Skip to content

বৃষ্টি নিয়ে রোমান্টিক ফানি স্ট্যাটাস,ছন্দ,ক্যাপশন ,কবিতা ,অনুভূতি

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস : সবাইকে  ধন্যবাদ শুরু করছি  আরো একটি সুন্দর টপিক। আর সেটা হচ্ছে বৃষ্টি নিয়ে রোমান্টিক ও ফানি স্ট্যাটাস,ছন্দ, ক্যাপশন ,কবিতা ,অনুভূতি। আশা করি সবাই সুস্থ্য আছেন , ভালো আছেন। বিশেষ করে বৃষ্টির দিন গুলো অনেক মজার হয়। বৃষ্টির দিনে আমরা অনেক ধরনের মজা করে থাকি।

অনেক সময় দেখা যায় আর বৃষ্টি হলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। বৃষ্টির শব্দ অনেকরই অনেক ভালোলাগে। আর তাই এখানে আজকে আমরা বৃষ্টি নিয়ে সাজিয়েছি কিছু রোমান্টিক ,ফানি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, অনুভূতিগুলো।

আশাকরি এগুলো আপনাকে সত্যিই অনেক মজা দেবে এবং অনেক আনন্দ পাবেন। আর এগুলো আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যার ফলে আপনাদের আনন্দের মত্রা আরো বেড়ে যাবে বহুগুনে।

বৃষ্টি কাকে বলে ?  বা বৃষ্টি কেন হয়?

 এটা হলো এক ধরনের সুপেয় পানির ফোটা। যা সাধরণত  বৃষ্টি নামে পরিচিত। এই বৃষ্টি  সাধারনত মধ্যাকর্ষণের ফলে হয়ে থাকে। যখন মধ্যাকর্ষণ শক্তি প্রবল হয় তখন মেঘে সমূহ ঘনিভূত হয়ে ভারি হয়। আর যখন মেঘ ভারি হয় তখন সেগুলো জলীয় ভাষ্প হয়ে ঘনিভূত হয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বৃষ্টি বলে।

বৃষ্টির পৃথিবীর জীব কূলের তথা গাছ পালার জন্য খাবার পানির এক বিরাট উৎস। বৃষ্টি ছাড়া অনেক প্রাণী কূল কল্পনা করা যায় না। ‍ এই বৃষ্টির পানি মানুষের জন্য সুপেয় পানির এক বিরাট উৎস। এছাড়াও এ থেকে তৈরী করা হয়েছে  জলবিদ্যুৎ।

বৃষ্টির দিনের অনুভূতি

এই দিনে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা বৃষ্টির দিনে সাধারণত কবিতা পড়তে পছন্দ করি। অনেকেই আবার গান শুনতে। যদি আমি অমার অনুভূতির কথা বলি তাহলে বলতে হয়। বৃষ্টি হলেই আমার মন আর ঘরে থাকতে চায় না। আমার মনে হয়, আবার ছোট বেলার মত যদি বল খেলতে মাঠে যেতে পারতাম।

যদি বৃষ্টির মধ্যে নদীতে সাঁতার কাটতে পারতাম। দলবেদে সবাই গুল্লাছুট খেলার জন্য বাইরে যেতে পারতাম। এছাড়াও ইচ্ছে করে অনেক শব্দ করে গান শুনতে পারতাম। বৃষ্টি আসলেই মনটা অনেক ভাল হয়ে যায়। আর জীবনের এই সময় এসে বৃষ্টি আসলে যা ইচ্ছে করে তাহলো বৃষ্টির দিনে খিচুরি আর মাংস দিয়ে গরম গরম খাওয়ার ।

সত্যিিই ছুটির দিনের বৃষ্টি অনেক বেশি আন্দের । এই দিন বৃষ্টি আসলে সারাদিন ঘর থেকে বের হই না। সারাদিন বৃষ্টিটাকে উপভোগ করার চেষ্টা করি। আমার মনে হয় আপনাদেরও এই রকমই মনে অনুভূতি হয়।

আর যদি আপনাদের অন্যরকম অনুভূতি হয় তাহলে জানাতে পারেন আমাদের । নিচে কমেন্স সেকশনে কমেন্স করে। পরবর্তীতে আমরা আপনার সেই অনুভূতি গুলো প্রকাশ করবো আমদের সাইটে।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বৃষ্টি আসলে সবাই বৃষ্টিকে উপভোগ করার জন্য একে অপরকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকেন । সেই সময় নেটে খুঁজতে থাকেন সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো। আর আপনিও যদি  সেরকম কিছু খোঁজ করে থাকেন তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন।

এখানে আজকে আমি আপনাদের জন্য দিব সুন্দর সুন্দর কিছু রোমান্টিক বৃষ্টির দিনের স্ট্যাটাস। যেগুলো আপনি পড়ে যেমন মজা পাবেন, তেমনি সবার সাথে শেয়ার করেও মজা পাবেন।

  1. বৃষ্টির দিনটাকে কাটাবো করিয়া মনের মতন । বৃষ্টির দিনের স্মৃতি মনের ভিতর রাখিব করিয়া যতন।
  2. বৃষ্টির দিনগুলো স্মৃতিতে রয়েছে মনের গহীনে। বৃষ্টি  এলে ফিরে যেতে চায় মন পুরনো সেই দিনে।
  3. বৃষ্টি হচ্ছে ছন্দতালে নাচতে আমার লাগে ভাল। যখন বৃষ্টি আসে জোড়ে মনের ভিতর জ্বলে খুসির আলো।
  4. বৃষ্টির পরশে নিজেকে ভিজিয়ে আজ শরীরকে শিক্ত করতে চায় আমার মন।
  5. টিনের চালের বৃষ্টির শব্দ মনের ভিতর বাজে। হারানো দিনের স্মৃতি গুলো আজো মনে আছে।

আরো পড়ুন: হারানো দিনের স্ট্যাটাস

মেঘলা দিনের স্ট্যাটাস

অনেক সময় বৃষ্টি না এসে আকাশটা মেঘলা হয়ে থাকে । তখন যেন মনে হয় নিজের মনের আকাশটাও মেঘলা হয়ে গেছে। তাই মেঘলা দিনের সাথে মনের অনেক মিল। অনেকেই এই দিনটাকে উপভোগ করে থাকেন দারুন ভাবে।

তাই তারা আদান প্রদান করে থাকে সুন্দর সুন্দর স্ট্যাটাস। যারা এই ধরনের স্ট্যাটাস খোঁজ করছেন তারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর কিছু মেঘলা দিনের স্ট্যাটাস। যেগুলো আপনার অনেক ভাল লাগবে।

মেঘলা দিনে মেঘ আকাশে
মেঘেরা করেছে খেলা ।
সময় কিন্তু চলে যাচ্ছে,
জীবনের সময়কে করোনা অবহেলা।

 

জমেছে আকাশে মেঘ,
বাহিরে যাব করছে ভয়।
প্রিয়া করেছে ফোন ,
তবু আমার বাহিরে যেতে হয়।

 

প্রিয়া তোমার মনের মেঘ
করবো আমি দূর।
আজকে তোমার মন করবো জয়,
বাজিয়ে প্রেমের করুন সুর।

 

মেঘবালিকা থাকো দূরে,
আমায় একলা রেখে।
আমি এখন সময় কাটাই,
তোমার পুরনো ছবি দেখে।

 

আকাশটা আজ মেঘে ডাকা ,
নামবে অনেক বৃষ্টি।
বাহিরে কিছু দেখা যায় না।
ফিরে আসে চোখের দৃষ্টি।

মনের আনন্দের জন্য পড়তে পাড়তে পারেন: স্বামী-স্ত্রীর মজার স্ট্যাটাস

বৃষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস

ফানি স্ট্যাটাস দিয়েও অনেকেই বৃষ্টির দিনটাকে উপভোগ করে থাকেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফানি পোষ্ট দেয়া হলো পড়ে দেখতে পারেন । আশাকরি আপনাদের অনেক ভাল লাগবে। যদি মনে চায় তবে বিনিময় করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।

বৃষ্টি এলেই মনে জ্বালা
বুঝলনা মোর বড় খালা।
দিলনা মেয়ে তার বিয়ে,
তাইতো আজ সময় কাটাই,
বড় একটি কাপড়ের পুতুন নিয়ে।

 

যাব বন্ধুর বাড়ি,
পথে ছিল না গাড়ী।
আসলো পথে বৃষ্টি,
রাস্তায় দেখি বন্ধু আমার,
পড়েছে নীল শাঁড়ি।

 

বৃষ্টির দিনে ব্যাঙের জ্ঞানর জ্ঞান।
সারাদিন বাসায় থাকলে বউয়ের জ্বালা,
এই দুটো শব্দই কানে লাগে তালা।
তাইতো তখন মনে হয় কানে দেই তালা।

 

এই লেখাটিতে পাবেন সাফল্য নিয়ে উক্তি

বৃষ্টি ক্যাপশন

অল্প কথায় ক্যাপশন দিয়েই মনের ভাব প্রকাশ করা বর্তমানে খুবই জনপ্রিয়। সবাই চায় অল্প কথায় তাদের মনের ভাব প্রকাশ করতে। আর তাই তারা ব্যবহার করে ক্যাপশন। এই জন্য এখানে দেয়া হলো নতুন এবং আনকমন কিছু ক্যাপশন যা ভাগাভাগি করে আনন্দ করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।

  • আজ সারাদিন বৃষ্টিতে শুধু নিজের শরীর ভিজিয়ে তোর কথা মনে করবো।
  • বৃষ্টির দিকে চেয়ে থাকি আর শুধু তোর কথাই মনে ভাবি।
  • তোমার সাথে স্কুলে কাটানো বৃষ্টির দিন গুলো ছিল আমার জীবনের সবচেয় শ্রেষ্ঠ সময়।
  • যদি কখনো বৃষ্টি আসতো ডাকতে আমায় কাছে মনে নিয়ে আদর । আসতাম আমি তোমার কাছে গায়ে দিয়ে চাদর।
  • কি করো বুঝাই? হারানো দিনের বৃষ্টির স্মৃতি,  বৃষ্টি আসলেই মনে পড়ে যায়।

লোড শেডিং নিয়ে মজার সব ফানি স্ট্যাটাস পড়তে পারেন।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এর  শীতের বৃষ্টি নিয়ে ক্যাপশন

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এ  আলোচনা করবো  সাধারণত শীতের দিনে বৃষ্টি খুবই কম হয়। তাই যদি কোন কারণে শীতের দিনে বৃষ্টি হয় তবে সেই দিনটা অন্য রকমের মনে হয়। তাই এই দিনকে ঘিরে আমাদের থাকে মিশ্র প্রতিক্রিয়া। আজ এখানে শীতের বৃষ্টি নিয়ে কিছু ক্যাপশন দিব যা অনেক ভাল লাগবে।

  • শীত কালের বৃষ্টির মজাই আলাদা। তখন শীত কমে যায় অনেকটা।
  • অসময়ে সময়ের ফল, শীতে পড়ে বৃষ্টির জল।
  • যদি হয় শীতে বৃষ্টি, ফসলের হয় ক্ষতি। কৃষক সবাই সচেতন থেকো , অসময়ে বৃষ্টির প্রতি।
  • শীতে বৃষ্টি হয় খুবই কম। যদি হয় বেশি তাহলে ফসলের জম।
  • শীতের আকাঁশে বৃষ্টির মেঘ । আসবে আজ বৃষ্টি । প্রাণী কূলে হবে সমস্যা ,দেখা দিবে অনা সৃষ্টি।

পড়তে পারবেন মজার কিছু: সেরা কিছু অভিমানী ভালোবাসার কষ্টের ছন্দ স্ট্যটাস ও উক্তি

বৃষ্টির দিনে ফেসবুক স্ট্যাটাস

যারা বৃষ্টির দিনটাকে বন্ধুদের সাথে ভাগাভাগি করে উপভোগ করতে চান। যার কারনে বৃষ্টি আসলেই মেতে উঠেন ফেসবুকে গল্পে তাদের জন্যই মূলত এখানে উপস্থাপন করা হলো মজার কিছু বৃষ্টির দিনে ফেসবুক স্ট্যাটাস। যা আপনার ধারনাকে পাল্টে দিবে।

বাহিরে করছে মেঘের গর্জন
বাচ্চারা সবাই থাকো ঘরে।
যদি বাইরে যাও তাহলে
বাজ পড়বে অনেক শব্দ করে।

 

মুষুলধারে পরে বৃষ্টি
মাঠের পানি বারে।
বৃষ্টি এলেই মনটা আমার
থাকতে চায় না একটুও ঘরে।

 

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে
আমার টিনের চালে।
অনেক বৃষ্টি হলে পরে,
ঝাকে ঝাকে মাছ ধরা যায় জালে।

 

পানিতে ওই মাছ গুলো সব,
করছে দারুন খেলা।
বৃষ্টি এলেই দুষ্টু ছেলে সব,
বৃষ্টিতে খেলে কাটিয়ে দেয় বেলা।

 

তোমার সাথে দেখা করবো
পথে নামলো বৃষ্টি।
তুমি আমায় ভুল বুঝলে,
হলো ভালোবাসার দন্ধের সৃষ্টি।

বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা

কবিতা কার না ভাল লাগে । আর সেই কবিতা যদি হয় বৃষ্টির দিনকে ঘিরে তাহলেতো কোন কথাই নাই। যারা বিশেষ করে কবিতা লিখতে পছন্দ করে তারা কবিতা পড়তেও পছন্দ করে। তাই মনের আন্দ জোগাতে পড়তে পারেন নিচের কবিতাটি। আর যদি বেশি ভাল লাগে তাহেল শেয়ার করতে পারনে আপনার পরিচিত জনের সাথে।

মুষলধারে বৃষ্টি
সাইফুল ইসলাম

মুষলধারে বৃষ্টি হচ্ছে ,
বাড়ছে পুকুরের জল।
মাছ করছে দারুন খেলা,
মনে অনেক নিয়ে বল।
দুষ্ট ছেলের দল গুলো সব,
মাছগুলো দেখে করছে মনে ফন্দি
কেউবা গেছে জাল আনতে,
করবে জালে মাছ গুলোকে বন্দি।
সবাই মিলে জাল ফেলল,
ধরবে অনেক মাছ।
তাই দেখে আজ হাবু কাকু
ধরলো ওদের পাছ।
সবাই মিলে মাছ ধরল,
করবে এখন ভাগ।
ভাগ করতে কেউ পারেনা,
গ্রামের মাতব্বরদের ডাক।
মাতাব্বরে এসে ভাগ করলো
নিজের জন্য রেখে।
সবাই এখন বেজার কিন্তু,
মাতাব্বরের এমন কর্ম দেখে।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এর শেষ কথাটিও অনেক মজার

আাশাকরি বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস  এই লেখাটি পড়ে আপনার অনেক ভাললেগেছে। আর আপনাদের বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে লেখা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করি। যদি নিজের অজান্তে আপনার মনে কষ্ট দিয়ে থাকি ,তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মত এখানে শেষ করছি।

আরো গানের লিরিক্স দেখতে পারেন

১. কিছু কথার পিঠে কথা গানের লিরিক্স।

২. সবকবিতার ছন্দ তুমি গানের লিরিক্স।

3. Qatar World Cup-2022 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial