শেখ রাসেল কে নিয়ে উক্তি ও কবিতা

শেখ রাসেল কে নিয়ে উক্তি লেখায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশাকরি আজকের এই লেখাটি আপনাদের অনেক বেশি ভালোলাগবে। কারণ আমরা সবাই আমাদের প্রিয় মহান নেতার ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রীর আদরের ছোট ভাই যাকে ঘাতকেরা নির্মম ভাবে হত্যা করেছিল।

কিন্তু আজো আমাদের মাঝে সেই ছো্ট্র্র সোনার মুখটি ভেঁসে উঠে আর তাই তাকে স্মরণ করার জন্য আমরা সবসময় বিভিন্ন অনুষ্ঠানে ছড়া গন কবিতা আবৃত্তি করে থাকি।

আর তাই আপনাদের জন্য এখানে কিছু নতুন শেখ রাসেল কে নিয়ে উক্তি ও কবিতা শেয়ার করবো যেগুলো আপনার অনেক ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখাটি পড়তে থাকুন।

শেখ রাসেল কে নিয়ে উক্তি

রাসেল কে নিয়ে উক্তি– ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট যার কান্নার শব্দে ভারি হয়ে গিয়েছিল ধানমন্ডির ৩২ নং বাসাটি। সেখানে যাওয়ার পর আজও মনে হয় তার কান্নার আওয়াজ ভেঁসে আসছে। সেখানে যাওয়ার পরে মনে হয় আজো ছোট্র এই ছেলেটি ময়ের আঁচল ধরে খেলা করছে।

ছোট্র সেই ছেলেটিকেউ ঘাতকেরা রেহাই দেয়নি। তাই আজ এই সোনাপাখিকে নিয়ে কিছু সুন্দর উক্তি আপনাদের সাথে শেয়ার করবো যা আপনাদের অনেক ভালোলাগবে। আর এর সাথে আরেকবার সবাই তাকে স্মরণ করবেন। আর তার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সবথেকে ভালো জায়গাটি তাকে দান করেন।

সেরা মোদের রাসেল সোনা
মোদের নয়ন মনি।
আজকে তাহার জন্মদিনে
দাও বার্থডের ধ্বনি।

 

নিষ্পাপ ছেলে ছোট্র শিশু
মারলে কেমন করে।
নিথর দেহ পড়ে রইল
জীবন পাখি গেল উড়ে।

 

তুমি ছিলে সবার মাঝে হাঁসি মাখা ‍মুখ
শত কাজের মাঝেও বাসায় এসে
দেখতাম যখন তোমার হাঁসি মাখা মুখ
মনের শত কষ্ট ভূলে পেতাম অনেক সুখ।

 

মারিওনা আমায় ওরে
বাঁচতে আমি চাই।
এই পৃথিবীতে বাঁচার জন্য
দাওগো মোরে ঠাই।

 

প্রিয় রাসেল আজো তুমি
আছো আমাদের মাঝে বেঁচে
তুমায় ভালোবেসে যাবো।
দোয়া করবো তোমার জন্মদিনের শেষে ।

শেখ রাসেল কে নিয়ে কবিতা

শেখ রাসেল কে নিয়ে কবিতা- প্রিয় এই মুখটি যতবার দেখি ততবার সেই ঘাতকদের প্রশ্ন করতে ইচ্ছে করে কি দোষ ছিল এই সুন্দর ফুটফুটে বাচ্চাটির। সেতো নিষ্পাপ ছিল তারতো কোন দোষ ছিলনা।

তাই আজকের এই কবিতার মাধ্যমে সেই কথা গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো । আশাকরি আপনাদের এই কবিতাটি অনেক বেশি ভালোলাগবে। করণ নতুন একটি কবিতা।

ভালোলাগলে আমাদের জানাবেন। আরো নতুন নতুন কবিতা আপনাদের সাথে শেয়ার করবো।

ছোট্র সোনা

ছোট্র সোনা রাশেল আমার
সোনা মনি ভাই।
তাহার জন্য সবার কাছে
দোয়া আজকে চাই।
নিষ্ঠুর ওরা পাষাণ ওরা
বিষে ভরা তাদের মন।
বুলেট মেরে কেড়ে নিল
সোনা ময়না ধন।
থাকতো যদি রাসেল সোনা,
বড় হতো আজ।
দেশের দশের সেবা করত,
করতো ভালো কাজ।
সোনার মত ভাইট আমার,
নিল ওরা কেড়ে।
তাই চোখ জলে ভরা,
থাকি ওকে ছেড়ে।
স্বর্গে থাকো সুখে থাক,
ভাইটি আমার ওরে।
তোমার জন্য দোয়া করবো,
প্রাণটি মোরা ভরে।

শেখ রাসেল কে নিয়ে উক্তি এর শেষ বক্তব্য

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতে যাচ্ছি আজকের এই শেখ রাসেল কে নিয়ে উক্তি লেখাটির। আশাকরি লেখাটি আপনাদের অনেক বেশি ভালোলেগেছে। কারণ এখানে যে উক্তি ও কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তা একদম নতুন ও আনকমন।

তাই আপনি আমার এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরো কিছু নতুন নতুন কবিতা লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও পড়তে পারেন আপনাদের সুবিধার জন্য নিচে সেগুলোর লিংক আপনাদের সাথে শেয়ার করা হলো। আশাকরি ভালোলাগবে।

আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে নিচের লিংক গুলো অনুসরণ করুনঃ

শেখ রাসেলেরে জন্মদিন

বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা

শেখ রাসেলের পরিচয়

শেখ রাসেলের জীবনী/ শেখ রাসেল রচনা

প্রিয় নেতা মুজিবুর রহমান জীবনী বাংলা

শেখ রাসেলের জন্মদিনের কবিতা

শেখ রাসেল ছোট কবিতা

 

About 24 Favor

Check Also

H.S.C Results 2023

H.S.C Results 2023pdf

H.S.C Results 2023: Higher Secondary School Certificate ( H.S.C) examination is so important in our …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *