জাপান ভিসা সার্কুলার ও আবেদন

আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে নেই জাপান ভিসা সার্কুলার ও

আবেদন  সম্পর্কে। এটি একটি তথ্য মূলক লেখা । আপনারা যারা জাপান ভিসা সম্পর্কে জানতে চান

তারাঅবশ্যই এই লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। এই লেখা থেকে আপনি আরও জানতে পারবেন

জাপান ভিসা , জাপান ভিসা আবেদন , জাপান ভিসা আবেদনের যোগ্যতা এবং জাপান সার্কুলার । এ সকল

বিষয় নিম্নে আলোচনা করা হল-

জাপান ভিসা

জাপান ভিসা: আপনারা যারা জাপান যেতে চান তার আগে জাপানের ভিসা সম্পর্কে জেনে নেন। আসলে

আমরা যেকোন দেশেই যাইনা কেনো যাওয়ার আগে আমাদের ঠিক করতে হবে কোন ভিসা নিয়ে আমরা

যাবো । তাই আমাদের আগেই ভিসা সম্পর্কে জানতে হবে যে কোন কোন ধরণের ভিসা আছে এবং আপনি

কোন ভিসা নিয়ে যেতে চান । জাপান বিভিন্ন ধরণের ভিসা দিয়ে থাকে । যেমন, ব্যবসা – বাণিজ্য , পর্যটন,

জব, কনফারেন্স , উচ্চতর ডিগ্রি , প্রশিক্ষণ , মেডিকেল বা চিকিৎসা সহ নানা ধরনের ভিসা প্রধান করে

থাকে। জাপানের ভিসা সমূহ কে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায় । তাহল স্বল্প মেয়াদে ভিসা এবং

দীর্ঘমেয়দী ভিসা । আসুন জেনে নেই কিছু ভিসা সম্পর্কে , ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, হাইলি

স্কিলড প্রফেশনাল ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা,বিজনেস ভিসা। আশা করি আপনারা জাপান ভিসা

সম্পর্কে বুঝতে পেরেছেন।

জাপান ভিসা আবেদন

জাপান ভিসা আবেদন

জাপান ভিসা আবেদন: আপনারা যারা জাপান যেতে চান তারা অবশ্যই যাওয়ার আগে কি ভাবে আবেদন

করবেন তা জানা প্রয়োজন । তাহলে চলুন জেনে নেওয়া যাক কি ভাবে জাপানের ভিসার জন্য আমরা

আবেদন করবো। ভিসা আবেদন করার আগে আমাদের জানতে হবে কিভাবে আবেদন ফরম পাবেন এবং

পূরণ করবেন । জাপানের ভিসার আবেদন পত্র প্রতি কর্ম দিবসে দূতাবাস এর গেটে বিতরণ করা হয় এবং

আপনি  ভিসা আবেদন পত্রে ক্লিক করে ও  এটি পেতে পারেন । এছাড়াও একই ফর্ম ইন্টারনেট অনুসন্ধানে

জাপানি ভিসা ফর্ম মূল শব্দ গুলির সাথে পাওয়া যাবে। ফর্ম গুলি অবশ্যই এটি সম্পূর্ণ রুপে পূরণ করতে

হবে। তা না হলে ভিসা আবেদন গ্রহণ যোগ্য হবে না। আর আপনারা ছবি ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি এবং ৬ মাসের

মধ্যে তুলা ছবি দিয়ে ফর্ম টি পূরণ করতে হবে। আর আপনার প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র জমা ‍দিতে

হবে। আপনি যখন আপনার আবেদন জমা দেবেন তখন আপনি একটি আবেদন রশিদ পাবেন। যদি

আপনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা না দেন তাহলে আপনার আবেদন গ্রহণ যোগ্য হবেনা। আশা করি

আপনারা আবেদন সম্পর্কে বুঝতে পেরেছেন।

জাপান ভিসা আবেদনের যোগ্যতা

জাপান ভিসা আবেদনের যোগ্যতা :  আপনি যদি জাপানের যেকোনো ভিসার জন্য আবেদন করতে চান

তাহলে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং যোগ্যতা থাকতে হবে। যেমন-

  • প্রথমে আপনার আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং একটি কপি ডাউনলোড করে জমা দিতে হবে।
  • আপনার একটি বৈধ পাসপোর্ট থকতে হবে এবং যার মেয়দ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।
  • আপনার ছবি ২ ইঞ্চি/ ২ ইঞ্চি সাদা ব্যাকগ্রউন্ডে তুলতে হবে। ছবির পিছনে আপনার নাম এবং জন্ম তারিখ লেখা থাকতে হবে।
  • ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সেভিংস সার্টিফিকেট থাকতে হবে।
  • চেয়ারম্যান কর্তৃক সনদপত্র লাগবে।
  • এন আই ডি কাডের ফটোকপি লাগবে।
  • আপনি যে ভিসা নিয়ে জাপান যাবেন তার স্পস্ট নথি পত্র থাকতে হবে।
  • করোনাভাইরাজ এর টিকা কার্ড থাকতে হবে।

তাই আপনারা যদি জাপান ভিসা আবেদন করতে চান তাহলে আপনার উপরোক্ত কাগজপত্র গুলোর

প্রয়োজন হবে।

জাপান সার্কুলার

জাপান সার্কুলার: যারা জাপান যেতে চান তারা অবশ্যই যাওয়ার আগে কোন কোন কোম্পানির সার্কুলার

আছে তা জেনে জাবেন । কারণ কোন কোম্পানির সার্কুলার আছে তা জেনে গেলে আপনার পক্ষে ভালো

হবে । এখন বিশেষ প্রক্রিয়ায় এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী নেবে জাপান । ডিজিটাল প্রযুক্তি ও অন্যান্য

চাহিদা সম্পন্ন ক্ষেত্রে সরকারের ঘোষণা করা একটি পদক্ষেপের অধীনে এসব কর্মী নিবে দেশটির

উদ্যোক্তাবা চাকরিদাতারা। জাপান ভিত্তিক সংবাদমাধ্যম  নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হয় ।প্রতিবেদনে বলা হয় এশিয়া মহাদেশজুড়েই মেধাবীদের বা অতি দক্ষকর্মী পেতে প্রতিযোগিতা শুরু

হয়েছে ।বিশেষ করে দক্ষিণ – পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে । জাপানি কোম্পানিগুলোকে সাহায্য করতে

এশিয়া -জাপান ফর দ্য ফিউচার ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে । দেশটির অর্থনীতি , বাণিজ্য ও

শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা ইন্দোনেশিয়া সফরের সময় সোমবার একটি অনলাইন অনুষ্ঠানে বলেন , জাপান

উচ্চকাঙ্খী তরুণদের সুযোগ দিতে চায়। সরকার জাপানি বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি সাবেক শিক্ষার্থীদের

জন্য সুযোগ- সুবিধা তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি নিয়োগদাতাদের ইন্টার্নশিপ ও তথ্য

সেশনে অংশগ্রহণর সুযোগ পাবেন। এ পদক্ষেপের মাধ্যমে দক্ষকর্মী নিয়োগ করতে পারবে জাপানি

কোম্পানিগুলো । এতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হবে। করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধের কারণে

দক্ষিণ – পূর্ব এশিয়ার কারখানাগুতে ব্যাপকক নেতিবাচক প্রভাব পড়েছে । এতে কমে গেছে পণ্যের

উৎপাদন ব্যবস্থা । দেশটি তাদের কোম্পানিগুলোর অবকাঠামো তৈরিতে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন

ক্ষেত্রে নজরদারি বাড়াবে।

শেষ কথা

আজকের মত এখানেই শেষ করছি জাপান ভিসা সার্কুলার ও আবেদন লেখা টি। এটি একটি  তথ্য মূলক

লেখা । আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি আরও কোন বিষয়ে জানতে চান

তাহলে কমেন্ট করে জানাবেন। নিম্নে আপনাদের জন্য কিছু লিংক দিয়ে দিলাম । প্রয়োজন মনে করলে

পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আমার এই জাপান ভিসা সার্কুলার ও

আবেদন লেখা টি পড়ার জন্য । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *