মায়ের ভালোবাসার স্ট্যাটাস : যদিও মা কথাটি একটি শব্দে ,তবুও এর অন্তর্নিহিত অনেক তাৎপর্যপূর্ণ। মা হচ্ছে গর্ভধারণী। যিনি তার উদরে অনেক কষ্ট সহ্য করে তিলে গর্ভের মধ্যে বড় করে আবার কঠিন এক পরিক্ষার মধ্য দিয়ে সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। আর সেই মায়ের প্রতি আমাদের কেমন ভালোবাসা থাকা প্রয়োজন একবারের জন্যও আমরা তা অনুধাবন করি না।
তাই আসুন আজকে আমরা কিছু স্ট্যাটাস, উক্তি ও কবিতা শেয়ার করবো যে গুলো আমাদের মায়ের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিবে মায়ের প্রতি সন্মান। আর যাদের মা পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য রইল মহান আল্লাহর কাছে দোয়া । যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
মায়ের জন্য ভালোবাসা
আমাদের সবার উচিৎ মায়ের প্রতি থাকতে হবে গভীর ভালোবাসা। যে মা ১০ মাস ১০ দিন তার উদরে রেখে তার দেহের রক্ত মাংশ খাইয়ে পেটের ভিতরে বড় করেছে। আবার দুনিয়াতে আসার পর নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন। কিন্তু আমরা বড় হয়ে সেই মাকে পাঠিয়ে দেই বৃদ্ধাআশ্রমে। একবারের জন্যও আমাদের ভালোবাসা জাগ্রত হয়না মায়ের জন্য।
আর তাই আসুন নিম্নোক্ত কবিতা ,স্ট্যাটাস ও উক্তি গুলো বার বার পড়ে মায়ের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে নেই। যাতে করে আমাদের প্রতিটা দিন কাটে মায়ের ভালোবাসা নিয়ে। মা যেন আমাদের ঘরে থাকে হাঁসি খুসি। সে যেন কখনো মনে আঘাত না পায়।
কারণ যে ব্যক্তি বাবা- মা বেঁচে থাকতে বেহেস্ত হাসিল করতে না পরলো তার মত হতভাগ্য আর দুনিয়াতে নেই। যেহেতু লেখা লম্বা হয়ে যাচ্ছে তাই সবাইকে অনুরোধ করবো মাকে ভালোবাসুন মাকে যত্ন করুন। দেখবেন আপনার জীবনে কখনো কোন সমস্যা থাকবে না।
মায়ের ভালোবাসার স্ট্যাটাস
এখানে যে স্ট্যাটাস গুলো শেয়ার করা হবে সেগুলো আপনার মনে মায়ের প্রতি ভালোবাসা জাগ্রত করুক এই কামনা নিয়ে শুরু করছি আর এই স্ট্যাটাস গুলো যদি আপনাদের ভাল লাগে তবে আপনাদের অনুরোধ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য । যাতে করে প্রত্যেকেই মায়ের প্রতি তার ভালবাসা প্রকাশ করতে পারে।
১. মা তোমার দেয়া ভালোবাসা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার। তুমি তোমার ভালোসা থেকে আমাকে কখনো বঞ্চিত করো না- সংগৃহীত।
২. জীবনে যদি কোন ভালোবাসা নিঃস্বার্থভাবে পেয়ে থাকি সেট পেয়েছি আমার মায়ের কাছ থেকে- সাইফুল ইসলাম।
৩. প্রতিট মানুষের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়ার দুর্গন্ধ থাকে কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে সেই গন্ধটি নাই- বীথি আক্তার।
৪. পৃথিবীর সকল লোকের ভালোবাসা এক সাথে করলেও মায়ের ভালোবাসারসমান হবে না- মোঃ নাজিম উদ্দিন।
৫. মায়ের ভালোসার মধ্যে প্রতিদিন নতুন নতুন স্বাদ গ্রহণ করতে পারি। যা অন্যে কারো ভালোবাসায় পাওয়া যায় না- আব্দুল করিম।
মায়ের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
সবারই অসুখ হয়ে থাকে কিন্তু মা বৃদ্ধ হয়ে যাবার কারণে প্রায় সময়ই অসুখ থাকেন। আর তাই মনের মধ্যে থাকে সবসময় ভয়। কখন যেন কি হয়। আর তাই তখন আমরা সমাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে মায়ের সুস্থ্যতার জন্য দোয়া চেয়ে দিয়ে থাকি স্ট্যাটাস । আর যারা এই ধরনের স্ট্যাটাস খোঁজ করছেন তাদের জন্যই এখানে দেয়া হলো মায়ের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস।
১. মা খুব অসুস্থ্য সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে খুব দ্রুত সুস্থতা দান করেন।
২. যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি সে হচ্ছে আমার মা । আজ আমার মা অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন।
৩. কেউ এই পোষ্টি এড়িয়ে যাবেন না। সবাই আমার মায়ের সুস্থতার জন্য একবার হলেও আমিন বলে যান।
৪. আমার অনেক অসুখের সময় দেখিছি মা পাশে সারা রাত্রি জেগে বসে আছেন কিন্তু নিয়তির পরিহাস আজ আমার মা অসুস্থ তার জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারছি না। সবার কাছে অনুরোধ আমার সাথে আমার মায়ের জন্য দোয়া করবেন।
৫. আমার মায়ের সাথে পৃথিবীর সবারই মা যেন সুস্থ থাকে , সবাই বলি আমিন।
মাকে নিয়ে সেরা 10 টি উক্তি
মায়ের ঋন কখনো শোধ হবার নয় । আর তাই জীবনের প্রতিটা স্তরে রয়ে যায় মায়ের অবদান। আজ এখানে সেই মাকে নিয়ে লিখবো সবচেয়ে বাছাই করা সেরা ১০ টি উক্তি যেগুলো আপাদের অনেক ভাল লাগবে। আর আপনি যদি চান এই উক্তি গুলো যে কোন মাধ্যমে শেয়ার করতে পারবেন।
যে ব্যাক্তির ঘরে মা আছে সে কখনই গরীব নয়- বিখ্যাত আব্রাহাম লিংকন।
আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী হলো আমার মা। আমি আমার মায়ের কাছে চির ঋনী । আর জীবনে যা কিছু অর্জন তার কাছ থেকে পাওয়া নৈতিকতা , বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল- প্রখ্যাত রাজনৈতিক ব্যাক্তি জর্জ ওয়াশিংটন।
প্রতিটা সন্তানই মায়ের কাছে ধারালো চাকুর মত। প্রতিটাসময়ই তারা না চাইলেও কষ্ট দেয়। আর প্রতিটা মা তার শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে- লেখক জোয়ান হেরিস।
আমার মায়ের ছবি আমার বসার ঘরে টানিয়ে রেখেছি কারণ সেই আমার কাছে সবচেয়ে সেরা বেশি আকর্ষনীয়- প্রখ্যাত এলেন ডে জেনেরিস।
যে কোন বিষয়ে আমাদের মায়েদের দুইবার ভাবতে হয়। প্রথম বার তার সন্তানের জন্য দ্বিতীয়বার তার নিজের জন্য- উক্তি প্রদান করেছেন সোফিয়া লরেন।
পরিবারে আমাদের মায়ের ভালোবাসা সর্বক্ষণই টেকসই । আর নিবীরতা,মমতা আর কিঠিন বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হিই- সাবেক আমেরিকান ফার্স্ট লেডি মিশেল ওবামা।
সবসময় মা আমাদের এটা বুঝাতে চাইতেন জীবনের চরম কষ্টের মুহুর্তগুলো তোমাদের হাসির গল্প হয়ে যাবে এক সময়- প্রখ্যাত নোরা এফ্রন।
সবচেয়ে বিস্ময়কর আর উৎকর্ষতার আরেক নাম হলো আমার মা- বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসন।
আমি সেরা এই কথাটি আমার মা সবসময় মনে করেন। আর এই কথা আমার মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি- বিখ্যাত ফুটবল খেলোয়ার দিয়াগো ম্যারাডোনা।
প্রতিটা মায়ের স্বপ্ন থাকে শুধু তার বাচ্ছা কি করলে ভাল থাকবে- সংগৃহীত।
মাকে নিয়ে ইংরেজি স্ট্যাটাস
একটি স্ট্যাটাস নিয়ে যাচ্ছে পৃথিবীর সবার কাছে। আজ আপনি এক দেশ থেকে কোন স্ট্যাটাস দিলে তা ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায়। আর তাই যেহেতু ইংরেজী হচ্ছে সবচেয়ে বেশি মানুষের ভাসা এবং সবাই কমবেশি এই ভাষা বুঝতে পারি তাই অনেকেই ইংরেজীতে স্ট্যাটাস খোঁজ করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য তাদের জন্য এখানে দেয়া হলো অনেক সুন্দর সুন্দর কিছু ইংরেজী স্ট্যাটাস যা আপনার ভাল লাগবে।
My mother my World. I do not think without my mother.
Mother is a heaven for me. I want to take care of my heaven all time.
The mother loves her kids without any reason.
Every mother best protector of his baby.
Only mothers know what their children need.
মাকে মিস করা নিয়ে কবিতা
কেউ যদি বিদেশ যায় বা দূরে কোথাও থাকে তখন মাকে সবচেয়ে বেশি মিস করে থাকে। আর তাই তখন সে চায় মাকে নিয়ে কিছু লিখতে । তখন সে খোঁজতে থাকে মাকে মিস করা নিয়ে এই ধরনের কবিতা গুলো। যা আপনার মায়ের প্রতি আপনার ভালবাসা আরো বাড়িয়ে তুলবে এবং এই কবিতা গুলো শেয়ার করতে পারবেন বিভিন্ন মাধ্যমে।
মা তোমকে মনে পড়ে
সাইফুল ইসলাম
তুমি মাগো হৃদয় জুড়ে,
সর্বক্ষণই যেন তুমি থাক।
আমি থাকি দূর বিদেশে,
তবুও ভূলি নাকো।
প্রতিটা দিন কাটে আমার,
তোমায় দেখার আসে ।
এভাবেই দিন কেটে যায়,
দেখিনা তোমায় ১২ মাসে।
তবুও আশায় থাকি চেয়ে,
দেখবো তোমার মুখ।
তবেই হবে হৃদয় ঠান্ডা,
মুছে যাবে মনের দুখ ।
তোমার ছবি হৃদয় মাঝে,
রেখেছি করে যতন।
যখন কাছে যাব মাগো,
দেখবো তোমায় মনের মতন।
মাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস
দুঃখ্য কষ্ট্য নিয়েই মানুষ । আমাদের জীবনে কখনো থাকে হাসি আবার কখনো থাকে কান্না। অনেক সময় মায়ের সাথেও থাকে আমাদের অনেক কষ্টের স্মৃতি। আর এই অতিত গুলো কখনো ভুলা যায় না। যাদের এই ধরনের কষ্ট হচ্ছে বা হয়ে ছিল তাদের জন্য এখানে দেয়া হলো কিছুে বাছাই করা কষ্টের স্ট্যাটাস।
১. মা তোমার প্রতিটা দিনের কষ্ট আজও আমাকে কাঁদায়। জানি তুমার সেই ফেলে আসা দিন গুলো দিতে পারবোনা আর কোনদিন।
২. আমার জন্য মা তুমি যে কষ্ট জীবনে সহ্য করেছো তা শুধু আমিই জানি।
৩. তুমি মা কষ্ট করেছো বলেই আজ আমি এই পৃথিবীর মুখ দেখতেছি। তাই তোমার ঋন কোন দিনও শোধ হবার নয়।
৪. প্রতিটি দিন ছিল তোমার কষ্টের আজ অনেক সুখে আছি কিন্তু তুমি নাই । তাই আজ বেশি মনে পড়ে তোমাকে।
৫. হাজারো কষ্ট বুকে দিন কাটিয়েছো কিন্তু বুঝতে দাওনি । আজ বুঝতে পারি তোমার সেই লুকানো কান্না।
মায়ের আদর নিয়ে কবিতা
পৃথিবীর সবাই যদি এক সাথে আদর করে আর মা যদি একা আদর করে তবুও সন্তান তার মায়ের আদর চাবে। কারণ মা তার সন্তানকে আদর করে মন থেকে। তার যে টান সেটা হলো তার নাড়ীর টান। আর সেই মায়ের আদর নিয়ে এখানে কবিতা দেয়া হলো । পড়ে দেখতে পারেন । ভাল লাগলে শেয়ার করবেন।
আদরিনী মা
নজরুন আমিন
মা- আমার আদরিনী,
সোহাগিনী মাও ।
মা ছাড়া নেবোনা কিছু,
পৃথিবীর সবকিছু যদি দাও।
অনেক আদর সোহাগ পেয়ে,
উঠেছি আমি বেড়ে।
এখন বুঝি আমি মাগো,
নিয়েছিলাম তোমার সুখ কেড়ে।
দুঃখ দিলও হাসি দিয়ে,
জীবন করেছো পার।
আমার জীবন দিয়েও মাগো,
মূল্য হবেনা তার ।
তবুও মাগো আদর-সোহাগ,
দিও কিন্তু মোরে।
তোমার আদর সোহাগ মাগো,
থাকুক আমার জীবন ভরে।
মাকে নিয়ে কষ্টের কবিতা
যদি কারো জন্য মা অনেক কষ্ট্য করে থাকে। আর তার বিনিময়ে সন্তান একদিন বড় হয় । আর সেই সময় সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কবিতা শেয়ার করে । আর যারা এই ধরনের কবিতা শেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই মাকে নিয়ে কষ্টের কবিতাটি দারুন হবে।
কঠিন কষ্ট
সাইফুল ইসলাম
পাহাড় সমান কষ্ট নিয়ে,
জন্মদিলে আমায় মা।
তোমার কষ্ট মনে হলে,
শিউরে উঠে আমার গা ।
পরক্ষণেই ভুলে গেলে,
দেখে আমার মুখ ।
সকল কষ্ট ভুলে গিয়ে,
পেলে মনে অনেক সুখ।
রাত্রি জেগে কষ্ট করে,
করলে আমায় বড়।
আমার জন্য তুমি মাগো,
কত কঠিন কষ্ট কর।
তবুও তুমি রাগ করো না,
মুখে থাকে সদায় হাসি।
এমন করেই আমার জন্য,
পরলে গলায় কষ্টের ফাঁসি।
মৃত মাকে নিয়ে কবিতা
অনেকেই চায় কবিতার মাধ্যমে তার মৃত মাকে স্মরণ করতে। আর তার মায়ের মৃত্যুবার্ষিকী দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতা লিখে বা প্রদান করে প্রকাশ করে থাকে তার প্রতি ভালোবাসা। আর আপনারা যারা এই ধরনের কবিতা খোঁজ করছেন তাদের জন্য এখানে দেয়া হলো মৃত মাকে নিয়ে কবিতা। যা আপনার ভাল লাগবে।
হারানো মা
দিদার আলম
ফাঁকি দিয়ে চলে গেলে
আরতো ফিরে এলে না।
আমায় মা- গো ভুলে গেলে,
সাথে নিয়ে গেলে না।
তুমি ছাড়া কেমন করে,
থাকবো বলো আমি।
তুমি ছিলে আমার কাছে,
সাত রাজার ধন হিরার চেয়েও দামি।
প্রতিটা দিন তমোর আশায় ,
পখ চেয়ে যে থাকি।
তুমি মা-গো চলে গেলে,
দিয়ে মোদের ফাঁকি।
মৃত মাকে নিয়ে স্ট্যাটাস
প্রতিটা মানুষই মরণশীল আমাদের যাদের মা আজ বেচেঁ আছে একদিন সেই মা আমাদের ছেড়ে চলে যাবে। দূর অজানায়। আর তাই যাদের মা নেই তারাই শুধু জানে মা হারানোর কত যন্ত্রনা। তাই তাদের প্রতি সহানুভূতি রেখেই সেই মৃত মাকে স্মরণ করেই এখানে দিব কিছু স্ট্যাটাস যে গুলো আপনার মায়ের কথা স্মরণ করিয়ে দিবে। আর তার জন্য দোয়া করতে সহায়তা করবে।
১. দূর অজানায় হাড়িয়ে গেছো তারা দের মাঝে। আজো দু-চোখ শুধু তোমাকেই খোঁজে মা।
২. তুমি নেই আামাদের মাঝে এই কথাটি ভাবলেই কেমন যেন মনে হয়। তোমাকে ছাড়া সারা পৃথিবী আমার কাছে শূন্য মনে হয়।
৩. তোমার ব্যবহার করা প্রতিটি জিনিস এখনো সেই আগের মতই সাজিয়ে রেখেছি । শুধু তুমি নাই সেই জিনিস গুলো ব্যবহার করার জন্য।
৪. জানি তুমি আসবে না । তুবুও তোমার আশায় পথ চেয়ে থাকি।
৫. যে খানেই থাকো সুখে থাকো এই দুয়া তোমার জন্য করি।
শেষ অনুরোধ
মা থাকবে হাঁসি খুসি । এই প্রত্যাশা নিয়েই আজাকের মত এখানে শেষ করছি । মায়ের ভালোবাসার স্ট্যাটাস লেখাটি আপনাদের কেমন লেগেছে কমেন্স করে জানাবেন। আর কোন কিছু জানার থাকলে আমাদের লিখতে পারেন । কারণ আমাদের অনেক বিষয়ে এক্সপার্ট লোক আছে যারা নিয়মিত লেখালেখি করে থাকে। ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।