নিজের সম্পর্কে স্ট্যাটাস ও ক্যাপশন

নিজের সম্পর্কে স্ট্যাটাস ও ক্যাপশন : সাধারণত আমরা নিজের সম্পর্কে মানুষের কাছে কিছু বলতে অনেক সময় লজ্জা পাই। নিজেকে তাই চেষ্টা করি সবসময়

আড়ালে রাখার।  এই প্রবনতার কারণে অনেকেই ভালো কোন জায়গায় স্থান পায় না। এছাড়াও বন্ধু-বান্ধবদের কাছে দাম

পায় না। আপনি একবার ভাবুন তো আপনি যদি নিজেকে নিজেই দাম না দেন, তাহেল অন্যমানুষ আপনাকে কেন দাম

দিবে। তাই আজ থেকে আপনাকে অনুরোধ করলাম নিজেকে দাম দেয়া শিখুন তাহলে অন্য মানুষও আপনাকে দাম দিবে।

নিজেকে সবার সামনে তুলে ধরুন। দেখবেন সবাই আপনাকে মূল্যায়ন করা শুরু করে দিয়েছে। বন্ধুরা আজ আমি

আপনাদের  এখানে নিজের সম্পর্কে স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আলোচনা করবো যা আপনাকে নিজেকে নিয়ে ভাবার

উপকরণ  যোগাবে। তাই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আর উপভোগ করতে থাকুন নিজের সম্পর্কে নতুন

নতুন কিছু কথা।

ফেসবুকে নিজের সম্পর্কে স্ট্যাটাস

ফেসবুক হচ্ছে বর্তমান সময়ে নিজেকে সবার সামনে তুলে ধরার অন্যতম একটি মাধ্যম। আর তাই আমরা খুব সহজেই এই

মাধ্যমে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারি, এবং নিজের ভিতরে থাকা জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে পারি। এতে

করে একদিকে যেমন সবার কাছে সম্মানিত হওয়া যায়, তেমনি সবার কাছে সন্মানের পাত্র হওয়া যায়। তবে অনেক সময়

খেয়াল রাখতে হবে এটা করতে গিয়ে যেন আবার মানুষ বিরক্ত বা এমন কোন মন্তব্য না করে বসে যেটা আপনার সন্মানের

হানি কর হয়ে দাড়ায়। তাই ফেসবুকে কোন প্রকার পোষ্ট দেয়ার আগে দেখে নিবেন এটা কোন প্রকার ক্ষতির কারণ কিনা ।

বা আপনি যে লেখাটি দিচ্ছেন তা সবার কাছে হাস্যকর কিনা। আমরা নিচে কিছু স্ট্যাটাস দিব যে গুলো আপনি শেয়ার

করতে পারেন আপনার ফেসবুক বন্ধুদের সাথে।

আমি অনেক বড় নই ।
আবার কারো থেকে কমও নই।
আমি কারো উপর নির্ভরশীল নই।
এটা কিন্তু আমার গর্ব নয়।

 

আমি আমার থেকে আর কাউকে
বেশি আপন মনে করি না।
কারণ পৃথিবীতে জন্ম গ্রহন করেছি একা
আবার পৃথিবী থেকে যাবও একা।

 

যখন নিজেকে নিয়ে ভাবতে শিখেছি
তখন জীবনের মানে খুঁজে পেয়েছি।
আজ আর তাই অন্য কারো জন্য
মনের ভিতর কষ্ট জমা করি না।

 

অনেক কেঁদেছি তার জন্য
আর কাঁদবনা কারণ আমি
বুঝে গেছি আপন খেকে
আর কোন অপন জন নেই।

 

নিজের জন্য কিছু সময় রাখি
আর সেই সময়টা শুধু নিজের
সাথে কথা বলে সময় কাটাই
কারন নিজেকেই সবথেকে কাছে পাই।

Self respect নিজেকে নিয়ে স্ট্যাটাস

নিজের সম্মান নিজেকে আগে দিতে হবে। নিজের কাছে যদি নিজের সম্মানিত না ভাবেনা, তবে অপর লোকজন আপনাকে

কেন সম্মানিত করবে বা ভাববে? তাই নিজেকে আগে সন্মান দেওয়া শেখেন । তবেই অন্যজন আপনাকে দাম দিবে।

নিজেকে কখনো ছোট ভাবতে নেই, আপনি মনে রাখবেন আপনি হচ্ছেন পৃথিবীতে একজন । এই রকম ইউনিক জীনিস

আর দুনিয়াতে নাই। তাই নিজেকে কখনো ছোট বা দাম হীন ভাবার অবকাশ নাই। নিজের যখন দাম দেওয়া শিখবেন দেখবেন

আপনার আশেপাশের মানুষ গুলো আপনাকে দাম দেওয়া শুরু করে দিয়েছে। আর তাই Self respect নিজেকে নিয়ে

স্ট্যাটাস দিবে আপনাকে সেই অনুভূতি যা আপনাকে সন্মান দিতে অনুপ্রেরণা দিবে।

  • যখন তুমি তুমার নিজের মর্যদা নষ্ট করবে তখন কেউ তুমাকে দাম দিবে না।
  • প্রতিটা মানুষের আত্ন মর্যাদা থাকা উচিৎ। আর তা যদি কারো মধ্যে না থাকে তবে তাকে মানুষ বল্লে ভুল হবে।
  • Self respect হচ্ছে এমন একটি জীনিস যা কখনো বুঝতে পারবেন না কিন্তু তা অনূভব করতে পারবেন।
  • প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে মনে মনে ভাবুন, আপনি অনেক দামি মানুষ । এই পৃথিবীতে আপনিই শুধু আপনার বিকল্প।
  • সবার সামনে নিজেকে যখন উপস্থাপন করবেন তখন অনেক বড় করে উপস্থাপন করুন।

নিজেকে নিয়ে ক্যাপশন

অনেক সময় অতি অল্প কথার মাধ্যমে আমরা নিজেকে সবার সামনে তুলে ধরতে পারি। আর ক্যাপশন হচ্ছে সেই মাধ্যম ।

খুব সহজেই অল্প কথার মাধ্য যদি নিজেকে সবার সামনে তুলে ধরতে চান তবে এই ক্যাপশন গুলো ব্যবহার করতে পারেন ।

দেখবেন সবাই আপনাকে খুব সহজেই চিনে নিবে। এছাড়াও যদি আপনি এই ক্যাপশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে

শেয়ার করেন তবে তো কোন কথাই নেই। তাই আসুন এই ক্যাপশন গুলো নিজে পড়ি এবং সবাই যেন পড়তে পারে তার

জন্য ফেসবুকে শেয়ার করি ।

১. আমার রাজ্যে আমিই রাজা
নেই সেখানে কোন প্রজা।

২. মন জানে আর আমি জানি
আমি কি করতে পারি।

৩. যে কোন কাজ করতে পারি
কিন্তু তা নিজের বিভেক দিয়ে আগে সিদ্ধ করি।

৪. সবার জন্য ভালোবাসা মনের মধ্যে
সবময় জমা থাকে যা শুধু আপন জন দেখে।

৫. প্রতিদিন নিজেকে নিয়ে ভাবি
আর তাই আজ সবার কাছে দামি।

ভাবনা নিয়ে ক্যাপশন

প্রতিনিয়ত মনের মধ্যে বিরাজ করে অনেক ধরনের ভাবনা। আর সেই ভাবনা গুলো যখন কথা হয়ে মুখ দিয়ে বেড়িয়ে আসে

সেগুলো অনেক মধূর লাগে। আর যারা মনের ভাবনা নিয়ে ক্যাপশন সবার সাথে শেয়ার করতে চান তাদের জন্য এখানে

দেয়া হলো নতুন কিছু ক্যাপশন যা আপনার অনেক ভাল লাগবে এবং এগুলো শেয়ার করত পারবেন আপনার বন্ধুদের

সাথেও।

  1. মনের ভিতর ভাবনা গুলো আজ ফুল হয়ে ঝড়ছে। আর শুধু তোমার কথাই মনে পড়ছে।
  2. আর মনের ভিতর কতযে ভাবনা তা তুমাকে বুঝাতে পারবোনা।
  3. প্রতিদিন ভবি আবার যদি নিজেকে মনের মতন ভালোবাসতে পারতাম।
  4. যখন তুমি অনেক দুঃখ পাবে তখন নিজের জন্য একটু সময় রেখো কারণ নিজেকে নিয়ে ভাবতে পারবে।
  5. তুমার মনের ভাবনা গুলোই বলে দিবে তুমি কেমন মানুষ।

নিজের সম্পর্কে স্ট্যাটাস ও ক্যাপশন এর শেষ ভাষণ

যদি নিজের সম্পর্কে স্ট্যাটাস ও ক্যাপশন  বিষয়টি পড়ে আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তবে সবার কাছে একটি

অনুরোধ রইল। আর সেটি হচ্ছে লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

আর সবাই যেন নিজেকে নিয়ে ভাবতে পারেন, নিজেকে সবার সামনে তুলে ধরতে পারে । কখন যেন হীনমন্যতায় না

ভোগে। আজকের পর থেকে সবাই আমরা নিজেকে নিয়ে ভাববো আর নিজেকে সবার তুলে ধরবো। এই প্রত্যাশা নিয়েই

সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

আরো পড়তে পারেন

১. টাকা নিয়ে উক্তি ও কাকে বলে।

. টাকা কাকে বলে?

. জুমা মোবারক স্ট্যাটাস

৪. পরকীয়া প্রেম নিয়ে উক্তি

৫. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

শুক্র বারের শুভেচ্ছা

শুক্রবারের শুভেচ্ছা বিনিময়-এসএমএস,ছবি এবং উক্তি-Friday Wishing ,SMS & Quote

শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার । …