছরের নিচে

হয়ে থাকেন তবে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন না। কারণ দুবাই সরকারের শ্রম আইন অনুযায়ী তাদের দেশে শ্রমিক নিয়োগের

ক্ষেত্রে ১৮ বছরের নিচে কাউকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনার কাজের জন্য সে দেশে গমন করতে

পারবেন না।

 কি কি লাগে সিঙ্গাপুর যেতে এর শেষ কথা

পরিশেষে বলতে পারি আপনি যদি উপরোক্ত সিঙ্গাপুর যেতে কি কি লাগে ? লেখাটি পড়েন তবে, সিঙ্গাপুর যাওয়ার সকল বিষয়ে

পরিপূর্ণ ধারণা হয়েছে বলে আশা করা যায়।আপনার যদি আরো কোন বিষয়ে জানার থাকে তবে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন

পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিব। এছাড়াও আমাদের বিদেশের ব্যাপারে আরো অনেক লেখা আছে, যাদের লিংক নিচে শেয়ার করা

হলো । আপনি প্রয়োজন মনে করলে সেই লেখা গুলো পড়তে পারেন। লেখাটি ভালোলাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ

রইল। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গাপুর যেতে কি কি লাগে ? লিখাটি পড়ার জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন আপনার

বিদেশ যাত্রা শুভ হোক। এই প্রত্যাশা রেখে আজকের মত বিদায় নিচ্ছি।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয় । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *