Skip to content

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় ও কত টাকা লাগে

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় লেখা টি পড়ার জন্য আপনাদের জানাই স্বাগতম। আশা করি

আপনারা সকলেই ভালো আছেন । আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি হল

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় নিয়ে । এটি গুরুত্বপূর্ণ একটি লেখা আপনাদের জন্য । আজকের এই

লেখা থেকে আপনারা কিভাবে চায়না যেতে পারবেন এবং চায়না যেতে কত টাকা লাগবে এই বিষয় গুলো

সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা যারা চায়না বিভিন্ন ধরণের ভিসা নিয়ে যেতে চান তারা আমার এই

লেখা থেকে জানতে পারবেন সব কিছু। কারণ আপনারা ভিবিন্ন ধরণের ভিসা নিয়ে চায়না যেতে চান বা যান

তাই যারা যাবেন তারা যাওয়ার আগে আমার এই বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় লেখা টি

অবশ্যই মনোযোগ সহকারে একবার হলেও পড়ে যাবেন। আসুন আমরা চায়না যাওয়ার উপায় সম্পর্কে

জেনে নেই-

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায়: আপনারা যারা বাংলাদেশ থেকে চায়না যেতে চান তারা আমার

এই লেখা টি থেকে ক্লিয়ার ভাবে জানতে পারবেন তাই আপনারা যারা জানতে ইচ্ছুক তারা আমাদের এই

লেখার শেষ পর্যন্ত সাথেই থাকুন। বাংলাদেশ থেকে চায়না যাওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে

আপনি কোন ভিসা নিয়ে চায়না যাবেন। কারণ বিভিন্ন ধরণের ভিসা হয়ে থকে যেমন, চায়না কাজের ভিসা ,

স্টুডেন্ট ভিসা , ট্যুরিস্ট ভিসা , বিজনেস ভিসা ইত্যাদি ধরণের ভিসা হয়ে থাকে তাই আপনি কোন ভিসা নিয়ে

যাবেন তার উপর ভিত্তি করে আপনাকে এজেন্সি দরতে হবে। আপনি চায়না যেতে চায়লে আপনার প্রথমে

কিছু ডকুমেন্ট লাগবে যেমন-

  • আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং মেয়াদ থাকতে হবে নিম্নে ছয় মাস
  • দুই কপি রঙিন ছবি লাগবে আর ছবির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা
  • আপনার এন আই ডি কার্ডের ফোটো কপি

উপরোক্ত ডকুমেন্টস গুলো লাগবে আর আপনি কোন ভিসা নিয়ে যাবেন তার উপর বাকি ডকুমেন্টস দিতে

হবে । কারণ আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যান তাহলে আপনাকে কলেজের সব কাগজ পত্র জমা দিতে

হবে আবার আপনি যদি জব ভিসা নিয়ে যান তাহলে আপনাকে আগে যে চাকরি করেছেন সেই খান কার

কাগজ পত্র জমা দিতে হবে । তাই আপনি যে ভিসা নিয়ে চায়না যাবেন তার উপর নির্ভর করবে যে আর কি

কি কাগজ পত্র লাগবে। আর এই সব কিছু ঠিক থাকলেই আপনি বাংলাদেশ থেকে চায়না যেতে পারবেন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে: আপনাদের জানাই যে বাংলাদেশ থেকে চায়না বিমান

পথে যেতে সময় লাগে দুই ঘণ্টা  থেকে আড়াই ঘণ্টা । আর আপনারা যদি বিমানে চায়না যান তাহলে

আপনাকে বিমান ভাড়া দিতে হবে ৪০ থেকে ৬০ হাজার টাকা । কিন্তু আর একটি বিষয় হল একই দূরত্বে

অন্য দেশে যেতে আপনার ভাড়া লাগে ২০ থেকে ৩০ হাজার টাকা। এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে চায়না

ইস্টার্ন এয়ারলাইন্স ও চায়না সাউদার্ন এয়ারলাইন্সে ছাড়া বিকল্প নেই তাই তারা তাদের ইচ্ছে মত ভাড়া আদায়

করে নিচ্ছে। আবার শুধু তাই নয়, যাত্রীবাহী বিমানে মালামাল পরিবহন করছে চায়না এয়ারলাইন্স দুই টি

অথচ নিয়ম অনুযায়ী মালামাল বহন করার জন্য কার্গো প্লেন ব্যবহার কারার কথা রয়েছে। আর এই কথা টি

জানা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে। শুদু বাড়তি ভাড়া আদায় নয় সেবাগত দিক থেকেও

মান ভালো না বিমান দুইটির জানান ট্যুরিস্ট অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখার

আলম ভূঁইয়।

বাংলাদেশ থেকে চায়না যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে চায়না যেতে কত সময় লাগে: আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আবার অনেকের

মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশ থেকে চায়না যেতে কত সময় লাগে । তাই আপনারা যারা এই প্রশ্নের উত্তর

জানতে চান তারা আমার এই লেখা টি পড়লে জানতে পারবেন আশা করি। আপনারা যদি বিমান পথে চায়না

যান তাহলে আপনার সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা । আশা করি আপনাদের মনের প্রশ্নের উত্তর দিতে

পেরেছি।

শেষ কথা

আপনারা যারা বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় সম্পর্কে জানতে চান তারা এই লেখা থেকে তথ্য

জানতে পারবেন আশা করি । এছাড়াও যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা

অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর ‍দিয়ে আপনাকে জানিয়ে দিবো । আমাদের ওয়েবসাইট

ভিজিট করলে আপনারা বিদেশের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আশা করি। তাই আপনাদের জন্য

নিম্নে কিছু লেখার লিংক শেয়ার করলাম । প্রয়োজন মনে করলে পড়তে পারেন। কাজে লাগেবে আশা করি।

ধন্যবাদ সবাইকে আজকে আমার এই বাংলাদেশ থেকে চায়না যাওয়ার উপায় লেখা টি প্রথম থেকে শেষ

পর্যন্ত পড়ার জন্য।

আরো একই বিষয়ে পড়তেঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial