সব কবিতার ছন্দ তুমি লিরিক্স sob kobitar chondo tumi lyrics

সব কবিতার ছন্দ তুমি লিরিক্স sob kobitar chondo tumi lyrics: আমরা অনেক গান জীবনে শুনে থাকি । কিন্তু যদি আমাকে ব্যাক্তিগত ভাবে জিঙ্গেস করেন তাহলে বলবো এই গানটি সর্বকালের সেরা গান। আর তাই  এই গানটিকে বিভিন্ন ভাবে গাওয়ার চেষ্টা করা হয়েছে। যার ফলে গান প্রেমীরা পাবে ভিন্ন স্বাদ। আর যারা এই ধরনের গান খোঁজ করেও মনের মত গানটি পাননি তাদের জন্য মূলত আমার এই আয়োজন।

আমি আপনাদের গানের লিরিক্স সহ এই গানের সব ধরনের গানই এই লেখার মাধ্যমে আপনাদের উপহার দিব। যা আপনাদের একই জায়গায় একটি গানের ভিন্ন রুপে শুনতে পাবেন ।আর এই সকল গান উপভোগ করার জন্য নিচের সব লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

তুমি মোর জীবনের ভাবনা

এই লেখা কথাটি মূলত একটি গানের একটি কলি । কিন্তু আপনি যদি এই কথাটিকে শুধু  একটি কথা মনে না করে, কথার গভীরতা নিয়ে বিচার করেন তাহলে দেখবেন  এটা কতটা গুরত্ব পূর্ণ । তুমি মোর জীভনের ভাবনা এটা মূলত সব কবিতার ছন্দ তুমি গানের একটি অংশ। এখানে কবি তার আবেগ দ্বার বুঝাতে চেয়েছেন তার যে চিন্তা তা যেন সব কিছুই ভালবাসার মানুষকে ঘিরে। আর যত জীবনের ভাবনা তাও যেন শুধু তাকে নিয়েই।

নিজেকে আমি ভূলতে পারি তোমাকে জাবেনা ভুলা

একবার চিন্তা করেন একজন ভালবাসার মানুষ তার নিজেকে ভুলতে পারবে । কিন্তু তার ভালবাসার মানুষকে ভূলতে পারবেনা। আসলে ঠিক তাই এটা গানের কথা হলেও যারা আসলে সত্যিকারের ভালবাসে তারা তার জীবনের চেয়েও তার ভালবাসার মানুষকে বেশি মিস করে থাকে। তাই আমরাও যেন আমাদের ভালবাসার মানুষকে সব সময় খেয়াল রাখি তাকে যেন যত্ন করি।

সব কবিতার ছন্দ তুমি লিরিক্স /sob kobitar chondo tumi lyrics

আপনি যদি এই গানটি খুবই ভাল লাগে আর তাই  আপনি মনে মনে ভাবছেন যদি গানটি শিখতে পারতাম তাহলে একটু হলেও গানটি গাইতে পারতাম। আর আপনার মনের সেই ইচ্ছাটাকেই বাস্তবে রুপ দান করার জন্য আমরা এখানে দিয়েছি আধুনিক ভাবে গাওয়া পুরাতন সেই ছবির গানের লিরিক্স যা আপনি পড়ে মুখস্ত করে কারাওকে বা যে কোন বদ্য যন্ত্রের সাথে গাইতে পারবেন।

অথবা এই গানের বিভিন্ন অংশ আপনি শেয়ার করতে পারবেন সামাজিক যোগা যোগ মাধ্যমে। কারণ এই গানটির প্রতিটি কথা খুবই অর্থবহ। নিচে আপনাদের জন্য দেয়া হলো গানের লিরিক্সটি ।

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা-( ২ বার)
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা ।

( প্রথম লাইন + ২ য় লাইন)

দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ-

( দুঃখ সুখের—এই মুখ)

তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান।
প্রথম প্রেমের ছোয়া তুমি
তুমি যে মান অভিমান।

( তোমায় নিয়ে —অভিমান)

সব কবিতার ছন্দ তমি
দুঃখ সুখেরী ভেলা 
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা।

তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা( ২ বার)

সব কবিতার ছন্দ তুমি ছেলের কন্ঠের গান

আপনি যদি উক্ত লিরিক্স এর গানটি ছেলের কন্ঠে শুনতে চান তাহলে খুব সহজেই শুনতে পারবেন। কারণ আমরা আাপনাদের জন্য সংগ্রহ করেছি সেই গানটি । আর উপভোগ করুন সেই মজার গানটি। যার জন্য আপনাকে ক্লিক করতে হবে নিচের দেয়া লিংকটি। (এই গানটি দেখতে চাই লে এই জায়গায় ক্লিক করুন আর উপভোগ করুন মনের মত গান । যে গানটি বর্তমানে খুবই সারা ফেলেছে।)

সব কবিতার ছন্দ তুমি মেয়ের কন্ঠে গান

আপনি যদি মেয়েদের কন্ঠে এই গানটি আরো  অধুনিক আঙ্গিকে শুনতে চান তাহলে শুনতে পারবেন আমাদের এই সাইটের এই লিংকে ক্লিক করে। আর তাই আধুনিক স্টাইলে পুরাতন ছবির গানটি উপভোগ করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আর তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে। ( ক্লিক করুন)

আনন্দ অশ্রু সিনেমার গান দেখতে

গানটি প্রয়াত জনপ্রিয় নায়ক সালমানশাহ ও শাবনূল অভিনিত আনন্দ অশ্রু সিনেমার। আর সেই সময় এই ছবিটি খুবই জনপ্রিয় ছিল। তাই এখনও অনেকেই চায় এই গানটি দেখতে। কিন্তু অনেক আগের গান হওয়াতে অনেক খোঁজা খুজির পরেও এই গান পায়না। তাই যারা এই গান খুঁজতেছেন তাদের জন্য আমারা এখানে উপস্থাপন করিছি সেই ছবিটির গান । যা আপনারা শুনার জন্য চান। আর আপনি যদি এই গানটি শুনতে চান তাহলে এখানে ক্লিক করুন

শেষ কথা:

আশা করি গান এবং এর লিরিক্স দেখে আপনাদের অনেক ভাললেগেছে। আর আপনাদের যদি এই ধরনের আরো কোন গান বা গানের লিরিক্স পছন্দ থাকে আমাদের লিখতে পারেন । আমরা আপনাদের সেই গান এবং তার লিরিক্স জোগাড় করে দিব। তাই উপরোক্ত গান এবং এর উক্তি গুলো কেমন লেগেছে ঝটপট কমেন্স সেকশনে লিখে ফেলুন ।

আর আমার এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সাথে থাকুন। একই সাথে অন্যজনকেউ আনন্দ দানে সহায়তা করুন। এছাড়াও আমাদের এই ওয়েবসাইটে আরো অনেক শিক্ষামূলক পোষ্ট আছে যে গুলো আপনি পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার এই সব কবিতার ছন্দ তুমি লেখাটিস পড়ার জন্য।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

৫. নিজেকে পরিবর্তন করা নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

How to Write Case Study

How to write case study report sample

Sometimes we need to write any kind of case study for our report or any …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *