দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি

দুবাই কোন কাজের চাহিদা বেশি  লেখায় সবাইকে স্বাগতম। আজ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাটি অনেকেরই উপকারে আসবে । কারণ মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ এই দেশটিতে কাজের জন্য অনেকেই যেতে চায়। কিন্তু সঠিক ধারণ ও কোন কাজের চাহিদা বেশি রয়েছে এই দেশটিতে তা বুঝতে পারেনা। দুবাইতে বা আরব আমিরাতে কোন কাজের কত বেতন বা কোন কাজগুলোর জন্য তারা লোক বেশি নিয়ে থাকে। এই সকল বিষয় আমাদের অনেকের অজানা। তাই আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দিব। যাতে করে এই লেখাটি আপনাদের কাজে লাগে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দুবাই কোন কাজের চাহিদা বেশি  লেখাটি পড়তে থাকুন।

দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি

কোন কাজের চাহিদা বেশি
কোন কাজের চাহিদা বেশি

 দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি– কাজের সুবিধা সহ জীবনধারণের জন্য সকল ধরনের সুযোগ সুবিধাই মধ্যপ্রাচ্যের এই দেশটি অনেক ভালো। তাই অনেকের কাছেই পছন্দের তালিকায় এক নাম্বারে। এছাড়াও এই দেশে প্রতিবছর প্রচুর পরিমাণে পর্যটক আসে, যার ফলে এই দেশের আইনকানুন, এবং নিয়ম নীতি শ্রমিকদের জন্য অনেক সুবিধাজনক। তাই এই দেশে

যারা কাজ করেন তাদের তেমন কোন সমস্যা সম্মুখীন হতে হয় না। যার ফলে সবাই এই দেশটিতে আসতে চায়। আর এজন্য অনেকেই প্রশ্ন করে থাকেন আমি দুবাই গেলে কোন কাজটি শিখলে, বা কোন কাজের উপরে গেলে কত বেতন পাবো? এছাড়াও কোন কাজ শিখলে খুব সহজেই দুবাই যেতে পারবো। তাদের জন্যই মূলত আজকে এখানে বিস্তারিত আলোচনা করবো কোন কাজের উপরে দুবাইয়ের সবথেকে বেশি লোক নিয়োগ করে থাকে।

দুবাই মটর বাইক ড্রাইভার

যদি আপনার কাছে মোটরবাইক ড্রাইভিং লাইসেন্স থাকে, তবে আপনি আরব আমিরাতে খুব সহজেই চাকরি পেতে পারেন। কারণ বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানির ফুড ডেলিভারি, বা মালামাল ডেলিভারি দেওয়ার জন্য প্রচুর সংখ্যক লোক নিয়োগ দিয়ে থাকে । আর এই কাজের বেতন অনেক ভালো সাধারণত ১৮০০ দের হাম থেকে শুরু করে ৩৫০০ দের হাম পর্যন্ত হয়ে থাকে।

সিকিউরিটি গার্ড ইন দুবাই

যারা শিক্ষিত এবং ইংরেজি ভাষা জ্ঞানের উপর দক্ষতা আছে বা ইংরেজীতে প্রাথমিক কথাবার্তা বলতে পারেন। একই সথে সুঠাম দেহের অধিকারী। তাদের জন্য দুবাই সিকিউরিটি চাকরি হচ্ছে খুবই লভনীয়। কারণ এই চাকড়িটি তেমন একটা কষ্টকর নয়। তাই সহজেই আপনি আপনার ডিউটি করতে পারবেন, এবং আরাম-আয়েশে থাকতে পারবেন। এছাড়াও অনেক কোম্পানি থাকা খাওয়ার সুযোগ পর্যন্ত দিয়ে থাকে। আর এই কাজের জন্য বেতন বেশ ভালো ১২০০ দেরহাম থেকে ৩০০০ দের হাম পর্যন্ত হয়ে থাকে।

হোটেল বয়ের চাকরি ইন দুবাই

যাদের বয়স একটু কম এবং ইরেজীতে কথা বলতে পারেন তাদের জন্য হোটেল বয়ের চাকরি অনেক ভালো একটি সুযোগ। তাছাড়া এই চাকুরিতে থাকা বেশির ক্ষেত্রেই ফ্রি হয়ে থাকে। দুবাই পর্যটক স্থান হওয়াতে প্রতিবছর প্রচুর পরিমাণে টুরিষ্ট আসে যার ফলে হোটেল বয় চাকুরি সুযোগ এখানে প্রচুর। আর এই কাজের বেত প্রদান করা হয় ১০০০ থেকে ২২০০ দের হাম পর্যন্ত।

আরব আমিরাতে ইলেক্ট্রেশিয়ানের চাকুরি

এই কাজটি করার জন্য পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হয়। কারণ আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকে, বা এ বিষয়ে দক্ষতা থাকে তবেই কেবল আপনি চাকরি পাবেন। যারা এই ধরনের কাজ নিয়ে দুবাই যাবেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা বিদ্যমান, এবং অনেক বেশি কাজের চাহিদা রয়েছে । যদি আপনি এই কাজ করেন তবে বেতন হবে ৯০০ থেকে 2000 দেরহাম পর্যন্ত।

প্লাম্বারের কাজে দুবাই চাকুরির সুযোগ

প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হওয়ার জন্য প্লাম্বারের চাহিদা রয়েছে এই দেশটিতে। তাই প্রতিবছর এই কাজের উপর দক্ষ

লোক নিয়োগ করে থাকে । আপনার যদি এই কাজের উপর দক্ষতা থাকে তবে দক্ষতার পরীক্ষা দিয়ে আপনি খুব সহজেই চাকুরি

পেতে পারেন। আর এই জন্য আপনাকে বেতন দেওয়া হবে ৯০০ থেকে ২৫০০ দেরহাম পর্যন্ত। তবে আপনার কাজের দক্ষতার

উপর নির্ভর করবে আপনার বেতনের পরিমাণ।

হোটেলের সেফ হিসেবে দুবাইতে চাকুরি

যাদের রান্নার কাজের উপর দক্ষতা আছে বা দেশী বিদেশি রান্নার কাজে পারদর্শী তাদের জন্য দুবাইতে কাজ করার প্রচুর সুযোগ

রয়েছে। আপার যদি পূর্বে  কাজের অভিজ্ঞতা থাকে তবে আপনি খুব সহজেই এই কাজরে জন্য এই দেশে যেতে পারবেন। আর  এই

কাজের জন্য আপনাকে আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে বেতন প্রদান করা হবে ১৫০০ থেকে ৪০০০ দেরহাম।

সুপার মার্কেটের কাজ বা সেলস ম্যান হিসেবে দুবাই চাকুরির সুযোগ

দুবাইতে প্রচুর পরিমাণে সুপার সপ রয়েছে । যেখানে লক্ষ লক্ষ বেদেশি লোক চাকুরি করে থাকে। তাই আপনি যদি ইংরেজি পড়তে ও

কিছু লিখতে জানেন তবে খুব সহজেই এখানে চাকুরি পাবেন। আর এখানে অনেক ধরনের কাজ রয়েছে যেমন -সেলস ম্যন, দোকান

ম্যনেজার,মালামাল পরিবহন,মালামাল ডেলিবারি ইত্যাদি। তবে এই চাকুরির সুবিধার জন্য এর বেতন কম হয়ে থাকে এ কাজের জন্য

৯০০ থেকৈ ১২০০ দেরহাম বেতন প্রদান করা হয়ে থাকে।

বিল্ডিং কন্সট্রাকশনের কাজে দুবাই চাকুরি

এই কাজটি অনেক কষ্ট্য কর হওয়াতে অনেক কম সংখ্যক লোকই এই কাজ করে থাকে। তবে অনেক বেদেশি লোক এই কাজটি

করে থাকে। তবে এই কাজের জন্য যে বেতন দেয় তা হলো আপনার কাজের দক্ষতার উপর ৯০০ থেকে ১৬০০ দের হাম।

সেলুনের কাজে দুবােই

যাদের এই কাজের উপর পূর্ব দক্ষতা আছে তাদের জন্য অনেক ভালো কাজে এটি। কারণ আপনি ইচ্ছে করলে বাড়তি আয় করতে

পারবেন। কারণ এই কাজে বিশির ভাগ সময় কমিশন দিয়ে থাকে। তবে যদি কেউ নিয়মিত কাজ করে তবে দেখা যায় দৈনিক ৮০

তেকে ১২০ দেরহাম পর্যন্ত ইনকাম করা যায়।

দুবাই কোন কাজের চাহিদা বেশি শেষ কথা

আশাকরি উপরোক্ত দুবাই কোন কাজের চাহিদা বেশি লেখাটি আপনাদের কাজে লাগবে। যদি আপনি দুবাই যেতে চান তবে।

আপনার সুবিধা মত উপরোক্ত কাজের উপর যেতে পারেন। এতে করে আপনি ভালো আয় রোজগার করতে পারবেন। এছাড়াও

বিদেশে যাওয়ার বিষয়ে আরো অনেক লেখা আছে যা আপনি পড়তে পারবেন এবং লেখা গুলো আপনাদের কাজে লাগবে। যদি

লেখাটি উপকারে এসে থাকে তবে সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল । ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার দুবাই

কোন কাজের চাহিদা বেশি  লেখাটি পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *