Skip to content

গভীর ভালোবাসার মেসেজ ছন্দ ও কবিতা

গভীর ভালোবাসার মেসেজ ছন্দ

গভীর ভালোবাসার মেসেজ ছন্দ-পৃথিবীতে প্রেম হল এক মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রেমকে মানুষ কখনো

ভালোভাবে ব্যবহার করেছে, আবার কখনো মানুষ খারাপ ভাবে ব্যবহার করেছে। প্রেম নিয়ে পৃথিবীতে ঘটে গেছে অনেক

কাহিনী, কিছু কাহিনী মানুষের মনকে দিয়েছে সুখের অনুভূতি, আবার কিছু কাহিনী হয়ে গেছে জীবনের কলঙ্কিত অধ্যায়।

তাই আজ গভীর ভালোবাসা নিয়ে কিছু ছন্দ কবিতা লিখবো যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই গুলো

আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন । এছাড়াও যদি মন কখনো খারাপ থাকে তখন এই ছন্দ গুলো পড়লে

আশা করি মন ভাল হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর ভালোবাসার মেসেজ ছন্দ  গুলো পড়তে থাকুন। আর

উপভোগ করতে থাকুন আমার এই লেখার মেসেজ ছন্দ ও কবিতা গুলো। যা আপনাদের হৃদয়কে নাড়া দিবে।

ভালোবাসার মেসেজ

ভালোবাসাহীন জীবন অনেকটা শূন্য মরুভূমির মত । তাই সবার জীবনেই ভালবাসা আসে । আর সবাই ভালোবাসার জালে

আবন্ধ হয়ে থাকে। যাদের জীবনে ভালোবাসা নেই তাদের জীবনে সুখও নেই। তাই ভালোবাসা হচ্ছে আমাদের জীবনের

একটি অংশ। আর সেই ভালোবাসাকে আরো সুন্দর করতে আরো মধূর করতে প্রিয় জনকে দিতে পারি মজার সব মেসেজ

যা প্রেমকে আরো গভীর করবে। নিচে কিছু সুন্দর মেসেজ দেয়া হলো যা আপনি শেয়ার করতে পারবেন আপনার

প্রিয়জনের সাথে।

  • প্রিয়তমা তুমি কি জান আমি তুমার কত আপন। আজ থেকে জেনে নাও তুমি ছাড়া আমার কলিজার কাপন।
  • যতদিন বাঁচবো তুমার ভালোবাসা নিয়েই শুধু বাঁচতে চাই। আর কারো ভালোবাসা যেন জীবনে নাহি পাই।
  • প্রতিটা প্রহর কাটে তুমার ফোন পাবো বলে তার অপেক্ষায়।তুমি শুধু আমরা অভিমান টুকু দেখলে ভালবাসাটা দেখলে না।
  • কারও অপেক্ষায় প্রহর গুনা যে কতটুকু কষ্টের তা হয়তবা তুমি বুঝবে না। তবুও তুমাকে পাওয়ার আশা নিয়ে প্রহর গুনতে থাকবো সারাটি জীবন।
  • জীবন চলার পথে যদি কভু নিভে যায় জীবন প্রদীপ তুবুও যেন রেখো তুমিও শুধু ছিলে আমার এই হৃদয়ে।

গভীর ভালোবাসার ছন্দ

দুটো মনের মিল যখন গভীর হয় তখন সেই ভালোবাসা হয় অনেক মধূর। আর তখন তাদের মধ্যে থাকেনা কোন বাধাঁ। এই

সময় প্রেমিক প্রেমিকা গন অনেক মধূর ছন্দ খোঁজ করতে থাকে ভালোবাসার মানুষের সাথে শেয়ার করার জন্য। আর যারা

এই ধরনের ছন্দ পেতে তাদের জন্য নিচে দেয়া হলো অনেক মজার কিছু গভীর ভালোবাসার ছন্দ । যা আপনি শেয়ার করতে

পারবেন আপনার প্রিয়জনের সাথে। আশা করি এগুলো অনেক ভাল লাগবে।

  1. আমার হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে তা শুধু তুমার জন্য। এখানে আর কারো জায়গা নেই।
  2. যত দূরেই থাকি আমি তুমাকে রাখবো আমার মনের মধ্যে। আর যতন করে রাখবো আমাদের ভালোবাসা খানি।
  3. কি করে বলবো তুমাকে তুমি আমার কত আপন।
  4. প্রেমের মন ছাড়া আমার প্রেমের গভীরতা মাপতে পারবেনা। তাই এখানে এসে দেখ তুমার জন্য কতটুকু ভালোবাসা আমার এই হৃদয়ে।
  5.  প্রতিটা মহূর্তেই তুমার মুখের ছবি আমার হৃদয়ে ভাঁসে।

ইমোশনাল লাভ মেসেজ

ভালোবাসা যখন ইমোশনাল পর্যায়ে পৌছায় তখন দুটো মনের মিল হয়ে যায়। আর এই সময় সবাই চায় তার প্রিয়জনকে

অনেক সুন্দর সুন্দর মেসেজ দেয়ার জন্য। আর আপনি যদি এই ধরনের মেসেজ খোঁজ করে থাকেন তবে আপনি ঠিক

জায়গাতেই এসেছেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ইমোশনাল মেসেজ দেয়া হলো যা আপনাদের অনেক ভালো

লাগবে।

  • সব কিছু হারাবে দুনিয়ার নিয়ম। শুধু আমার মন থেকে হারাবেনা তুমার নামটি।
  • যতবার মন থেকে মুছতে চাই তুমার নামটি ততবেশি মনে পড়ে যায় তুমাকে।
  • আমার মনের মধ্যে তুমার ছবি ছাড়া আর কিছুই দেখতে পাইনা।
  • আমাকে দুঃখ্য দিও কিন্তু আমার ভালোবাসাকে প্রত্যাখান করোনা।
  • ভুলে যেতে চাইলে ভুলতে পারবে তবে আমাকে বিষ খাওয়ে তার পরে ভুলে যাবে।

রোমান্টিক প্রেমের মেসেজ

যে সকল ছেলে মেয়ে রুমান্টিক তাদের মনে সবথেকে বেশি ভালোবাসা থাকে। আর তাই তারা প্রেমে পড়ে বেশি। আর যারা

এই ধরনের প্রেমে হাবু ডুবু খাচ্ছেন তাদের জন্য এখানে দেয়া হলো কিছু মন জয় করা মজার কিছু রোমান্টিক প্রেমর

মেসেজ। যা আপনার প্রিয়জনের মনকে জয় করার জন্য কাজে লাগবে। এখান থেকে শেয়ার করতে পারবেন আপনার

প্রিয়জনের সাথে।

  1. ও মেয়ে তোর মনটা দে আমি আমার ভালোবাসা তোকে দিব।
  2. যত দিন বাঁচবো এই পৃথীবিতে তোমাকেই চাইবো শুধু।
  3. মোবাইলটা হাতে নিলেই শুথু তোমার ছবি দেখতে ইচ্ছে করে।
  4. হৃদয়ে যে তুমার ছবি আঁকি তা শুধু আমার হৃদয়েকে তুমার প্রতি আকৃষ্ট করছে।
  5. এই দেহে যত দিন প্রান থাকবে সেই প্রনে শুধু তোমার ভালবাসা থাকবে।

রোমান্টিক হট ছন্দ

সকল প্রেমিক প্রেমিকাই ছন্দ পছন্দ করে থাকেন। কারণ ছন্দ গুলো মানুষের অনেক বেশি ভাল লাগে। তাই যারা নতুন

নতুন প্রেম করে তার অনেক বেশি ছন্দ আদান প্রদান করতে পছন্দ করে থাকেন। আর আপনিও যদি এই ধরনের ছন্দ

খোঁজ করে থাকেন তবে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। এখানে দেয়া হলো অনেক মজার কিছু ছন্দ যা আপনাদের

অনেক ভাললাগবে।

  • প্রেমের গরম হাওয়া লাগলে ওরে গায়। সবসময় প্রিয় মানুষটিকে শুধু কাছে পেতে চায়।
  • প্রতিদিন দিবে কল আমার মোবাইল ফোনে। সারাক্ষণ রাখবে তুমার মনের গহীনে।
  • আমার মনের মাঝে তুমায় রেখেছি করে আপন। প্রতিদিন নিশি রাত্রে দেখি তোমায় স্বপন।
  • হাজার কষ্ট বুকে চেপেঁ কেঁদে বেড়াই একা। একবার এসে দেখে যাও দিওনা আমায়ে ছ্যাকা।
  • হারানো দিনের স্মৃতি গুলো আজও খুঁজে বেড়াই। জীবনের শেষ বেলায়ও যেন তোমায় বন্ধু পাই।

নিশি রাতের ছন্দ

রাত্রি যখন গভীর হয় তখন ভালোবাসার মানুষের কথা বেশি করে মনে পড়তে থাকে। আর এখানে কিছু ছন্দ দিব যে গুলো

আপনার ভালোবাসার মানুষকে দিলে সে অনেক বেশি খুসি হবে। কারণে এই ছন্দ গুলো নতুন এবং আনকমন। এই গুলো

আর কেউ কোন দিন ব্যাবহার করে নাই ।তাই এখান থেকে কপি করে আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে

পারবেন।

  1. গভীর রত্রে একলা আমি বসে আছি একা। মনে আমার ইচ্ছে জাগে পেতাম যদি তুমার দেখা।
  2. আমি শুধু জেগে আছি রাত্রি নিশি কালে। তুমাকে কাছে পাওয়ার আশায় চিরকালে।
  3. আজও জেগে থাকি রত্রি একা পাবো বলে তুমার দেখা।
  4. শূণ্য বুকে আসো কাছে গাও প্রেমের গান। তুমি আমার সোনা পাখি তুমি আমার জান।
  5. হাজার ফুলের মধ্যে তুমি আমার সেরা । তুমায় ছাড়া আমি একা দুঃখে জীবন ঘেরা।

গভীর ভালোবাসার মেসেজ ছন্দ এর শেষ কথা

উপরোক্তরে গভীর ভালোবাসার মেসেজ ছন্দ লেখাটি উপভোগ করেছেন এ প্রত্যাশা দিয়েই আপনাদের মাঝ থেকে

বিদায় নিতে চাচ্ছি আশাকরি আবারও দেখা হবে সুন্দর একটি লেখা আমি আপনাদের সাথে আমাদের সাইটে আরো অনেক

সুন্দর সুন্দর লেখা আছে স্বাস্থ্য বিষয়ে লেখা আছে বিভিন্ন ছন্দ কবিতা আছে যে বিষয়গুলো আশা করি আপনাদের অনেক

ভালো লাগবে আমাদের সাথেই থাকুন আপনার জীবন সুন্দর হোক সুখময় হোক এই কামনা করে আজকের মত এখানেই

শেষ করছি।

একই জাতীয় লেখা পড়তে পারেন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial