আর্জেন্টিনা ভিসা ছাড়া যাওয়া যাবে ও দূতাবাস : সবাইকে আবারো স্বাগতম জানিয়ে শুরুকরছি নতুন
একটি গুরুত্বপূর্ণ লেখা যে লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। আর সেই বিষয়টি হলো
বাংলাদেশের প্রায় সকল মানুষের প্রিয় দেশ আর্জেন্টিনার ভিসা ছাড়া কিভাবে যাওয়া যায় আর কোন কোন
বিষয়ের উপর এই দেশটি ভিসা প্রদান করে থাকে এবং দূতাবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাতে করে
আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারনা হয়। আর এর জন্য আমাদের এই আর্জেন্টিনা ভিসা
ছাড়া যাওয়া যাবে ও দূতাবাস লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আর এই বিষয় সমূহ
সম্পর্কে জেনে নিন।
আর্জেন্টিনা দূতাবাস বাংলাদেশ
আর্জেন্টিনা দূতাবাস বাংলাদেশ: অনেক আগে বাংলাদেশে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আর কোন
প্রকার আর্জন্টিনিয়ার দূতাবাস ছিলনা । কিন্তু বর্তমানে কাতার বিশ্বকাপের পরবর্তীতে বাংলাদেশের দর্শকদের
আর্জেন্টিনিয়ার ফুটল প্রেম দেখে সেই দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে তারা ২৭ ফ্রেব্রুয়ারী
২০২৩ সালে তাদের দেশের দূতাবাস খুলছে। এর ফলে বাংলাদেশীদের আর সেই দেশে কোন বাধাঁই
থাকলোনা। আর পূর্বে যে খানে ভারত গিয়ে সকল কাগজ পত্র করতে হতো এখন তা বাংলাদেশ থেকেই করা
যাবে। তাই যাদের এই দেশটিতে ভ্রমন তথা কাজের জন্য যাওয়ার আগ্রহ আছে তাদের জন্য এখন সেখানে
যাওয়া অনেক সহজ হয়ে যাবে। Argentina Embassy in Dhaka Bangladesh/ আর্জেন্টিনিয়া এম্বাসি ইন ঢাকা বাংলাদেশ
আর্জেন্টিনা ভিসা বাংলাদেশ
আর্জেন্টিনা ভিসা বাংলাদেশ: যারা বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এই দেশটিতে যেতে চাচ্ছেন
তাদের জন্য এই এম্বাসি অনেক সহায়তা ভূমিকা পালন করবে। তবে দেখা গেছে বর্তমানে এই দেশটিতে খুব
কম সংখ্যক লোকই যাচ্ছে। কারণ হিসেবে দেখা গেছে অর্থনৈতিক দিক দিয়ে এই দেশটি তেমন উন্নত নয়।
তাছাড়া এখানে জীবন যাত্রার মান ইউরোপের দেশ সমূহের মত এত উন্নত নয়। যার ফলে এই দেশটিতে
সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকা অবৈধ পথে পাড়ি
দেয়ার জন্য যেতে গিয়ে এই দেশটিতে অনেকেই বসবাস গড়ে তুলেছে। কারণ যখন তারা সেখানে অনেক
দিন বসবাস করেছে তখন তাদের কাছে সেই দেশটি অনেক বেশি ভালো লেগেছে। তবে এই সকল ভিন্ন
কথা। বর্তমানে এই দেশটিতে মাত্র কয়েকটি ক্যাটাগরিতে ভিসা চালু রয়েছে তবে আশা করা যায় সামনের
দিন গুলোতে আরো অনেক ধরনের ভিসা চালু হবে। আর এখন যে সকল ভিসা চালু রয়েছে তা হলো নিম্নরুপ:
- বিজনেস ভিসা।
- ভিজিট ভিসা।
- জব/ওয়ার্কার ভিসা।
- স্টুডেন্ট ভিসা।
- রেসিডেন্ট ভিসা।
উপরোক্ত সকল ধরনের ভিসার জন্য এই লিংকে ক্লিক করুন । এছাড়াও যদি এই বিষয়ে আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তবে আমাকে লিখতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। যাতে করে বিষয়টি আপনাদের পরিস্কার হয়।
আর্জেন্টিনা কি ভিসা ছাড়া যাওয়া যাবে?
আর্জেন্টিনা কি ভিসা ছাড়া যাওয়া যাবে?: আর্জেন্টিনা কি ভিসা ছাড়া যাওয়া যাবে?: এই সহজ সরল
প্রশ্নটি আমাদের কাছে অনেকেই করে থাকেন। আর এই ধরনের প্রশ্ন যখন আমরা পাই তখন তাদের
জানানো আমাদের দায়িত্ব হয়ে যায়। তাই যারা এই ধরনের প্রশ্নটি করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই।
এখনও এই্ ধরনের ভিসা বাংলাদেশ থেকে চালু হয়নি। তবে বাংলাদেশে যখন তাদের দেশের এম্বাসি চালু
হবে তখন হয়তবা এই ধরনের ভিসা চালু হবার সম্ভাবনা রয়েছে। কারণ আর্জেন্টিনিয়ার সরকার বাংলাদেশের
মানুষের প্রতি খুবই খুসি। আর সেই অপেক্ষায় রইলাম। বাংলাদেশের মানুষ যেন সেই সুবিধাটি ভোগ করতে
পারে। আর আপনি যদি এই ধরনের খবরটি আপডেট পেতে চান তবে আমাদের সাথে থাকুন। আর নিয়মিত
ভিজিট করুন আমাদের সাইটি।
আর্জেন্টিনা ভিসা ছাড়া যাওয়া যাবে ও দূতাবাস এর শেষ কথা
আর্জেন্টিনা ভিসা ছাড়া যাওয়া যাবে ও দূতাবাস এর শেষ কথা: আশাকরি উপরোক্ত বিষয় সমূহ
আপনাদরে অনেক উপকারে আসবে। এছাড়াও যদি এই বিষয়ে আপনাদের আরো কোন কিছু জানার থাকে
তবে আমার কাছে লিখতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে তা জানিয়ে দিব। আর এছাড়াও
আমাদের এই সাইটে ইউরোপের সকল দেশ বিষয়ে লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও
পড়তে পারেন আশাকরি সেই লেখা গুলো আপনাদের উপকারে আসবে। সেই লেখাগুলো পড়ার জন্য নিচে
কিছু লিংক আপনাদের সাথে শেয়ার করা হলো বাকি গুলো আমাদের সাইট থেকে পড়তে হবে। সবাই ভালো
থাকবেন আবার দেখা হবে নতুন কোন লেখাতে। অনেক অনেক ধন্যবাদ।
আরো কিছু গুরুত্বপূর্ণ লেখাঃ
আমেরিকা ভিজিট ভিসা প্রেসিসিং ধাপ সমহ
আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা
আমেরিকা ভিজিট ভিসা পেতে কি কি কাগজ পত্র বা ডকুমেন্ট লাগে