ইসলামে ফরজ গোসল না করার শাস্তি

ইসলামে ফরজ গোসল না করার শাস্তি – এই আলোচনার মাধ্যমে আজ আমরা তুলে ধরবো বহুকাল আগে থেকেই

একটি কথা প্রচলিত ভূল ধারনা। বিশেষ করে আমাদের যারা মা বোন আছে তাদের মোধ্য এই ধারণা আরো বেশি প্রচলিত

ছিল। যেমন কেউ কেউ গোসল ফরজ হলে কাজ করাতো দূরের কথা মাটি দিয় হাটা চলা পর্যন্ত করতে চাইতোনা। আবার

কেউ কেউ দানা পানি পর্যন্ত স্পর্শ করতো না। কিন্তু  প্রচলিত এই ধারণা গুলো ভূল। আমাদের সঠিক হাদিস ও কুরআনের

ব্যাখা না জানার কারণে এই ধরনের কথা প্রচলিত হয়ে আসছিল। আজ আমি এখানে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো

ইনশাল্লাহ। আর তার জন্য আমার এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন তবেই জানতে পারবেন। আসল তথ্য

অর্থাৎ যখন আপনার গোসল ফরজ হবে তখন আপনাকে কি করতে হবে। গোসল ফরজ হওয়ার পরেও আপনি কিকি কাজ

করতে পারবেন। আর এই অবস্থায় কিকি কাজ করতে পারবেন না । এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ইসলামে ফরজ গোসল না করার শাস্তি লেখায়।

ইসলামে ফরজ গোসল না করার শাস্তি

যখন একজন মানুষের জন্য গোসল ফরজ হয়ে যায় তখন তার জন্য গোসল করা একান্ত অপরিহার্য। যদি আমাদের

শারীরিক কোন বড় ধরনের সমস্যা না থাকে তবে কোন ভাবেই ফরজ গোসল বাদ দেয়া যাবেনা। তবে আপনার যদি ফরজ

নামাজ বা স্পর্শ করে কোরআন পড়ার প্রয়োজন না পড়ে তবে আপনি সাময়িকভাবে শরীরের না পাক দূর করে সকল

অন্যান্য সকল কাজ করতে পারবেন। যেহেতু গোসল ফরজ তাই যদি শারীরিক সমস্যা না থাকে তবে কেউ যদি ইচ্ছা কৃত

গোসল ছেড়ে দেয় তাহলে সে ফরজ তরফ করার অপরাধে দন্ডিত হলো। ফরজ কাজ না করার জন্য যে শাস্তি হবে এক্ষেত্রে

তার একই ধরনের শাস্তি হবে।

ফরজ গোসল করার পদ্ধতি

প্রতিটি কাজের যেমন কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে তেমনি ফরজ গোসল করারও কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে। আর তাই

যখন আমরা এই ধরনের গোসল করবো তখন অবশ্যই এই নিয়ম গুলো মেনে আমাদের গোসল করতে হবে। অন্যথায়

আমাদের ফরজ গোসল করা হবেনা। আর এ্রর জন্য যে নিয়ম রয়েছে তাহলো নিম্নরুপ-

  • না পাকের জায়গা আগে উত্তম রুপে ধৌত করা ।
  • গোসলের আগে ওযু করা।
  • গোসলের দোয়া পড়ে গোসল করা।
  • শরীরের সকল জায়গা উত্তম রুপে পরিস্কার করা।

ইসলামে ফরজ গোসল না করার শাস্তি শেষ উপদেশ

আশা করি উপরোক্ত ইসলামে ফরজ গোসল না করার শাস্তি লেখার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এর সাথে এই

লেখাটির তথ্য গুলো আপনাদের প্রত্যাহিক জীবনে কাজে লাগাবেন এ প্রত্যাশা সবার কাছে করি। কারণ জানার নাম ইসলাম

নয় মানার নাম হচ্ছে ইসলাম। আমরা অনেক বেশি জানি কিন্তু কিছুই মানিনা তবে লাভ নেই। তাই আমরা যেন আমাদের

প্রত্যহিক জীবনে এই নিয়ম-কানুনগুলো মেনে চলি তাহলে একদিকে যেমন আমরা সুস্থ সবল থাকতে পারবো, অন্যদিকে

সুস্থ সবল জাতি গঠন করে ইসলামের আলো সারা পৃথীবিতে ছড়িয়ে দিতে পারব। এছাড়াও একই বিষয়ে আমাদের আরও

অনেক গুলো লেখা আছে, সেই লেখাগুলোও আপনি পড়তে পারেন। আশাকরি সকল লেখাই ভালোলাগবে। আর লেখাটা

যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অনুরোধ রইলো, সবার সাথে শেয়ার করার জন্য। কারন আপনার একটি শেয়ার

আরেকজনকে ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাতে পারে, এবং সেও যদি এই বিষয়গুলো জানে তবে তার নিজের

জীবনে ও পারিবারিক জীবনে পালন করতে পারবে। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলামে ফরজ গোসল না করার  শাস্তি  লেখা টি পড়ার জন্য।

About 24 Favor

Check Also

Meeting minutes writing format

Meeting minutes writing format: Who has engaged with NGO job maximum people need writings this …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *