Skip to content

উচ্চশিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য

উচ্চ শিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য

আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আজকে আলোচনা করবো উচ্চশিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য লেখা টি। আশা

করি সকলেই ভাল আছেন। আজকের এই লেখায় আপনাদের সবাইকে স্বাগতম।আপনারা যদি আরো জান্তে চান জার্মান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, জার্মানিতে অনার্স  এবং জার্মানিতে কেন পড়াশোনা করতে যাবেন ।এই সকল বিষয় নিম্নে দেওয়া হল।

আশা করি এই লেখা টি থেকে আপনারা অনেকেই উপকৃত হইবেন। তাই যারা লেখাপড়ার জন্য জার্মানিতে যেতে ইচ্ছুক তারা আমার

এই উচ্চশিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।নিম্নে বিস্তারিত আলোচনা

করা হল।

উচ্চ শিক্ষায় জার্মানি

উচ্চ শিক্ষায় জার্মানি

উচ্চশিক্ষায় জার্মানি: সাম্প্রতিক বছরগুলোতে জার্মানে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে, জার্মান

বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে বিনা বেতনে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২%  শিক্ষার্থী বিশ্বের

বিভিন্ন দেশ থেকে এসে থাকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরেই শিক্ষার দিক দিয়ে ইউরোপীয় সেরা দেশটি হল জার্মান। উন্নত বিশ্বের

দেশগুলোর মধ্যে জার্মানিকে ধরা হয় সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক সব শাখাতেই উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। জার্মানির শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্পন্ন। বিশেষ

করে প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দিক দিয়ে দেশ টি সারা পৃথিবীতে ব্যাপক সুনাম অর্জন করেছে।দ্য টাইমস হায়ার

এডুকেশনের তালিকা অনুসারে, বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২ টিই জার্মানিতে অবস্থিত। জার্মানির অধিকাংশ

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম হচ্ছে জার্মান , তবে অনেক কোর্স আবার ইংরেজীর মাধ্যমেও পড়ানো হয়। ইংরেজিতে পড়তে

চাইলে আইইএলটিএস বা টোফেল কোর্স থাকতে হয়।জার্মানিতে আপনি অনার্স ,মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী নিতে পারবেন। এছাড়াও

ডিপ্লোমা করার সুযোগও রয়েছে।অনার্সের কোর্সের মেয়াদ তিন থেকে চার বছর, মাস্টার্স কোর্সে এক থেকে দুই বছর এবং পিএইচডি

তিন থেকে চার বছর মেয়াদি হয়ে থাকে। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারনত বছরে দুইবার আবেদন করার সুযোগ রয়েছে।

সামার ও উইন্টার এ দুই সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে জার্মান

ভাষা শিখে নিলে আপনার জন্য খুব ভালো হবে। কারণ জার্মান মানুষের সাথে ভালো ভাবে মেলামেশা ও কথাবার্তা বলতে সুবিধা হবে

এবং চাকরির জন্য জার্মান ভাষার প্রয়োজন পড়ে।

 বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য

জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য: জার্মানিতে ভর্তির জন্য দুই ধরনের পদ্ধতি চালু আছে। একটি হচ্ছে ওপেন অ্যাডমিশন,

অন্যটি আপটিউড টেস্ট। প্রথমটির ক্ষেত্রে শুধু ব্যাচেলরের ফলাফল ও অন্য কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি করা হয়। অন্যটিতে

কাগজপত্র যাচাই এর পাশাপাশি অনলাইনে পরীক্ষাও দিতে হয়। তাই চান্স পাওয়ার ক্ষেত্রে ওপেন অ্যাডমিশন পদ্ধতিটি ঝামেলামুক্ত

ও সহজ। জার্মানিতে সাধারণত দুই ভাষাতে পাঠ দান করা হয়ে থাকে- জার্মান ও ইংরেজি। যদি কেউ জার্মান ভাষায় মাস্টার্স করতে

চান, সে ক্ষেত্রে বি১ পর্যন্ত ভাষা কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক। এই কোর্স ঢাকা জার্মান ভাষা শিক্ষা কেন্দ্র থেকে করা যায়।আপনারা

ইচ্ছে করলে সেই খান থেকে করতে পারেন ।তবে কেউ ইংরেজিতে মাস্টার্স করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার সনদপত্র

বিভিন্ন রকমের চেয়ে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয় যদি দেখে শিক্ষার্থীর ব্যাচেলরের পাঠদান এর মাধ্যম ইংরেজি, তখন অনেক সময়

আইইএলটিএস চায় না। আবার কোন বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোয়েফলের উচ্চ স্কোরের সঙ্গে সঙ্গে জিআরই-ও চায়।

এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকেই  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ভর্তির জন্য কি কি প্রয়োজন তা যাচাই-বাছাই করে নিতে হবে ।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে বিষয়ের উপর মাস্টার্স করার জন্য আবেদন করেছেন ,তা যেন আপনার ব্যাচেলরের

অধ্যায়িত বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।এর জন্য আপনি আবেদন করার আগে কোর্স কো-অর্ডিনেটরকে একটি ই-মেইল করে

আপনার ব্যাচেলরের অধ্যয়িত বিষয় নিয়ে একটু ধারনা দিতে পারেন।যেমন আপনি ব্যাচেলরের কি কি বিষয়ে পড়েছেন এবং সঙ্গে

আপনার  সিজিপিএ উল্লেখ করে দিতে পারেন ।এই গুলো জানানোর পরে তার কাছে আপনি জানতে চাইবেন, তার ওই বিভাগে

আপনি মাস্টার্স করার জন্য উপযুক্ত কিনা। দেখবেন তিনি দু- এক কর্মদিবসের মধ্যেই ই-মেইল এর রিপ্লাইয়ে বলে দিবে কি কি

করতে হবে বা আপনি আবেদন করার জন্য যোগ্য কিনা ।

জার্মানিতে অনার্স

আপনি জার্মান পড়তে যেতে চাইলে আপনাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে। আর মিনিমাম ১২ বছর + ১ বছর পড়াশোনা করা

লাগবে দেশের কোন ইউনিভার্সিটিতে।তার পরে এপ্লাই করতে হবে।আর আপনান একাউন্টে ১০ লক্ষ টাকা দেখাতে হবে।সুযোগ

থাকলে অবশ্যই বাইরে পড়তে যাওয়া উত্তম। জার্মানিতে ভাল সুযোগ থাকলে আপনার ভবিষ্যৎ এবং ক্যারিয়ার দুটোর জন্যই ভালো

হবে । জার্মানিতে অনার্স করতে হলে আগে আপনার এক বছর অনার্স  পড়তে হবে।   তার পরে এপ্লাই করতে পারবেন।জার্মানিতে

অনার্স এর সুযোগ পাওয়া একটু কঠিন। জার্মানিতে অনার্স করতে হলে আপনাকে অবশ্যই জার্মানি ভাষা শিখতে হবে। এছাড়াও

জার্মানিতে ডিপ্লোমা করতে পারবেন। জার্মানিতে অনার্স এর মেয়াদ ৩ থেকে ৪ বছর হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুইবার

আবেদন করার সুযোগ থাকে।

জার্মানিতে কেন পড়াশোনা করতে যাবেন

অনেকের মনে প্রশ্ন জাগে জার্মানিতে কেন পড়াশোনা করতে যাব। আবার কারো কারো স্বপ্ন থাকে জার্মানিতে পড়াশোনা করার।

সেখান কার শিক্ষাব্যবস্থা ভালো হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা জার্মানিতে গিয়ে থাকেন । বিশ্ববিদ্যালয়গুলোতে ও

গভর্নর টেকনিকেল সাইন্স, আর্টস কমিউনিকেশন টেকনোলজি এবং টেকনোলজি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।

সিজিপিএ-১ সবথেকে ভালো গ্রেড এবং সিজিপিএ-৪ সব থেকে খারাপ গ্রেড। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিজিপিএ- ২.৫ এর কম

হলে সে ভর্তির জন্য যোগ্য হবেন। আপনারা সকলেই জানেন পৃথিবীর বিখ্যাত মনিষীদের জন্ম জার্মানিতে এবং বিজ্ঞান চর্চার

তীর্থস্থান। জার্মানিতে পড়াশোনা করার জন্য কোন ফ্রি প্রধান করতে হয় না এটাও একটা বড় কারণ।তাই সব মিলিয়ে ছাত্রছাত্রিরা

উচ্চশিক্ষাযর জন্য জার্মানিকে বেছে নেয়।

উচ্চ শিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য এর শেষ উক্তি

পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের উচ্চশিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য লেখা টি।এটি সুন্দর একটি

গুরুত্বপূর্ণ তথ্যমূলক লেখা। আশা করি লেখাটি পড়লে আপনারা অনেকেই উপকৃত হইবেন। এর পরেও যদি আপনাদের আরো

কোন বিষয়ে জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে সে বিষয়টি জানিয়ে দেবো।

আমরা বিদেশের ব্যাপারে সবসময় তথ্য দিয়ে থাকি ।তাই যারা বিদেশের ব্যাপারে জানতে ইচ্ছুক তারা আমাদের এই সাইট থেকে

জানতে পারবেন। নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন।

আশা করি কাজে লাগবে ।ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই উচ্চশিক্ষায় জার্মানি এবং ভর্তির তথ্য লেখা টি

মনোযোগ সহকারে পড়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial